الأحد، 11 يوليو 2021

গোলাপগঞ্জে বাড়ছে করোনাঃ আমুড়া-শরীফগঞ্জ ছাড়া সবক'টি ইউনিয়নে রয়েছেন রোগী



গোলাপগঞ্জ উপজেলায় ফের বেড়েছে করোনা সংক্রমণ। সর্বশেষ গতকাল (১০ জুলাই) নতুন আরো ১০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে উপজেলায় নতুন আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩৫জনে। 

মধ্যে বেশ কিছু মাস এ উপজেলায় করোনা সংক্রমণ না থাকলেও জুন মাস থেকে ফের বেড়েছে  এর প্রতাপ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিনের দেয়া তথ্যানুযায়ী বর্তমানে উপজেলার আমুড়া ও শরীফগঞ্জ ইউনিয়নে করোনা রোগী নেই, বাকি ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় রয়েছে করোনার উপস্থিতি।

নতুন সংক্রমিত ৩৫জন করোনা রোগীর মধ্যে পৌরসভায় রয়েছেন ৬ জন, গোলাপগঞ্জ ইউনিয়নে ২ জন, ঢাকাদক্ষিণে ইউনিয়নে ৯ জন, লক্ষণাবন্দ ইউনিয়নে ৭ জন, বুধবারীবাজার ইউনিয়নে ২ জন, ভাদেশ্বর ইউনিয়নে ৩, বাদেপাশা ইউনিয়নে ২, লক্ষীপাশা ইউনিয়নে ১ জন, বাঘা ইউনিয়নে ২ জন এবং ফুলবাড়ী ইউনিয়নে রয়েছেন ১ জন রোগী।


শেয়ার করুন