Wednesday 1 March 2023

বহরগ্রাম-শিকপুর ব্রিজের স্থান পরিদর্শন করলেন এমপি নাহিদ



গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জের কুশিয়ারা নদীর উপর নতুন ব্রীজের স্থান পরিদর্শন করলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান, সাবেক শিক্ষা মন্ত্রী, গোলাপগঞ্ছ-বিয়ানীবাজার এলাকার এমপি নুরুল ইসলাম নাহিদ। তিনি ব্রীজের নির্মাণ স্থল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে বলেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজার তথা পূর্ব সিলেটের মানুষের দীর্ঘদিনের একটি দাবী বাস্তবায়ন হচ্ছে। এ ব্রীজটি নির্মিত হলে পূর্ব
সিলেটের লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের পথ সুগম হবে। সেই সঙ্গে জীবন যাত্রায় ব্যাপক পরিবর্তন আসবে।

 এলাকার লোকজনের সঙ্গে মত বিনিময় কালে তিনি বলেন আমি এ ব্রীজটির জন্য সব ধরনের সহায়তা করেছি। বরাদ্দ প্রাপ্তির লক্ষে আমি অতি গুরুত্ব সহকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। ব্রীজটির নির্মাণের লক্ষে পদক্ষেপ গ্রহণ, টেন্ডার আহবান ও প্রাথমিক পর্যায়ের সকল কাজ সম্পন্ন হওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

গোলাপগঞ্জে ১২৬ কোটি ব্যয়ে কুশিয়ারা নদীর উপর আরো একটি সেতু নির্মাণের লক্ষে সম্প্রতি দরপত্র আহবান করায় গোলাপগঞ্ছ তথা পূর্ব সিলেটের ব্যাপক সংখ্যক মানুষের মধ্যে আশা সঞ্চারিত হয়েছে। উপজেলার বহরগ্রাম শিকপুর ঘাটে কুশিয়ারা নদীর উপর এ ব্রীজ নির্মিত হলে প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচলের পথ সুগম হবে। সেই সঙ্গে জন
দুর্ভোগ ও ভূগান্তি কমে আসবে।

দীর্ঘ দিনের প্রত্যাশা অনুযায়ী এ ব্রীজটি নির্মাণের লক্ষে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ ও দরপত্র আহবান করায় স্থানীয় সরকার
মন্ত্রনালয় ও সেতু বিভাগকে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার ও পূর্ব সিলেটের মানুষ অভিনন্দন জানিয়েছেন।

সিলেট মহানগরী বা গোলাপগঞ্জের পশ্চিমাঞ্চল থেকে গোলাপগঞ্ছ উপজেলা সদর হয়ে আমুড়া ভায়া শিকপুর-বহরগ্রাম হয়ে বিয়ানীবাজার, বড়লেখা উপজেলা সহ পূর্ব সিলেটে যাতায়াতের সহজ মাধ্যম সৃষ্টির লক্ষে শিকপুর বহরগ্রাম ঘাটে কুশিয়ারা নদীর উপর ব্রীজ স্থাপনের জন্য দীর্ঘদিন ধরে উভয় পারের হাজার হাজার মানুষ দাবী জানিয়ে আসছিলেন। এক পর্যায়ে বিগত প্রায় এক দশক পূর্বে কুশিয়ারা নদীর পূর্ব পারে যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা মূলক অনুষ্ঠানে আওয়ামীলীগের তৎকালীন সাধারণ সম্পাদক স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এখানে একটি ব্রীজ নির্মাণের আশ্বাস দিয়েছিলেন।

এব্যাপারে সাবেক শিক্ষামন্ত্রী ও স্থানীয় এমপি নুরুল ইসলাম নাহিদ বিষয়টি নিয়ে বেশ গুরুত্বারোপ করেন। দেরিতে হলেও সম্প্রতি একটি দরপত্রে উল্লেখ করা হয় ১২৬ কোটি টাকা ব্যয়ে এখানে একটি ব্রীজ নির্মিত হবে।

এব্যাপারে গোলাপগঞ্ছ উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান জানান ব্রীজটি নির্মাণের লক্ষে স্থানীয় সরকার মন্ত্রনালয় খুবই আন্তরিক। নির্মাণ কাজ দ্রুত শুরু করার লক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। কারিগরী সহ
সকল বিষয়ে নিশ্চিত হওয়ার পর দরপত্র আহবান করা হয়েছে।

এব্যাপারে স্থানীয় এমপি নুরুল ইসলাম নাহিদ খুবই আন্তরিক ভাবে কাজ করেছেন বলে উপজেলা প্রকৌশলী মাহমুদুল
হাসান জানান। আগামী ৩/৪ মাসের মধ্যে ঠিকাদার নিয়োগ হবে বলেও জানান তিনি।

এদিকে গোলাপগঞ্জে কুশিয়ারা নদীর উপর আরো একটি সেতু নির্মাণের বিষয়টি সর্ব মহলে বেশ আনন্দের সৃষ্টি করেছে। এ উপলক্ষে গত মঙ্গলবার স্থানীয় এমপি নুরুল ইসলাম নাহিদ নিজ দলীয় নেতাকর্মী, প্রশাসনিক কর্মকর্তা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ব্রীজের নির্মাণ স্থল পরিদর্শন করে দ্রুত নির্মাণ কাজ শুরুর আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন