Saturday 28 August 2021

গোলাপগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু: সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত



গোলাপগঞ্জ প্রতিনিধি: “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্য সামনে রেখে গোলাপগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ শুরু হয়েছে। শনিবার মৎস্য সপ্তাহের প্রথম দিনে দিন ব্যাপী মাইকিং, ব্যানার ফেস্টুনের মাধ্যমে প্রচারণা ও সকাল ১০টায় সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ.দা.) মোঃ হাসিবুল হাসানের সভাপতিত্বে ও উপ সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী,  গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল, সাংবাদিক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যান সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, আরডিআরএস'র  উপজেলা সমন্বয়কারী মাহফুজুর রহমান, জাকির হোসেন। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোহামিনুল ইসলাম, উপ সহকারী মৎস্য কর্মকর্তাস্বপন কুমার ধর,  সাংবাদিক হারিছ আলী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল আজিজ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যান সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সাকিল, আরডিআরএস'র গভানেন্স কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার মোঃ সেলিম রেজা, মৎস্যজীবি আনোয়ার হোসেন, সাংবাদিক কামিল আহমদ, ফাহিম আহমদ, অলিউর রহমান তামিম, তামিম আহমদ।

সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ.দা.) মোঃ হাসিবুল হাসান জাতীয় মৎস্য সপ্তাহ’র নানা দিক তুলে ধরেন। তিনি মৎস্য সপ্তাহ বাস্তবায়ন করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এসময় মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

শেয়ার করুন