الأربعاء، 16 فبراير 2022

জকিগঞ্জ থানায় নতুন ওসি মোশাররফ হোসেন




সিলেট জেলা পুলিশের জকিগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোঃ মোশাররফ হোসেনকে পদায়ন করা হয়েছে।

বুধবার তাকে জকিগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ পদে পদায়ন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের মুখপাত্র লুৎফুর রহমান।

এর আগে তিনি সিলেট মেট্রপলিটন পুলিশের কতোয়ালি এবং এয়ারপোর্ট থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জকিগঞ্জ থানার বর্তমান ওসি আবুল কাশেমকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঢাকায় বদলি করা হয়েছে। 

শেয়ার করুন