الأربعاء، 14 يوليو 2021

আলেম সমাজ হচ্ছেন আমাদের সম্মান ও শ্রদ্ধার মানুষ শফি আহমদ চৌধুরী



জাতীয় সংসদের সিলেট-০৩ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, আলেম সমাজ হচ্ছেন আমাদের সম্মান ও শ্রদ্ধার মানুষ। এদেশের মাদ্রসা সমূহে ইসলামীক জ্ঞান চর্চা করে সাধারণ মানুষের মধ্যে তা ছড়িয়ে দেন তারা। এতে সমাজের অন্যায় আর অবিচার রোধকল্পে অন্যন্য ভূমিকা রাখে এসব প্রতিষ্ঠান। তিনি বলেন, আমি সংসদ সদস্য থাকাকালে দক্ষিণ সুরমা এবং ফেঞ্চুগঞ্জের অনেক মাদ্রসার উন্নয়ন করেছি। যার স্বাক্ষী এই অঞ্চলের আলেম এবং ছাত্রসমাজ। ইনশাল্লাহ আবার নির্বাচিত হলে মাদ্রসা শিক্ষার আধুনিকায়নে জোরালো ভূমিকা রাখবো। 

 

তিনি আজ মঙ্গলবার (১৩ জুলাই) সিলেট মহানগররীর সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া টাইটেল মাদ্রসায় এক মতবিনিময় কালে উপরোক্ত কথা বলেন। মাদ্রসার প্রিন্সিপাল বিশিষ্ট ইসলামীক চিন্তাবিধ হযরত মাওলানা কমর উদ্দিন চৌধুরী ফুলতলি এসময় আলহাজ্ব শফি আহমদ চৌধুরীকে মাদ্রসায় স্বাগত জানান। শফি চৌধুরী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে আলেম সমাজের সহযোগিতা কামনা করেন। পরে তিনি বালাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি, যুব সমাজ সহ সর্বস্তরের সাধারণ মানুষ তাঁর সাথে ছিলেন।


শেয়ার করুন