الثلاثاء، 30 سبتمبر 2025

গোলাপগঞ্জে সাংবাদিক আব্দুল আহাদ এর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত



সিলেটের গোলাপগঞ্জে সাংবাদিক আব্দুল আহাদ এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গোলাপগঞ্জ সদর ইউনিয়নবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যায় চৌঘরি বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় যৌথভাবে পরিচালনা করেন সুলতানা মাহমুদ ও শিপু আহমেদ। সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতান আহমদ মজনু এবং কোরআন তেলাওয়াত করেন মাওলানা মাহতাব উদ্দিন।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মফিজুর রহমান স্বপন, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এম. আব্দুল জলিল, সাংবাদিক কল্যাণ সমিতির সহ-সভাপতি দেলওয়ার হোসাইন মাহমুদ, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বিলাল আহমদ, মওদুদ চৌধুরী সুমন, শাকিল আহমদ চৌধুরী, কাশেম ছামী, সাহেদ আহমদ, আব্দুল মান্নান, মামুনুর রশীদ, আব্দুর রাজ্জাক প্রমুখ।

বক্তারা সাংবাদিক আব্দুল আহাদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা। তারা হামলাকারী কাওসারকে দ্রুত গ্রেফতারের দাবি জানান।

প্রতিবাদ সভায় আরোও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জের কর্মরত সাংবাদিকরা—গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো. বদরুল আলম, শাহ আলম, জেলয়ার হোসেন স্বপন, আব্দুল্লাহ আল মাসুদ, ইমন আহমদ, সৈয়দ রাসেল আহমদ, শামিল হোসেন, হুমায়ুন কবির তামিম, ডিএইচ মান্না, কে এম আব্দুল্লাহ, রিমন আহমদ, ফাহিম আহমদ, সাকেল উদ্দিন, অলিউর রহমান তামিমসহ আরও অনেকে।

সভায় ঘোষণা দেওয়া হয়, আগামী মঙ্গলবার গোলাপগঞ্জ চৌমুহনীতে সাংবাদিক আব্দুল আহাদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এ মানববন্ধনে গোলাপগঞ্জের সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

শেষে সমাপনী বক্তব্যে সুলতান আহমদ মজনু এলাকাবাসীর পক্ষ থেকে সন্ত্রাসী কাওসারকে অবিলম্বে গ্রেফতারের জোর দাবি জানান। সভা শেষে উপস্থিত এলাকাবাসী হামলাকারীর গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন।

শেয়ার করুন