الخميس، 10 يونيو 2021

পেছালো সিলেট-৩ আসনের উপ-নির্বাচন!

আগামী ১৪ জুলাই সিলেট-৩ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা ১৪দিন পিছানো হয়েছে। আগামী ২৮জুলাই এ আসন-সহ ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ সংসদীয় শূন্য আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। আইইডিসিআর ও স্থানীয় পর্যায়ে সুপারিশের প্রেক্ষিতেই এ তিন সংসদীয় শূন্য আসনের উপ-নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়।

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন সংক্রান্ত বিষয়ে বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানায় কমিশন।

তফসিল অনুযায়ী, একাদশ জাতীয় সংসদের সিলেট-৩, ঢাকা-১৪, কুমিল্লা-৫ আসনে ১৪ জুলাই ভোট হওয়ার কথা ছিল। তবে ভোটগ্রহণের তারিখ পরিবর্তন হলেও অন্যান্য কার্যক্রম তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, শূন্য হওয়া তিন আসনের উপনির্বাচনে মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ১৫ জুন। ১৭ জুন যাচাই-বাছাইয়ের পর ২৩ জুন পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।


শেয়ার করুন