Wednesday, 18 January 2023

বিরোধীরা ছানি অপারেশন করালে দেশের উন্নয়ন দেখতে পাবে: স্বাস্থ্যমন্ত্রী

বিরোধীরা ছানি অপারেশন করালে দেশের উন্নয়ন দেখতে পাবে: স্বাস্থ্যমন্ত্রী


বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা চোখের ছানি দূর করালে উন্নয়ন দেখতে পাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার সকালে দেশের ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী অনেক উন্নয়ন করেছেন। কিন্তু আমাদের বিরোধীরা সে উন্নয়নগুলো চোখে দেখে না। আমার মনে হয়, কমিউনিটি ভিশন সেন্টারে বা আমাদের চক্ষু ইনস্টিটিউটে এসে চক্ষু পরীক্ষা করিয়ে, ছানি দূর করতে পারলে সব উন্নয়ন কাজ তারা ভালো করে দেখতে পারবে।

তিনি বলেন, প্রতিবেশী দেশের তুলনায় আমাদের অবস্থা ভালো। পঞ্চাশোর্ধ্ব জনগোষ্ঠীর মধ্যে অন্ধত্বের হার ভারতে পৌনে ২ শতাংশ ও নেপালে আড়াই শতাংশ। সেখানে আমাদের দেশে দেড় শতাংশ। ত্রিশোর্ধ্ব জনগোষ্ঠীর মধ্যে পাকিস্তানে অন্ধত্বের হার পৌনে ৩ শতাংশ, আমাদের দেশে শূন্য দশমিক ৭ শতাংশ।

এ সময় চোখের চিকিৎসায় সরকারের নেওয়া নানা উদ্যোগগুলো তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। 
লন্ডন মহানগর যুবলীগ নেতা আরিফুল ইসলাম ও হোসাইন আহমকে সংবর্ধনা প্রদান

লন্ডন মহানগর যুবলীগ নেতা আরিফুল ইসলাম ও হোসাইন আহমকে সংবর্ধনা প্রদান


লন্ডন মহানগর যুবলীগের সাংঠনিক সম্পাদক আরিফুল ইসলাম ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হোসাইন আহমদের স্বদেশ আগমন উপলক্ষে চন্দরপুর ওয়ার্ড ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামীলীগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছ।

মঙ্গলবার (১৭ জানুয়ারী) রাতে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে সাবেক এ গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতাদের সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় যুক্তরাজ্য প্রবাসী কফিল উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি সদস্য সালমান কাদের দিপুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য সেলিম উদ্দিন, বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আফজল হোসেন, গোলাপগঞ্জ উপজেলা তাঁতী লীগের সহ-সভাপতি আলী হোসেন, সমাজকর্মী বাহার উদ্দিন, যুবলীগ নেতা সাইফুল হক, ফয়সল মাহমুদ, আলী হোসেন রাদিস প্রমুখ।

এসময় বক্তারা সাবেক এ ছাত্রলীগ নেতাদের সাংগঠনিক কার্যক্রম তুলে ধরে তাঁদের ভূয়সী প্রশংসা করেন। সমাজকর্ম থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে তাঁদের অবদান তুলে ধরে তৃনমূল নেতা-কর্মীকে একই পথ অনুসরণ করার আহবান জানান বক্তারা। এসময় উপস্থিত সকলে সংবর্ধিত অতিথিবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং তাঁদের প্রবাস জীবনের মঙ্গল কামনা করে উজ্জ্বল ভবিষ্যৎ প্রার্থনা করেন। 
 
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা সালেহ আহমদ, তারেক আহমদ, সুহেল আহমদ, কাওছার আহমদ, ছাত্রলীগ নেতা শিপলু আহমদ, পাপ্পু আহমদ, সায়েক রহমান, সুজেল আহমদ, রাহী, শাহীন, রেদওয়ান, লাভলু, মুহিব সুন্নাহ-সহ চন্দরপুর ওয়ার্ড ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ। 

Friday, 13 January 2023

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৬ কোটি ৩২ লাখ টাকা দেবে যুক্তরাজ্য

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৬ কোটি ৩২ লাখ টাকা দেবে যুক্তরাজ্য


বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। সিলেট অঞ্চলে গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা হিসেবে দেশটি অতিরিক্ত পাঁচ লাখ পাউন্ড দেবে। বাংলা মুদ্রায় যা ছয় কোটি ৩২ লাখ ২০ হাজার টাকা।

ব্র্যাক থেকে বিতরণ করা এই তহবিল সুনামগঞ্জ, সিলেটে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পানি, বাসস্থান, জীবিকার সুযোগ ও উন্নত পুষ্টি প্রদান করবে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এ তথ্য জানায়।

বাংলাদেশে যুক্তরাজ্যের উন্নয়ন পরিচালক ম্যাট ক্যানেল বলেছেন, সিলেট অঞ্চলের গত বছরের বিধ্বংসী বন্যা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ যে এখনও ঝুঁকিপূর্ণ তা নির্দেশ করে। এই নতুন তহবিল সুনামগঞ্জ, সিলেটের সবচেয়ে ক্ষতিগ্রস্তদের জন্য অত্যাবশ্যক পানি, পুষ্টি, আশ্রয় ও জীবিকার সুযোগ প্রদান করে। এই সহায়তা প্রদানের জন্য ব্র্যাকের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে যুক্তরাজ্য গর্বিত।

যুক্তরাজ্যের এই নতুন সহায়তা প্রায় ১ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নিরাপদ পানি ও আশ্রয় নিশ্চিত করবে। পাঁচ হাজারের বেশি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জীবিকা ও খাদ্য নিরাপত্তা পুনরুদ্ধার করবে।

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, গত বছর জুন মাসে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যায় ৭২ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। গত দুই দশকের মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষতি হয় এই বন্যায়। নয়টি জেলায় এ বন্যা ধ্বংসের চিহ্ন রেখে গেছে, যার মধ্যে সুনামগঞ্জ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিটিশ হাইকমিশন ও ব্র্যাকের মধ্যে এই অংশীদারিত্ব সুনামগঞ্জের জনগণের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 
সিলেট পবিস-১ এর সভাপতি নির্বাচিত হওয়ায় আব্দুল আহাদকে বিভিন্ন মহলের অভিনন্দন

সিলেট পবিস-১ এর সভাপতি নির্বাচিত হওয়ায় আব্দুল আহাদকে বিভিন্ন মহলের অভিনন্দন


সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর সভাপতি পদে সাংবাদিক আব্দুল আহাদ ২য় বারের মত নির্বাচিত হওয়ায় উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন ব্যক্তি মহল।

যারা অভিনন্দন জানিয়েছেন তারা হলেন, সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট ৬ আসনের এমপি নুরুল ইসলাম নাহিদ, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী এলিম, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, ইসলামী ঐক্য জোটের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট মাওলানা আব্দুর রকিব, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠিতা সভাপতি সারওয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি লৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুল জলিল সেলিম, গোলাপগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ১ হেলালুজ্জামান হেলাল, ১ নং বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, ২নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তমজ্জুল আলী তোতা মিয়া, ৩ নং ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ আহমদ, ৪ নং লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল, ৫ নং বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, ৬ নং ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুর রহিম, ৭ নং লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান, ৮ নং ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, ৯নং পশ্চিম আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাছিন আহমদ মিন্টু, ১০নং বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসাইন, ১১নং শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম কবির উদ্দিন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ -সভাপতি মহি উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল, সেক্রেটারি জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ মাইক্রোবাস চালক সমিতির সভাপতি সামাদ আহমদ, সেক্রেটারি আব্দুর রহিম লিলু, গোলাপগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বদরুল ইসলাম, সেক্রেটারি ছায়েল আহমদ, ড. সৈয়দ মকবুল হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি হাজী ফখরুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা জাতীয় মৎসজীবী সমিতির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল আলী, গোলাপগঞ্জ মৎসজীবী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ সহ প্রমুখ।


উল্লেখ, গত ০৫ জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রতিনিধিদের উপস্হিতিতে ৮টি উপজেলার নির্বাচিত ও মনোনীত পরিচালকদের ভোটে গোলাপগঞ্জ এলাকা পরিচালক সাংবাদিক আব্দুল আহাদ কে সভাপতি, বিয়ানীবাজার ও জকিগঞ্জ এলাকা মনোনীত পরিচালক নজরুল হক তাপাদারকে সহ-সভাপতি , ফেঞ্চুগঞ্জ এলাকা পরিচালক মোহাম্মদ আব্দুল হাইকে সচিব ও জকিগঞ্জ এলাকা পরিচালক সহিদুল হাসান কে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত করা হয়। 
বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে'র অর্থায়নে বিনামূল্যে প্রসূতি সেবা কার্যক্রম চালু

বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে'র অর্থায়নে বিনামূল্যে প্রসূতি সেবা কার্যক্রম চালু


বুধবারীবাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রে প্রসূতি নারীদেরকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের দায়িত্ব নিয়েছে বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে। এ কর্মসূচির মাধ্যমে এখন থেকে বিনামূল্যে নরমাল ডেলিভারি-সহ চিকিৎসাসেবা পাবেন প্রসূতি নারীগণ। বুধবারীবাজার ইউনিয়ন-সহ আসপাশ অঞ্চলের প্রসূতি নারীগণ এ সেবা নিতে পারবেন।

বুধবারীবাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রে সরকারীভাবে বিভিন্ন চিকিৎসাসেবা পাওয়া গেলেও এখানে প্রসব সেবা কিংবা প্রসূতি নারীদের ডেলিভারি সেবা প্রদানে সরকারী কোনো বরাদ্ধ নেই। আজ (১২ জানুয়ারী) থেকে বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে'র অর্থায়নে যেকোনো প্রসূতি নারী চিকিৎসাসেবা-সহ এখান থেকে বিনামূল্যে নরমাল ডেলিভারি সেবা গ্রহণ করতে পারবেন।

আজ, বৃহস্পতিবার (১২ জানুয়ারী) আনুষ্ঠানিকভাবে এ সেবা কার্যক্রমের দায়িত্বভার গ্রহণ করেছে বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দায়িত্বভার গ্রহণ করেন বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে'র সভাপতি মোঃ মকলু মিয়া।

অনুষ্ঠানে বুধবারীবাজার ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি সদস্য আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ফরেনসিক প্রধান প্রফেসর ডাঃ আব্দুস সালাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমাজসেবী সামছুল হক, কালীজুরী প্রভাতি সংঘের সাবেক সভাপতি হিফজুর রহমান, বুধবারীবাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রের পরিদর্শক সাব্বির আহমদ, স্পেন প্রবাসী হানুর ইসলাম, কালীজুরী প্রভাতি সংঘের সভাপতি হালিমুর রশিদ রাপু, ইউপি সদস্য হেলাল উদ্দিন খান, আবুল কাশেম, সালমান কাদের দিপু প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবী মামুন বাবু, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনাম উদ্দিন, ইউপি সদস্য জাহেদুর রহমান মৌলা, ইউপি সদস্যা আফিয়া বেগম, সমাজকর্মী খাইরুল ইসলাম, শিপু ইসলাম, সাব্বির আহমদ, সাহেদ আহমদ, আব্দুল হানিফ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তাগণ বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের ভূয়সী প্রশংসা করেন। অতীতে ট্রাস্টের বিভিন্ন আর্ত্মমানবতার কার্যক্রমের কথা স্মরণ করে তারা এ ট্রাস্টের আরোও সমৃদ্ধি কামনা করেন এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে প্রসূতি সেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করায় এ ট্রাস্টের সকল নেতৃবৃন্দের প্রতি তারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বিশ্ব ইজতেমা শুরু, মুসল্লির ঢল

বিশ্ব ইজতেমা শুরু, মুসল্লির ঢল

প্রতীকী ছবি

টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে দাওয়াতে তাবলিগের ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথমপর্ব। আজ বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ইজতেমা শুরু হয়।

তবে এর আগে বৃহস্পতিবার দুপুরের আগেই ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা, সড়ক ও ভবন কানায় কানায় ভরে যায়। এ কারণে বাদ জোহর থেকেই শুরু হয় তালিমি বয়ান। আজ এ ময়দানে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত হবে। রোববার দুপুরের আগে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথমপর্ব।

মুসল্লিরা বুধবার থেকেই ময়দানে আসতে শুরু করেন। বৃহস্পতিবার সকালের মধ্যেই ময়দান ও আশপাশের এলাকা পূর্ণ হয়ে ওঠে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুপুর বা এরপর আসা মুসল্লিদের বড় অংশকেই তাই ফিরে যেতে হয়েছে। কেউ কেউ এখানে ঠাঁই না পেয়ে ঢাকায় তাদের নিকটাত্মীয়দের কাছে আশ্রয় নিয়েছেন।

তবে সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মুসল্লিদের ময়দানমুখী স্রোত অব্যাহত ছিল। তারা জানিয়েছেন, থাকার জায়গা না পেলেও বয়ান শুনে অন্য কোথাও গিয়ে অবস্থান নেবেন।

বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ভারত, সিরিয়া, পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, চাঁদ, মিয়ানমার, আফগানিস্তানসহ ৪০ দেশের প্রায় দুই হাজার বিদেশি মেহমান ময়দানে নির্ধারিত নিবাসে অবস্থান নিয়েছেন। এ তথ্য জানিয়েছেন বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম। তিনি বলেন, বিদেশিদের মধ্যে ভারত থেকে সর্বোচ্চ সংখ্যক মুসল্লি ময়দানে অবস্থান নিয়েছেন।

ইজতেমা শুরুর মধ্য দিয়ে ইবাদত-বন্দেগি আর আল্লাহর গুণবাচক ধ্বনিতে মুখর হয়ে উঠেছে ময়দান। বয়ান, কারগুজারি, তাশকিল, তালিম, কুরআন তিলাওয়াত, জিকির-আসকার ও ইবাদত বন্দেগিতে মশগুল মুসল্লিরা। বাংলাদেশের মাওলানা রবিউল হক বাদ জোহর তালিমি বয়ান করেন। বাদ আছর বয়ান করেন ভারতের মাওলানা ফারুক, বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। তার বয়ান বাংলায় ভাষান্তর করেন কারি জুবায়ের আহমেদ।

আজ বাদ ফজর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ইজতেমায় আসা দুই মুসল্লি বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন। এরা হলেন-সিলেটের জৈন্তাপুর থানার হরিপুরের হেমুবটে পাড়া গ্রামের ফজলুল হকের ছেলে নুরুল হক (৬৩) ও গাজীপুর মহানগরীর ভিরুলিয়া এলাকার আবু তৈয়ব ওরফে আবু তালেব (৯০)।

ময়দানের লাশের জিম্মাদার মাওলানা মহাম্মদ শাকের জানিয়েছেন, ৬২ নম্বর খিত্তায় অবস্থানকালে নুরুল হক জানান, শ্বাসকষ্টজনিত রোগে ও তৈয়ব আলী বার্ধক্যজনিত কারণে মারা যান। ময়দানে জানাজা শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

যেসব শূরা সদস্য ময়দানে : ইজতেমা ময়দানে ভারত ও পাকিস্তানের বেশ কয়েকজন শূরা সদস্য উপস্থিত রয়েছেন। এর মধ্যে রয়েছেন-ভারতের মাওলানা আহমদ লাট, মাওলানা ইব্রাহিম দেওলা, মাওলানা ফারুক, মাওলানা জুহায়েরুল হাসান, মাওলানা ইসমাইল গোদরা ও পাকিস্তানের মাওলানা জিয়াউল হক, মাওলানা খুরশিদ আলম, মাওলানা ডা. নওশাদ, মাওলানা হাসমত উল্লাহ, মাওলানা আনিসুর রহমান, মাওলানা বখতে মুনির ও মাওলানা শাহেদ। এ ছাড়াও মাওলানা মুফতি মাহফুজ, মুফতি আকবর শরিফ, মাওলানা ওয়াহিদ, মাওলানা শওকত ময়দানে রয়েছেন।

মেডিকেল ক্যাম্প : বৃহস্পতিবার দুপুরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ইজতেমা ময়দান পরিদর্শন করেন। পরে তিনি ময়দানের উত্তর-পশ্চিম কোণে অলিম্পিয়া টেক্সটাইল মিলস উচ্চবিদ্যালয় মাঠে স্থাপিত হামদর্দ ল্যাবরেটরিজের স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, হামদর্দের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জামাল উদ্দিন ভূঁইয়া রাসেল, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মাহবুব আলম প্রমুখ। এ ছাড়াও মাঠের উত্তর-পশ্চিম কোণে অলিম্পিয়া টেক্সটাইল মিলস উচ্চবিদ্যালয় মাঠে ইসলামী ফাউন্ডেশন, হামদর্দ ল্যাবরেটরিজ, ইবনে সিনা, গাজীপুর সিটি করপোরেশন, গাজীপুর সিভিল সার্জন, টঙ্গী ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি, র‌্যাবসহ প্রায় ৩০টি সেবামূলক প্রতিষ্ঠান তাদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করছে।

ময়দানে স্থান সংকট : যারা নির্ধারিত খিত্তায় স্থান পাননি তারা বাধ্য হয়ে ময়দানের বাউন্ডারির বাহিরে চার পাশের খালি জায়গা ও ফুটপাতে ইস্তেমায়ি সামানা নিয়ে বসে পড়েছেন। গাইবান্ধার মুসল্লি আলী নেওয়াজ (৬৫) জানালেন তাদের জন্য নির্ধারিত ৩৩নং খিত্তায় মুসল্লি পূর্ণ হয়ে যাওয়ায় তিনি বাধ্য হয়ে বাটা সু কারখানার সামনের রাস্তায় অবস্থান নিয়েছেন।

চট্টগ্রাম থেকে আসা মুসল্লি সোলেমান মিয়া (৬০) বলেন, ময়দানের আমাদের খিত্তা নং-৭৪। রাতে ময়দানে গিয়ে দেখি পুরো খিত্তায় মুসল্লিতে ঠাসা। খিত্তায় জায়গা না পেয়ে ময়দানের বাইরে অবস্থান নিয়ে ইবাদত-বন্দেগি করে যাচ্ছি।

ফিরে যাচ্ছেন মুসল্লিরা : ময়দানে ও তার আশপাশে কোথাও ঠাঁই না পেয়ে ফিরে যাচ্ছেন অনেক মুসল্লি-এমনটি জানিয়েছেন রাজশাহী থেকে আসা মুসল্লি বজলুর রহমান, হাসান মিয়া, ওমর আলী। তারা জানান, বৃহস্পতিবার সকালে প্রথমে ৬০ জনের একটি দল ময়দানে স্থান না পেয়ে মুš্নু গেটসংলগ্ন ফুটপাতে অবস্থান নিয়েছেন।

পরে তাদের আরও চারটি বাসে করে ২০০ জন মুসল্লি ময়দানে প্রবেশের চেষ্টা করে না পেরে ফের রাজশাহীর উদ্দেশে চলে গেছেন। বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ মুরুব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান আগামীতে ময়দানের পরিধি বর্ধিত করার জন্য সরকারের কাছে আহ্বান জানান।

মোবাইল নেটওয়ার্কে সমস্যা : প্রতি বছরের মতো এবার ময়দানে চার পাশে অস্থায়ী মোবাইল টাওয়ার না বসানোয় মোবাইল নেটওয়ার্কে সমস্যা দেখা দিয়েছে। ময়দানে লাখ লাখ মুসল্লি মোবাইল নেটওয়ার্কের ভোগান্তিতে পড়েছেন।

গণপরিবহণ সংকট : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বৃহস্পতিবার সকাল থেকে গণপরিবহণ সংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েন ইজতেমার মুসল্লিসহ যাত্রী সাধারণ। ঢাকার মহাখালী থেকে টঙ্গীর দক্ষিণ আউচপাড়ায় আসা ইকোক্যাম কারখানার স্টোর অফিসার নয়ন মিয়া জানান, মহাসড়কে গণপরিবহণের চরম সংকট দেখা দিয়েছে। পাবলিক গাড়ি নেই বললেই চলে। যা দু-একটা চলে তাও গেট বন্ধ করে রাখে। মহাখালী থেকে টঙ্গী আসতে আমার প্রায় ৫ ঘণ্টা সময় লেগেছে।

চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি দিল্লির নিজামুদ্দিন মারকাযের অনুসারী (ওয়াসিফুল ইসলামপন্থি) মুসল্লিরা বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্বে অংশ নেবেন। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে। ২০২০ সালে ৫৫তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার পর করোনা-১৯ মহামারির কারণে গত দুই বছর ২০২১ ও ২০২২ সালে ইজতেমা অনুষ্ঠিত হয়নি।
গোলাপগঞ্জে পুলিশ দেখে মাদক ব্যবসায়ীর নদীতে ঝাঁপ !

গোলাপগঞ্জে পুলিশ দেখে মাদক ব্যবসায়ীর নদীতে ঝাঁপ !

প্রতীকী ছবি

গোলাপগঞ্জে ইয়াবা বিক্রির সময় পুলিশ দেখে কুড়া নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় সালেহ আহমদ বচই (৪২) নামে এক ইয়াবা ব্যবসায়ী। এসময় ফেলে যাওয়া ৭২ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণভাগ দক্ষিণগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণভাগ দক্ষিণগাঁও গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে ওয়ারেন্টভুক্ত এক আসামি ধরতে শরীফগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামের দিকে সিএনজি অটোরিকশাযোগে রওয়ানা হয় একদল পুলিশ। উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের কুড়া নদীর পাশে অপরদিক থেকে আসা খড় ভর্তি একটি পিকআপ ব্রিজের উপরে উঠায় দু’পাশে জ্যামের সৃষ্টি হয়। এসময় সিএনজি অটোরিকশা থামিয়ে গাড়ি থেকে বের হন এসআই আসাদ নামে এক পুলিশ কর্মকর্তা। ঠিক ওই সময় ব্রিজের নিচে ক্লিনিকের পাশে ইয়াবা বিক্রির জন্য দাঁড়িয়ে ছিল পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী। এসময় পুলিশ দেখে দৌড়ে পালাতে গিয়ে ইয়াবা ফেলে কুড়া নদীতে ঝাঁপ দেয় সে। পরে অনেক খুঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ীর ফেলে যাওয়া ৭২ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।

এ খবরে কুড়া নদীর পাশে শতশত মানুষ ভীড় করেন। ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।

আরো জানা যায়, পরবর্তীতে পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তার চাচাতো ভাই মাংস ব্যবসায়ী আহাদকে ফোন দিয়ে আনে পুলিশ। পরে আহাদকে দিয়ে মাদক ব্যবসায়ীর নাম্বারে কল দিলে সে ফোন রিসিভ করে জানায়, পুলিশ দেখে সে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। তার কোন সমস্যা হয়নি।

গোলাপগঞ্জ মডেল থানার এসআই আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং-১১, তারিখ-১১/০১/২০২৩ ইং) দায়ের করে।