Thursday, 2 March 2023

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় গোলাপগঞ্জের পিতা-পুত্রের মৃত্যু

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় গোলাপগঞ্জের পিতা-পুত্রের মৃত্যু



জকিগঞ্জে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের পরচক বটরতল বাজার সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন - গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রানাপিং শেরপুর গ্রামের মৃত আসাব আলীর ছেলে ফলিক আহমদ (৪৫) ও তার ছেলে শাহিন আহমদ (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সিএনজি অটোরিকশাযোগে ফলিক আহমদ জকিগঞ্জের বারহাল ইউনিয়নের শাহবাগ এলাকায় তার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। সকাল পৌনে ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের পরচক বটরতল এলাকায় পৌঁছা মাত্র সিএনজি অটোরিকশার সঙ্গে একটি মাইক্রোবাস গাড়ির সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় শাহিন। গুরুতর আহত ফলিক আহমদকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।

এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- সিএনজি অটোরিকশা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার পরই মাইক্রোবাস নিয়ে চালক পালিয়ে যায়। এই গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। 

Wednesday, 1 March 2023

বহরগ্রাম-শিকপুর ব্রিজের স্থান পরিদর্শন করলেন এমপি নাহিদ

বহরগ্রাম-শিকপুর ব্রিজের স্থান পরিদর্শন করলেন এমপি নাহিদ



গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জের কুশিয়ারা নদীর উপর নতুন ব্রীজের স্থান পরিদর্শন করলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান, সাবেক শিক্ষা মন্ত্রী, গোলাপগঞ্ছ-বিয়ানীবাজার এলাকার এমপি নুরুল ইসলাম নাহিদ। তিনি ব্রীজের নির্মাণ স্থল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে বলেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজার তথা পূর্ব সিলেটের মানুষের দীর্ঘদিনের একটি দাবী বাস্তবায়ন হচ্ছে। এ ব্রীজটি নির্মিত হলে পূর্ব
সিলেটের লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের পথ সুগম হবে। সেই সঙ্গে জীবন যাত্রায় ব্যাপক পরিবর্তন আসবে।

 এলাকার লোকজনের সঙ্গে মত বিনিময় কালে তিনি বলেন আমি এ ব্রীজটির জন্য সব ধরনের সহায়তা করেছি। বরাদ্দ প্রাপ্তির লক্ষে আমি অতি গুরুত্ব সহকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। ব্রীজটির নির্মাণের লক্ষে পদক্ষেপ গ্রহণ, টেন্ডার আহবান ও প্রাথমিক পর্যায়ের সকল কাজ সম্পন্ন হওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

গোলাপগঞ্জে ১২৬ কোটি ব্যয়ে কুশিয়ারা নদীর উপর আরো একটি সেতু নির্মাণের লক্ষে সম্প্রতি দরপত্র আহবান করায় গোলাপগঞ্ছ তথা পূর্ব সিলেটের ব্যাপক সংখ্যক মানুষের মধ্যে আশা সঞ্চারিত হয়েছে। উপজেলার বহরগ্রাম শিকপুর ঘাটে কুশিয়ারা নদীর উপর এ ব্রীজ নির্মিত হলে প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচলের পথ সুগম হবে। সেই সঙ্গে জন
দুর্ভোগ ও ভূগান্তি কমে আসবে।

দীর্ঘ দিনের প্রত্যাশা অনুযায়ী এ ব্রীজটি নির্মাণের লক্ষে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ ও দরপত্র আহবান করায় স্থানীয় সরকার
মন্ত্রনালয় ও সেতু বিভাগকে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার ও পূর্ব সিলেটের মানুষ অভিনন্দন জানিয়েছেন।

সিলেট মহানগরী বা গোলাপগঞ্জের পশ্চিমাঞ্চল থেকে গোলাপগঞ্ছ উপজেলা সদর হয়ে আমুড়া ভায়া শিকপুর-বহরগ্রাম হয়ে বিয়ানীবাজার, বড়লেখা উপজেলা সহ পূর্ব সিলেটে যাতায়াতের সহজ মাধ্যম সৃষ্টির লক্ষে শিকপুর বহরগ্রাম ঘাটে কুশিয়ারা নদীর উপর ব্রীজ স্থাপনের জন্য দীর্ঘদিন ধরে উভয় পারের হাজার হাজার মানুষ দাবী জানিয়ে আসছিলেন। এক পর্যায়ে বিগত প্রায় এক দশক পূর্বে কুশিয়ারা নদীর পূর্ব পারে যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা মূলক অনুষ্ঠানে আওয়ামীলীগের তৎকালীন সাধারণ সম্পাদক স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এখানে একটি ব্রীজ নির্মাণের আশ্বাস দিয়েছিলেন।

এব্যাপারে সাবেক শিক্ষামন্ত্রী ও স্থানীয় এমপি নুরুল ইসলাম নাহিদ বিষয়টি নিয়ে বেশ গুরুত্বারোপ করেন। দেরিতে হলেও সম্প্রতি একটি দরপত্রে উল্লেখ করা হয় ১২৬ কোটি টাকা ব্যয়ে এখানে একটি ব্রীজ নির্মিত হবে।

এব্যাপারে গোলাপগঞ্ছ উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান জানান ব্রীজটি নির্মাণের লক্ষে স্থানীয় সরকার মন্ত্রনালয় খুবই আন্তরিক। নির্মাণ কাজ দ্রুত শুরু করার লক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। কারিগরী সহ
সকল বিষয়ে নিশ্চিত হওয়ার পর দরপত্র আহবান করা হয়েছে।

এব্যাপারে স্থানীয় এমপি নুরুল ইসলাম নাহিদ খুবই আন্তরিক ভাবে কাজ করেছেন বলে উপজেলা প্রকৌশলী মাহমুদুল
হাসান জানান। আগামী ৩/৪ মাসের মধ্যে ঠিকাদার নিয়োগ হবে বলেও জানান তিনি।

এদিকে গোলাপগঞ্জে কুশিয়ারা নদীর উপর আরো একটি সেতু নির্মাণের বিষয়টি সর্ব মহলে বেশ আনন্দের সৃষ্টি করেছে। এ উপলক্ষে গত মঙ্গলবার স্থানীয় এমপি নুরুল ইসলাম নাহিদ নিজ দলীয় নেতাকর্মী, প্রশাসনিক কর্মকর্তা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ব্রীজের নির্মাণ স্থল পরিদর্শন করে দ্রুত নির্মাণ কাজ শুরুর আশ্বাস প্রদান করেন।

Tuesday, 21 February 2023

ফজলুল হক'র অর্থায়নে চন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন

ফজলুল হক'র অর্থায়নে চন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন



গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারের উদ্বোধন ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে।   

মঙ্গলবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ মিনার দাতা শিরিন মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ফজলুল হক ফজলু।

বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সুমেনা আক্তার সুমির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী নজরুল ইসলাম, আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেলা পারভীন মিতা, প্রবাসী জাবেদ আহমদ, সমাজসেবী শিপু ইসলাম, ইউপি সদস্য সালমান কাদের দিপু, মাশিদ আহমদ, কাওছার আহমদ। 

বিদ্যালয়ে শিক্ষার্থী মাহদি আলমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ে শিক্ষার্থী নুরুল ইসলাম মাহের, ফাহমিদা শবনম মাহিয়া।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সুফিয়া বেগম, শিবানী রানি ঘোষ, সাজেদা আক্তার চৌধুরী, লুৎফা বেগম প্রমুখ।
ফজলুল হক'র অর্থায়নে আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ে সিসি ক্যামেরা উদ্বোধনঃ সংবর্ধনা প্রদান

ফজলুল হক'র অর্থায়নে আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ে সিসি ক্যামেরা উদ্বোধনঃ সংবর্ধনা প্রদান


গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের চন্দরপুরে আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের পুরো ক্যাম্পাসকে নিরাপত্তা বলয়ে আনতে সিসি ক্যামেরা প্রদান করেছেন গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি ফজলুল হক ফজলু। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তিনি সিসি ক্যামেরা উদ্বোধন করেন।
এদিকে সিসি ক্যামেরা উদ্বোধন শেষে আল-এমদাদ উচ্চ বিদ্যালয় ও এলাকাবাসীর পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী, কমিউনিটি এ নেতাকে সংবর্ধনা প্রদান করা হয়।  

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ইউকের সিলেট বিভাগীয় প্রধান মোহাম্মদ সফিকুল ইসলাম।

আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হাজী গনি মিয়ার সভাপতিত্বে  ও আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হামিদ এবং সাইকুল ইসলামের যৌথ পরিচালনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি ফজলুল হক ফজলু। 

সংবর্ধনা প্রদান শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতান সিলেটের খ্যাতনামা কণ্ঠশিল্পী পাগল হাসান, পুষ্পা, রাখি, সুপ্রিয়া দে, স্থানীয় জনপ্রিয় শিল্পী শিপু ইসলাম ও আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীগণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের অবসরপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল হক, আল এমদাদ ডিগ্রি কলেজের দাতা সদস্য আব্দুল হামিদ, উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক জহির হোসেন গৌছ, বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের ট্রাস্টি আখলাছুর রহমান কমর, জালালাবাদ এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক আমিনুল হক জিল্লু, আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল গফুর, ফখরুল ইসলাম, শিরিন মেমোরিয়াল ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুদু, যুক্তরাজ্য কমিউনিটি নেতা কামাল উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জ্যোৎস্নাময় আচার্য্য, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিক উদ্দিন, ইউপি সদস্য হেলাল উদ্দিন খান, সমছুল ইসলাম কয়েছ, আবুল কাশেম, জাহেদুর রহমান মৌলা, সালমান কাদের দিপু প্রমুখ। 
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্ট ইউকে'র উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্ট ইউকে'র উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান



গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জের বুধাবারীবাজার ইউনিয়নের চন্দরপুরে শিরিন মেমোরিয়াল ট্রাস্ট ইউকে'র উদ্যোগে ইউনিয়নের ৩টি উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ইউকের সিলেট বিভাগীয় প্রধান মোহাম্মদ সফিকুল ইসলাম।

শিরিন মেমোরিয়াল ট্রাস্ট ইউকের চেয়ারম্যান মো: ফজলুল হক ফজলুর সভাপতিত্বে ও আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হামিদ এবং সাইকুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের অবসরপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল হক, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: রুহেল আহমদ, আল এমদাদ ডিগ্রি কলেজের দাতা সদস্য আব্দুল হামিদ, উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক জহির হোসেন গৌছ, আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নিজাম উদ্দিন, বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের ট্রাস্টি আখলাছুর রহমান কমর, জালালাবাদ এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক আমিনুল হক জিল্লু, আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম।

শিক্ষার্থী সাদিকুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হাজী গনি মিয়া, আব্দুল গফুর, ফখরুল ইসলাম, শিরিন মেমোরিয়াল ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুদু, যুক্তরাজ্য কমিউনিটি নেতা কামাল উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জ্যোৎস্নাময় আচার্য্য, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিক উদ্দিন প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: বদরুদ্দোজা, বক্তব্য রাখেন সমাজসেবী জাহেদুল ইসলাম শিপু, ইউপি সদস্য  সালমান কাদের দিপু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  ইউপি সদস্য হেলাল উদ্দিন খান, সমছুল ইসলাম কয়েছ, আবুল কাশেম, জাহেদুর রহমান মৌলা প্রমুখ। 
গোলাপগঞ্জে ধারাবহর এক মাইল খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে বিদায়ী সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে ধারাবহর এক মাইল খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে বিদায়ী সংবর্ধনা প্রদান




গোলাপগঞ্জের ধারাবহর এক মাইল খাদিমুল কোরআন পরিষদের সভাপতি, সামাজিক ব্যাক্তিত্ব জাবের আহমদকে যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টার সময় উপজেলাস্থ ধারাবহর এক মাইল খাদিমুল কোরআর পরিষদের কার্যালয়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।

ধারাবহর এক মাইল খাদিমুল কোরআন পরিষদের বিদায়ী সভাপতি জাবের আহমদের সভাপতিত্বে ও সমাজসেবা সম্পাদক কবির আহমদের পরিচালনায় অনুষ্টানের শুরুতে সদস্য সিদ্দিকুর রহমানের কোরআন থেকে তেলাওয়াত মাধ্যমে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আক্তার হোসেন, সহ সভাপতি এনামুল হক, সহ সমাজসেবা সম্পাদক ইমরান আহমদ, ধারাবহর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সাধারন সম্পাদক সাদিকুর রহমান সাদিক, কোষাধ্যক্ষ মাসুদ আহমদ,পশ্চিম ধারাবহর সি.আই.জি ফসল (পুরুষ) সমিতি লিমিটেডের সদস্য মিসলাউর রহমান, নুরুল হক, ফজল আহমদ, মাহবুবু আলম, ইলিয়াস বেপারি।

এ সময় উপস্থিত ছিলেন ধারাবহর এক মাইল খাদিমুল কোরআন পরিষদের সহ সাধারন সম্পাদক ফখরুল ইসলাম শাকিল, সদস্য সালাম আহমদ, বশির আহমদ, তাহমিদ আহমদ, আবুল হোসেন,  
গোলাপগঞ্জে ২য় হামদ, নাত, ক্বেরাত ও ইসলামি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোলাপগঞ্জে ২য় হামদ, নাত, ক্বেরাত ও ইসলামি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত


গোলাপগঞ্জে কৈলাস ১৩ আউলিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে ২য় হামদ, নাত,ক্বেরাত ও ইসলামি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ফেব্রুয়ারি) উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের মুকিতলা সিতার খাতুন হাফিয়া মাদ্রাসা হল রুলে দিন ব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কৈলাস ১৩ আউলিয়া স্মৃতি পরিষদের সাভাপতি খায়রুল ইসলাম সুহেবের সভাপতিত্বে ও সহ সাভাপতি রুমান আহমদের পরিচালানায় অনুষ্ঠানের শুরুতে কৈলাশ শাহনূর দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল কাদিরের বিশেষ দোয়ার মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারন সম্পাদক মোহাম্মদ হোসেন পলাশ। 

প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমী স্কুল এন্ড কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরী।

প্রধান আলোচ্যক হিসেবে বক্তব্য রাখেন লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান খলকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক হাফিজ মাওলানা আব্দুল মুহিত,  লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী তারেক আহমদ দৌলা, কৈলাশ টিলা সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সুলতান আহমদ, সাংবাদিক জাকারিয়া তালুকদার, মাওলানা মোবারক করিম জওহর, ফুলবাড়ি ফাজিল মাদ্রাসার শিক্ষক ছদরুল জামান রুবেল।

এসময় উপস্থিত ছিলেন কৈলাশ ১৩ আউলিয়া স্মৃতি পরিষদের সিনিয়র সহ সাভাপতি ফয়ছল আহমদ, কৈলাশ টিলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল সালাম, মাদ্রাসার ছাত্র রাহিম আহমদ, ছালিম আহমদ, এহিয়া আহমদ প্রমূখ।