Thursday, 2 March 2023

১৫ হাজারেরও বেশি বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া

১৫ হাজারেরও বেশি বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া



চলতি মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ১৫ হাজারেরও বেশি বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া। এ সময়ে ঢাকায় একটি সাময়িক কনস্যুলার মিশন পরিচালনা করবে দেশটি।

বৃহস্পতিবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের মুখপাত্র সেহেলী সাবরিন সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, রোমানিয়ার কনস্যুলার প্রতিনিধিদল আগামী ৫ মার্চ ঢাকায় আসবেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরাবর পুনরায় একটি কনস্যুলার মিশন পরিচালনার জন্য অনুরোধ করে চিঠি পাঠিয়েছেন। এরই প্রেক্ষিতে রোমানিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান কার্যক্রম পরিচালনা করবে।

সেহেলী সাবরিন জানান, ওই সময়ে রোমানিয়া ১৫ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিককে ভিসা প্রদান করবে। ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় রোমানিয়ার কনস্যুলার মিশন পরিচালনার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে।

উল্লেখ্য, গত বছর রোমানিয়া থেকে একটি কনস্যুলার টিম ঢাকায় তিন মাস অবস্থান করেছিলেন। সে সময় প্রায় ৫ হাজার ৪০০ বাংলাদেশিকে ভিসা দিয়েছিল দেশটি। 
ভূমিকম্প আতঙ্ক কাটছে না সিলেটে

ভূমিকম্প আতঙ্ক কাটছে না সিলেটে


শনিবার সিলেট নগরীতে ৪ দফা ভূমিকম্প অনুভূত হয়। আজ রবিবার ভোর রাতে আরেকদফা ভূমিকম্পের কারণে নগরীর মানুষের মধ্যে কেবল বাড়ছে উদ্যেগ আর আতঙ্ক। এরই মাঝে ঝুঁকি এড়াতে সিলেট সিটি কর্পোরেশন নগরীর সকল ঝুঁকিপূর্ণ মার্কেট ও ভবন আগামী দশ দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।একই সময়ের জন্য ঝুঁকিপূর্ণ ভবনের বাসিন্দাদেরও অন্যত্র সরে যেতে বলা হয়েছে। সব মিলিয়ে নগরীর মানুষ রয়েছেন অনেকটা আতঙ্কের মধ্যে।
 
গতকাল শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট থেকে বেলা ২টার মধ্যে ৪ দফা ভূমিকম্প অনুভূত হয় সিলেট নগরীতে।মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এমন ভূমিকম্পে গতকাল থেকেই আতঙ্কে রয়েছেন নগরীর মানুষ। এদিকে আজ রবিবার ভোর রাতে নগরীতে আবারো ভূমিকম্প হলে আতঙ্ক সহসাই কাটছে না মানুষের মধ্যে।

ভূমিকম্প প্রসঙ্গে শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক ড. জহির বিন আলম গতকাল শনিবার সতর্ক সংকেত দিয়েছেন। তিনি বলেছেন, ‘ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের বার্তা বহন করে। তাই আগামী ৩-৪ দিন সিলেটের জন্য গুরুত্বপূর্ণ। এই কয়েকদিন সবাইকে সতর্ক থাকা উচিত। এর মধ্যে বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে।’

এদিকে আজ রবিবার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর ঝুঁকিপূর্ণ মার্কেট ও ভবন পরিদর্শন করেন। এসময় তিনি সাংবাদিকদের জানান, সিলেট নগরীর জিন্দাবাজারস্থ মিতালী ম্যানশন, রাজা ম্যানশন ও বন্দরবাজারের সিটি সুপার এবং মধুবন সুপার মার্কেট আগে থেকেই ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত। এভাবে সিলেট নগরীর সকল ঝুঁকিপূর্ণ মার্কেট ও ভবনের কর্তৃপক্ষ, ব্যবসায়ী এবং সংশ্লিষ্টদের আগামী ১০ দিন বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হবে। এছাড়াও ঝুঁকিপূর্ণ বাসাবাড়ির বাসিন্দাদেরও আগামী ১০ দিন অন্যত্র থাকতে হবে।

মেয়রের নির্দেশনার পর এই বিষয়ে করণীয় সম্পর্কে বৈঠকে বসেছেন মার্কেটগুলোর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা।

প্রসঙ্গত সিলেট সিটি করপোরেশন কর্তৃক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ভবনগুলো হচ্ছে- জেলা প্রশাসকের কার্যালয়ের উত্তর পাশের কালেক্টরেট ভবন-৩, জেলরোডস্থ সমবায় ব্যাংক ভবন, একই এলাকায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাবেক কার্যালয় ভবন, সুরমা মার্কেট, বন্দরবাজারস্থ সিটি সুপার মার্কেট, জিন্দাবাজারের মিতালী ম্যানশন, দরগাগেইটের হোটেল আজমীর, বন্দরবাজারের মধুবন সুপার মার্কেট, টিলাগড় কালাশীলের মান্নান ভিউ, শেখঘাট শুভেচ্ছা-২২৬ নম্বর ভবন, যতরপুরের নবপুষ্প ২৬/এ বাসা, চৌকিদেখির ৫১/৩ সরকার ভবন, জিন্দাবাজারের রাজাম্যানশন, পুরানলেনের ৪/এ কিবরিয়া লজ, খারপাড়ার মিতালী-৭৪, মির্জাজাঙ্গাল মেঘনা এ-৩৯/২, পাঠানটুলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর বাগবাড়ির একতা ৩৭৭/৭ ওয়ারিছ মঞ্জিল, একই এলাকার একতা ৩৭৭/৮ হোসেইন মঞ্জিল, একতা-৩৭৭/৯ শাহনাজ রিয়াজ ভিলা, বনকলাপাড়া নূরানী-১৪, ধোপাদিঘীর দক্ষিণ পাড়ের পৌরবিপণী মার্কেট ও ধোপাদিঘীরপাড়ের পৌর শপিং সেন্টার। 
পশ্চিম তীরে অবরোধ সরিয়ে নিল ইসরাইল

পশ্চিম তীরে অবরোধ সরিয়ে নিল ইসরাইল


পশ্চিম তীরের জেরিকো থেকে তিনদিন পর অবরোধ তুলে নিয়েছে ইহুদিবাদী ইসরাইল। বুধবার বিকালে অভিযানে চালিয়ে ২২ বছরের এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যার পর অবরোধ প্রত্যাহার করে নেয় দখলদাররা। 

চলতি সপ্তাহের শুরুতে আমেরিকান-ইসরাইলি এক যুবককে হত্যার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি শহর জেরিকোতে অবরোধ করে রেখেছিল ইসরাইলি সেনারা। 

বুধবার মাহমুদ জামাল হাসান হামদান নামে এক ফিলিস্তিনি যুবককে হত্যা করে এর প্রতিশোধ নেওয়ার দাবি করে তারা। খবর আলজাজিরার। 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আহত অবস্থায় বৃহস্পতিবার মাহমুদ জামালের মৃত্যু হয়। ইসরাইলি বাহিনীর দাবি, অপরাধীকে ধরতে তল্লাশি চৌকি বসানো হয়েছিল। তার সাজা হওয়ায় এসব সরিয়ে ফেলা হয়েছে।

এদিকে জামালের হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার জেরিকোজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় ইসরায়েলি সেনাবাহিনী শহরের প্রবেশ পথে চেকপয়েন্ট এবং রাস্তার অবরোধগুলো সরিয়ে ফেলে।

উল্লেখ্য, ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম ও গাজাসহ পশ্চিমতীর দখল করে নেয় ইসরাইল। তখন থেকে ইহুদি এ দেশটি দখলকৃত ভূখণ্ডে কয়েক হাজার ইসরাইলি বসতি স্থাপন করেছে। যদিও এই ভূখণ্ডকে ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হিসাবে চায়। 
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় গোলাপগঞ্জের পিতা-পুত্রের মৃত্যু

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় গোলাপগঞ্জের পিতা-পুত্রের মৃত্যু



জকিগঞ্জে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের পরচক বটরতল বাজার সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন - গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রানাপিং শেরপুর গ্রামের মৃত আসাব আলীর ছেলে ফলিক আহমদ (৪৫) ও তার ছেলে শাহিন আহমদ (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সিএনজি অটোরিকশাযোগে ফলিক আহমদ জকিগঞ্জের বারহাল ইউনিয়নের শাহবাগ এলাকায় তার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। সকাল পৌনে ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের পরচক বটরতল এলাকায় পৌঁছা মাত্র সিএনজি অটোরিকশার সঙ্গে একটি মাইক্রোবাস গাড়ির সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় শাহিন। গুরুতর আহত ফলিক আহমদকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।

এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- সিএনজি অটোরিকশা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার পরই মাইক্রোবাস নিয়ে চালক পালিয়ে যায়। এই গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে। 

Wednesday, 1 March 2023

বহরগ্রাম-শিকপুর ব্রিজের স্থান পরিদর্শন করলেন এমপি নাহিদ

বহরগ্রাম-শিকপুর ব্রিজের স্থান পরিদর্শন করলেন এমপি নাহিদ



গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জের কুশিয়ারা নদীর উপর নতুন ব্রীজের স্থান পরিদর্শন করলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান, সাবেক শিক্ষা মন্ত্রী, গোলাপগঞ্ছ-বিয়ানীবাজার এলাকার এমপি নুরুল ইসলাম নাহিদ। তিনি ব্রীজের নির্মাণ স্থল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে বলেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজার তথা পূর্ব সিলেটের মানুষের দীর্ঘদিনের একটি দাবী বাস্তবায়ন হচ্ছে। এ ব্রীজটি নির্মিত হলে পূর্ব
সিলেটের লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের পথ সুগম হবে। সেই সঙ্গে জীবন যাত্রায় ব্যাপক পরিবর্তন আসবে।

 এলাকার লোকজনের সঙ্গে মত বিনিময় কালে তিনি বলেন আমি এ ব্রীজটির জন্য সব ধরনের সহায়তা করেছি। বরাদ্দ প্রাপ্তির লক্ষে আমি অতি গুরুত্ব সহকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। ব্রীজটির নির্মাণের লক্ষে পদক্ষেপ গ্রহণ, টেন্ডার আহবান ও প্রাথমিক পর্যায়ের সকল কাজ সম্পন্ন হওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

গোলাপগঞ্জে ১২৬ কোটি ব্যয়ে কুশিয়ারা নদীর উপর আরো একটি সেতু নির্মাণের লক্ষে সম্প্রতি দরপত্র আহবান করায় গোলাপগঞ্ছ তথা পূর্ব সিলেটের ব্যাপক সংখ্যক মানুষের মধ্যে আশা সঞ্চারিত হয়েছে। উপজেলার বহরগ্রাম শিকপুর ঘাটে কুশিয়ারা নদীর উপর এ ব্রীজ নির্মিত হলে প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচলের পথ সুগম হবে। সেই সঙ্গে জন
দুর্ভোগ ও ভূগান্তি কমে আসবে।

দীর্ঘ দিনের প্রত্যাশা অনুযায়ী এ ব্রীজটি নির্মাণের লক্ষে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ ও দরপত্র আহবান করায় স্থানীয় সরকার
মন্ত্রনালয় ও সেতু বিভাগকে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার ও পূর্ব সিলেটের মানুষ অভিনন্দন জানিয়েছেন।

সিলেট মহানগরী বা গোলাপগঞ্জের পশ্চিমাঞ্চল থেকে গোলাপগঞ্ছ উপজেলা সদর হয়ে আমুড়া ভায়া শিকপুর-বহরগ্রাম হয়ে বিয়ানীবাজার, বড়লেখা উপজেলা সহ পূর্ব সিলেটে যাতায়াতের সহজ মাধ্যম সৃষ্টির লক্ষে শিকপুর বহরগ্রাম ঘাটে কুশিয়ারা নদীর উপর ব্রীজ স্থাপনের জন্য দীর্ঘদিন ধরে উভয় পারের হাজার হাজার মানুষ দাবী জানিয়ে আসছিলেন। এক পর্যায়ে বিগত প্রায় এক দশক পূর্বে কুশিয়ারা নদীর পূর্ব পারে যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা মূলক অনুষ্ঠানে আওয়ামীলীগের তৎকালীন সাধারণ সম্পাদক স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এখানে একটি ব্রীজ নির্মাণের আশ্বাস দিয়েছিলেন।

এব্যাপারে সাবেক শিক্ষামন্ত্রী ও স্থানীয় এমপি নুরুল ইসলাম নাহিদ বিষয়টি নিয়ে বেশ গুরুত্বারোপ করেন। দেরিতে হলেও সম্প্রতি একটি দরপত্রে উল্লেখ করা হয় ১২৬ কোটি টাকা ব্যয়ে এখানে একটি ব্রীজ নির্মিত হবে।

এব্যাপারে গোলাপগঞ্ছ উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান জানান ব্রীজটি নির্মাণের লক্ষে স্থানীয় সরকার মন্ত্রনালয় খুবই আন্তরিক। নির্মাণ কাজ দ্রুত শুরু করার লক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। কারিগরী সহ
সকল বিষয়ে নিশ্চিত হওয়ার পর দরপত্র আহবান করা হয়েছে।

এব্যাপারে স্থানীয় এমপি নুরুল ইসলাম নাহিদ খুবই আন্তরিক ভাবে কাজ করেছেন বলে উপজেলা প্রকৌশলী মাহমুদুল
হাসান জানান। আগামী ৩/৪ মাসের মধ্যে ঠিকাদার নিয়োগ হবে বলেও জানান তিনি।

এদিকে গোলাপগঞ্জে কুশিয়ারা নদীর উপর আরো একটি সেতু নির্মাণের বিষয়টি সর্ব মহলে বেশ আনন্দের সৃষ্টি করেছে। এ উপলক্ষে গত মঙ্গলবার স্থানীয় এমপি নুরুল ইসলাম নাহিদ নিজ দলীয় নেতাকর্মী, প্রশাসনিক কর্মকর্তা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ব্রীজের নির্মাণ স্থল পরিদর্শন করে দ্রুত নির্মাণ কাজ শুরুর আশ্বাস প্রদান করেন।

Tuesday, 21 February 2023

ফজলুল হক'র অর্থায়নে চন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন

ফজলুল হক'র অর্থায়নে চন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন



গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারের উদ্বোধন ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে।   

মঙ্গলবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ মিনার দাতা শিরিন মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ফজলুল হক ফজলু।

বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সুমেনা আক্তার সুমির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী নজরুল ইসলাম, আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেলা পারভীন মিতা, প্রবাসী জাবেদ আহমদ, সমাজসেবী শিপু ইসলাম, ইউপি সদস্য সালমান কাদের দিপু, মাশিদ আহমদ, কাওছার আহমদ। 

বিদ্যালয়ে শিক্ষার্থী মাহদি আলমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ে শিক্ষার্থী নুরুল ইসলাম মাহের, ফাহমিদা শবনম মাহিয়া।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সুফিয়া বেগম, শিবানী রানি ঘোষ, সাজেদা আক্তার চৌধুরী, লুৎফা বেগম প্রমুখ।
ফজলুল হক'র অর্থায়নে আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ে সিসি ক্যামেরা উদ্বোধনঃ সংবর্ধনা প্রদান

ফজলুল হক'র অর্থায়নে আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ে সিসি ক্যামেরা উদ্বোধনঃ সংবর্ধনা প্রদান


গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের চন্দরপুরে আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের পুরো ক্যাম্পাসকে নিরাপত্তা বলয়ে আনতে সিসি ক্যামেরা প্রদান করেছেন গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি ফজলুল হক ফজলু। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তিনি সিসি ক্যামেরা উদ্বোধন করেন।
এদিকে সিসি ক্যামেরা উদ্বোধন শেষে আল-এমদাদ উচ্চ বিদ্যালয় ও এলাকাবাসীর পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী, কমিউনিটি এ নেতাকে সংবর্ধনা প্রদান করা হয়।  

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ইউকের সিলেট বিভাগীয় প্রধান মোহাম্মদ সফিকুল ইসলাম।

আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হাজী গনি মিয়ার সভাপতিত্বে  ও আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হামিদ এবং সাইকুল ইসলামের যৌথ পরিচালনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি ফজলুল হক ফজলু। 

সংবর্ধনা প্রদান শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতান সিলেটের খ্যাতনামা কণ্ঠশিল্পী পাগল হাসান, পুষ্পা, রাখি, সুপ্রিয়া দে, স্থানীয় জনপ্রিয় শিল্পী শিপু ইসলাম ও আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীগণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের অবসরপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল হক, আল এমদাদ ডিগ্রি কলেজের দাতা সদস্য আব্দুল হামিদ, উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক জহির হোসেন গৌছ, বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের ট্রাস্টি আখলাছুর রহমান কমর, জালালাবাদ এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক আমিনুল হক জিল্লু, আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল গফুর, ফখরুল ইসলাম, শিরিন মেমোরিয়াল ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুদু, যুক্তরাজ্য কমিউনিটি নেতা কামাল উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জ্যোৎস্নাময় আচার্য্য, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিক উদ্দিন, ইউপি সদস্য হেলাল উদ্দিন খান, সমছুল ইসলাম কয়েছ, আবুল কাশেম, জাহেদুর রহমান মৌলা, সালমান কাদের দিপু প্রমুখ।