الثلاثاء، 31 أغسطس 2021

কাগজের তৈরি নৌকা দিয়ে নৌকাবাইচ (ভিডিও)

কাগজের তৈরি নৌকা দিয়ে নৌকাবাইচ (ভিডিও)


‘কাগজের নৌকা পানিতে ভাসে’ - এ কথা ছোট-বড় সবারই জানা। তবে কাগজের নৌকায় মানুষ চড়ে বেড়ানোর কথা কল্পনাতীত। আশ্চর্যজনক হলেও সত্যি, এই অসাধ্যই সাধন হয়েছে উত্তর ইউরোপের দেশ লাটভিয়ায়। ফেলে দেয়া কাগজের প্যাকেট দিয়ে নৌকা বানিয়ে এতে শুধু চড়েই ক্ষান্ত থাকে না দেশটির জেলগাভা শহরের বাসিন্দারা। কাগজের নৌকা দিয়ে আয়োজিত হয় নৌকা বাইচের প্রতিযোগিতাও।

ফেলে দেয়া দুধের প্যাকেট দিয়ে তৈরি নৌকা দিয়ে আয়োজিত হয় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।


লাটভিয়ার জেলগাভা শহরে দুধের কার্টন দিয়ে তৈরি নৌকা দিয়ে প্রতি বছরই আয়োজিত হয় ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা। এর আঞ্চলিক নাম ‘রেগাট্টা’। যার বাংলা মানে হচ্ছে নৌকা বাইচ।

নিয়ম অনুযায়ী, এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দলকে একটি করে ওয়াটারক্রাফ্ট তৈরি করতে হয়, যা দলের ক্রুদের নিয়ে পানিতে অনায়াসে ভাসতে সক্ষম। সেইসাথে তাদের নৌকা এবং রাফটের সাজসজ্জার ক্ষেত্রে সৃজনশীলতা প্রদর্শনও এই প্রতিযোগিতার একটি অংশ।

তবে শর্ত হচ্ছে, অংশগ্রহণকারীরা নৌকা চালানোর জন্য কোনো মোটর, প্রযুক্তি বা মেশিন ব্যবহার করতে পারবেন না। কেবল মানব শক্তির সাহায্যে চালাতে হবে এই নৌকা।


জেলগাভা সিটি মিউনিসিপ্যাল ইনস্টিটিউশন ‘কালচার’-এর প্রকল্প ব্যবস্থাপক ইয়ানা বখমান বলেন, এই বছর রেগাটার জন্য প্রায় ৩০ হাজার ফেলে দেয়া দুধের কার্টন ব্যবহার করা হয়েছে। নৌকা নির্মাণের উপকরণগুলি একটি খাদ্য কোম্পানি সরবরাহ করেছে, যারা প্রায় প্রতিবারই বার্ষিক রেগাট্টা আয়োজনে সাহায্য করে।

দুধ, রুটি এবং মধু দিবস উদযাপনের অংশ হিসেবে ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা লিলুপ নদীর পারে অনুষ্ঠিত হয়। যে কেউ নৌকা তৈরি করে ফ্লোট-আউটে অংশ নিতে পারেন।


২০০২ সালে প্রথম এই রেগাট্টা প্রতিযোগিতার আয়োজন হয়েছিল দেশটিতে। সে সময় এই প্রতিযোগিতায় ১০টি রাফ্ট অংশ নিয়েছিল। যার নির্মাণের জন্য ১৫ হাজার ফেলে দেয়া প্যাকেট ব্যবহার করা হয়েছিল। প্রতিবারের ন্যায় এবার ১৯তম রেগাট্টা প্রতিযোগিতা আয়োজিত হয়েছে।


সৌজন্যেঃ আরটিভি
জামিন পেলেও কারাগারেই পরীঃ গুনছেন মুক্তির প্রহর

জামিন পেলেও কারাগারেই পরীঃ গুনছেন মুক্তির প্রহর



ঢাকাই ছবির নায়িকা পরীমনি গাজীপুরের কাশিমপুরের মহিলা কারাগারে রয়েছেন। আজ (মঙ্গলবার) আদালত থেকে জামিন পেলেও রাতে মুক্তি পাচ্ছেন না। কারাগার কর্তৃপক্ষ সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত জামিননামার কপি হাতে পায়নি।


কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন গণমাধ্যমকে বলেন, আমরা এখনো পরীমনির জামিননামা পাইনি। সেজন্য তাকে লকআপে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ফলে আজ আর তিনি মুক্তি পাবেন না। তার জামিননামা আমাদের কাছে এসে পৌঁছালে আগামীকাল (বুধবার) তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে।

এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমনিকে জামিন দেন আদালত। দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ জামিনের আদেশ দেন।

এরপরে বিকালে পরীমনির আইনজীবী মজিবুর রহমান ও নীলাঞ্জনা রিফাত পরীমনির পক্ষে জামিননামা দাখিল করেন। সেই জামিনামায় বিচারকের স্বাক্ষরের পরে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আদালতের সেরেস্তাদার রাশেদ। 


তিনি বলেন, বিকাল সাড়ে ৪টায় আদালত থেকে স্পেশাল বাহক দিয়ে জামিননামা পাঠানো হয়েছে। জামিননামা কেরানীগঞ্জের কারাগারে যাওয়ার পরে সেখান থেকে ফ্যাক্সের মাধ্যমে গাজীপুরের কাশিমপুরে মহিলা কারাগারে পাঠানো হবে। এরপরে তিনি মুক্তি পাবেন।

কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ গণমাধ্যমকে বলেন, বিকাল সাড়ে ৫টায় জামিননামা পাওয়ার পরে মেইলে আমরা গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে পাঠিয়ে দিয়েছি। এখন সেখান থেকে পরীমনিকে মুক্তি দেওয়া হবে।

গত ৪ অগাস্ট রাতে ঢাকার বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। পর দিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে এ মামলা করা হয়। জব্দ তালিকায় পরীমনির বাসা থেকে ‘মদ, আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য’ উদ্ধারের কথা বলা হয়।


ওই দিনই পরীমনিকে প্রথম দফায় চার দিন ও ১০ আগস্ট দ্বিতীয় দফায় দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে মামলার তদন্ত সংস্থা সিআইডি।

সবশেষ গত ১৯ আগস্ট পরীমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তৃতীয় দফা রিমান্ড শেষে ২১ আগস্ট আদালতে হাজির করা হলে পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।  

গত ২২ আগস্ট পরীমনির জামিন চেয়ে আবেদন করা হয়। ওই দিন আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। 

পর দিন আরেক দফা আবেদনে ‘দ্রুত শুনানির’ আবেদন করেন পরীমনির আইনজীবী। এতে সাড়া না পেয়ে তিনি হাইকোর্টে রিট করেন। সেখানে রুল চাওয়ার পাশাপাশি পরীমনির জামিন আবেদনও করা হয়। হাইকোর্ট বেঞ্চ ২৬ আগস্ট সরাসরি জামিন আদেশ না দিয়ে রুল জারি করেন। 

আদেশের অনুলিপি পাওয়ার দুদিনের মধ্যে পরীমনির জামিন আবেদনের শুনানি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। সেই সঙ্গে ২২ আগস্ট পরীমনি জামিন অবেদন করার পর শুনানির জন্য ২১ দিন পরের তারিখ রেখে ঢাকার মহানগর দায়রা জজ আদালত যে আদেশ দিয়েছে, সেটি কেন বাতিল করা হবে না, তাও জানতে চান হাইকোর্ট।


১ সেপ্টেম্বর রুল শুনানির তারিখ রেখে এই সময়ের মধ্যে মহানগর দায়রা জজ আদালতকে রুলের জবাব দিতে বলা হয়। আর হাইকোর্টের এ আদেশ বিশেষ বার্তাবাহকের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে বিবাদীর কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে সরকারের আইন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয় সেদিন।


সূত্রঃ যুগান্তর
সিলেটে ফেসবুক আইডি হ্যাক করে নারীকে ব্ল্যাকমেইলের চেষ্টা

সিলেটে ফেসবুক আইডি হ্যাক করে নারীকে ব্ল্যাকমেইলের চেষ্টা




নিজস্ব প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথে ফেসবুক আইডি হ্যাক করে এক নারীকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে অজ্ঞাত হ্যাকাররা।


ওই নারীর ব্যক্তিগত ছবির সাথে অশ্লীল ছবি জুড়ে দিয়ে একের পর এক পোস্ট করছে হ্যাকাররা। এ ঘটনায় বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী নারী।

উপজেলার বিশ্বনাথেরগাঁও গ্রামের কাতার প্রবাসী জোনাব আলীর স্ত্রী সাফিয়া বেগম সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, ‘Alamin bapasha ও Samina akther’ নামীয় দুটি ফেসবুক আইডি ব্যবহার করতেন তিনি। গেল ৫-৬ দিন থেকে তার এই দুটি আইডি হ্যাক করে তাকে ফাঁদে ফেলার চেষ্টা চালায় অজ্ঞাত ব্যক্তিরা।


তিনি ও তার আত্মীয়দের ছবি ব্যবহার করে একাধিক অশ্লীল পোস্টও দেয় তারা। এতে সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছেন বলে জানিয়েছেন ওই নারী।

এ বিষয়ে কথা হলে জিডির তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই অমিত সিংহ বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
ছাতকে বিয়ের আড়াই মাসের মাথায় শ্যালিকাকে নিয়ে দুলাভাই উধাও

ছাতকে বিয়ের আড়াই মাসের মাথায় শ্যালিকাকে নিয়ে দুলাভাই উধাও



সুনামগঞ্জের ছাতকে বিয়ের আড়াই মাসের মাথায় শ্যালিকাকে (স্ত্রীর মামাতো ছোটবোন) নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে সুমন মিয়া (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে।


সোমবার কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাতক ও কোম্পানীগঞ্জ উপজেলাজুড়েই ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

জানা গেছে, আড়াই মাস আগে কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলম গ্রামের বতুমিয়ার কন্যা রুনা বেগমের সঙ্গে ছাতক উপজেলার সদর ইউপির চারচিরা গ্রামের আব্দুল খালিকের পুত্র সুমন মিয়ার (২৫) বিয়ে হয়। সুমন তার স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়ে তার শ্বশুরবাড়িতে নিয়মিত যাতায়াত করতেন।


একপর্যায়ে তার শ্যালিকার (স্ত্রী মামাতো ছোটবোন) সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগে জানা যায়, গত সোমবার ভোরে শ্যালিকাকে সঙ্গে নিয়ে সুমন মিয়া কোম্পানীগঞ্জ এলাকা থেকে উধাও হয়ে যায়।

পরিবার সূত্রে জানা গেছে, মামাশ্বশুরের ঘরে রক্ষিত নগদ টাকা ও স্বর্ণালংকারসহ শ্যালিকাকে নিয়ে উধাও হয়ে যায় সুমন মিয়া।

এ বিষয়ে মামাশ্বশুর জানান, তার মেয়ের খোঁজ জানতে সুমন মিয়ার বাড়িতে গেলে রুনা বেগমকে মারধর করে এবং বিভিন্ন ধরনের হুমকি দিয়ে তাকে কৌশলে তাড়িয়ে দেয়।


এ ব্যাপারে ছাতক সদর ইউপির মেম্বার ইব্রাহিম আলীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্যালিকা ছাতকে সুমন মিয়ার বাড়িতে তার সঙ্গেই আছে।
শ্রীলঙ্কায় চরম খাদ্য সংকট, জরুরি অবস্থা জারি

শ্রীলঙ্কায় চরম খাদ্য সংকট, জরুরি অবস্থা জারি



চরম খাদ্য সংকট দেখা দেয়ায় শ্রীলঙ্কার সরকার দেশটিতে জরুরি অবস্থা জারি করেছে। শ্রীলঙ্কার সরকার বলছে, দেশটির ব্যক্তি খাতের ব্যাংকগুলোর ফরেন এক্সচেঞ্জ শেষ হয়ে যাওয়া আমদানি করার মতো যথেষ্ট টাকা নেই। খবর আল জাজিরার। 

f

শ্রীলঙ্কার অর্থনীতি এমনিতেই বেশ খারাপ সময় পার করছে। এমতাবস্থায় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে মঙ্গলবার বলেছেন, তিনি চিনি, চাল এবং অন্যান্য প্রয়োজনীয় খাবারের মজুদ মোকাবেলায় জরুরি নির্দেশ দিয়েছেন।

প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী, ব্যবসায়ীদের কাছে মজুদ থাকা খাদ্য জব্দ, প্রয়োজনীয় খাদ্য মজুদকারী ব্যক্তিদের গ্রেপ্তার এবং সরকারের নিয়ন্ত্রিত মূল্য নির্ধারণের জন্য ব্যাপক ক্ষমতা দেয়া হয়েছে কর্মকর্তাদের।

ধান, চাল, চিনি এবং অন্যান্য ভোগ্যপণ্যের সরবরাহের সমন্বয় সাধনের জন্য একজন শীর্ষ সেনা কর্মকর্তাকে এসেনশিয়াল সার্ভিসের কমিশনার জেনারেল হিসবে নিয়োগ দিয়েছেন রাজাপাকসে।


চিনি, চাল, পেঁয়াজ এবং আলুর ব্যাপক মূল্যবৃদ্ধির পর শ্রীলঙ্কার সরকার এমন পদক্ষেপ নিলো। করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়া আগামী সোমবার পর্যন্ত ১৬ দিনের কারফিউ রয়েছে শ্রীলঙ্কায়। তারপরও গুঁড়ো দুধ, কেরোসিন তেল এবং রান্নার গ্যাসের জন্য দোকানের বাইরে দীর্ঘ লাইন গেছে।

শ্রীলঙ্কার বাণিজ্যমন্ত্রী বান্দুলা গুণবর্ধেনা বলেছেন, কিছু ব্যবসায়ী মজুদ করে রাখছেন। ফলে খাদ্য সামগ্রীর ঘাটতি হচ্ছে এবং জনসাধারণের অসুবিধা হচ্ছে।

খাদ্য মজুদ করার সাজা বাড়িয়েছে সরকার। কিন্তু এরপরও খাদ্যাভাব দেখা দিয়েছে। মূলত মহামারির কারণে দেশটিতে এই খাদ্যের সংকট তৈরি হয়েছে।


মহামারির কারণে ২০২০ সালে দেশটির অর্থনীতি রেকর্ড ৩.৬ শতাংশ সঙ্কুচিত হয়। এমতাবস্থায় বৈদেশিক মুদ্রা বাঁচানোর জন্য গত বছরের মার্চ মাসে ভোজ্য তেল, হলুদ, যানবাহন এবং অন্যান্য জিনিস আমদানি নিষিদ্ধ করেছিল সরকার।

আমদানিকারকরা বলছেন, অনুমতি আছে এমন খাদ্যপণ্য এবং ওষুধ কেনার জন্য এখনও প্রয়োজনীয় ডলার যোগাড় করতে পারছেন না তারা।

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ রূপ নিয়েছে ‘বীর্য সন্ত্রাস’, আতঙ্কে রাস্তায় মেয়েরা

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ রূপ নিয়েছে ‘বীর্য সন্ত্রাস’, আতঙ্কে রাস্তায় মেয়েরা


যৌন হেনস্তার এক নতুন উপায়! দুষ্কৃতীদের হাতিয়ার এখন বীর্য সন্ত্রাস বা Semen Terrorism। মহিলাদের জিনিসপত্রে মাখিয়ে দেওয়া হচ্ছে বীর্য। এমনকী, কফি বা খাবারেও মিশিয়ে দেওয়া হচ্ছে। মহিলাদের উপর রাগ মেটাতে এহেন উপায় বেছেছেন পুরুষদের একাংশ। মজার কথা হল, এই কাণ্ড ঘটালেও অভিযুক্তর বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা করা যায় না। আর এই ইস্যুতেই উত্তাল দক্ষিণ কোরিয়ার (South Korea) রাজপথ। মহিলাদের বিক্ষোভ সামাল দিতে নাজেহাল দশা পুলিশের। ব্যাপারখানা কী?


বছর কয়েক আগেই #MeToo নিয়ে উত্তাল হয়েছিল গোটা বিশ্ব। সেই সময়ই অর্থাৎ ২০১৯ সালে সামনে আসে এই বীর্য সন্ত্রাসের কাহিনী। দক্ষিণ কোরিয়ায় কয়েক হাজার মহিলা এই সন্ত্রাসের কোপে পড়েছে বলে অভিযোগ। প্রথমে এক মহিলার জুতোতে বীর্য লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। আদালত অভিযুক্তকে ৪৩৫ ডলার জরিমানা করে। পুলিশ জানায়, ওই ব্যক্তির বিরুদ্ধে সম্পত্তি নষ্টের অভিযোগ আনা হয়েছে। কারণ এমন অপরাধের ক্ষেত্রে নির্দিষ্ট কোনও আইনই নেই। সেই শুরু।


এ ধরনের আরও একটি অভিযোগ সামনে আসে। যেখানে দেখা যায়, এক মহিলার পানীয়তে বীর্য মিশিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। কারণ, অভিযুক্ত ওই মহিলাকে একাধিকবার প্রেমপ্রস্তাব দিয়েছিল। কিন্তু তিনি তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তারই বদলা নিতে গিয়েই এমন কাণ্ড ঘটিয়েছিল। অভিযুক্তকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ৩ বছরের জেল দেওয়া হয় তার। দিন কয়েক আগে তো এক সরকারি আধিকারিকের কফিতেও বীর্য মেশানো হয়েছিল। একবার নয়, ছ’বার তার কফিতে বীর্য মিশিয়েছিল সহকর্মী। যদিও পুলিশ তাঁর বিরুদ্ধে কেবলমাত্র কফি কাপ নোংরা করার অভিযোগ আনে। 


লাগাতার এ ধরনের অভিযোগ সামনে আসছে। অথচ অভিযুক্তের শাস্তির সংস্থান নেই সে দেশের আইনে। তাই এবার বীর্য সন্ত্রাসকারীদের বিরুদ্ধে কড়া আইন আনার পক্ষে সওয়াল করছে দক্ষিণ কোরিয়ার রাজনীতিবিদরাও। আন্দোলন করছে সে দেশের মহিলারা। এ প্রসঙ্গে ডেমোক্র্যাটিক পার্টির নেতা  Baek Hye Ryun জানান, “ওই সরকারি কর্মীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনা হয়নি। কারণ, অভিযোগকারিনীকে সে স্পর্শ করেনি। ফলে এটি আইন অনুযায়ী যৌন হেনস্থার পর্যায়ে পড়ে না। তবে এই আইনের দ্রুত বদল দরকার।”


আশুগঞ্জ পাওয়ার স্টেশনে নিয়োগ বিজ্ঞপ্তি

আশুগঞ্জ পাওয়ার স্টেশনে নিয়োগ বিজ্ঞপ্তি



জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল)। পৃথক পৃথক তেরোটি পদে মোট ৬৩ জনকে নিয়োগ দেবে কোম্পানিটি। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।


পদের নাম : সহকারী প্রকৌশলী, সহকারী ব্যবস্থাপক, সহকারী কোম্পানি সচিব, সহকারী ব্যবস্থাপক (শেয়ার অ্যান্ড বন্ড), সহকারী ব্যবস্থাপক (এডমিন), সহকারী ব্যবস্থাপক (প্রকিউরমেন্ট), সহকারী ব্যবস্থাপক ( আইন), সহকারী ব্যবস্থাপক ( এমআইএস অ্যান্ড আইসিটি), মেডিকেল অফিসার, উপ সহকারী প্রকৌশলী, ল্যাবরেটরি এসিসট্যান্ট, জুনিয়র এসিসট্যান্ট কাম কম্পিউটার অপারেটর , জুনিয়র আইটি এসিস্ট্যান্ট।



পদ-সংখ্যা : মোট ৬৩ জন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর / স্নাতক অথবা উচ্চমাধ্যমিক পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন।

বেতন : বিভিন্ন পদের জন্য বিভিন্ন গ্রেডে বেতন-ভাতা দেওয়া হবে।


আবেদনের প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন (http://apscl.teletalk.com.bd) এই ঠিকানায়।

আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা আগামী ৭ সেপ্টেম্বর, ২০২১ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র : আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড

৫০ হাজার টাকা মুচলেকায় কত দিনের জামিন পেলেন পরীমণি?

৫০ হাজার টাকা মুচলেকায় কত দিনের জামিন পেলেন পরীমণি?



ডেস্কঃ মাদক মামলায় গ্রেপ্তার আলোচিত চিত্রনায়িকা পরীমণি জামিন পেয়েছেন। আজ মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুর ২টায় ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে তার জামিন শুনানি শুরু হয়। শুনানি শেষে পরীমণির জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। কিন্তু তার এ জামিন কতদিনের তা নিয়ে অনেকের কৌতুহলের শেষ নেই।


এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস পাল বলেন, আদালত ৫০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন। চার্জশিট দাখিল হওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন হয়েছে তার।

গত ২২ আগস্ট পরীমণির জামিন চেয়ে আবেদন করা হয়। ওই দিন আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। পর দিন আরেক দফা আবেদনে ‘দ্রুত শুনানির’ আবেদন করেন পরীমণির আইনজীবী। এতে সাড়া না পেয়ে তিনি হাইকোর্টে রিট করেন। সেখানে রুল চাওয়ার পাশাপাশি পরীমণির জামিন আবেদনও করা হয়। হাইকোর্ট বেঞ্চ ২৬ আগস্ট সরাসরি জামিন আদেশ না দিয়ে রুল জারি করেন।


আদেশের অনুলিপি পাওয়ার দুদিনের মধ্যে পরীমণির জামিন আবেদনের শুনানি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। সেই সঙ্গে ২২ আগস্ট পরীমণি জামিন অবেদন করার পর শুনানির জন্য ২১ দিন পরের তারিখ রেখে ঢাকার মহানগর দায়রা জজ আদালত যে আদেশ দিয়েছে, সেটি কেন বাতিল করা হবে না, তাও জানতে চান হাইকোর্ট।


১ সেপ্টেম্বর রুল শুনানির তারিখ রেখে এই সময়ের মধ্যে মহানগর দায়রা জজ আদালতকে রুলের জবাব দিতে বলা হয়। আর হাইকোর্টের এ আদেশ বিশেষ বার্তাবাহকের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে বিবাদীর কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে সরকারের আইন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয় সেদিন।

‘পদ্মা সেতুতে ফের আঘাত গভীর ষড়যন্ত্রের আলামত’

‘পদ্মা সেতুতে ফের আঘাত গভীর ষড়যন্ত্রের আলামত’



পদ্মা সেতুর স্প্যানে ফেরির পুনরায় ধাক্কার ঘটনায় ‘গভীর ষড়যন্ত্র’ দেখছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।


মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে শিমুলিয়া ঘাট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাওয়ার পথে পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের মাঝখানে ‘ওয়ান বি’ স্প্যানের সঙ্গে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কা লাগে। এতে ফেরির মাস্তুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘আজকের ঘটনায় মধ্যে গভীর ষড়যন্ত্র খুঁজে পাচ্ছি। এটার পেছনে কোনও...আমাদের গোয়েন্দা সংস্থাগুলোকে আমি বলেছি, সিনিয়র মন্ত্রী ওবায়দুল কাদেরও আজকে নির্দেশনা দিয়েছেন। এটা গভীরভাবে তদন্ত করে এর পেছনের রহস্য অবশ্যই উদঘাটন করতে হবে।’

তিনি বলেন, ‘এত সকালবেলা এ ঘটনা আমরা দেখলাম, জাহাজ গেলো, আবার ওখানে গিয়ে কোনও চিহ্ন পাওয়া যাচ্ছে না। ভিডিওতে দেখছি (মাস্তুল) বাড়ি খেয়ে পড়ে গেলো। বলা হচ্ছে ওটা লোহার, লোহার হলে তো পড়ে যাবে না বেঁকে যাবে এবং ঘষা খাবে। কিন্তু ঘষার কোনও চিহ্ন নেই। এ খবরগুলো কেন আসছে, এটাও একটা তদন্ত হওয়া দরকার। আমার কথা ভুল হলে আমি খুশি হবো যে এটার মধ্যে কোনও ষড়যন্ত্র নেই।’


পদ্মা সেতুর উচ্চতা অনুযায়ী স্প্যানে কোনও নৌযানের ধাক্কা লাগার কথা নয়- এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এটা তো আমাদেরও প্রশ্ন। পদ্মা সেতুর যে নকশা করা হয়েছে, সে নকশা অনুযায়ী যে উচ্চতা থাকার কথা, সেখানে কোনোভাবেই উপরের স্প্যানে আঘাত লাগার কথা নয়। আজ এটা হয়েছে, কেন হয়েছে? আমরা বলেছি, এটার নিবিড় তদন্ত করতে হবে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত...এ ঘটনার পেছনে অন্য কিছু উদ্দেশ্য আছে কি না সেটা আমাদের ভাবিয়ে তুলছে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আমরা আমাদের অপরাধী ভাবছি। এখন তো মনে হচ্ছে এটা পদ্মা সেতুর আঘাত নয়, আঘাত আমাদেরই করা হচ্ছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি তদন্ত করার নির্দেশনা দিয়েছেন।


‘যদিও পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে স্প্যানের মধ্যে তারা কোনও ধরনের আঘাতের চিহ্ন পাননি। আমরা ভিডিওতে দেখলাম সেখানে ধাক্কা লেগেছে। তারা স্থান পরিদর্শন করে দেখেছেন, কোনও আঘাতের চিহ্ন নেই। এগুলো তদন্ত করলে সব বেরিয়ে আসবে।’

সশরীরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হচ্ছে

সশরীরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হচ্ছে



করোনার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত থাকা পরীক্ষা আগামী সেপ্টেম্বর থেকে সশরীরে শুরু হচ্ছে। পরীক্ষাসংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার রাতে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতির অবনতি হলে চলমান বিভিন্ন পরীক্ষা গত মার্চ মাসে স্থগিত ঘোষণা করা হয়।  বিধিনিষেধ উঠে যাওয়া এবং টিকা কার্যক্রম সম্প্রসারণের পর সোমবার (৩০ আগস্ট) রাতে পরীক্ষার নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে দুই জন পরীক্ষার্থীর মাঝে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রেখে (আসন বিন্যাসের নমুনা-১ অথবা আসন বিন্যাসের নমুনা-২ এর অনুরূপভাবে) আসন ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে প্রয়োজনে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা যাবে। সব শিক্ষক, পরীক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী মাস্ক পরিধান করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন। মাস্ক সঠিক নিয়মে পরতে হবে এবং মাস্ক ছাড়া কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। শুধুমাত্র পরীক্ষার্থীর পরিচয় নিশ্চিত করার জন্য সাময়িক মাস্ক খোলা যাবে।


বিজ্ঞপ্তিতে আরও নির্দেশনা দিয়ে বলা হয়, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে হাত ধোয়ার জন্য প্রয়োজনীয় সাবান এবং পানির ব্যবস্থা রাখতে হবে।  প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ বছর ও তার বেশি বয়সী সবাইকে করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে। যেসব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এখনো টিকা গ্রহণ করেননি, তাদের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। 

এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা সব স্বাস্থ্যবিধি অনুসরণ করার জোরাল নির্দেশনা দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

বঙ্গবন্ধু গবেষণা সংসদ সিলেট’র জাতীয় শোক দিবস উদযাপন

বঙ্গবন্ধু গবেষণা সংসদ সিলেট’র জাতীয় শোক দিবস উদযাপন



সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা সংসদ সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং কাঙ্গালিভোজের আয়োজন করা হয়।


গত ৩০ আগস্ট সিলেট সদর উপজেলার খাদিম সুরমাগেইটে অবস্থিত সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুর্ণবাসন কেন্দ্রে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু গবেষণা সংসদ সিলেট এর সভাপতি, গোয়াইনঘাট সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক, বিশিষ্ট লেখক, গবেষক অধ্যাপক দিলওয়ার হোসেন বাবর। 

বঙ্গবন্ধু গবেষণা সংসদ সিলেট এর সাধারণ সম্পাদক লেখক কলামিস্ট মো: আব্দুল মালিক এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, মহিলা কলেজ সিলেট এর সাবেক অধ্যক্ষ, অধ্যাপক হায়াতুল ইসলাম আকঞ্জি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শামীম আহমদ, বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেট এর সভাপতি ও সংগঠক সাইয়িদ আহমদ বহলুল, বঙ্গবন্ধু গবেষণা সংসদ সিলেট এর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শামসুল ইসলাম, বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেট এর সহ-সভাপতি আমিরুল হোসেন চৌধুরী, উক্ত কেন্দ্রের ব্যবস্থাপক লুৎফুর রহমান প্রমুখ।


সাইয়িদ আহমদ বহলুল এর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক হায়াতুল ইসলাম আকঞ্জি বলেন, বঙ্গবন্ধু আজীবন নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে গেছেন। বঙ্গবন্ধু গবেষণা সংসদ সিলেট, জাতীয় শোক দিবস উপলক্ষে শহরের কোন বিলাসবহুল হলে বড়লোকদের নিয়ে সভা না করে শহর থেকে দূরে অনেকটা নিবৃত পরিবেশে অবস্থিত সমাজের সুবিধাবঞ্চিত মেয়েদের পাশে এসে দাঁড়িয়ে যে দৃষ্টান্ত স্থাপন করলো তা বঙ্গবন্ধুর আদর্শের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন বলে আমি মনে করি। তিনি আরো বলেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমস্যা জর্জরিত সামাজিক প্রতিবন্ধী এসব মেয়েরা সমাজের মূল স্রুতে ফিরে গেলে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন সহজ হবে। প্রধান অতিথি তাঁর ব্যাক্তিগত পক্ষ থেকে কেন্দ্রের মেয়েদের কল্যাণে সহযোগিতার আশ্বাস দিয়ে বিত্তবান ও প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন। 

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক শামীম আহমদ নিবাসী মেয়েদেরকে প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। আমিরুল হোসেন চৌধুরী নিবাসী মেয়েদের কল্যাণে দশ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন।

সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শামসুল ইসলাম শোক দিবসের উপর একটি প্রবন্ধ উপস্থাপন করেন। কেন্দ্রের ব্যবস্থাপক লুৎফুর রহমান তার বক্তব্যে কর্মকর্তা-কর্মচারীর স্বল্পতা, চিকিৎসার সু-ব্যবস্থা না থাকা সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং বঙ্গবন্ধু গবেষণা সংসদ সহ অন্যান্যদের সাহায্যে এগিয়ে আসার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভাপতির বক্তব্যে অধ্যাপক দিলওয়ার হোসেন বাবর নিবাসী অসহায়, সুবিধাবঞ্চিত মেয়েদের জীবনমান উন্নয়নে বঙ্গবন্ধু গবেষণা সংসদ সব সময় পাশে থাকবে বলে ঘোষণা দেন।


পরে ১৫ আগস্ট, ২১ আগস্ট, ৩রা নভেম্বর, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযোদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যারা শাহাদাৎ বরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত এবং যারা জীবিত আছেন তাদের নেক হায়াত ও সু-স্বাস্থ্য কামনা করে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন সাইয়িদ আহমদ বহলুল। মোনাজাত শেষে বঙ্গবন্ধু গবেষণা সংসদ সিলেটের পক্ষ থেকে নিবাসী মেয়েদেরকে উন্নত খাবারে আপ্যায়িত করা হয়।
অবশেষে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি

অবশেষে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি


মাদক মামলায় অবশেষে জামিন পেলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর করেন। 


গত ৪ অগাস্ট রাতে ঢাকার বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। পর দিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে এ মামলা করা হয়। জব্দ তালিকায় পরীমনির বাসা থেকে ‘মদ, আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য’ উদ্ধারের কথা বলা হয়।

ওই দিনই পরীমনিকে প্রথম দফায় চার দিন ও ১০ আগস্ট দ্বিতীয় দফায় দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে মামলার তদন্ত সংস্থা সিআইডি।

সবশেষ গত ১৯ আগস্ট পরীমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তৃতীয় দফা রিমান্ড শেষে ২১ আগস্ট আদালতে হাজির করা হলে পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।  

গত ২২ আগস্ট পরীমনির জামিন চেয়ে আবেদন করা হয়। ওই দিন আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। 


পর দিন আরেক দফা আবেদনে ‘দ্রুত শুনানির’ আবেদন করেন পরীমনির আইনজীবী। এতে সাড়া না পেয়ে তিনি হাইকোর্টে রিট করেন। সেখানে রুল চাওয়ার পাশাপাশি পরীমনির জামিন আবেদনও করা হয়। হাইকোর্ট বেঞ্চ ২৬ আগস্ট সরাসরি জামিন আদেশ না দিয়ে রুল জারি করেন। 

আদেশের অনুলিপি পাওয়ার দুদিনের মধ্যে পরীমনির জামিন আবেদনের শুনানি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। সেই সঙ্গে ২২ আগস্ট পরীমনি জামিন অবেদন করার পর শুনানির জন্য ২১ দিন পরের তারিখ রেখে ঢাকার মহানগর দায়রা জজ আদালত যে আদেশ দিয়েছে, সেটি কেন বাতিল করা হবে না, তাও জানতে চান হাইকোর্ট।


১ সেপ্টেম্বর রুল শুনানির তারিখ রেখে এই সময়ের মধ্যে মহানগর দায়রা জজ আদালতকে রুলের জবাব দিতে বলা হয়। আর হাইকোর্টের এ আদেশ বিশেষ বার্তাবাহকের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে বিবাদীর কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে সরকারের আইন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয় সেদিন।

الاثنين، 30 أغسطس 2021

গোলাপগঞ্জে সঙ্গীকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

গোলাপগঞ্জে সঙ্গীকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে যুবকের মৃত্যু



গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জে পুকুরের পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ আগস্ট) রাতে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের মুকিতলা গ্রামের নজরুল মিয়ার পুকুরে এ দুর্ঘটনা ঘটে।



জানা গেছে, ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কানিশাইল গ্রামের সুবহান মিয়ার ছেলে তানিম আহমদ (২১) সোমবার বাদ সন্ধ্যায় অন্য একজন সাতার না জানা যুবককে বাঁচাতে গিয়ে ঐ পুকুরের পানিতে তলিয়ে যান। 

স্থানীয় সূত্রে জান যায়, মাঠে খেলাধূলা শেষে বাদ সন্ধ্যায় কয়েকজন যুবক ওই পুকুরে গোসল করতে নামেন। এসময় সাঁতার না জানা একজন যুবক পানিতে ডুবে যাচ্ছে দেখে নিহত তানিম আহমদ ওই যুবককে উদ্ধার করতে এগিয়ে যান। 


এসময় ওই যুবককে বাঁচাতে পারলেও তানিম নিজেই তলিয়ে যান পুকুরের পানিতে। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তানিমের সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তানিমের মরদেহ পুকুর থেকে উদ্ধার করে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে।

গোলাপগঞ্জে ব্রাজিল যুবলীগ শাখার পক্ষে দোয়া মাহফিল

গোলাপগঞ্জে ব্রাজিল যুবলীগ শাখার পক্ষে দোয়া মাহফিল



গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় আবু সুফিয়ান উজ্জ্বলের আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


গতকাল সোমবার (৩০ আগস্ট) বাংলাদেশ আওয়ামী যুবলীগ ব্রাজিল শাখার পক্ষ থেকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের  ভাদেশ্বরে জামেয়া ইসলামিয়া আশরাফুল উলুম মাদ্রাসার এতিমখানায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহবানে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এসময় এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খবার বিতরণ করা হয়।
গোলাপগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত

গোলাপগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত



গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার(৩০ আগস্ট) সকালে উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিক ভাবে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী । 


মাছের পোনা অবমুক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য সমাজসেবী ও শিক্ষানুরাগী সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ.দা.) মোঃ হাসিবুল হাসান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: পারভেজ তালুকদার, পল্লী উন্নয়ন সঞ্চয় ব্যংকের সমন্নয়নকারী সফিকুল ইসলাম,  উপ সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আছদ্দর আলী জালালী।

গোলাপগঞ্জে ১৬টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী পুলিশের খাঁচায়

গোলাপগঞ্জে ১৬টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী পুলিশের খাঁচায়



গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে ১৬টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো: মুজিবুর রহমান(৪৫)কে ওসমানীনগর থানার বুরুঙ্গা বাজার এলাকা  থেকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। আটক মুজিবুর রহমান উপজেলার বাঘা ইউপির গোলাপনগর গ্রামের মৃত আব্দুছ ছবুর ঝরাই মিয়ার ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরীর নেতৃত্বে গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে ওসমানীনগর থানাধীন বুরুঙ্গা বাজার এলাকা কে মো: মুজিবুর রহমানকে আটক করা হয়। তার বিরুদ্ধে ১৬টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে। সে দীর্ঘ দিন ধরে থানা এলাকার বাইরে থাকায় এবং ঘনঘন অবস্থান পরিবর্তন করে পুলিশে চোখে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছে। অবশেষে পুলিশ তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের মাধ্যমে ওসমানী নগর থানা এলাকা থেকে তাকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্ররণ করা হয়েছে। 


এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মোঃ লুৎফর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি আটকের বিষয়টি নিশ্চিত করেন।
লন্ডনে গ্রেটার সিলেট উপজেলা ফুটবল কাপ সম্পন্ন

লন্ডনে গ্রেটার সিলেট উপজেলা ফুটবল কাপ সম্পন্ন


লন্ডনে সোনালী অতীত ইউকে’র আয়োজনে গ্রেটার সিলেট উপজেলা কাপ ২০২১ সম্পন্ন হয়েছে। লন্ডনের ম্যাবলি গ্রীন এস্ট্রো ভেন্যুতে গতকাল ২৯ আগস্ট দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনাড়ম্বর এ আয়োজনে সিলেট বিভাগের চার জেলার ১৬টি উপজেলা ফুটবল টিম অংশগ্রহণ করে। দিনশেষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসরের ফাইনালে মুখোমুখি হয় সিলেট সদর উপজেলা বনাম ছাতক উপজেলা।


ফাইনাল পর্বে শক্তিশালী এ দুই দলের খেলা ড্র হলে ট্রাইবেকারের মাধ্যমে সিলেট সদর উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


পরে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন টাওয়ার হ্যামলেটস'র স্পিকার আহবাব হোসেন।

এদিকে এ আসরকে ঘিরে ম্যাবলি গ্রীন এস্ট্রো ভেন্যুটি এক মহা মিলনমেলায় রূপ লাভ করে। আগত দর্শকগণ খেলা উপভোগ পাশাপাশি একে অন্যের সাথে দেখা সাক্ষাৎ-সহ আনন্দ ভাগাভাগি করে নেন।


আসরের গোলাপগঞ্জ উপজেলা ফুটবল দলের স্পন্সরকারক আতিকুর রহমান জানান, ভেন্যুটি মহামিলন মেলায় পরিণত হয়েছিলো। আমরা সবাই আনন্দ উপভোগ করেছি। তিনি আয়োজক ও দর্শকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নিজের দল গোলাপগঞ্জ উপজেলা ফুটবল দল ভবিষ্যতে আরোও ভালো রেজাল্ট করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


অবশেষে না ফেরার দেশে চলে গেলেন পাইলট ক্যাপ্টেন নওশাদ

অবশেষে না ফেরার দেশে চলে গেলেন পাইলট ক্যাপ্টেন নওশাদ



টানা ৪৮ ঘণ্টার বেশি সময় ‘কোমায়’ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউম না ফেরার দেশে চলে গেলেন।সোমবার স্থানীয় সময় ১০টা ৪৫ মিনিটে তার লাইফ সাপোর্ট খুলে দেন ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালের চিকিৎসকরা।


হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান।গত শুক্রবার মাসকাট-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউল ফ্লাইট বিজি ০২২ মোট ১২৪ যাত্রী নিয়ে ঢাকা আসার পথে পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরে ভারতের মহারাষ্ট্রের নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করে। এরপর নাগপুরের ওই হাসপাতালে চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়। শনিবার রাতেই নওশাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তিনি ‘কোমায়’ চলে যান।


রোববার দুপুরে নওশাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিমানের বেশ কয়েকটি অসমর্থিত সূত্র তাৎক্ষণিকভাবে মৃত্যুর খবর নিশ্চিত করে। পরে খোঁজ নিয়ে জানা যায়, নওশাদের মৃত্যুর ঘোষণা হাসপাতাল কর্তৃপক্ষ দেয়নি। ক্যাপ্টেন নওশাদ ‘ক্লিনিক্যালি ডেড’ হলেও স্বজনরা লাইফ সাপোর্ট খুলে দিতে রাজি হচ্ছিলেন না। আরও পরীক্ষা নিরীক্ষা করার পর লাইফ সাপোর্ট খুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন তারা। এরপর সোমবার তার লাইফ সাপোর্ট খুলে দিয়ে নওশাদকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।
হিরো আলমের মামলার হুমকি, ভাইরাল শ্যামল বিব্রত

হিরো আলমের মামলার হুমকি, ভাইরাল শ্যামল বিব্রত



হিরো আলমকে নিয়ে উল্টা-পাল্টা কথা বলায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নিভৃত পল্লীর শ্যামল চন্দ্র বর্মণ (৩০) সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবসহ ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল যুবক এখন বিব্রত। হিরো আলম মামলা করার হুমকি দেওয়ার পর থেকে শ্যামল আর কারও সাথে তেমন কথা বলছেন না। বিষয়টি নিয়ে শ্যামলের সঙ্গে কথা হয়। শ্যামলের দাবি, ভাইরাল হওয়ার পর তাকে অনেক ইউটিউবার নানাভাবে চাপে ফেলে ভুলভাল ভুঝিয়ে ভিডিও বানিয়েছে। তাকে দিয়ে গান গাইয়েছেন।


শ্যামল বলেন, আমি কিছু বুঝি নাই। আমাকে নানা কিছু বোঝানো হয়েছে, যা ইচ্ছা তাই শেখানো কথা বলানো হয়েছে। তিনি বলেন, আমি ফেসবুক বুঝি না। এমনকি হিরো আলমকে চিনি না। হিরো আলম মামলার হুমকি দেওয়ার পর বিষয়টি নিয়ে আমি নিজেও এখন বিব্রত।


হিরো আলমকে নিয়ে যে ব্যক্তি ভিডিও বানিয়েছেন, তার সঙ্গে শ্যামল যোগাযোগ করেছেন। তারা ওই ভিডিওটি নাকি ডিলিট করবে না। তাছাড়া শ্যামলকে তারা হুমকি দিয়েছেন। শ্যামল যদি তাদের কথামত কাজ না করেন, তাহলে তারা শ্যামলের খারাপ কিছু করবেন। এনটাই অভিযোগ করলেন শ্যামল।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'সি ইউ নট ফর মাইন্ড' খ্যাত শ্যামল একটি ফেসবুক লাইভে এসে বেশ কিছু কথা বলেন। সেই লাইভে আশরাফুল আলম ওরফে হিরো আলমের কাছে একটি বিষয়ে মাফ চাইতে এসব কথা বলেন শ্যামল। শ্যামল দাবি করেন, তাকে ব্যবহার করে ইউটিউবাররা ফায়দা নিচ্ছে। তারাই তাকে গান গাওয়ানোর মতো কাজ করিয়েছে। এমনকি সোশ্যাল 'হাইপ' তোলার জন্য হিরো আলমের দিন শেষ, শ্যামলের বাংলাদেশ এ রকম কথাবার্তা বলানো হয়েছে বলে জানান শ্যামল।


তিনি বলেন, হিরো আলম ভাইয়ের সাথে আমার কোনো শত্রুতা নাই। হিরো আলম ভাই আমার এলাকার লোক। আমি তার ছোট ভাই। আমি তাকে বড়ভাই বলে ডাকি। আমি হিরো আলম ভাইকে বলবো অবশ্যই আমাকে মাফ করে দিবেন। আমি জেনে শুনে কাজটি করি নাই। তিনি আরও বলেন, আমি একজন গরীব মানুষ। আপনি মামলা করলে আমার বাড়িঘর বিক্রি করেও আমি মামলা চালাতে পারবো না।

অপরদিকে ইউটিউবার ভাইদের কাছে তিনি অনুরোধ করে বলেন, আপনাদের কাছে হাতজোড় করে অনুরোধ করছি আজকের পর থেকে কোন ইউটিউবার আমাকে নিয়ে কোন রং তামাশা করবেন না। কোন খারাপ কিছু বিষয়ে আমাকে ইউজ করবেন না। আমি কয়েকদিন ধরে খুব টেনশনে আছি।

শ্যামল চন্দ্রের বাবার নাম নেপাল চন্দ্র। তিনি মাছ ব্যবসায়ী। মা শেফালি রানি গৃহিণী। তিন ভাইয়ের মধ্যে শ্যামল সবার বড়। ছোট ভাই কমল চন্দ্র ও রাজা চন্দ্র বাবার সঙ্গে মাছের ব্যবসা করেন। শ্যামল চন্দ্র ২০০৫ সালে সুন্দরগঞ্জ উপজেলার কাঠগড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে তিনি অকৃতকার্য হন। এরপর অর্থাভাবে আর পরীক্ষা দেওয়া হয়নি।


মাধ্যমিকে অকৃতকার্য হওয়ার পর গ্যাস লাইটারের ব্যবসা শুরু করেন শ্যামল। পাইকারিভাবে গ্যাস লাইটার কিনে দোকানে দোকানে বিক্রি করতেন। আয়ের টাকায় সংসার চলত না বলে ব্যবসা ছেড়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের হয়ে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে কাজ নেন তিনি। চার বছর ধরে সেই কাজই করছেন। মেসার্স এমএম ট্রেডার্সের অধীনে বামনডাঙা রেলস্টেশনে ২০১৮ সাল থেকে তিন হাজার টাকা বেতনে কাজ করেন।

ছোটবেলা থেকেই শ্যামল সহজ-সরল ও সৎ। চলনবলন ও কথাবার্তায়ও রয়েছে তার সরলতার ছাপ। সম্প্রতি রংপুরের মিঠাপুকুর উপজেলার পুটিমারী গ্রামে বিয়ে করেন শ্যামল। আলোচনায় আসার পর তার বিয়ের খবরও সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমেও ফলাও করে প্রকাশ হয়েছে।


শ্যামল রায়ের ‘সি ইউ নট ফর মাইন্ড ও ‘হ্যাভ অ্যা রিল্যাক্স’ সোশ্যাল প্ল্যাটফরমে ভাইরাল হয়। দেশের নেটিজেনদের কাছে শ্যামল নামটি অপরিচিত নয়। শ্যামল আরটিভি নিউজকে বলেন, আমি ছোট-বড় ‘এ্যাভরিথিং’ যারা আছে, আমি সবাইকে সম্মান দিয়ে কথা বলি। আমি আগে থেকেই এমন।
ধর্মীয় স্থাপনা, কবরস্থান ও শ্মশান তৈরিতে অনুমতি লাগবে

ধর্মীয় স্থাপনা, কবরস্থান ও শ্মশান তৈরিতে অনুমতি লাগবে



সারাদেশে ব্যক্তিগত উদ্যোগে ধর্মীয় স্থাপনা, কবরস্থান ও শ্মশান তৈরি করতে চাইলে সরকারের অনুমতি লাগবে। এ সংক্রান্ত একটি নীতিমালা করতে যাচ্ছে স্থানীয় সরকার বিভাগ। এই নীতিমালায় এমন বিধানও থাকছে- ব্যক্তিগত উদ্যোগে ধর্মীয় স্থাপনা নির্মাণের ক্ষেত্রে উদ্যোক্তার আয়ের উৎস দেখাতে হবে।


রোববার (২৯ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নীতিমালা তৈরি করতে ৯ দফা প্রস্তাবনা তুলে ধরা হয়।

এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সুপারিশের ভিত্তিতে এমন নীতিমালা করছে স্থানীয় সরকার বিভাগ।

কমিটির সভাপতি খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য- এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম, স্বপন ভট্টাচার্য, মসিউর রহমান রাঙ্গা, শাহে আলম, ছানোয়ার হোসেন ও আব্দুস সালাম মূর্শেদী অংশ নেন।


সংসদীয় কমিটির বৈঠকে উপস্থাপিত খসড়া প্রস্তাবনায় বলা হয়েছে-

প্রতিযোগিতামূলকভাবে ধর্মীয় প্রতিষ্ঠান, কবরস্থান বা শ্মশান স্থাপন না করা, এসব স্থাপনা তৈরিতে সংশ্লিষ্ট কমিটির অনুমতি গ্রহণ, খাসজমিতে এসব স্থাপনা তৈরি না করা এবং প্রস্তাবিত ইউনিয়ন পরিষদের (ইউপি) মাস্টারপ্ল্যান তৈরি না হওয়া পর্যন্ত ধর্মীয় প্রতিষ্ঠান ও বাড়িঘর নির্মাণে ইউনিয়ন পরিষদকে জানানোর কথা বলা হয়েছে।

সংসদীয় কমিটির আগের বৈঠকে ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ এবং কবরস্থান বা শ্মশান স্থাপনে সরকারের অনুমোদন গ্রহণের বাধ্যবাধকতা এবং ইউনিয়ন পরিষদের মাস্টারপ্ল্যান তৈরি না হওয়া পর্যন্ত ধর্মীয় প্রতিষ্ঠান এবং বাড়িঘর নির্মাণে ইউনিয়ন পরিষদকে অবহিত করার সুপারিশ করা হয়েছিল।


সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটি প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন পরিষদের নিয়ন্ত্রণে একটি করে কবরস্থান স্থাপনের জন্য নীতিমালা তৈরির সুপারিশ করে।