Saturday, 15 April 2023

সিলেট সিটিতে নৌকার মাঝি আনোয়ারুজ্জামান

সিলেট সিটিতে নৌকার মাঝি আনোয়ারুজ্জামান

 

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।

শনিবার (১৫এপ্রিল) বেলা ১১ টায় গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এতে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের প্রায় অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন। চুলচেরা বিশ্লষণ শেষে এ প্রার্থী চূড়ান্ত করা হয়।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২৫ মে। খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ভোট হবে ২১ জুন। এসব ভোট হবে ইভিএমে।

Thursday, 13 April 2023

সিলেট-চারখাই-শেওলা মহাসড়ক প্রকল্পে উন্নয়নের ছোঁয়া লাগবে চার উপজেলায়

সিলেট-চারখাই-শেওলা মহাসড়ক প্রকল্পে উন্নয়নের ছোঁয়া লাগবে চার উপজেলায়



ডেস্ক রিপোর্ট : ‘সিলেট-চারখাই-শেওলা মহাসড়ক উন্নয়ন প্রকল্প’ হাতে নিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। মঙ্গলবার (১১ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।

সিলেট থেকে শেওলা স্থলবন্দর পর্যন্ত যাত্রী ও পণ্যবাহী পরিবহনের যাতায়াত সহজ করতে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে সিলেটের চার উপজেলায় লাগবে উন্নয়নের ছোঁয়া। এসব উপজেলায় বাড়বে ব্যবসা-বাণিজ্যের কার্যক্রম।

জানা গেছে, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকল্পটি বাস্তবায়নে খরচ হবে ৪ হাজার ২৫৭ কোটি ৭ লাখ টাকা। প্রকল্প বাস্তবায়নে ২ হাজার ৮৮৬ কোটি ৮২ লাখ টাকা ঋণ হিসেবে দেবে বিশ্বব্যাংক। বাকি ১ হাজার ৩৭০ কোটি ২৫ লাখ টাকা দেবে সরকার।

সিলেট সদর, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন হবে। চলতি বছরে শুরু হয়ে প্রকল্পটি ২০২৭ সালের ডিসেম্বরে শেষ হবে।
 
প্রকল্পের উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে, সিলেট থেকে শেওলা স্থলবন্দর পর্যন্ত যাত্রী ও পণ্যবাহী পরিবহনের যাতায়াত দ্রুত ও সহজতর করা, মহাসড়কের উভয় পাশে পৃথক সার্ভিস লেন তৈরির মাধ্যমে স্থানীয় যানবাহন এবং ধীর গতির যানবাহন চলাচলের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করা, বয়স্ক, মহিলা, শিশু এবং অন্য অক্ষম ব্যক্তিদের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং সড়ক দুর্ঘটনা কমানো।

এ ছাড়া বিবিআইএন করিডোর, সাসেক করিডোর, এশিয়ান হাইওয়ে, বিমসটেক করিডোর, বিসিআইএম করিডোর, সার্ক করিডোরের সঙ্গে আঞ্চলিক সংযোগ সম্প্রসারণের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের কার্যক্রম বাড়ানো। একই সঙ্গে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা।
 
প্রকল্পের আওতায় ২৪৭ দশমিক ১৩ একর ভূমি অধিগ্রহণ, ৪২ দশমিক ৮০ লাখ ঘনফুট মাটির কাজ, ৪২ দশমিক ৯৮৫ কিলোমিটার পেভমেন্ট নির্মাণ, ১৫৭৫ জন-মাস পরামর্শক সেবা, ৩১টি কালভার্ট, ৩টি সেতু একটি ফ্লাইওভার, ৬টি ওভারপাস, ২টি আন্ডারপাস, ৪টি ফুটওভার ব্রিজ, ৭টি পথচারী পারাপার, ১টি টোল প্লাজা নির্মাণ করা হবে। প্রকল্পটি ২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সংযুক্ত বৈদেশিক সাহায্য প্রাপ্তির সুবিধার্থে অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত আছে।
 
পরিকল্পনা কমিশন বলছে, প্রকল্পটি বাস্তবায়ন হলে সিলেট থেকে শেওলা স্থলবন্দর পর্যন্ত যাত্রী ও পণ্যবাহী পরিবহনের যাতায়াত দ্রুত ও সহজ হবে। এ ছাড়া, বিবিআইএন করিডোর, সাসেক করিডোর, এশিয়ান হাইওয়ে, বিমসটেক করিডোর, বিসিআইএম করিডোর, সার্ক করিডোরের সঙ্গে আঞ্চলিক সংযোগ সম্প্রসারণের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের কার্যক্রম বাড়বে, ভূমিকা রাখবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে।
জৈন্তাপুরে সরঞ্জামসহ ১২ জুয়াড়ি গ্রেপ্তার

জৈন্তাপুরে সরঞ্জামসহ ১২ জুয়াড়ি গ্রেপ্তার



ডেস্ক রিপোর্ট : জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামি, জুয়ার সরঞ্জামসহ মোট ১২ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার জৈন্তাপুর থানাধীন বনপাড়া খেরীগুল বাজারে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় সরঞ্জাম, ৬০ পিস তাস, চার প্যাকেট ডারবি সিগারেট, চারটি বিভিন্ন রঙরে গ্যাসলাইট, একটি চেড়া প্লাস্টিকের পাটি এবং জুয়ার আসর থেকে ৯ হাজার ৯০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় ১২ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো মো. শামীম আহমদ, আলীম উদ্দিন, মো. এরশাদ আহমদ, মো. সেলিম আহমদ, গিয়াস আহমদ, মো. এমরান আহমদ, মো. শাহনুর রহমান, হোসাইন আহমদ, জালাল উদ্দিন, ফারুক আলম মারুফ, হাবিবুর রহমান ও মো. সোলেমান (৩০)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১১/৬৭ নম্বর মামলা করা হয়।
সিলেটে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় চাকরি হারালেন দুই শিক্ষিকা !

সিলেটে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় চাকরি হারালেন দুই শিক্ষিকা !



ডেস্ক রিপোর্ট : কু-প্রস্তাবে রাজি না হওয়ায় চাকরি হারালেন সিলেটের দুই শিক্ষিকা। তারা হলেন নগরীর কাজী জালাল উদ্দিন বালিকা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহমুদা আক্তার সুমি ও রুনা সুলতানা। বুধবার (১২ এপ্রিল) সিলেট অনলাইন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই দুই শিক্ষক এমন অভিযোগ করেন।

এসময় তাদের পাশে ছিলেন,সাবেক শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষিকা রুনা সুলতানার উপস্থিতিতে এতে লিখিত বক্তব্য পাঠ করেন সহকারী শিক্ষক মাহমুদা আক্তার সুমি।

এসময় তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর যাবত কাজী জালাল উদ্দিন বালিকা বহুমুখী উচ্চ বিদ্যালয় ঝর্নারপাড়, কুমারপাড়া সিলেট এ অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে শিক্ষকতা করে আসছি। আমি আমার দায়িত্ব পালন করে আসছি একজন নন এমপিও অর্থাৎ খন্ডকালীন শিক্ষক হিসেবে।

তিনি উল্লেখ করেন গত ২২/০৩/২০২৩ তারিখে বিদ্যালয়ে পবিত্র রমজানের ছুটি হয়ে যায়। ছুটির পর বাসা থেকে ডেকে এনে জোরপূর্বক আমি মাহমুদা আক্তার ও রুনা সুলতানার কাছ থেকে স্বাক্ষর নিয়ে অব্যাহতি চিঠি গ্রহণ করান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল খালিক।

তিনি বলেন, আমরা হঠাৎ অব্যাহতিপত্র পেয়ে আমাদের দোষ খুঁজতে থাকি এবং মানসিকভাবে হতভম্ব হয়ে পড়ি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জিজ্ঞেস করি আমাদের দোষ কি? তখন তিনি বলেন আপনাদের কোন দোষ নেই, এনটিআরসিএ থেকে দুইজন শিক্ষক আসতেছে, সেজন্য অতিরিক্ত দুজন শিক্ষক দরকার নেই। আমরা বললাম কেন? ঐ দুই শিক্ষক একজন হিন্দু ধর্মের বিষয়ের শিক্ষক অন্যজন পদার্থ বিজ্ঞান বিষয়ের শিক্ষক। আমরা দুজন তো এই বিষয়ের শিক্ষক নই। তারা আসতেছে বিদ্যালয়ের খালি পদে।
শিক্ষিকারা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল খালিক ব্যক্তিগত শত্রুতার কারণে আমাদের দুইজন শিক্ষককে অব্যাহতি দেন।

তিনি বিদ্যালয়ের কোনো নিয়ম মানতে রাজি নন, যে শিক্ষক মাতৃত্বকালীন ছুটিতে ৬ মাসের জন্য আসছেন তাদেরকেও অব্যাহতি দিতেন।

শিক্ষিকা সুমি দাবি করে বলেন, একটা নিয়ম অনযায়ী যারা জুনিয়র তাদের থেকে অব্যাহতি দিতেন তাও দেননি। অভিভাবক থেকে টাকা নিয়ে শিক্ষক পদে নিয়োগ দিয়েছেন।

তিনি আবার অভিভাবক প্রতিনিধি গর্ভনিং বডির সদস্য। এক ব্যক্তি দুই পদে থাকতে পারেন কিভাবে? তাঁর পিঠ বাচানোর জন্য পুলিশের স্ত্রী ও উকিলের স্ত্রী নিয়োগ দেয় তার ইচ্ছা মতো। কোন কারণ দর্শানো ছাড়া সরাসরি অব্যাহতি দেয়া যায় না? তিনি তাও করেছেন? আরো যে, তিন মাসের বেতন অগ্রিম দিয়ে অব্যাহতি দিবেন তাও তিনি করেননি।

লিখিত বক্তব্যে সহকারী শিক্ষক মাহমুদা আক্তার সুমি বলেন, প্রধান শিক্ষক একজন চরিত্রহীন নারী লোভী, লম্পট, অযোগ্য ও উগ্রমেজাজি একজন ব্যক্তি। তিনি শিক্ষক জাতির জন্য কলংক, তিনি প্রধান শিক্ষক হিসেবে যে গুনাগুন থাকা দরকার তার কোনোটাই তার মধ্যে নেই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল খালিক আমাদের দুইজন শিক্ষক মাহমুদা আক্তার ও রুনা সুলতানাকে দীর্ঘদিন ধরে নানাভাবে কু-প্রস্তাব দিয়ে আসছেন।

তার প্রস্তাবে গুরুত্ব না দেওয়ায় তিনি ব্যক্তিগতভাবে হিংসা ও শত্রুতার কারণে আমাদের দুইজনকে সহাকারী শিক্ষক পদ থেকে অব্যাহতি দেন। স্কুল শিক্ষক আরোও প্রয়োজন থাকা স্বত্ত্বেও তিনি আমাদেরকে অব্যাহতি দেন। তার কারণ কি? তিনি আমাদের নিয়োগের সময় আশা দিয়েছিলেন আমাদের দুইজনকে স্থায়ী করবেন ও ইনক্রিমেন্ট পদ্ধতিতে বেতন পরিশোধ করবেন তাও করেননি। আমাদের নিয়োগ স্কুলের প্রাইমারী সেকশনে। ৫/৬ জন শিক্ষক প্রয়োজন এরা সবাই খন্ডকালীন। এদের সাথে এমপিও ভূক্ত শিক্ষক দেওয়ার কোনো সম্পর্ক নেই।

সংবাদ সম্মেলনে তারা বলেন, নিয়মিত স্কুলের লেখাপড়া চালিয়ে যেতে চাইলে আমাদের স্কুলে আরো শিক্ষক নিতে হবে। কারণ আমাদের রুটিনের বাহিরে প্রতিদিন প্রক্সি ক্লাস নিতে হয়। এজন্য বিদ্যালয়ে আলাদা প্রক্সি খাতা রয়েছে। তাই আমাদের কেন এই অব্যাহতি দেওয়া হলো।

তিনি বলেন,আমার সহকর্মী রুনা সুলতানাকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল খালিক বিভিন্ন উপায়ে যৌন হয়রানী করেন

Tuesday, 11 April 2023

গোলাপগঞ্জে গুণীজনদের স্মরণে সময়ের বাতিঘর নামক সংগঠনের আত্মপ্রকাশ

গোলাপগঞ্জে গুণীজনদের স্মরণে সময়ের বাতিঘর নামক সংগঠনের আত্মপ্রকাশ

 

নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে গুণীজনদের স্মরণে আত্মপ্রকাশ করেছে সময়ের বাতিঘর নামক নবগঠিত সংগঠন।

এ উপলক্ষে সোমবার বিকেলে স্থানীয় একটি অভিজাত রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। 

এ সময় সংগঠনের সভাপতি প্রভাষক শামসুল ইসলামের সভাপতিত্বের ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন  মাহমুদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী, এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, পৌর কাউন্সিল রুহিন আহমদ খান, লেখক ও শিক্ষক আব্দুল মালিক, গোলাপগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, মহিউদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান আজম, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, সাংবাদিক ফাহিম আহমদ, জাতীয় পাটি নেতা দিলওয়ার হোসেন, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক এম এ কাদির, শ্রমিকলীগ নেতা আবুল কাশেম, ফরহাদ আহমদ, কামাল আহমদ, বাবলু মিয়া, এমরান হোসেন সহ প্রমুখ।

এ সময় ১১ সদস্যর কার্যনির্বাহী পরিষদের গঠন করা হয়। এতে সভাপতি শামসুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি হারিছ আলী, সহ- সভাপতি  এনামুল হক, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাহমুদ, সহ সাধারণ সম্পাদক গোলাম দস্তগীর খান ছামিন, সাংগঠনিক সম্পাদক লায়েক আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক সালমান কাদের দিপু, সদস্য আব্দুস সালাম শিপলু, রাহাদ আহমদ, ইসমাইল হোসেন সিরাজী কে রাখা হয়।

আলোচনা সভা শেষে  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া  মাহফিলে মোনাজাত পরিচালনা করেন গোলাপগঞ্জ প্রেসক্লাব আহবায়ক এম আব্দুল জলিল।

Friday, 7 April 2023

চন্দরপুরে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ

চন্দরপুরে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ


পবিত্র রমজান মাস উপলক্ষে গোলাপগঞ্জের চন্দরপুরে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) বাদ জুমআ গ্রামের ১৬০টি পরিবারের হাতে চাল, ডাল, তেল, আলু ইত্যাদি তুলে দেয়া হয়।

খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের সেক্রেটারি নজরুল ইসলাম দুদু মিয়ার সভাপতিত্বে ও ইউপি সদস্য সালমান কাদের দিপুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রাইয়ান মাহমুদ।

বিশেষ অতিথি ছিলেন সমাজসেবী মানিক মিয়া, সাবেক মেম্বার শিব্বির আহমদ, সমাজকর্মী শিপু ইসলাম, নাবিল মাহমুদ প্রমুখ।

এসময় বক্তারা শিরিন হকের বিদাহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার স্মরণে প্রতিষ্ঠিত শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন এ ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন সময় সমাজের অসচ্ছল পরিবারকে সহযোগিতা প্রদান করা হয়ে থাকে। বিশেষ করে এ ট্রাস্টের চেয়ারম্যান ফজলুল হকের ভূয়সী প্রশংসা করেন বক্তারা। সমাজে ফজলুল হকের অবদান তুলে ধরে তাদের পরিবারের সকলের মঙ্গল কামনা করেন তারা।

এসময় আরোও উপস্থিত ছিলেন মুরব্বী আশহাব আলী, সরফ মিয়া, নানু মিয়া, কফিল উদ্দিন-সহ আরোও অনেকে।

Wednesday, 5 April 2023

গোলাপগঞ্জ জামেয়া রহমানিয়া মাদ্রাসায় বোর্ড পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

গোলাপগঞ্জ জামেয়া রহমানিয়া মাদ্রাসায় বোর্ড পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান



জামেয়া রহমানিয়া মাদ্রাসা গোলাপঞ্জ এ বোর্ড পরীক্ষা ও বার্ষিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

সোমবার দুপুর সাড়ে ১২টায় মাদ্রসায় আয়োজিত পুরস্কার বিতরণী  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রসার মুতামীম  হযরত মাওঃ সৈয়দ মুকাদ্দাছ আলী । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের পরিচালক (পরীক্ষা নিয়ন্ত্রন বিভাগ) মুফতী মুহাম্মদ শফিউল্লাহ মক্কী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।  

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে যৌথভাবে তেলাওয়াত করেন মাদ্রাসা ছাত্র নাজমুস সাকিব ও নাইমুর রহমান। 

অনুষ্ঠানে বক্তব্য দেন  মাদ্রাসার শিক্ষা সচিব আলহাজ্ব হযরত মাওলানা ইকবাল হোসেন, মাদ্রসার হিফজ বিভাগের প্রধান হযরত মাওলানা হাফীজ আলমাছ উদ্দিন , জামেয়া কাশিফুল উলুম মাদ্রাসার  প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত মাওলানা আব্দুল করিম,  বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী ও মাদ্রাসার অডিটর আব্দুল ওয়াদুদ এমাদ, খুলনা বিভাগের জিম্মাদার হযরত মাওলানা মনিরুজ্জামান।  

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  বিশিষ্ট সমাজ সেবক  শিল্পপতি ও শিক্ষানুরাগী আলহাজ্ব শামীম আহমদ রাসেল, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী  আলহাজ্ব আমিনুর রহমান লিপন ,  গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ও গোলাপগঞ্জ বাজার বণিক সমতির কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান চৌধুরী। 

শামীম আহমদ খাঁনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন মাওলানা  হাফীজ আলমাছ উদ্দিন, মাওলানা আবুল কালাম আজাদ,  আলহাজ্ব হযরত মাওলানা ইকবাল হোসেন। 

অনুষ্ঠানে জানানো হয়  জামেয়া রহমানিয়া মাদ্রাসা গোলাপগঞ্জ সিলেট এবার বোর্ড পরীক্ষায়  সিলেট বিভাগে ১০পারা গ্রুপে ২য় স্থান অধিকার করেন মাদ্রাসার ছাত্র   মোঃ নাজমুস সাকিব । ২০পারা গ্রুপে ২য় স্থান অধিকার করেন মোঃ আব্দুল কাদির, ৩০পারা গ্রুপে ২য় স্থান অধিকার করেন  মোঃ নাইমুর রহমান , ৩য় স্থান অধিকার করেন  মোঃ ইব্রহিম খলিল। বোর্ডের ফলাফলে হিফজুল ক্বোরআন ১০ ,২০ ও ৩০ পারায় মোট পরিক্ষার্থী ছিলেন ১৫ জন, তার মধ্যে মুমতাজ (গোল্ডেন এ+) পেয়েছেন ১৪ জন , ১ম বিভাগ ১জন । 

এছাড়া ২০২৩ইং সনে জামেয়া রহমানিয়া মাদ্রাসার অভ্যন্তরীন  বার্ষিক পরিক্ষায় কৃতিত্বপূর্ন ফলাফল অর্জন করায় ৪৯ জন ছাত্রকে পুরস্কার প্রদান করা হয়।