Monday, 20 March 2023

দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে গোলাপগঞ্জে পুলিশ প্রশাসনের মত বিনিময়

দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে গোলাপগঞ্জে পুলিশ প্রশাসনের মত বিনিময়


নিজস্ব প্রতিবেদক : আসন্ন মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে গোলাপগঞ্জ পুলিশ প্রশাসনের উদ্যোগে ব্যবসায়ীদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গোলাপগঞ্জ উত্তর বাজারে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম। গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আহাদের পরিচালনায় অনুষ্টিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ফজলুল আলম, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রুহিন আহমদ খাঁন, প্রবীন আওয়ামীলীগ নেতা ছাদেক আহমদ, উপজেলা মৎসজীবি সমিতির সভাপতি নুরুল ইসলাম, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক, গোলাপগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম লিলু, সবজি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সেবুল আহমদ, মৎস আড়ৎ ব্যবসায়ী ওলিউর রহমান, গোলাপগঞ্জ ঔষধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সালিক আহমদ, গোলাপগঞ্জ মৎস ব্যবসায়ী সমিতির সভাপতি ইজ্জাদ আলী, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সদস্য কাওছার আহমদ প্রমুখ।
গোলাপগঞ্জে আছিয়া কুতুব ফাউন্ডেশনে'র কৃতি শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত

গোলাপগঞ্জে আছিয়া কুতুব ফাউন্ডেশনে'র কৃতি শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত



নিজস্ব প্রতিবেদক : কৃতি শিক্ষার্থীরাই আলোকিত বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগীতার মনোভাব সৃষ্টি করতে বৃত্তি মূলক পদক্ষেপ নেয়া প্রয়োজন। মেধাবী শিক্ষার্থীরা জাতির সম্পদ, তাদের মধ্য থেকেই নের্তৃত্ববেরিয়ে আসবে। দেশ পরিচালনায় তারা যোগ্যতার স্বাক্ষর রাখবে ইহা আমি বিশ্বাস করি।

গোলাপগঞ্জে আছিয়া কুতুব ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও গুনিজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচাপতি ওবায়দুল হাসান উপরোক্ত কথা গুলো বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থী ও গুনিজনের হাতে ফাউন্ডেশন কর্তৃক দেয়া ক্রেস্ট তুলে ধরে বলেন সম্মানীকে সম্মান দেয়া আমাদের নৈতিক দায়িত্ব। সম্মানী ব্যক্তিকে সম্মান প্রদর্শন করলে আমাদের সমাজ উপকৃত হবে। আছিয়া-কুতুব ফাউন্ডেশন ঐ সব বিষয়ে গুরু দায়িত্ব পালন করে আলোকিত সমাজ গঠনে পথ পদর্শকের কাজ করছে। তিনি বলেন, আমাদের পবিত্র ধর্ম ইসলামে শিক্ষার বিষয়ে সবচেয়ে গুরুত্ব দেয়া হয়েছে। একজন মানুষ পরিপূর্ণ মানুষ হতে হলে অবশ্যই তাকে শিক্ষা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে নৈতিক শিক্ষাকে প্রাধ্যান্য দেয়ার জন্য
তিনি শিক্ষক শিক্ষার্থী সহ সবার প্রতি আহবান জানিয়েছেন।

গোলাপগঞ্জ তথা সিলেটের স্বনামধন্য সেচ্ছাসেবী, শিক্ষামূলক সংগঠন আছিয়া-কুতুব  ফাউন্ডেশনের উদ্যোগে বিগত ১০ বছর ধরে শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষে ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন বিভাগের গুনীজনদের সম্মান প্রদর্শন করা হয়।  

সোমবার সকাল ১১ টায় গোলাপগঞ্জের বারকোটস্থফাউন্ডেশন ভবন প্রাঙ্গণে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনার আয়োজন করা হয়। এতে বাংলাদেশ সুপ্রীম কোর্টের এ্যাটর্নী জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন প্রধান আলোচকের বক্তব্যে বলেছেন  আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব হচ্ছে সমাজের উপকারের জন্য কিছু করা। আমাদের সমাজে অনেক অনাথ, অসহায়, দরিদ্র মানুষ রয়েছে যাদের জন্য আমরা  নিজ নিজ অবস্থান থেকে সহায়তা করতে পারি। আছিয়া-কুতুব ফাউন্ডেশন শিক্ষা উন্নয়নের পাশাপাশি সমাজের সুবিধা বঞ্চিত ও অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে যে  ভূমিকা পালন করে যাচ্ছে তা প্রসংশার দাবী রাখে। 

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও  সাধারণ সম্পাদক বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবি এডভোকেট মোস্তাক  আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন  বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবি ব্যারিষ্টার আশরাফুল হাদী। প্রখ্যাত  চিকিৎসক ফজলে রাব্বি চৌধুরী, শিক্ষাবিদ আবুল হালিম মোহাম্মদ শফি, বিশিষ্ট  ব্যবসায়ী আফজাল রশিদ চৌধুরী, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি  সাংবাদিক আব্দুল আহাদ, গোলাপগঞ্জ ব্রিটিশ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের  প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল মালিক লাল মিয়া, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর পিতা মোহাম্মদ 
শাহজাহান, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সাফওয়ান আরিফিন ছাদিক, গোলাপগঞ্জ চ্যারিটি  ক্লাবের সভাপতি হুমায়ুন কবির রুবেল প্রমুখ। 

Sunday, 19 March 2023

গোলাপগঞ্জে ৩০ বছর পর পৈতৃক সম্পত্তি ফিরে পেলেন ছেলে

গোলাপগঞ্জে ৩০ বছর পর পৈতৃক সম্পত্তি ফিরে পেলেন ছেলে


নিজস্ব প্রতিবেদক : প্রায় ৩০ বছর পর পৈতৃক সম্পত্তি ফিরে পেলেন গোলাপগঞ্জ উপজেলা ভাদেশ্বর ইউনিয়নের এক পরিবার।

জানা যায়, দীর্ঘ দিন ধরে ভাদেশ্বর ইউনিয়নের খমিয়া শিতেশ্বর গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে সমসু উদ্দিন গং পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত ছিলেন।

১৯৯৩ সালে পৈতৃক সম্পত্তি ভাগাভাগির জের ধরে ইন্তাজ আলী বাদী হয়ে বাটোয়ারা মামলা করেন আফতাব আলী গং এর উপর। অতঃপর দীর্ঘ ৩০ বছর পর গত ১৩ মার্চ সহকারী জজ আদালত জৈন্তাপুর এর নির্দেশে সিলেটের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট এন এম ইশফাকুল কবীরের নেতৃত্বে মঙ্গলবার ১৪ মার্চ দখলদেহী কার্যক্রম অনুষ্ঠিত হয়। দখলদেহী কার্যক্রম শেষে মৃত ইন্তাজ আলীর ছেলে সমস উদ্দিন গং ফিরে পান নিজ সম্পত্তি।

বর্তমান বিচার ব্যবস্হা ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মৃত ইন্তাজ আলীর ছেলে সমসু উদ্দিন গং বলেন - 'দেশে ন্যায়বিচার আছে, আমি আইনকে শ্রদ্ধা করি। দীর্ঘদিন আমাদের সম্পত্তি অবৈধ ভাবে দখলে ছিলো। আমরা মামলা করে সেই জায়গা আইনের মাধ্যমে বুঝে পেয়েছি।’

এ সময় কোনোরুপ বিশৃঙ্খলা ছাড়াই সিলেট জেলা ও গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশের সহযোগিতার মাধ্যমে জমি বুজিয়ে দেয়া হয়। 








Friday, 17 March 2023

পবিত্র রমজান উপলক্ষে হাজী সুনাহর আলী মেমোরিয়াল ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ

পবিত্র রমজান উপলক্ষে হাজী সুনাহর আলী মেমোরিয়াল ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ


গোলাপগঞ্জের চন্দরপুরে হাজী সুনাহর আলী মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে রমজানের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) বিকেলে মরহুম হাজী সুনাহর আলীর বাড়িতে গ্রামের প্রায় ১২০টি পরিবারের হাতে চাল, ডাল, ছোলা, পেয়াজ ও খেজুর সামগ্রী তুলে দেয়া হয়।


খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, গ্রামের বিশিষ্ট মুরুব্বী হাজী মরতুজ আলী, নিয়ামত আলী, যুক্তরাজ্য প্রবাসী লালই মিয়া, ডাঃ ফারুক উদ্দিন, ছিফত আলী, আলীম উদ্দিন, সুনা মিয়া, খোকন আহমদ, সাইফুল হক, ইউপি সদস্য জাহেদুর রহমান মৌলা, মরহুম হাজী সুনাহর আলীর পুত্র সুমন আহমদ ও জুনেদ আহমদ, রহিম উদ্দিন, রাজু আহমদ, সালেহ আহমদ, ইউপি সদস্য সালমান কাদের দিপু, কাওছার আহমদ, শিপলু আহমদ, সারোয়ার হোসাইন প্রমুখ। 

Friday, 3 March 2023

চন্দরপুর উন্নয়ন সমিতি ইউকে'র সৌজন্যে গ্রামের রাস্তায় সৌর বাতি উদ্বোধন

চন্দরপুর উন্নয়ন সমিতি ইউকে'র সৌজন্যে গ্রামের রাস্তায় সৌর বাতি উদ্বোধন


গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর গ্রামকে আলোকিত করতে গ্রামের রাস্তায় সৌর বাতি লাগিয়েছে প্রবাসীদের সংগঠন 'চন্দরপুর উন্নয়ন সমিতি ইউকে'।

শুক্রবার (০৪ মার্চ) বিকেলে চন্দরপুর মাদ্রাসা গেইটে আনুষ্ঠানিকভাবে প্রায় ৪০টি সড়ক বাতি উদ্বোধন করে সংগঠনটি।

এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সৌর বাতি উদ্বোধন করেন গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি, কুশিয়ারা নিউজের উপদেষ্টা, চন্দরপুর উন্নয়ন সমিতি ইউকে'র অন্যতম সংগঠক ফজলুল হক ফজলু।

ইউপি সদস্য সালমান কাদের দিপুর সঞ্চালনায় এবং সাবেক মেম্বার আব্দুস সোবহানের সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বুধবারীবাজার ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী ফয়জুর রহমান, আব্দুল খালিক, নজরুল ইসলাম দুদু, বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সাংগঠনিক সম্পাদক আফজল হোসেন, মানিক মিয়া, চন্দরপুর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, ইউপি সদস্য জাহেদুর রহমান মৌলা, সমাজকর্মী জুনেদ আহমদ, শিপু ইসলাম, রাদিস আহমদ, তারেক আহমদ, মাশিদ আহমদ, আরিফুর রহমান ও আরিফ বিল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা চন্দরপুর উন্নয়ন সমিতি ইউকে'র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সুদূর প্রবাসে থেকেও আলোকিত চন্দরপুর গড়তে প্রবাসীগণ কাজ করে যাচ্ছেন। তাদের এমন চিন্তা-চেতনা সত্যিই প্রশংসার দাবী রাখে। গ্রামে বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে বক্তাগণ 'চন্দরপুর উন্নয়ন সমিতি ইউকে'র ভূয়সী প্রশংসা করেন এবং এ সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Thursday, 2 March 2023

আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ে নবাগত সহকারী প্রধান শিক্ষকের যোগদান

আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ে নবাগত সহকারী প্রধান শিক্ষকের যোগদান


গোলাপগঞ্জের চন্দরপুর আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ে নবাগত সহকারী প্রধান শিক্ষক মোঃ মুক্তার হোসেন যোগদান করেছেন। বুধবার (১ মার্চ) থেকে তিনি এ শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক পদে যোগদান করেন।

মোঃ মুক্তার হোসেন এর আগে সিলেট সদরের শিবের বাজারস্থ রাজার গাঁও উচ্চ বিদ্যালয়ে সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। প্রায় ১২ বছর সিনিয়র সহকারী শিক্ষকের দায়িত্বপালন শেষে তিনি আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে যোগদান করলেন।

আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ে যোগদানের পর মোঃ মুক্তার হোসেনকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যগণ তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।
দাম কমেছে এলপিজির

দাম কমেছে এলপিজির



দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম কমেছে। এখন ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে লাগবে ১ হাজার ৪২২ টাকা।  সে হিসাবে ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ৭৬ টাকা।

বৃহস্পতিবার এ দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কমিশনের সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানোনো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৬ টাকা কমিয়ে এক হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত এক মাস এক হাজার ৪৯৮ টাকা ছিল।

সর্বশেষ ২ ফেব্রুয়ারি ১২ কেজির সিলিন্ডারের দাম ২৬৬ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৯৮ টাকা করা হয়েছিল। এর এক মাস পর ৭৬ টাকা কমানো হলো।