السبت، 17 يوليو 2021

এখন থেকে সৌদিতে আজান-নামাজের সময় খোলা থাকবে দোকানপাট



সৌদি আরবে বহুদিনের রেওয়াজ আজান হওয়ার সাথে সাথেই বন্ধ করতে হয় দোকানপাট, এমনকি আজানের পর থেকে নামজ শেষ না হওয়া পর্যন্ত বন্ধ রাখতে হতো। তবে এ রীতিতে এখন পরিবর্তন এসেছে। এখন থেকে আজানের পরও সেখানে খোলা থাকবে দোকান। চলবে বেচা-কেনা।

এবিষয়ে সৌদি আরবের চেম্বারের প্রধান আজলান বিন আবদুল আজিজ আল-আজলান একটি পরিপত্র জারি করেন। গত শুক্রবার এ পরিপত্র জারি করা হয়, খবর আরব নিউজের।

এ পরিপত্রে বলা হয়, সেদেশে এখন থেকে নামাজের সময়েও দোকান খোলা থাকবে।

সৌদি চেম্বারের প্রধান দাবি করেন, এ সিদ্ধান্ত ক্রেতা এবং বিক্রেতাদের শপিংয়ের অভিজ্ঞতা এবং পরিষেবার স্তর উন্নত করার প্রয়াস।

মধ্যপ্রাচ্যের রাজনীতি ও অর্থনীতি বিষয়ের বিশ্লেষক আলী সামীর শিহাবী এক টুইটবার্তায় বলেন, দৈনন্দিন জীবনে ধর্মের প্রভাব কমাতে এটি একটি প্রতীকী এবং ব্যবহারিক পদক্ষেপ। 

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটিতে অর্থনৈতিক এবং সামাজিক সংস্কারের উদ্যোগ নিয়ে।ভিশন-২০৩০ ঘোষণা করেছেন। তিনি সৌদি আরবকে রক্ষণশীল সমাজ থেকে বের করে আনতে চাইছেন।  এজন্য অভিভাবক ছাড়া নারীদের হজের অনুমতি দেওয়া, নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া, সিনেমা হল খুলে দেওয়ার মতো অসংখ্য উদ্যোগ নেওয়া হচ্ছে।

শেয়ার করুন