Saturday, 3 July 2021

রাস্তায় কাঁপতে কাঁপতে যুবকের মৃত্যু, করোনার ভয়ে কাছে আসেনি কেউ

রাস্তায় কাঁপতে কাঁপতে যুবকের মৃত্যু, করোনার ভয়ে কাছে আসেনি কেউ


রাস্তার মাঝে কাঁপতে কাঁপতে নিমিষেই এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় শরীরের কাঁপুনি দেখে করোনা ভয়ে কেউ তাকে সাহায্য করতে এগিয়ে যায়নি। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে নাটোর স্টেশন বাজারে। ওই যুবক নাটোরের গুরুদাসপুরের বৃ-পাথুরিয়া গ্রামের বাসিন্দা বৃ-পাথুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী মনিরুল ইসলাম।

জানা যায়, ক্যানুলা হাতে নিয়ে একটি দোকানে সিগারেট নিয়ে টানছিলেন যুবক মনিরুল। একসময় সিগারেট ফেলে দিয়ে একটি ইজিবাইকে উঠতে গিয়ে কাঁপতে কাঁপতে পড়ে যান তিনি। হাতে ক্যানুলা আর শরীরের কাঁপুনি দেখে করোনা ভয়ে এগিয়ে আসেনি। এমনকি করোনা ভয়ে কোনো ইজিবাইক চালকও তাকে হাসপাতালে নিয়ে যায়নি। কাঁপতে কাঁপতে নিমিষেই তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ২০১৩ সালে বৃ-পাথুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম নৈশপ্রহরী পদে চাকরি নেন। ৭ বছরের এক কন্যা সন্তান রয়েছে। শুক্রবার শেষ বিকালে মনিরুলের পেটে গ্যাসের সমস্যার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে বেসরকারি নাটোর মডেল হাসপাতালে ভর্তি হন। সারারাত হাসপাতালে চিকিৎসা নেন। সকাল ৬টার দিকে চা খেতে নাটোর স্টেশন বাজারে যান। সেখানে গিয়েই তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠান। 

বৃ-পাথুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর ফারুক বলেন, শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে পেটে গ্যাসের সমস্যা নিয়ে তার গর্ভবতী স্ত্রীকে সঙ্গে করে নাটোর মডেল হাসপাতালে নিয়ে ভর্তি হন। তার অন্য কোনো সমস্যা ছিল না।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন ভুট্টো বলেন, মনিরুল ইসলামের গ্যাসের সমস্যা দীর্ঘদিনের। তার অন্য কোনো সমস্যা ছিল না।

২য় বিয়ে ও সম্পত্তির জন্য নিজের ছেলে-শ্যালকদের হাতে খুন হন তোতা মিয়া

২য় বিয়ে ও সম্পত্তির জন্য নিজের ছেলে-শ্যালকদের হাতে খুন হন তোতা মিয়া



গোলাপগঞ্জে নিজের ছেলেদের হাতে নিহত হওয়া তোতা মিয়া কি কারণে খুন হলেন তা সামনে এসেছে। জানা যায় নিহতের ২য় বিয়ে এবং সম্পত্তির জেরেই নিজের ৩ ছেলে, ২ শ্যালক এবং অপর আরেকজন তাকে নির্মমভাবে হত্যা করে।

গতকাল শুক্রবার (২ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের পরগণা বাজারে এ ঘটনা ঘটে। নিহত তোতা মিয়া (৫৫) পরগণা বাজার এলাকার মৃত আখমল আলীর ছেলে।

ঘটনার সময় নিহতের তিন ছেলে মাছুম আহমদ (২৮), রাজিম (২৫), তামিম (২০) এবং নিহতের প্রথম স্ত্রীর দুই ভাই জামাল (৪৫), সেবুল (৪০)সহ আলাল (৩০) নামের আরেকজন পরগণা বাজারে তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ভাগনে নেওয়াজ উদ্দিন খা জানান, দীর্ঘদিন থেকে আমার মামার সাথে তার সন্তানদের সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। বার বার সম্পত্তি তাদের নামে লিখে দেওয়ার জন্য তারা চাপ দেয়। আগেও সম্পত্তির কারণে তারা তাদের পিতার উপর আক্রমণ করে। গত ৩ মাস আগে মামার এক মেয়ের বিয়ে হয়। বিয়ের পর তার ছেলেরা তাদের মাকে নিয়ে নানা বাড়ি চলে যায়। এসময় তিনি একা হয়ে যান। বার বার তিনি তাদেরকে বাড়িতে আসার কথা বললেও তারা বাড়িতে আসেনি। এরপর গত ১৮ দিন পূর্বে তিনি একা হয়ে যাওয়ায় আরও একটি বিয়ে করেন। এতে সন্তানদের ক্ষোভ আরও বেড়ে যায়। পরগণা বাজারে তোতা ম্যানশন নামে একটি মার্কেটও রয়েছে ওনার। তারা সম্পত্তি এবং দ্বিতীয় বিয়ের কারণেই মামাকে হত্যা করেছে। এঘটনায় মামলা করা হবে বলেও জানান তিনি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পরগণা বাজারে দাঁড়িয়ে ছিলেন তোতা মিয়া। কিছু বুঝে উঠার আগেই পিছন দিক থেকে ওনাকে দাঁ দিয়ে পিঠের মধ্যে কোপ দেয়া হয়। এরপর শাবল দিয়ে মাথায় আঘাত করা হয়। এসময় স্থানীয়রা চিৎকার শুরু করলে তারা পালিয়ে যায়।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান, মা-বাবার মধ্যে পারিবারিক টানাপোড়ন, সম্পত্তির জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

মহামারিকালের দ্বিতীয় বাজেট অধিবেশন শেষ

মহামারিকালের দ্বিতীয় বাজেট অধিবেশন শেষ



ডেস্ক রিপোর্টঃ একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন শেষ হয়েছে, যা ছিল এ বছরের বাজেট অধিবেশন। মহামারিকালের দ্বিতীয় এ বাজেট অধিবেশন শুরু হয়েছিল গত ২ জুন, যা শনিবার শেষ হলো। 

এই অধিবেশনে গত ৩ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করেন। আলোচনার পর গত ৩০ জুন তা পাস হয়। উপস্থাপনের পর দুই দিন আলোচনা করে চলতি ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেট পাস হয়। সপ্তাহখানেক বিরতি দিয়ে টানা চার দিন ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা চলে। এরপর আরও ১০ দিন বিরতি দিয়ে দুই দিন বাজেটের ওপর আলোচনা হয়। সব মিলিয়ে ৮৫ জন সংসদ সদস্য এবার বাজেটের ওপর আলোচনা করেন। 

সম্পূরক বাজেটসহ বাজেটের ওপর ছয় দিনে ১৫ ঘণ্টা ৩২ মিনিট আলোচনা হয়েছে। এর আগে গত বছর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত বাজেট অধিবেশন হয়েছিল। নয় দিনের ওই বাজেট অধিবেশনে ১৮ জন সংসদ সদস্য ৫ ঘণ্টা ১৮ মিনিট আলোচনা করেছিলেন। অধিবেশন জুড়েই সংসদ সদস্যরা বাজেটের ওপর সাধারণ আলোচনা করেন। বিরোধী দলের পাশাপাশি সরকারি দলের বেশ কয়েকজন সদস্য স্বাস্থ্যসেবা, সরকারের আমলা নির্ভরতার সমালোচনা করেন। 

করোনাভাইরাস মহামারির মধ্যে অনুষ্ঠিত অন্য অধিবেশনগুলোর মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে সংসদ চলে। এক্ষেত্রে কোভিড-১৯ নেগেটিভ সনদ থাকা সংসদ সদস্যরাই অধিবেশনে যোগ দিয়েছেন। প্রতিদিন ১০০-১২০ জন সংসদ সদস্যের উপস্থিতিতে বসে সংসদ। মহামারিকালের অন্য অধিবেশনগুলোর মতো এবারও সংসদ ভবনে প্রবেশাধিকার ছিল না গণমাধ্যমকর্মীদের।

শনিবার অধিবেশন সমাপনী সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনানোর মধ্যদিয়ে অধিবেশনের সমাপ্তি টানেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর আগে সংসদ কক্ষে দেখানো হয় ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলায় দেওয়া ভাষণ।

‘সবাই তখন আমার কথা শুনলে আজ করোনা ছড়িয়ে পড়ত না’

‘সবাই তখন আমার কথা শুনলে আজ করোনা ছড়িয়ে পড়ত না’


শনিবার সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ‘সবাই তখন আমার কথা শুনলে আজ করোনা ছড়িয়ে পড়ত না’। স্বাস্থ্যবিধি পালনে মানুষের উদাসীনতা দেখে হতাশা প্রকাশ করেন তিনি

তিনি বলেন, ‘একটা সমস্যা হচ্ছে যে জনগণকে গত ঈদুল ফিতরে বারবার অনুরোধ করলাম যে আপনারা আপনাদের জায়গা ছেড়ে যাবেন না। কিন্তু অনেকেই তো সেই কথা শোনেননি। সকলেই ছুটে চলে গেছে। আর তার ফলাফলটা কী হল? যারা বাইরে ছিল, পুরো বর্ডার এলাকায়, বিভিন্ন জেলায় এই করোনাটা ছড়িয়ে পড়ল। সবাই তখন যদি আমার কথাটা শুনত, তাহলে আজকে এমনভাবে করোনাটা ছড়িয়ে পড়ত না।’

মানুষের বাড়ি যেতে চাওয়ার প্রবণতাকে সমস্যা হিসেবে চিহ্নিত করে সংক্রমণ এড়াতে মহামারীকালে সবাইকে এক্ষেত্রে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে জনসমাগম এড়িয়ে চলা, সাবান দিয়ে বারবার হাত ধোয়া, মাস্ক পরার উপর জোর দিয়ে আসছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

প্রধানমন্ত্রী বলেন, মহামারী প্রতিরোধে সরকার যেসব নির্দেশনাগুলো দিয়েছে, সেগুলো মেনে চললে মহামারী নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আমরা এখন লকডাউন ঘোষণা করেছি। আমি দেশবাসীকে বলব, আপনারা অন্ততপক্ষে নির্দেশনাগুলো মেনে নিজেকে সুরক্ষিত রাখেন, অন্যকে সুরক্ষিত রাখেন। অন্তত এটা ছাড়াতে দিয়েন না। মাস্ক পরা, হাত পরিষ্কার করা আর যেন কোনোমতেই যেন সংক্রমিত না হয়, তার জন্য দূরত্ব বজায় রাখা। এটা করতে পারলেই কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারব।

সবাইকে কোভিড টিকা দেওয়ার ব্যবস্থা সরকার নিয়েছে জানিয়ে সরকার প্রধান বলেন, টিকা নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না। দেশের মানুষ যেন সুরক্ষিত রাখার ব্যবস্থা সরকার করবে।

বিবিদইল বালিকা উচ্চবিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন পীর ইকবাল

বিবিদইল বালিকা উচ্চবিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন পীর ইকবাল


দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আবুদৌলত -জাকারিয়া( রঃ)মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা, বিবিদইল একাডেমীর পরিচালক,সাউথ সুরমা এডুকেশন সোসাইটির সভাপতি, ০৬ নং লালাবাজার ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান, লালাবাজার ব্যবস্হাপনা ও ব্যবসায়ী সমিতির সভাপতি পীর মো: ফয়জুল হক ইকবাল উপজেলার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যমিক নারী শিক্ষা প্রতিষ্ঠান  বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

গত বুধবার বিদ্যালয় ম্যানেজিং কমিটির জরুরি সভায় সভাপতির শূন্যপদে পীর ইকবালকে সভাপতি নির্বাচিত করা হয়। পীর ফয়জুল হক ইকবাল সভাপতি মনোনীত হওয়ায় উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান ইতিমধ্যে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। 

সভাপতি মনোনীত হওয়ার পর পীর ইকবাল তার প্রতিক্রিয়ায় জানান, সকলের সর্বাত্মক সহযোগিতায় লালাবাজার ইউনিয়নকে যেভাবে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চেষ্টা করেছি টিক সেভাবে ইউনিয়নের  অন্যতম এই শিক্ষা প্রতিষ্টানকে ঢেলে সাজানোর চেষ্টা করব। তিনি এ ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য অএ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল ওয়াহাব খান গত ২৩ জুন মৃত্যুবরন করলে সভাপতি পদটি শুন্য হয় এবং এ পদে পীর ইকবালকে নির্বাচিত করা হয়।

গোলাপগঞ্জে নিজ ২ছেলের হাতে পিতা খুন

গোলাপগঞ্জে নিজ ২ছেলের হাতে পিতা খুন


গোলাপগঞ্জে বাঘায় নিজের ২ ছেলের হাতে নির্মমভাবে খুন হয়েছেন এক বৃদ্ধ। খুন হওয়া ওই বৃদ্ধের নাম তোতা মিয়া (৫৫)। শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের পরগণা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তোতা মিয়া বাঘা কান্দিগাঁও গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৮টার দিকে বাঘা পরগণা বাজারে তোতা মিয়ার দুই ছেলে মাছুম আহমদ ও রাহিন আহমদসহ অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন তোতা মিয়াকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

তোতা মিয়ার একাধিক প্রতিবেশি নাম প্রকাশ না করার শর্তে বলেন, সম্প্রতি তোতা মিয়ার তার প্রথম স্ত্রীকে তালাক দেন। এরপর দ্বিতীয় বিয়ে করেন। এনিয়ে ছেলেদের সাথে বিরোধ দেখা দেয়। এছাড়া তোতা মিয়ার জমিজমা ভাগভাটোয়ারা নিয়েও ছেলেদের সাথে মনোমালিন্য চলছিল। এসব কারণে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছেন তারা।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছি। আমরা ঘটনাস্থলও পরিদর্শন করেছি। তোতা মিয়ার ছেলেদের আটকের চেষ্টা চলছে।

Friday, 2 July 2021

করোনার ঊর্ধ্বগতিঃ গোলাপগঞ্জে শনাক্ত বেড়ে ৫২৮ জনে

করোনার ঊর্ধ্বগতিঃ গোলাপগঞ্জে শনাক্ত বেড়ে ৫২৮ জনে


করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে দেশজুড়ে চলছে ৭ দিনের জন্য 'কঠোর' বিধিনিষেধ। কঠোর এ লকডাউনের ২য় দিন গোলাপগঞ্জে নতুন করে ৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় মোট শনাক্ত বেড়ে দাড়িয়েছে ৫২৮জনে।

নতুন ৫ জনের শনাক্তের দিন উপজেলায় সুস্থ হয়েছেন আরও ২ জন। এনিয়ে উপজেলাজুড়ে মোট সুস্থ হয়েছেন ৪৮১ জন। এখন পর্যন্ত উপজেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ৮২৯ জনের৷ 

শুক্রবার (২ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহীন।