Friday, 6 January 2023

ইউক্রেনের সঙ্গে ৩৬ ঘণ্টা যুদ্ধ বিরতির ঘোষণা দিলেন পুতিন

ইউক্রেনের সঙ্গে ৩৬ ঘণ্টা যুদ্ধ বিরতির ঘোষণা দিলেন পুতিন


ইউক্রেনের সঙ্গে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়কে তিনি এ নির্দেশনা প্রদান করেন। খবর বিবিসি।

এ নির্দেশনা অনুযায়ী শুক্র ও শনিবার (৬ ও ৭ জানুয়ারি) রুশ সেনারা যুদ্ধ থেকে বিরত থাকবেন। সেই সঙ্গে ইউক্রেনকেও যুদ্ধবিরতি পালনের আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান অর্থোডক্স চার্চের প্রধান মস্কোর প্যাট্রিয়ার্ক কিরিল বৃহস্পতিবার উভয়পক্ষকে ক্রিসমাস যুদ্ধবিরতি পালনের আহ্বান জানান। তবে পুতিনের যুদ্ধবিরতি পালনের নির্দেশকে একটি ফাঁদ হিসেবে উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে কিয়েভ।


পুতিন তার আদেশে বলেন, পরম পবিত্র প্যাট্রিয়ার্ক কিরিলের আবেদন বিবেচনা করে, আমি রাশিয়ান ফেডারেশনের প্রতিরক্ষামন্ত্রীকে আগামী ৬ জানুয়ারি থেকে ৩৬ ঘণ্টা যুদ্ধবিরতি ব্যবস্থা চালুর নির্দেশ দিচ্ছি।

এর আগে রুশ অর্থোডক্স গির্জার প্রধান কিরিল শুক্রবার দুপুর থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত ইউক্রেন ও রাশিয়ার প্রতি যুদ্ধবিরতি পালনের আহ্বান জানিয়েছিলেন। প্রাচীন জুলিয়ান বর্ষপঞ্জি অনুসারে, রাশিয়া ও ইউক্রেনে বসবাসকারীসহ অনেক অর্থোডক্স খ্রিস্টানরা আগামী ৬-৭ জানুয়ারি বড় দিন পালন করবেন। এছাড়া রাশিয়ার অর্থোডক্স গির্জা প্রতি বছরের ৭ জানুয়ারি বড় দিন উৎসব পালন করে। 
বৈশ্বিক জিডিপির ৩৫তম স্থানে বাংলাদেশ, ৪২-এ পাকিস্তান

বৈশ্বিক জিডিপির ৩৫তম স্থানে বাংলাদেশ, ৪২-এ পাকিস্তান



বিদায়ী ২০২২ সালে বিশ্ব অর্থনীতির আকার ১০০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। বিশ্ব অর্থনীতির একটা বড় অংশজুড়ে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, জার্মানি ও ভারত রয়েছে। বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অর্ধেকই এই পাঁচ দেশের। এ বৈশ্বিক জিডিপির তালিকায় ৩৫তম স্থানে রয়েছে বাংলাদেশ। আর পাকিস্তানের অবস্থান ৪২তম। 

সম্প্রতি কানাডাভিত্তিক গবেষণা সংস্থা ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। 

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্য-উপাত্তের সাহায্য নিয়ে তৈরি প্রতিবেদনটিতে বলা হয়, গত বছরে বিশ্বে দুটি বড় ঘটনা ঘটেছে। এক. বিশ্ব অর্থনীতির আকার ১০০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। দুই. বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটি পার হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, বিশ্ব অর্থনীতির একটা বড় অংশজুড়ে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, জার্মানি ও ভারত রয়েছে। বিশ্বের মোট জিডিপির অর্ধেকই পাঁচটি দেশের। গত বছর যুক্তরাজ্যকে টপকে ভারত পঞ্চম স্থান দখল করে নিয়েছে। আরও পাঁচটি দেশকে এর সঙ্গে যুক্ত করা হলে ১০টি দেশের মিলিত জিডিপি হবে বৈশ্বিক জিডিপির ৬৬ শতাংশ। আর বৈশ্বিক জিডিপির ৮৪ ভাগের অংশীদার বিশ্বের ২৫টি দেশ। বিশ্বের বাকি ১৬৭টি দেশের জিডিপির পরিমাণ খুবই কম- মাত্র ১৬ শতাংশ। 

এ হিসাবে বৈশ্বিক জিডিপির তালিকা অনুযায়ী বাংলাদেশের অর্থনীতির অবস্থান ৩৫তম। বাংলাদেশের জিডিপির আকার ৪৬০ বিলিয়ন ডলার বা ৪৬ হাজার কোটি ডলার। বাংলাদেশের ঠিক আগেই রয়েছে সংযুক্ত আরব আমিরাত, মিসর ও অস্ট্রিয়ার মতো দেশ। আর ঠিক পরেই আছে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভিয়েতনাম। আর পাকিস্তানের অবস্থান ৪২তম। নিম্ন জিডিপির দেশগুলোর বেশিরভাগই ওশেনিয়া অঞ্চলের দ্বীপদেশ। 

প্রতিবেদনটিতে সংশ্লিষ্ট দেশগুলোর জিডিপি নিরিখেই হিসাব করা হয়েছে। এতে ১০০ ট্রিলিয়ন ডলারের বিশ্ব অর্থনীতিতে ছোট-বড় সব দেশের জিডিপির হিসাব যুক্ত হয়েছে। এতে কোন দেশের হিস্যা কত সেসব তুলে ধরা হয়েছে।

অর্থনীতির এক ঘোর অনিশ্চয়তা নিয়ে ২০২৩ শুরু হয়েছে। করোনার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতিতে নাকাল বিভিন্ন দেশের মানুষ। অনেক বিশেষজ্ঞ স্বল্প আকারে মন্দা সৃষ্টি হওয়ার কথা বলছেন। তবে এটা স্বল্প না দীর্ঘস্থায়ী হবে- তা নিয়ে বিতর্ক আছে। এরই মধ্যে আইএমএফ বলেছে, বিশ্বের অন্তত এক-তৃতীয়াংশ দেশ মন্দার কবলে পড়বে। 

অনেক বিশেষজ্ঞ বলছেন, অর্থনীতির নিম্নগামী প্রবণতাকে চীন রুখতে পারবে। আর এ পূর্বাভাস ঠিক হলে বিশ্ব জিডিপির হিস্যায় চীনের অংশ আরও বাড়বে। 
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নতুন বোর্ড গঠন: সভাপতি সাংবাদিক আহাদ, সচিব আব্দুল হাই

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নতুন বোর্ড গঠন: সভাপতি সাংবাদিক আহাদ, সচিব আব্দুল হাই


গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সমিতি বোর্ডের ২৯তম বোর্ড সভার প্রথম অধিবেশন সিলেট গোটাটিকরস্থ সদর দপ্তরে হানিফ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উপজেলার গ্রাহকদের নিয়ে অনুষ্ঠিত বার্ষিক এ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।

এসময় তিনি বলেন, বিদ্যুৎ ছাড়া আমাদের জীবন যাত্রা স্বাভাবিক রাখা খুবই কঠিন। নবায়ন যোগ্য জ্বালানীর বিষয়ে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এতে আমাদের সবার সহযোগিতা থাকা দরকার। এসময় বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ।

অনুষ্ঠানে ওসমানীনগর জোনাল অফিসের ডিজিএম নাঈমুল হাসানের উপস্থাপনায় বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর জিএম প্রকৌশলী দিলীপ চন্দ্র চৌধুরী, আরইবির প্রতিনিধি উপ পরিচালক মোহাম্মদ হালিমুজ্জামান, সমিতির বিদায়ী সচিব মোহাম্মদ মেন্দি মিয়া, বিদায়ী কোষাধ্যক্ষ এমদাদুর রহমান।

দ্বিতীয় অধিবেশনে আরইবির প্রতিনিধিদের পরিচালনায় বিভিন্ন এলাকার নির্বাচিত পরিচালকদের ভোটে নতুন বোর্ড গঠন করা হয়। এতে সাংবাদিক আব্দুল আহাদ (গোলাপগঞ্জ) কে সভাপতি, নজরুল হক তাপাদার (জকিগঞ্জ ও বিয়ানীবাজার) কে সহ সভাপতি, মোহাম্মদ আব্দুল হাই (ফেঞ্চুগঞ্জ) কে সচিব ও সহিদুল হাসান (জকিগঞ্জ) কে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত করা হয়।

এদিকে নব নির্বাচিত সমিতি বোর্ডের নের্তৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সাবেক সভাপতি হানিফ আহমদ, সাবেক সচিব মোহাম্মদ মেন্দি মিয়া সহ বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত পরিচালকবৃন্দ।

Monday, 2 January 2023

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি বিয়ানীবাজারের এনায়েত

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি বিয়ানীবাজারের এনায়েত


সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) পদে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেন। আগামী চার বছরের জন্য তাকে ভাইস-চ্যান্সেলর হিসেবে তিনি এ দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেন বিয়ানীবাজারের মুড়িয়া গ্রামের বাসিন্দা।

রোববার (১ জানুয়ারি) সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ চিকিৎসা শিক্ষা-১ শাখার যুগ্মসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮’ এর ধারা ১১ (১) অনুসারে অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেনকে তার পিআরএল স্থগিতপূর্বক নিম্নবর্ণিত শর্তে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ করা হলো।

(ক) ভাইস-চ্যান্সেলর হিসেবে তার নিযুক্তির মেয়াদ হবে ০৪ (চার) বছর।

(খ) ভাইস-চ্যান্সেলর পদে তিনি তার পূর্বের পদের (গ্রেড-১) বেতন-ভাতাদির সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন।

(গ) তিনি বিধি অনুযায়ী ভাইস-চ্যান্সেলর পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

(ঘ) ভাইস-চ্যান্সেলর ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮’ এর ১২ ধারা অনুযায়ী তার দায়িত্ব পালন করবেন।

(ঙ) রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে। 

Sunday, 1 January 2023

গোলাপগঞ্জের যেসব জনপ্রতিনিধির বিরুদ্ধে মামলা করলেন পরাজিত প্রার্থী

গোলাপগঞ্জের যেসব জনপ্রতিনিধির বিরুদ্ধে মামলা করলেন পরাজিত প্রার্থী


গত বছরের ১৭ অক্টোবর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডথেকে সদস্য পদপ্রার্থী ছিলেন সাবেক সদস্য এডভোকেট মো. মুজিবুর রহমান চৌধুরী। এ নির্বাচনে পরাজিত হন তিনি। নির্বাচনের প্রায় দেড়মাস পর রোববার (১ জানুয়ারি) সিলেট জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে ৬৬জন জনপ্রতিনিধির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় তিনি বিবাদীদের কাছে বিভিন্ন অংকের টাকা পান বলে দাবী করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে সমন জারি করেছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী এডভোকেট দেবব্রত চেীধুরী লিটন।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, জেলা পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বীতা করেন এডভোকেট মো. মুজিবুর রহমান চৌধুরী। এ নির্বাচনে ভোট দেয়ার শর্তে ভোটারদের তিনি টাকা দেন। কিন্তু ওই নির্বাচনে তিনি হেরে যান। ভোটে হেরে তিনি ভোটারদের কাছ থেকে টাকা ফেরত চেয়ে তা ফেরত নিতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত তা আদালত পর্যন্ত গড়িয়েছে। মামলায় আসামী করা হয়েছে ৬৬ জনকে। যারা সকলেই তাঁর নির্বাচনী এলাকার ভোটার ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি। যদিও মামলার এজহারে ভোটদানের শর্তেটাকা দেয়ার বিষয়টি উল্লেখ করা হয়নি। সেখানে বিভিন্ন অযুহাতে বিবাদীরা তার কাছ থেকে বিভিন্ন অংকের টাকা নিয়েছেন বলে বাদী মুজিবুর রহমান চৌধুরী উল্লেখ করেছেন।

মামলায় যেসব জনপ্রতিনিধিদের আসামী করা হয়েছে তাঁরা হলেন-

১। মইজ উদ্দিন বলাই (৫৫), পিতা- ইদ্রিছ আলী সারো, সাং-পনাইরচক।
২। রাসেল আহমদ নাজির (৩৮), পিতা- মৃত জমসেদ আলী, সাং-লগ সোনাপাড়া,
৩। তারেক আহমদ (৩৫), পিতা-মানিক উদ্দিন, সাং- শিলঘাট। 
৪। হোসেন আহমদ খোকা (৫২), পিতা- কালি চরণ নাথ, সাং-ধারাবহর।
৫। মোস্তাক আহমদ (৩৫), পিতা-মৃত খুর্শিদ আলী, সাং- আমুড়া।
৬। হযরত আলী (৫৫), পিতা-মৃত ছত্তার মিয়া, সাং- রাংজিওল।
৭। আফিয়া বেগম (৩৫), স্বামী-জোয়াইদ আলী, সাং- কদুপুর।
৮। লাইলী বেগম (৪৮), পিতা- মৃত ইকরাম আলী, সাং- পানিয়াগা,
৯। রুনা আক্তার নাদিয়া (৩০), স্বামী খোকন আহমদ, সাং- পুর্বভাগ ফতেহখানী।
১০। শাহেনা আক্তার (৪৮), স্বামী- মোঃ ফজলুর রহমান, সাং-হাওর।
১১। ফাহেল আহমদ (৩৮), পিতা- আঃ হাসিম, সাং- বাগিছা।
১২। সুবোধ চন্দ্র দাস (৪৫), পিতা- চিত্ত রঞ্জন দাস, সাং-কাদিপুর।
১৩। শাহাব উদ্দিন (ইরান) পিতা- কটাই মিয়া, সং- ভাদেশ্বর দক্ষিণগাঁও।
১৪। আফিয়া বেগম (৪০), স্বামী আবুল কালাম, সাং- রফিপুর।
১৫। আব্দুল কাইয়ুম (২৫), পিতা- মৃত সোয়া মিয়া, সাং-পানিয়াগা।
১৬। কবির আহমদ (৩৫), পিতা- মৃত রাজা মিয়া, সাং- কায়ছগ্রাম।
১৭। মোঃ আবুল কাশেম (৪৫), পিতা-মৃত আব্দুল মতিন, সাং-হাজীপুর।
১৮। সুমি বেগম (৩০), স্বামী- কফ মিয়া, সাং-ফুলবাড়ী।
১৯। মুজিবুর রহমান দুলাল (৪০), পিতা-নুরবক্স, সাং- মোল্লাগ্রাম।
২০। শামীম আহমদ (৫০), পিতা- মৃত আতাউর রহমান, সাং-কিছমত মাইজভাগ।
২১। রেজাউল করিম রাজু (২৮), পিতা- গিয়াস উদ্দিন, সাং-কানিশাইল।
২২। করেছ আহমদ (৪০), পিতা- মৃত মোতাহির, সাং- বহরগ্রাম।
২৩। আয়রুন নেছা (৬০), স্বামী-মৃত কটুমিয়া, সাং- বহরগ্রাম।
২৪। উস্তার আলী (৬০), পিতা- মৃত মিম্বর আলী, সাং- বানীগাজী।
২৫। পাপিয়া বেগম (২৮), স্বামী- জয়নুল হক, সাং- কালিডহর।
২৬। আব্দুল মুমিত (৪৮), পিতা- মৃত কুটু মনা, সাং- আমকোনা।
২৭। মিজানুর রহমান (৩০), পিতা- আতিকুর রহমান, সাং- বাগলা ছালিমকোনা।
২৮। আলা উদ্দিন (৬০), পিতা- মৃত সিকন্দর আলী, সাং-খাটুকাই।
২৯। দিলবি বেগম (৪০), স্বামী- জইন উদ্দিন (ইউনুছ) সাং-আমকোনা।
৩০। স্বপ্না বেগম (৩৫), স্বামী আছমত মিয়া, সাং-বাগলা।
৩১। আং হক (৪৫), পিতা- মগরম আলী (গফুর)সাং-সুপাটেক।
৩২। রত্না রানী দাস (৪২), স্বামী সতুন দাস সাং-সুপাটেক
৩৩। ফারুক মাহমুদ (৬০), পিতা- মজাইদ আলী, সাং- বাঘা আনছার মহল্লা।
৩৪। আব্দুল হাকিম পারভেজ (৪৮), পিতা- চান মিয়া, সাং-বাঘা।
৩৫। মোঃ ফলিক উদ্দিন (৪৫), পিতা- মৃত জহির আলী সাং-বাঘ এখলাছপুর।
৩৬। জোছনা বেগম (৫০), স্বামী জিতুমিয়া সাং-মলুয়া।
৩৭। সাফিয়া বেগম (৩০), স্বামী-আঃ আলিম আহাদ, সাং-দক্ষিণ বাঘা।
৩৮। রেখা বেগম (৩৫), পিতা- মনা মিয়া, সাং-উত্তর গোলাপনগর।
৩৯। দিলারা বেগম (৩০), স্বামী আব্দুল কাদির, সাং-
৪০। জায়দা বেগম (৪০), স্বামী-মৃত মনির, সাং-শেরপুর খলাগ্রাম।
৪১। মুজিবুর রহমান মল্লিক (৪৫), পিতা-আব্দাল মিয়া,
৪২। জালাল উদ্দিন (৪৮), পিতা ছমির উদ্দিন, সাং- উত্তর গোয়াসপুর।
৪৩। বেলাল আহমদ (৩৮), পিতা-মৃত আজির উদ্দিন, সাং-চন্দনভাগ।
৪৪। চুনু মিয়া (৫৮), পিতা-মৃত সইদ আলী, সাং- শেরপুর খলাগ্রাম।
৪৫। এম.এ আহাদ (৪০), পিতা-মৃত ওয়াহিদ আলী, সাং-বাউশী।
৪৬। আফছারুন নেছা (৪০), স্বামী মনাই মিয়া, সাং- কানিশাইল।
৪৭। মিনা বেগম (৪০), স্বামী গনি মিয়া, সাং-রায়গড়।
৪৮। জামিল আহমদ (৩৫), পিতা- মৃত আখলাকুল আম্বিয়া, সাং-ফুলবাড়ী।
৪৯। শেফা বেগম (৩২), স্বামী বাবুল আহমদ, সাং- ঘোষণীও।
৫০। আনোয়ার হোসেন আনু (৫০), পিতা-মৃত লাল মিয়া, সাং-চৌধুরী বাজার।
৫১। ইমাম উদ্দিন কানাই (৪০), পিতা-আঃ মনাফ, সাং-পুরকায়স্থ বাজার।
৫২। দেলোয়ার হোসেন (৩৮), পিতা- আহমদ আলী, সাং-বালুচর ফুলসাইন্দ।
৫৩। জাহেদ আহমদ (৫২), পিতা- ধলা মিয়া, সাং- ফুলসাইন্দ।
৫৪। আবুল হোসেন (৫৫), পিতা-ছরই মিয়া, সাং- নোয়াই।
৫৫। পিয়ারা বেগম (৩৫), স্বামী ফারুক মিয়া, সাং- লক্ষনাবন্দ (নিলামপাড়া)।
৫৬। বিভা রানী দাশ (৫০), স্বামী-মৃত রাম কানাই দাস, সাং-দাসপাড়া ফুলসাইন্স।
৫৭। শাপলা আক্তার (২৮), পিতা-আশা মিয়া, সাং- নওয়াই দক্ষিণভাগ, দক্ষিণপাড়া।
৫৮। মোহাম্মদ কবিরুল ইসলাম (৪০), পিতা-সিদ্দিক আলী, সাং-ইসলামপুর।
৫৯। শামীম আহমদ (৩৩), পিতা-সুৱাই মিয়া, গাং-ঘাওয়া।
৬০। কামরান হোসেন (৪০), পিতা-মৃত ফজলুর রহমান, সাং-সুন্দিশাইল।
৬১। মোঃ গিয়াস উদ্দিন (৪২), পিতা- গৌছ উদ্দিন, সাং-রফিপুর।
৬২। বুদু মিয়া (৫৫), পিতা- মৃত তজমুল আলী, সাং- মেহেরপুর।
৬৩। ফয়ছল আহমদ (৩৪), পিতা-আব্দুল মতলিব, সাং- শিলঘাট।
৬৪। ছালেহা বেগম (৪০) স্বামী- আব্দুল জলিল লিমন, সাং-আমুড়া।
৬৫। রাজিয়া সুলতানা (৫০), স্বামী আবুমিয়া, সাং- কদমরসুল।
৬৬। ছালমা খানম (২৮), স্বামী-আঃ কাদির, সাং- শিলঘাট।

উল্লেখিত সবারই বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়।
অর্থের বিনিময়ে ভোটঃ গোলাপগঞ্জে ৬৬ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে মামলা

অর্থের বিনিময়ে ভোটঃ গোলাপগঞ্জে ৬৬ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে মামলা


আড়াই মাস আগে অনুষ্ঠিত সিলেট জেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে হেরে যান গোলাপগঞ্জের অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী। এবার তিনি টাকা ফেরত চেয়ে মামলা করেছেন ভোটারদের বিরুদ্ধে। তার এ মামলায় অভিযুক্ত করা হয় ৬৬ জনকে। আজ রোববার সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন তিনি। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী দেব্রত চৌধুরী লিটন।

তিনি জানান, মামলাটি আমলে নিয়ে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করেছেন।জানা গেছে, গত ১৭ অক্টোবর সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন করেন অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী।

নির্বাচনে ভোটের আশায় ভোটারদের বিভিন্ন অংকের টাকা দেন। কিন্তু তিনি জয়লাভ করতে পারেননি। পরে টাকা ফেরত চেয়েও পাননি। অবশেষে টাকা ফেরত পেতে আদালতে মামলা করেন।যদিও মামলার এজাহারে তিনি টাকার বিনিময়ে ভোটের বিষয়টি উল্লেখ করেননি। বিভিন্ন অজুহাতে ভোটাররা টাকা নিয়েছেন বলে দাবি করেছেন। 

Saturday, 24 December 2022

প্যারিসে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

প্যারিসে বন্দুকধারীর গুলিতে নিহত ৩


ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে এক বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার সকালে একটি কুর্দি সাংস্কৃতিক কেন্দ্র ও সেলুনের কাছে এ গুলির ঘটনা ঘটে। খবর বিবিসির।

ঘটনার পরপরই সন্দেহভাজন ৬৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সন্দেহভাজন ব্যক্তি ফরাসি নাগরিক। আগের দুটি হত্যাচেষ্টার ঘটনায় পুলিশের নজরে এসেছিলেন তিনি। তবে আজকের হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি প্যারিস পুলিশ। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘটনায় সাত থেকে আটটি গুলির শব্দ শোনা যায়। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। অপর দুজনের অবস্থাও বেশ খারাপ।

পুলিশ কোনো বাধা ছাড়াই সন্দেহভাজন হামলাকারীকে আটক করে। তার কাছ থেকে হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে