Friday, 17 March 2023

পবিত্র রমজান উপলক্ষে হাজী সুনাহর আলী মেমোরিয়াল ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ

পবিত্র রমজান উপলক্ষে হাজী সুনাহর আলী মেমোরিয়াল ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ


গোলাপগঞ্জের চন্দরপুরে হাজী সুনাহর আলী মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে রমজানের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) বিকেলে মরহুম হাজী সুনাহর আলীর বাড়িতে গ্রামের প্রায় ১২০টি পরিবারের হাতে চাল, ডাল, ছোলা, পেয়াজ ও খেজুর সামগ্রী তুলে দেয়া হয়।


খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, গ্রামের বিশিষ্ট মুরুব্বী হাজী মরতুজ আলী, নিয়ামত আলী, যুক্তরাজ্য প্রবাসী লালই মিয়া, ডাঃ ফারুক উদ্দিন, ছিফত আলী, আলীম উদ্দিন, সুনা মিয়া, খোকন আহমদ, সাইফুল হক, ইউপি সদস্য জাহেদুর রহমান মৌলা, মরহুম হাজী সুনাহর আলীর পুত্র সুমন আহমদ ও জুনেদ আহমদ, রহিম উদ্দিন, রাজু আহমদ, সালেহ আহমদ, ইউপি সদস্য সালমান কাদের দিপু, কাওছার আহমদ, শিপলু আহমদ, সারোয়ার হোসাইন প্রমুখ। 

Friday, 3 March 2023

চন্দরপুর উন্নয়ন সমিতি ইউকে'র সৌজন্যে গ্রামের রাস্তায় সৌর বাতি উদ্বোধন

চন্দরপুর উন্নয়ন সমিতি ইউকে'র সৌজন্যে গ্রামের রাস্তায় সৌর বাতি উদ্বোধন


গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর গ্রামকে আলোকিত করতে গ্রামের রাস্তায় সৌর বাতি লাগিয়েছে প্রবাসীদের সংগঠন 'চন্দরপুর উন্নয়ন সমিতি ইউকে'।

শুক্রবার (০৪ মার্চ) বিকেলে চন্দরপুর মাদ্রাসা গেইটে আনুষ্ঠানিকভাবে প্রায় ৪০টি সড়ক বাতি উদ্বোধন করে সংগঠনটি।

এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সৌর বাতি উদ্বোধন করেন গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি, কুশিয়ারা নিউজের উপদেষ্টা, চন্দরপুর উন্নয়ন সমিতি ইউকে'র অন্যতম সংগঠক ফজলুল হক ফজলু।

ইউপি সদস্য সালমান কাদের দিপুর সঞ্চালনায় এবং সাবেক মেম্বার আব্দুস সোবহানের সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বুধবারীবাজার ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী ফয়জুর রহমান, আব্দুল খালিক, নজরুল ইসলাম দুদু, বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সাংগঠনিক সম্পাদক আফজল হোসেন, মানিক মিয়া, চন্দরপুর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, ইউপি সদস্য জাহেদুর রহমান মৌলা, সমাজকর্মী জুনেদ আহমদ, শিপু ইসলাম, রাদিস আহমদ, তারেক আহমদ, মাশিদ আহমদ, আরিফুর রহমান ও আরিফ বিল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা চন্দরপুর উন্নয়ন সমিতি ইউকে'র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সুদূর প্রবাসে থেকেও আলোকিত চন্দরপুর গড়তে প্রবাসীগণ কাজ করে যাচ্ছেন। তাদের এমন চিন্তা-চেতনা সত্যিই প্রশংসার দাবী রাখে। গ্রামে বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে বক্তাগণ 'চন্দরপুর উন্নয়ন সমিতি ইউকে'র ভূয়সী প্রশংসা করেন এবং এ সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Thursday, 2 March 2023

আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ে নবাগত সহকারী প্রধান শিক্ষকের যোগদান

আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ে নবাগত সহকারী প্রধান শিক্ষকের যোগদান


গোলাপগঞ্জের চন্দরপুর আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ে নবাগত সহকারী প্রধান শিক্ষক মোঃ মুক্তার হোসেন যোগদান করেছেন। বুধবার (১ মার্চ) থেকে তিনি এ শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক পদে যোগদান করেন।

মোঃ মুক্তার হোসেন এর আগে সিলেট সদরের শিবের বাজারস্থ রাজার গাঁও উচ্চ বিদ্যালয়ে সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। প্রায় ১২ বছর সিনিয়র সহকারী শিক্ষকের দায়িত্বপালন শেষে তিনি আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে যোগদান করলেন।

আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ে যোগদানের পর মোঃ মুক্তার হোসেনকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যগণ তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।
দাম কমেছে এলপিজির

দাম কমেছে এলপিজির



দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম কমেছে। এখন ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে লাগবে ১ হাজার ৪২২ টাকা।  সে হিসাবে ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ৭৬ টাকা।

বৃহস্পতিবার এ দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কমিশনের সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানোনো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৬ টাকা কমিয়ে এক হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত এক মাস এক হাজার ৪৯৮ টাকা ছিল।

সর্বশেষ ২ ফেব্রুয়ারি ১২ কেজির সিলিন্ডারের দাম ২৬৬ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৯৮ টাকা করা হয়েছিল। এর এক মাস পর ৭৬ টাকা কমানো হলো। 
১৫ হাজারেরও বেশি বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া

১৫ হাজারেরও বেশি বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া



চলতি মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ১৫ হাজারেরও বেশি বাংলাদেশিকে ভিসা দেবে রোমানিয়া। এ সময়ে ঢাকায় একটি সাময়িক কনস্যুলার মিশন পরিচালনা করবে দেশটি।

বৃহস্পতিবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের মুখপাত্র সেহেলী সাবরিন সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, রোমানিয়ার কনস্যুলার প্রতিনিধিদল আগামী ৫ মার্চ ঢাকায় আসবেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরাবর পুনরায় একটি কনস্যুলার মিশন পরিচালনার জন্য অনুরোধ করে চিঠি পাঠিয়েছেন। এরই প্রেক্ষিতে রোমানিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান কার্যক্রম পরিচালনা করবে।

সেহেলী সাবরিন জানান, ওই সময়ে রোমানিয়া ১৫ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিককে ভিসা প্রদান করবে। ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় রোমানিয়ার কনস্যুলার মিশন পরিচালনার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে।

উল্লেখ্য, গত বছর রোমানিয়া থেকে একটি কনস্যুলার টিম ঢাকায় তিন মাস অবস্থান করেছিলেন। সে সময় প্রায় ৫ হাজার ৪০০ বাংলাদেশিকে ভিসা দিয়েছিল দেশটি। 
ভূমিকম্প আতঙ্ক কাটছে না সিলেটে

ভূমিকম্প আতঙ্ক কাটছে না সিলেটে


শনিবার সিলেট নগরীতে ৪ দফা ভূমিকম্প অনুভূত হয়। আজ রবিবার ভোর রাতে আরেকদফা ভূমিকম্পের কারণে নগরীর মানুষের মধ্যে কেবল বাড়ছে উদ্যেগ আর আতঙ্ক। এরই মাঝে ঝুঁকি এড়াতে সিলেট সিটি কর্পোরেশন নগরীর সকল ঝুঁকিপূর্ণ মার্কেট ও ভবন আগামী দশ দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।একই সময়ের জন্য ঝুঁকিপূর্ণ ভবনের বাসিন্দাদেরও অন্যত্র সরে যেতে বলা হয়েছে। সব মিলিয়ে নগরীর মানুষ রয়েছেন অনেকটা আতঙ্কের মধ্যে।
 
গতকাল শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট থেকে বেলা ২টার মধ্যে ৪ দফা ভূমিকম্প অনুভূত হয় সিলেট নগরীতে।মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এমন ভূমিকম্পে গতকাল থেকেই আতঙ্কে রয়েছেন নগরীর মানুষ। এদিকে আজ রবিবার ভোর রাতে নগরীতে আবারো ভূমিকম্প হলে আতঙ্ক সহসাই কাটছে না মানুষের মধ্যে।

ভূমিকম্প প্রসঙ্গে শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক ড. জহির বিন আলম গতকাল শনিবার সতর্ক সংকেত দিয়েছেন। তিনি বলেছেন, ‘ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের বার্তা বহন করে। তাই আগামী ৩-৪ দিন সিলেটের জন্য গুরুত্বপূর্ণ। এই কয়েকদিন সবাইকে সতর্ক থাকা উচিত। এর মধ্যে বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে।’

এদিকে আজ রবিবার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর ঝুঁকিপূর্ণ মার্কেট ও ভবন পরিদর্শন করেন। এসময় তিনি সাংবাদিকদের জানান, সিলেট নগরীর জিন্দাবাজারস্থ মিতালী ম্যানশন, রাজা ম্যানশন ও বন্দরবাজারের সিটি সুপার এবং মধুবন সুপার মার্কেট আগে থেকেই ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত। এভাবে সিলেট নগরীর সকল ঝুঁকিপূর্ণ মার্কেট ও ভবনের কর্তৃপক্ষ, ব্যবসায়ী এবং সংশ্লিষ্টদের আগামী ১০ দিন বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হবে। এছাড়াও ঝুঁকিপূর্ণ বাসাবাড়ির বাসিন্দাদেরও আগামী ১০ দিন অন্যত্র থাকতে হবে।

মেয়রের নির্দেশনার পর এই বিষয়ে করণীয় সম্পর্কে বৈঠকে বসেছেন মার্কেটগুলোর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা।

প্রসঙ্গত সিলেট সিটি করপোরেশন কর্তৃক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ভবনগুলো হচ্ছে- জেলা প্রশাসকের কার্যালয়ের উত্তর পাশের কালেক্টরেট ভবন-৩, জেলরোডস্থ সমবায় ব্যাংক ভবন, একই এলাকায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাবেক কার্যালয় ভবন, সুরমা মার্কেট, বন্দরবাজারস্থ সিটি সুপার মার্কেট, জিন্দাবাজারের মিতালী ম্যানশন, দরগাগেইটের হোটেল আজমীর, বন্দরবাজারের মধুবন সুপার মার্কেট, টিলাগড় কালাশীলের মান্নান ভিউ, শেখঘাট শুভেচ্ছা-২২৬ নম্বর ভবন, যতরপুরের নবপুষ্প ২৬/এ বাসা, চৌকিদেখির ৫১/৩ সরকার ভবন, জিন্দাবাজারের রাজাম্যানশন, পুরানলেনের ৪/এ কিবরিয়া লজ, খারপাড়ার মিতালী-৭৪, মির্জাজাঙ্গাল মেঘনা এ-৩৯/২, পাঠানটুলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর বাগবাড়ির একতা ৩৭৭/৭ ওয়ারিছ মঞ্জিল, একই এলাকার একতা ৩৭৭/৮ হোসেইন মঞ্জিল, একতা-৩৭৭/৯ শাহনাজ রিয়াজ ভিলা, বনকলাপাড়া নূরানী-১৪, ধোপাদিঘীর দক্ষিণ পাড়ের পৌরবিপণী মার্কেট ও ধোপাদিঘীরপাড়ের পৌর শপিং সেন্টার। 
পশ্চিম তীরে অবরোধ সরিয়ে নিল ইসরাইল

পশ্চিম তীরে অবরোধ সরিয়ে নিল ইসরাইল


পশ্চিম তীরের জেরিকো থেকে তিনদিন পর অবরোধ তুলে নিয়েছে ইহুদিবাদী ইসরাইল। বুধবার বিকালে অভিযানে চালিয়ে ২২ বছরের এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যার পর অবরোধ প্রত্যাহার করে নেয় দখলদাররা। 

চলতি সপ্তাহের শুরুতে আমেরিকান-ইসরাইলি এক যুবককে হত্যার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি শহর জেরিকোতে অবরোধ করে রেখেছিল ইসরাইলি সেনারা। 

বুধবার মাহমুদ জামাল হাসান হামদান নামে এক ফিলিস্তিনি যুবককে হত্যা করে এর প্রতিশোধ নেওয়ার দাবি করে তারা। খবর আলজাজিরার। 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আহত অবস্থায় বৃহস্পতিবার মাহমুদ জামালের মৃত্যু হয়। ইসরাইলি বাহিনীর দাবি, অপরাধীকে ধরতে তল্লাশি চৌকি বসানো হয়েছিল। তার সাজা হওয়ায় এসব সরিয়ে ফেলা হয়েছে।

এদিকে জামালের হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার জেরিকোজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় ইসরায়েলি সেনাবাহিনী শহরের প্রবেশ পথে চেকপয়েন্ট এবং রাস্তার অবরোধগুলো সরিয়ে ফেলে।

উল্লেখ্য, ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম ও গাজাসহ পশ্চিমতীর দখল করে নেয় ইসরাইল। তখন থেকে ইহুদি এ দেশটি দখলকৃত ভূখণ্ডে কয়েক হাজার ইসরাইলি বসতি স্থাপন করেছে। যদিও এই ভূখণ্ডকে ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হিসাবে চায়।