Tuesday, 21 February 2023

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্ট ইউকে'র উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্ট ইউকে'র উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান



গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জের বুধাবারীবাজার ইউনিয়নের চন্দরপুরে শিরিন মেমোরিয়াল ট্রাস্ট ইউকে'র উদ্যোগে ইউনিয়নের ৩টি উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ইউকের সিলেট বিভাগীয় প্রধান মোহাম্মদ সফিকুল ইসলাম।

শিরিন মেমোরিয়াল ট্রাস্ট ইউকের চেয়ারম্যান মো: ফজলুল হক ফজলুর সভাপতিত্বে ও আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হামিদ এবং সাইকুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের অবসরপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল হক, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: রুহেল আহমদ, আল এমদাদ ডিগ্রি কলেজের দাতা সদস্য আব্দুল হামিদ, উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক জহির হোসেন গৌছ, আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নিজাম উদ্দিন, বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের ট্রাস্টি আখলাছুর রহমান কমর, জালালাবাদ এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক আমিনুল হক জিল্লু, আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম।

শিক্ষার্থী সাদিকুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হাজী গনি মিয়া, আব্দুল গফুর, ফখরুল ইসলাম, শিরিন মেমোরিয়াল ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুদু, যুক্তরাজ্য কমিউনিটি নেতা কামাল উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জ্যোৎস্নাময় আচার্য্য, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিক উদ্দিন প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: বদরুদ্দোজা, বক্তব্য রাখেন সমাজসেবী জাহেদুল ইসলাম শিপু, ইউপি সদস্য  সালমান কাদের দিপু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  ইউপি সদস্য হেলাল উদ্দিন খান, সমছুল ইসলাম কয়েছ, আবুল কাশেম, জাহেদুর রহমান মৌলা প্রমুখ। 
গোলাপগঞ্জে ধারাবহর এক মাইল খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে বিদায়ী সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে ধারাবহর এক মাইল খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে বিদায়ী সংবর্ধনা প্রদান




গোলাপগঞ্জের ধারাবহর এক মাইল খাদিমুল কোরআন পরিষদের সভাপতি, সামাজিক ব্যাক্তিত্ব জাবের আহমদকে যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টার সময় উপজেলাস্থ ধারাবহর এক মাইল খাদিমুল কোরআর পরিষদের কার্যালয়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।

ধারাবহর এক মাইল খাদিমুল কোরআন পরিষদের বিদায়ী সভাপতি জাবের আহমদের সভাপতিত্বে ও সমাজসেবা সম্পাদক কবির আহমদের পরিচালনায় অনুষ্টানের শুরুতে সদস্য সিদ্দিকুর রহমানের কোরআন থেকে তেলাওয়াত মাধ্যমে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আক্তার হোসেন, সহ সভাপতি এনামুল হক, সহ সমাজসেবা সম্পাদক ইমরান আহমদ, ধারাবহর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সাধারন সম্পাদক সাদিকুর রহমান সাদিক, কোষাধ্যক্ষ মাসুদ আহমদ,পশ্চিম ধারাবহর সি.আই.জি ফসল (পুরুষ) সমিতি লিমিটেডের সদস্য মিসলাউর রহমান, নুরুল হক, ফজল আহমদ, মাহবুবু আলম, ইলিয়াস বেপারি।

এ সময় উপস্থিত ছিলেন ধারাবহর এক মাইল খাদিমুল কোরআন পরিষদের সহ সাধারন সম্পাদক ফখরুল ইসলাম শাকিল, সদস্য সালাম আহমদ, বশির আহমদ, তাহমিদ আহমদ, আবুল হোসেন,  
গোলাপগঞ্জে ২য় হামদ, নাত, ক্বেরাত ও ইসলামি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোলাপগঞ্জে ২য় হামদ, নাত, ক্বেরাত ও ইসলামি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত


গোলাপগঞ্জে কৈলাস ১৩ আউলিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে ২য় হামদ, নাত,ক্বেরাত ও ইসলামি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ফেব্রুয়ারি) উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের মুকিতলা সিতার খাতুন হাফিয়া মাদ্রাসা হল রুলে দিন ব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কৈলাস ১৩ আউলিয়া স্মৃতি পরিষদের সাভাপতি খায়রুল ইসলাম সুহেবের সভাপতিত্বে ও সহ সাভাপতি রুমান আহমদের পরিচালানায় অনুষ্ঠানের শুরুতে কৈলাশ শাহনূর দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল কাদিরের বিশেষ দোয়ার মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারন সম্পাদক মোহাম্মদ হোসেন পলাশ। 

প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমী স্কুল এন্ড কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরী।

প্রধান আলোচ্যক হিসেবে বক্তব্য রাখেন লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান খলকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক হাফিজ মাওলানা আব্দুল মুহিত,  লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী তারেক আহমদ দৌলা, কৈলাশ টিলা সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সুলতান আহমদ, সাংবাদিক জাকারিয়া তালুকদার, মাওলানা মোবারক করিম জওহর, ফুলবাড়ি ফাজিল মাদ্রাসার শিক্ষক ছদরুল জামান রুবেল।

এসময় উপস্থিত ছিলেন কৈলাশ ১৩ আউলিয়া স্মৃতি পরিষদের সিনিয়র সহ সাভাপতি ফয়ছল আহমদ, কৈলাশ টিলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল সালাম, মাদ্রাসার ছাত্র রাহিম আহমদ, ছালিম আহমদ, এহিয়া আহমদ প্রমূখ। 

Friday, 17 February 2023

গোলাপগঞ্জে বিএনপির উদ্যোগে সংবর্ধনা সভা অনুষ্ঠিত

গোলাপগঞ্জে বিএনপির উদ্যোগে সংবর্ধনা সভা অনুষ্ঠিত




গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলা বিএনপির নেতা সৈয়দ হাসান মাহমুদ বাবুর যুক্তরাষ্ট গমন ও নিজাম উদ্দিন শিপু  দেশে আগমন উপলক্ষে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৫ ফেব্রুয়ারী) গোলাপগঞ্জ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ঢাকাদক্ষিন ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান উতু মিয়ার মোনাজাতের মাধ্যমে এ সভার আয়োজন করা হয়।  

উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রহমান ফয়ছল, গোলাম কিবরিয়া, কফিল উদ্দিন, বদরুল আলম, রেজাউল করিম আলো, পৌর বিএনপির সহসভাপতি মুজিবুর রহমান, কবির আহমদ, উপজেলা বিএনপির সহসাংগঠনিক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহজান আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহমদ। 

সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জলের পরিচালনায় আরোও বক্তব্য রাখেন ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার তারেক জলিল, বাদেপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান আহমদ লুকুছ, আমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবিল হক লুলু, সাধারণ সম্পাদক আব্দুল গফফার কুটি।

এছাড়া আরোও উপস্থিত ছিলেন ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সেক্রেটারির আলী আহমদ,উপজেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক আশিক আহমেদ, ভাদেশ্বর ইউনিয়ন কৃষকদের সাংগঠনিক সম্পাদক বাদল আহমদ ইরা, ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির সহসাধারণ খন্দকার মতিউর রহমান মাহতাব, বুধবারী বাজার ইউনিয়ন বিএনপির যুগ্নসম্পাদক নজরুল ইসলাম শাওন, কৃষি বিষয়ক সম্পাদক আলীম উদ্দিন, দুলাল আহমদ রুপন, বাদেপাশা ইউনিয়ন বিএনপির সদস্য বাবুর আলী, যুবদলের আহবায়ক কমিটির সদস্য সুলতান মাহমুদ, জিয়া আহমদ,আনুর আহমদ, নজরুল ইসলাম,  সালাহ উদ্দিন, জামিল আহমদ, মহসিন আহমদ, নাসির উদ্দিন, উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক নাহিদ রেজা, সিলেট ল কলেজ ছাত্রদলের সহসভাপতি টিপু সুলতান, ঢাকাদক্ষিন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক  এমরান আহমদ, সদস্য ফাহিম আহমদ, শহিদ হাসান মান্না, মান্না, সিজান আহমদ, ইমন আহমদ, রনি আহমদ, শিপু আহমদ, কাওসার আহমদ, ইমরুল হাসান, ইমন আহমদ,  ইফতি আহমদ, সাকিল আহমদ, তানিম আহমদ, রাসেদ আহমদ, আহাদ আহমদ, সায়েম আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিএনপিকে পঙ্গু বানিয়ে আওয়ামী বাকশালীরা ক্ষমতার মেয়াদ বাড়াতে চাচ্ছে। এজন্যে তারা মামলা-হামলার পাশাপাশি গুম-খুনের খেলায় মেতে উঠেছে। এখন সময় হচ্ছে নব্বইয়ের স্বৈরাচার পতনের আন্দোলনের ন্যায় সকলকে ঐক্যবদ্ধ হবার। দেশ ও প্রবাসের ঐক্যের জোয়ারে ভাসিয়ে দিতে হবে বাকশালীদের দুঃশাসন। 
বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে'র ট্রাস্টিবৃন্দকে সংবর্ধনা প্রদান

বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে'র ট্রাস্টিবৃন্দকে সংবর্ধনা প্রদান


বুধবারীবাজার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে প্রসবসেবা কার্যক্রমের ব্যয়ভার বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে গ্রহণ করায় ট্রাস্টের সম্মানিত ট্রাস্টিগনের স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বুধবারীবাজার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন।

ইউপি সদস্য সালমান কাদের দিপুর সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা সদস্য ফজলুল হক ফজলু, জালাল উদ্দিন, সহ সভাপতি ফারুক উদ্দিন, জহির হোসেন গৌছ, ট্রাস্টি আখলাছুর রহমান কমর, ট্রস্টিশীপ সেক্রেটারি ফলিক উদ্দিন, ট্রাস্টি নজরুল ইসলাম সুরমান।

ইউপি সদস্য জাহেদ হোসেন মৌলার পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবী আব্দুস সোবহান, স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা সাব্বির হোসেন, হারুনুর রশীদ, ইউপি সদস্য হেলাল উদ্দিন খান, কয়েছ আহমদ, আতিকুর রহমান, আবুল কাশেম, সমাজকর্মী শিপু ইসলাম ও সাব্বির আহমদ।

বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুল লতিফ নিজাম, সমাজসেবী ইসলাম উদ্দিন, দুদু মিয়া, নজরুল ইসলাম, আসু মিয়া, মানিক মিয়া, ইউপি সদস্য উস্তার আলী, আফিয়া বেগম, শুক্কুর আহমদ।

অনুষ্ঠানে বক্তারা বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট এবং এর সকল ট্রাস্টিবৃন্দের ভূয়সী প্রশংসা করেন। বক্তাগণ বলেন, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে প্রসব সেবা কার্যক্রমের ব্যয়ভার গ্রহণ করার পাশাপাশি এ ট্রাস্ট ইতোপূর্বে ফ্রি মেডিকেল ক্যাম্প, বন্যার্তদের নগদ অর্থ সহায়তা-সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম বাস্তবায়ন করেছে। তারা বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্টের আরোও সমৃদ্ধি ও সকল ট্রাস্টিবৃন্দের মঙ্গল কামনা করেন।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিগণ ইউনিয়নবাসীর সেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের রোগীদের সুবিধার্থে একটি এম্বুলেন্স, আইপিএস ও বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি প্রদান করবেন বলে আশ্বাস দেন। 

Wednesday, 8 February 2023

গোলাপগঞ্জে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে  সন্ত্রাস ও জঙ্গি বিরোধী কর্মশালা অনুষ্ঠিত

গোলাপগঞ্জে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী কর্মশালা অনুষ্ঠিত


গোলাপগঞ্জ প্রতিনিধিঃ সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সমস্যা নিরসন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষন প্রাপ্ত ইমামদের নিয়ে এক কর্মশালা অনুষ্টিত হয়েছে। বুধবার সকাল ১১.০০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামী ফাউন্ডেশন গোলাপগঞ্জের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা বলেছেন ইসলামের সু মহান বানী সবার মাঝে পৌছে দিতে ইমাম সমাজ গুরুত্বপূর্ণ ভুমিকা  পালন করে আসছেন। ইসলাম সন্ত্রাস, জঙ্গিবাদের মতো ঘৃণ কাজ সমর্থন করে না। পথভ্রষ্টরা ইসলামের নামে অপকর্ম করে মুসলিম জাতিকে কলুষিত করছে। এ ব্যাপারে আলেম উলামা ও মসজিদের ইমামগন আরো বেশী ভুমিকা পালন করতে হবে। 

জাতীয় ইমাম সমিতি গোলাপগঞ্জ শাখার সভাপতি উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে, ইসলামী ফাউন্ডেশন  গোলাপগঞ্জের ফিল্ড সুপারভাইজার আব্দুল আহাদের পরিচালনায় ও ক্বারী মাওলানা হোসাইন আহমদের পবিত্র ক্বোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নান, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ নুরুল হক, সমবায় অফিসার ছদরুল আলম, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, উপজেলা তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের প্রোগ্রাম সহকারী প্রবন সিং, সহকারী কৃষি কর্মকর্তা জামাল আহমদ প্রমুখ।
শহীদ চুনু-মতলিব স্মৃতি সংঘের নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

শহীদ চুনু-মতলিব স্মৃতি সংঘের নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন


গোলাপগঞ্জের কালিডহরে শহীদ চুনু-মতলিব স্মৃতি সংঘের ১ম নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। গত শনিবার(৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে বি.কে ফুটবল মাঠে সম্পন্ন হয়।

নাইট মিনিবার এ ফুটবল আসরের ফাইনাল মঞ্চে বাগিরঘাট আবাহনী ফুটবল দলের মুখোমুখি হয় সুলতান-সুহান-সাফওয়ান ফুটবল দল কালিজুরী। এতে বাগিরঘাট আবাহনী ফুটবল দলকে ট্রাইবেকারে হারিয়ে জয়লাভ করে সুলতান-সুহান-সাফওয়ান ফুটবল দল কালিজুরী।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সুলতান-সুহান-সাফওয়ান ফুটবল দলের খেলোয়াড় রেদোয়ান আহমদ।

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তরুণ সমাজকর্মী শিপু ইসলামের পরিচালনায় ও আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য আব্দুল গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুধবারীবাজার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনগ্রাম ওয়েলফেয়ার এসোসিয়েশনের ট্রেজারার মোঃ দুদু মিয়া, সমাজসেবী গিয়াস উদ্দিন, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদুর রহমান মৌলা, টুর্নামেন্টের ১ম পুরস্কার দাতা যুক্তরাজ্য প্রবাসী তারেক আহমদ ও রাসেল আহমদ, ২য় পুরস্কার দাতা যুক্তরাজ্য প্রবাসী কয়েছ আহমদ, ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট দাতা সমাজকর্মী শিপু ইসলাম, আব্দুল আলীম, জাফর উদ্দিন মান্না, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সালমান কাদের দিপু-সহ শহীদ চুনু-মতলিব স্মৃতি সংঘের সদস্যবৃন্দ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়নস ট্রফি ও নগদ দশ হাজার টাকার প্রাইজ মানি এবং রানার্স-আপ দলের হাতে ট্রফি ও নগদ ৫ হাজার টাকার প্রাইজ মানি তুলে দেন অতিথিবৃন্দ। এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন টুর্নামেন্টের আয়োজকবৃন্দ।