Sunday, 28 January 2024

এ কে এম আব্দুল্লাহর  কাব্যগ্রন্থ “ সার্কাস গ্যালারি থেকে মি. আব্দুল্লাহর বয়ান”

এ কে এম আব্দুল্লাহর কাব্যগ্রন্থ “ সার্কাস গ্যালারি থেকে মি. আব্দুল্লাহর বয়ান”


অমর একুশে গ্রন্থমেলা ২০২৪-এ, ইত্যাদি থেকে আসছে- কবি, গল্পকার এ কে এম আব্দুল্লাহর কাব্যগ্রন্থ - সার্কাস গ্যালারি থেকে মি. আব্দুল্লাহর বয়ান। 
 
কবি এ কে এম আব্দুল্লাহ নতুন চ্যালেঞ্জ নিয়েই, গতানুগতিক ধারার বাইরে বাস্তব, পরাবাস্তব, যাদুবাস্তবের মিশ্রণে সৃষ্ট দ্যুতানা কিংবা শ্যাটায়ার প্যটার্নের তীক্ষ্ন রশ্মির চ্যালেঞ্জ নিয়েই নিজেকে ভেঙেচুরে নিজস্ব ভঙ্গিতেই কবিতা লিখেন। 

কবি এ কে এম আব্দুল্লাহ তার লেখালেখি নিয়ে বলেন, “আমার কাছে আমার প্রকাশিত বই বা লেখাগুলো, আমার একটি নিজস্ব বিপ্লব, প্রতিবাদ, বিনোদন এবং একান্ত নিজস্ব কথা বলার মাধ্যম”। 

গতানুগতিক ধারার বাইরে চ্যালেইঞ্জ নিয়েই নিজেকে ভেঙেচুরে নিজস্ব ভঙ্গিতে লেখা কবিতা নিয়ে, এবার ইত্যাদি প্রকাশ করেছে কাব্যগ্রন্থ- “সার্কাস গ্যালারি থেকে মি. আব্দুল্লাহর বয়ান”। 
বইটি অমর একুশে গ্রন্থমেলায় ইত্যাদি - প্যাভিলিয়ন ১১, রকমারি ডট কম সহ বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যাবে। মূল্য  দুইশত বিশ (২২০) টাকা।

Friday, 19 January 2024

এ কে এম আব্দুল্লাহর ৫টি বইয়ের আলোচনা নিয়ে পোস্টমর্টেম সূচক বই “REFLECTION”

এ কে এম আব্দুল্লাহর ৫টি বইয়ের আলোচনা নিয়ে পোস্টমর্টেম সূচক বই “REFLECTION”


মহান একুশে বইমেলা ২০২৪-এ, অনার্য প্রকাশনী থেকে আসছে- কবি, গল্পকার এ কে এম আব্দুল্লাহর ৫টি প্রকাশিত বইয়ের আলোচনা নিয়ে পোস্টমর্টেম সূচক বই-“REFLECTION”। বইটিতে থাকবে বাংলাদেশ, ভারত এবং যুক্তরাজ্যের বিশ জন কবি, সাহিত্যিকের সারগর্ভ আলোচনা। বইটি সম্পাদনা করেছেন কবি ও সাংবাদিক শফিকুর রহমান চৌধুরী। 

ইতোমধ্যে, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অনেক বোদ্ধা পাঠক, লেখক তাঁর লেখার নিজস্ব দর্শন , নিজস্ব স্টাইল, শব্দচয়ন এবং চিত্রকল্প নিয়ে প্রশংসা করেছেন। এ কে এম আব্দুল্লাহ বলেন, পাঠকের ভালোবাসা, প্রশংসা সমর্থন যেমন উৎসাহিত করেছে— তেমনি লিখতেও সহযোগিতা করেছে। সেই উৎসাহ আরো একধাপ এগিয়ে গেলো “রিফ্লেকশন” বইটি প্রকাশের মাধ্যমে। 

কবি এ কে এম আব্দুল্লাহ তার লেখালেখি নিয়ে বলেন, “আমার কাছে আমার প্রকাশিত বই বা লেখাগুলো, আমার একটি নিজস্ব বিপ্লব, প্রতিবাদ, বিনোদন এবং একান্ত নিজস্ব কথা বলার মাধ্যম”। 

রিফ্লেকশন বইটিতে যে পাঁচটি বইয়ের আলোচনা করা হয়েছে সেগুলো হলো- যে শহরে হারিয়ে ফেলেছি করোটি , ইমেইল বডিতে সময়ের অনুবাদ, শাজরাত কাঠের ক্যারাভ্যান ও আত্মার ফ্লেক্সিলোড, মাটির মাচায় দণ্ডিত প্রজাপতি এবং  টি-ব্রেকের গল্প।

আলোচনা করেছেন, কবি নির্মলেন্দু গুণ, কবি অসীম সাহা, কবি হেলাল হাফিজ, ড. মোহন রায়হান, ড. পরিমল ভট্টাচার্য, ড. শংকর সাহা, কবি কাজল ভট্টাচার্য, তমাল কান্তি সরকার, ড. এসরাজুল হক সহ বিশজন কবি সাহিত্যিক। 
বইটি অনার্য প্রকশনীর স্টল রকমারি ডট কম সহ বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যাবে।

Friday, 5 January 2024

সাপ্তাহিক হলি সিলেট পত্রিকার পরিচালক নিয়োগ পেলেন সমাজসেবী ফজলুল হক

সাপ্তাহিক হলি সিলেট পত্রিকার পরিচালক নিয়োগ পেলেন সমাজসেবী ফজলুল হক

 

সিলেটের পাঠকপ্রিয় পত্রিকা সাপ্তাহিক হলি সিলেট এর পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন শিরিন মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী ফজলুল হক।

সাপ্তাহিক হলি সিলেট পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলাম সাক্ষরিত এক চিঠিতে মোহাম্মদ ফজলুল হককে একজন সম্মানিত পরিচালক হিসেবে নিয়োগ প্রদানের বিষয়টি নিশ্চিত করেন। 

সম্পাদক চিঠিতে আরোও উল্লেখ করেন যে, নবাগত “পরিচালক” ফজলুল হক একজন সমাজসেবী শিক্ষানুরাগী ও দানশীলব্যাক্তিত্ব এবং প্রবাসী সংগঠক হওয়ায় পত্রিকা প্রকাশান্তে সকল নিয়ম কানুন বাস্তবায়নের লক্ষ্যে পত্রিকার সফলতা ও সুনাম বজায় রাখতে সর্বাত্মক সহযোগীতা প্রদানে অগ্রনী ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

এদিকে মোহাম্মদ ফজলুল হক  হলি সিলেট পত্রিকার সম্মানিত পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে হলি সিলেট পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানাে হয়েছে।

Sunday, 17 December 2023

গোলাপগঞ্জে রান্নান চুলায় গ্যাসের চাপ কম থাকায় মানববন্ধন ও অভিযোগপত্র দাখিল

গোলাপগঞ্জে রান্নান চুলায় গ্যাসের চাপ কম থাকায় মানববন্ধন ও অভিযোগপত্র দাখিল


গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণ ভাগ ও পশ্চিম ভাগ গ্রামের রান্নান চুলায় গ্যাসের চাপ কম থাকায় মানববন্ধন এবং অভিযোগপত্র দাখিল করেছেন স্থানীয় এলাকাবাসী।

রবিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় জালালাবাদ টি এন্ড ডি সিস্টেম লিমিটেড গোলাপগঞ্জ আঞ্চলিক বিতরণ কার্যালয়ের আঙ্গিনায় মানববন্ধন করে ব্যবস্থাপকের কক্ষে গিয়ে এক অভিযোগ পত্র প্রদান করা হয়। পরে গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ভূমি অফিসার কাছে অনুলিপি প্রদান করা হয়।

অভিযোগ পত্রে বলা হয়,  গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণ ভাগ ও পশ্চিম ভাগ এলাকায় দীর্ঘদিন যাবত গ্যাসের চাপ কম থাকায় অনেক দূর্ভোগ পুহাতে হচ্ছে। অনেক সময় মৌখিকভাবে অফিসে ধর্না দিয়াও কোন কাজ হয়নি। বর্তমানে চাপ আরও কমিয়া যাওয়ায় রান্না করা কোন অবস্থায় সম্ভব হইতেছে না। উল্লেখ্য যে নির্ধারিত সময়ের মধ্যে আমরা গ্যাস বিল পরিশোধ করে আসছি।  

অভিযোগ গ্রহনের সময় জালালাবাদ টি এন্ড ডি সিস্টেম লিমিটেড গোলাপগঞ্জ আঞ্চলিক বিতরণ কার্যালয়ের ব্যবস্থাপক আব্দুর রউফ স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, আমরা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবো।

এসময় এলাকাবাসী পক্ষে উপস্থিত ছিলেন কাজী সেলিম, মো লুতফুর রহমান লয়লু, জিল্লু হক, আবিদ আহমদ চৌধুরী, কাজী আকরামুল ইসলাম, মঞ্জুল আহমদ, শেখ আবিদ, সাব উদ্দিন, বদরুল আহমদ, দেলওয়ার, মালেক আহমদ, মাহি আহমদ, সেলিম আহমদ প্রমুখ।

Tuesday, 12 December 2023

গোলাপগঞ্জে মুক্ত দিবস পালন

গোলাপগঞ্জে মুক্ত দিবস পালন


বর্ণাঢ্য আয়োজনে গোলাপগঞ্জ মুক্ত দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টার সময় মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের উদ্যোগে পৌর নগরীতে মুক্তিযুদ্ধা সংসদ অফিস থেকে র‍্যালিটি শুরু করে বিভিন্ন গুরুপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে আবার অফিসের সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

র‍্যালিতে অংশগ্রহন করেন সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা সমশের মুবিন চৌধুরী বীর বিক্রম, সহকারি কমিশনার ভূমি অভিজিৎ চৌধুরী, উপজেলা সমাজ সেবা অফিসার নুরুল হক, উপজেলা প্রাণী সম্পদ অফিসার, মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের নেতাকর্মীগণ।

র‍্যালি শেষে আলোচনা সভায় সাবেক কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমানের সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা সমশের মুবিন চৌধুরী বীর বিক্রম।

গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম দস্তগীর খান ছামিনের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান জহিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, উপজেলা মুক্তিযোদ্ধা  যাচাই-বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকমল আলী, সাবেক কমান্ডার আব্দুল মুতলিব, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জিল্লুর রহমান, কাউন্সিলর ফজলুল হক।

এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ফজলুর রহমান, আলেক আহমদ, শাহীন আহমদ, মঞ্জিল আহমদ প্রমুখ।

উল্লেখ্য ১৯৭১ সালের ১২ই ডিসেম্বর সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পাক হানাদার মুক্ত করা হয়েছিল। যার ধারাবাহিতায় প্রতিবৎসর বর্ণাঢ্য আয়োজনে এই দিনটিকে গোলাপগঞ্জ মুক্ত দিবস হিসেবে পালন করা হয়।

Thursday, 7 December 2023

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্ট'র মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্ট'র মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত


গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে ১ম মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর আল এমদাদ উচ্চ বিদ্যালয়ে এ মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। 

মেধাবৃত্তি পরিক্ষায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী নজরুল ইসলাম দুদু, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনাম উদ্দিন, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন খান, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সামছুল আলম কয়েছ, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদুর রহমান মৌলা।


এছাড়াও উপস্থিত ছিলেন আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ও মেধা বৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক শফিকুল ইসলাম, মেধা বৃত্তির সমন্বয়ক আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল হামিদ, পরীক্ষা কমিটির সদস্য সচিব শিপু ইসলাম, মানিক মিয়া, ইউপি সদস্য সালমান কাদের, রাদিছ আহমদ প্রমুখ।

পরীক্ষা পরিদর্শনকালে অতিথিবৃন্দ শিরিন মেমোরিয়াল ট্রাস্ট এবং এর চেয়ারম্যান ফজলুল হকের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন শিক্ষার উন্নয়নে মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন একটি মহৎ উদ্যোগ। এরকম আয়োজন শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে সহায়ক ভূমিকা পালন করে। 

মেধাবৃত্তি পরীক্ষায় ৫টি উচ্চ বিদ্যালয়ের অষ্টম ও দশম শ্রেণির মোট ১০৩জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Wednesday, 6 December 2023

শিরিন মেমোরিয়াল ট্রাস্টের মেধা বৃত্তি পরীক্ষা আগামীকাল

শিরিন মেমোরিয়াল ট্রাস্টের মেধা বৃত্তি পরীক্ষা আগামীকাল

 

শিরিন মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক আয়োজিত ১ম মেধা বৃত্তি পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। গোলাপগঞ্জের চন্দরপুরে আল-এমদাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ৮ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিবেন।

গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি ফজলুল হকের মেয়ে শিরিন হকের অকাল মৃত্যুর পর নিজ মেয়ে স্মরণে গঠিত এ ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কাজ চালিয়ে আসছেন তিনি। শিরিন হক নিজেও একজন শিক্ষক ছিলেন। নিজ মেয়ে স্মরণে গঠিত এ ট্রাস্টের মাধ্যমে সমাজের অবহেলিত মানুষ ও শিক্ষার উন্নয়নে কাজ চালিয়ে যেতে চান বলেও জানিয়েছেন এ ট্রাস্টের চেয়ারম্যান ফজলুল হক। তিনি তার মেয়ের বিদেহী আত্মার শান্তি কামনায় সকলের দোয়া কামনা করেন।