الأحد، 6 مارس 2022

মুজিববর্ষে শত কবিতায় বঙ্গবন্ধু বইয়ের মোড়ক উন্মোচন


মুজিববর্ষে দেশি-বিদেশি কবিদের কালজয়ী শত কবিতায় বঙ্গবন্ধু বইয়ের মোড়ক উন্মোচন করা হয়ে‌ছে। লেখক, কলামিস্ট ও শিক্ষক আব্দুল মালিক সম্পাদিত বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান শ‌নিবার (৫ মার্চ) সন্ধ্যায় বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় অনু‌ষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. নুহ-ই ইসলাম সেলু বাসিত। বিশেষ অতিথি ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আহমেদ পারভেজ জাবীন, কবি নীপা চৌধুরী, অধ্যক্ষ খান আখতার হোসেন, কবি হাসনাইন সাজ্জাদী প্রমুখ।

বইটি প্রকাশ ক‌রে‌ছে সময়ের সুর প্রকাশনী।


শেয়ার করুন