Monday, 19 July 2021

গোলাপগঞ্জে নতুন আরও ১১জনের দেহে করোনা শনাক্ত

গোলাপগঞ্জে নতুন আরও ১১জনের দেহে করোনা শনাক্ত



গোলাপগঞ্জ উপজেলাজুড়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। এখানে নতুন করে আরও ১১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রোববার রাতে নমুনা পরীক্ষায় তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। 

বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর ইসলাম শাহিন।

এনিয়ে উপজেলাজুড়ে করোনা আক্রান্ত বেড়ে দাড়িয়েছে ৫৮৯জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ৫২১জন। আইসোলেশনে আছেন ৫২জন এবং মৃত্যুবরণ করেছেন ১৬জন।

এদিকে রোববার পর্যন্ত গোলাপগঞ্জে ৩৯৩জন ব্যক্তি করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেছেন। এনিয়ে উপজেলায় মোট ১৭৮৫জন করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন।

দক্ষিণ সুরমার সিলামে কাইয়ুম চৌধুরীর খাদ্য সামগ্রী বিতরণ

দক্ষিণ সুরমার সিলামে কাইয়ুম চৌধুরীর খাদ্য সামগ্রী বিতরণ


বৈশ্বিক মহামারি করোনায় ক্ষতিগ্রস্ত দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে বিএনপির মানবিক কর্মসূচীর অংশ হিসেবে ধারাবাহিক ভাবে খাদ্য সামগ্রী বিতরণ করে তাদের পাশে দাঁড়িয়েছেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি কাইয়ূম চৌধুরী।

১৮ জুলাই রবিবার সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে পশ্চিম পাড়ায় বিএনপি নেতা কাইয়ূম চৌধুরীর সার্বিক সহযোগিতায় এবং দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের তত্বাবধানে দুস্থ, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা কৃষক দলের সদস্য সচিব, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম, সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মাহবুব আলম, দক্ষিণ সুরমা কৃষক দলের সাবেক সভাপতি শাহ মোজাম্মেল আলী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি নেতা ওবায়দুর রহমান বাদশা, নিজাম উদ্দিন,  ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজির উদ্দিন মজন, দক্ষিণ সুরমা উপজেলা যুবদল নেতা ইসলাম উদ্দিন, সিলেট জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমেদ,  সিলেট জেলা শ্রমিকদলের প্রচার সম্পাদক ইলাছ মিয়া, সাব্বির আহমেদ,  ছাত্রদল নেতা মাহের আলম, মশিউর রহমান ঈসা সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য দক্ষিন সুরমার প্রত্যেক এলাকায় ধারাবাহিক ভাবে প্রতিদিন বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত কাইয়ূম চৌধুরীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়



মকিস মনসুর: বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে গত ১৬ জুলাই  শুক্রবার বিকাল ৫টায় যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে এক ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

যুক্তরাজ‍্য আওয়ামী লীগের সভাপতি ৭১ এর বীর মুক্তিযোদ্ধা  সুলতান মাহমুদ শ‍রীফের সভাপতিত্বে ও যুক্তরাজ‍্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় বিপুল সংখ্যক নেতা কর্মীদের উপস্থিতিতে দোয়া মাহফিল ও আলোচনা সভার শুরুতেই বাংলাদেশের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন বৃটেনের  ব্রিকলেইন জামে মসজিদের প্রধান ঈমাম হজরত মাওলানা আলহাজ্ব নজরুল ইসলাম।

যুক্তরাজ‍্য আওয়ামী লীগের সভাপতি ৭১ এর বীর মুক্তিযোদ্ধা  সুলতান মাহমুদ শ‍রীফ বলেন ২০০৭ সালের ১৬ জুলাই এক-এগারোর সেনাসমর্থিত অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মিথ্যা-বানোয়াট, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় গণতন্ত্রের মানসকন্যা, বিশ্ব শান্তির অগ্রদূত, মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি মাদার অব হিউমিনিটি দেশরত্ন শেখ হাসিনার কারা অন্তরীণ ও গণতন্ত্র অবরুদ্ধ দিবস। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কালো দিন।এই দিনে ওরা শুধু জাতির জনক  বঙ্গবন্ধুর তনয়া শেখ হাসিনাকে গ্রেফতার করেনি;  বাংলাদেশের গণতন্ত্রকে গ্রেফতার করেছিল, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে অপমানিত করেছিল। বাংলাদেশের রাজনৈতিক আকাশকে সত্যিকার অর্থেই দুর্যোগের মেঘে আচ্ছন্ন করে ফেলেছিল।

যুক্তরাজ‍্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন আজকের এই দিনে দেশে বিদেশে দেশরত্নের মুক্তির আন্দোলনে অবদানকারী সবাইকে আবারও অবিরাম  অভিনন্দ। তিনি বলেন, বাংলাদেশের মাটিতে বিশেষ করে তৃনমূল নেতা-কর্মীদের আন্দোলনে ফলে বাংলাদেশ আওয়ামীলীগ-সহ অন্যান্য সহযোগী সংগঠন বিশেষ করে  বিভিন্ন দেশের প্রবাসের আওয়ামীলীগ, ষুবলীগ, ছাত্রলীগ-সহ প্রবাসীদের আন্দোলনে আন্তর্জাতিকভাবে জনমত গঠন করা ছাড়াও প্রবাসী কমিউনিটি নেতাদের উদ্যোগে বিশেষ করে বৃটিশ এমপি, ইউরোপিয়ান পার্লামেন্ট  ও ওয়েলস এসেম্বলি মেম্বার-সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন এর সাথে লবিং করে ক্রমাগত চাপ, আপোষহীন মনোভাব ও অনড় দাবির প্রেক্ষিতে দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তথা আমাদের প্রিয় নেত্রীকে মুক্তি দিতে বাধ্য হয়। 

গ্রেফতারের কয়েকদিন আগে রাজধানীর একটি হাসপাতালে শিল্পী সাবিনা ইয়াসমিনকে দেখতে গেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তত্ত্বাবধায়ক সরকারের কঠোর সমালোচনা করেন শেখ হাসিনা। এরপরই ১৬ জুলাই ভোর রাতে সুধা সদন ঘিরে ফেলে যৌথবাহিনী। শেখ হাসিনাকে গ্রেফতার করে ঢাকার নিম্ন আদালতে নিয়ে যাওয়া হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতারের আগেই শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতির মামলা দায়ের করা হয়। এসব মামলায় ১১ মাস বন্দি জীবন কাটাতে হয় তাঁকে। সেইসময় বিশেষ কারাগারের পাশেই সংসদ ভবন চত্বরে অস্থায়ী আদালত স্থাপন করে বিচার প্রক্রিয়াও শুরু করা হয়।

গ্রেফতার হওয়ার আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলটির প্রবীণ নেতা তৎকালীন সভাপতিমণ্ডলীর সদস্য জিল্লুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে যান। এ ছাড়া গ্রেফতারের আগ মুহূর্তে দেশের জনগণের কাছে আবেগঘন একটি খোলা চিঠিও লেখেন তিনি।

শেখ হাসিনার অবর্তমানে শত প্রতিকূলতার মধ্য দিয়েও দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখেন জিল্লুর রহমান ও সৈয়দ আশরাফুল ইসলাম। নেতাদের মধ্যে দেখা দেয়া দ্বিধা-বিভক্তিও দূর করেন তারা দুজন। পাশাপাশি শেখ হাসিনার মুক্তির আন্দোলন চালিয়ে যান আপোষহীনভাবে। কারাবন্দি আওয়ামী লীগ সভাপতির মুক্তির দাবিতে সারাদেশে স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করে আওয়ামী লীগ। প্রায় ১ কোটি স্বাক্ষর সংগ্রহ করে শেখ হাসিনার মুক্তির আন্দোলন তরান্বিত করা হয় এবং সেনা সমর্থিত সরকারের ভিত নড়বড়ে করে তোলে ওই কর্মসূচি।

ভার্চুয়াল এ আলোচনা সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ‍্য আওয়ামী লীগের সিনিয়র-সহ সভাপতি জালাল উদ্দিন, সহ-সভাপতি অধ্যাপক আবুল হাসেম, সহ-সভাপতি হরমুজ আলী, সহ-সভাপতি সাবেক কাউন্সিলার এম এ রহিম সি আই পি, যুগ্ম সাধারন সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, যুগ্ম সাধারন সম্পাদক মারুফ আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুক্তরাজ‍্য আওয়ামী লীগের প্রবাস বিষয়ক সম্পাদক আনসারুল হক, মানবাধিকার সম্পাদক এম এ সারব আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিসবাহুর রহমান, শ্রম বিয়ক সম্পাদক এম এ সুজন, যুক্তরাজ‍্য আওয়ামী লীগ নেতা ভিপি খসরুজ্জামান খসরু , যুব বিষয়ক সম্পাদক তারিফ  আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাওসার চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ ছুরুক আলী, প্রচার সম্পাদক লুৎফুর রহমান সায়েদ, ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি  আলহাজ্ব সোরাবুর  রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ মকিস মনসুর.  আহমেদ হাসান. আব্দুল মালিক. এম,এ রৌফ,মাহবুব আলম চৌধুরী মাখন,আবু ইউসুফ চৌধুরী, আব্দুল ওয়ালী, আফসার খান সাদেক,জামাল আহমদ খান,অয়েস কামালী, ফলিক চৌধুরী, মোস্তফা কামাল বাবলু,  দিলওয়ার হোসেন, এডভোকেট তাজুল ইসলাম, মোবারক আলী, ওয়াহিদ মিয়া, আব্দুল হাফিজ,হোসেনে আরা মতিন, কামরুন্নাহার, এলাইস মিয়া মতিন, আহমেদ হাসান,তারাউল ইসলাম, মোজাম্মেল চৌধুরী টিপু, মোহাম্মদ আফজাল মোহিত,মোহাম্মদ শাহজাহান, নজরুল ইসলাম, নিজামুল হক নজমুল, মো সাহিদুর রহমান,খয়রুল রব মূকুল, সাহীন আহমদ চৌধুরী, শেখ জাফর আহমদ, আব্দুল মুকিদ, মাহমুদ আলী, তারেক আহমদ,সাব্বির করিম, শেখ সালামত তালুকদার, মোহিদুর রহমান, সাহেদ মোহাম্মদ ইউনুছ, আব্দুল হান্নান, আলিমুজ্জামান, রুহুল আমিন রুহেল, এ কে নাজিম, মোহাম্মদ শাহ, মোহাম্মদ মোজাহিদ আলী,কবিরুল ইসলাম রিপন, মোহাম্মদ জয়নুল আবেদীন রোজ , গোলাম মোস্তফা, ফজলুল হক,আজিজুল আম্বিয়া,শাহ ইমরান আহমদ,জুবেল আহমদ বেলাল, মোহাম্মদ আহবাব হোসেন,শাহ বেলাল, আব্দুস সালাম সবুজ, মফিকুল ইসলাম, মোজাহিদ আহমদ লিটন, সৈয়দ রফিকুল ইসলাম সুহেল, সানুর খান, মুজিবুর রহমান,ও মাসুম চৌধুরী-সহ যুক্তরাজ্য আওয়ামীলীগের বিভিন্ন শাখা, আওয়ামী লীগের অঙ্গসংগঠন, সহযোগী সংগঠনের সম্মানীত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

Sunday, 18 July 2021

সিলেটের দুই হাসপাতালকে করোনার অ্যান্টিজেন টেস্টের অনুমতি প্রদান

সিলেটের দুই হাসপাতালকে করোনার অ্যান্টিজেন টেস্টের অনুমতি প্রদান



সিলেটের ২টি হসপিটাল-সহ সারাদেশের ৭৮টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্তে অ্যান্টিজেন টেস্টের অনুমতি দেয়া হয়েছে।

অ্যান্টিজেন টেস্ট শুরু হলে সময় এবং খরচ বাঁচবে।

আরও পড়ুনঃ সময় ও খরচ বাঁচাতে করোনার অ্যান্টিজেন টেস্টের অনুমোদন।

বোরবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

অনুমতি পাওয়া ৭৮ প্রতিষ্ঠানের মধ্যে সিলেট নগরীর ২টি হচ্ছে সােবহানীঘাটের ওয়েসিস হসপিটাল ও ইবনে সিনা হাসপাতাল।

রোববার জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপযুক্ত বিষয় ও সূত্রের আলােকে নিম্নবর্ণিত বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে (সাতাত্তরটি) নির্ধারিত শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে কোভিড-১৯ রােগ নির্ণয়ের এ অনুমােদন দেওয়া হলাে।


টেস্ট করার ক্ষেত্রে শর্তসমূহ হচ্ছেঃ

১. কোভিড-১৯ এর উপসর্গ/ লক্ষণযুক্ত (সর্দি, কাশি, শ্বাসকষ্ট, মাথা ব্যাথা, নাকে ঘ্রান না পাওয়ায়, মুখে স্বাদ না পাওয়া, ডায়রিয়া ইত্যাদি) ব্যক্তি এবং বিগত ১০ দিনের মধ্যে কোভিড পজিটিভ রােগীর সরাসরি সংস্পর্শে এসেছে তাদের ক্ষেত্রে প্রযােজ্য হবে।

২. এন্টিজেন টেস্টের রিপাের্ট পজিটিভ হলে স্বাস্থ্য অধিদফতরের (DHIS-2) সার্ভারে এন্ট্রি দিতে হবে। লক্ষণযুক্ত ব্যক্তির এন্টিজেন টেস্টের রিপাের্ট নেগেটিভ হলে রিপাের্ট না দিয়ে আরটি-পিসিআর ল্যাব হতে টেস্ট করিয়ে নিশ্চিত হতে হবে এবং ওই রিপাের্ট DHIS -2 এন্ট্রি দিতে হবে।

৩. অনুমােদিত কীটের নামসমূহ: Standard Q COVID-19 Ag Test kits- SD BIOSENSOR (South Korea) ও PANBIO (USA).

৪. পরীক্ষার সর্বোচ্চ মূল্য: ৭০০/- (সাতশত টাকা)। বিশেষক্ষেত্রে বাসা হতে নমুনা সংগ্রহে অতিরিক্ত চার্জ ৫০০/- (পাচঁশত টাকা) রাখা যেতে পারে। একের অধিক সদস্যের নমুনা সংগ্রহের ক্ষেত্রেও চার্জের পরিমাণ ৫০০/- টাকার অধিক হবে না।

আরও পড়ুনঃ সময় ও খরচ বাঁচাতে করোনার অ্যান্টিজেন টেস্টের অনুমোদন।

৫. রিপাের্টিংয়ের ক্ষেত্রে স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখা হতে আইডি, পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। এ ক্ষেত্রে ফোকাল পার্সন (ডা. অনুপম, এমআইএস, মােবাইন নম্বর- ০১৩২১১৭৩৮৬০। ই-মেইল- dr.anupom@mis.dghs.gov.bd) এর সঙ্গে যােগাযােগ করার নির্দেশ দেওয়া হলাে। এসব প্রতিষ্ঠানের একজন ফোকাল পার্সন থাকবে যিনি মেডিকেল অফিসার সমমর্যাদার হবেন।

৬. সব বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রধান (পরিচালক/সিভিল সার্জন/ইউএইচএফপিও) মহােদয়ের সঙ্গে যােগাযােগ করার নির্দেশ দেওয়া হলাে।

সময় ও খরচ বাঁচাতে বেসরকারি ৭৮টি হাসপাতালে করোনার অ্যান্টিজেন টেস্টের অনুমোদন

সময় ও খরচ বাঁচাতে বেসরকারি ৭৮টি হাসপাতালে করোনার অ্যান্টিজেন টেস্টের অনুমোদন



সময় ও খরচ বাঁচাতে বেসরকারি ৭৮টি হাসপাতাল ও ক্লিনিককে করোনার অ্যান্টিজেন টেস্টের অনুমোদন দেয়া হয়েছে।

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুনঃ সিলেটের ২ হাসপাতাল-সহ দেশের ৭৮ প্রতিষ্ঠানকে করোনার অ্যান্টিজেন টেস্টের অনুমতি প্রদান।

সময় বাঁচাতে অ্যান্টিজেন টেস্টঃ
করোনার আরটিপিসিআর টেস্ট করাতে ৫-৬ ঘণ্টা প্রয়োজন হয়। কিন্তু অ্যান্টিজেন পরীক্ষা মাত্র ৫ মিনিটেই করা যায়।

খরচ বাঁচাতে অ্যান্টিজেন টেস্টঃ
বেসরকারি খাতে আরটিপিসিআর টেস্ট করাতে প্রয়োজন হয় ২,৫০০ টাকা। অন্যদিকে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করাতে খরচ হবে ৭০০ টাকা। তবে বিশেষক্ষেত্রে বাসা হতে নমুনা সংগ্রহে অতিরিক্ত চার্জ ৫০০/- (পাচঁশত টাকা) খরচ বাড়বে। একের অধিক সদস্যের নমুনা সংগ্রহের ক্ষেত্রেও চার্জের পরিমাণ ৫০০/- টাকার অধিক হবে না।

রোববার জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপযুক্ত বিষয় ও সূত্রের আলােকে নিম্নবর্ণিত বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে (সাতাত্তরটি) নির্ধারিত শতাবলী প্রতিপালন সাপেক্ষে কোভিড-১৯ রােগ নির্ণয়ের এ অনুমােদন দেওয়া হলাে।

আরও পড়ুনঃ সিলেটের ২ হাসপাতাল-সহ দেশের ৭৮ প্রতিষ্ঠানকে করোনার অ্যান্টিজেন টেস্টের অনুমতি প্রদান।

টেস্ট করার ক্ষেত্রে শর্তসমূহঃ
১. কোভিড-১৯ এর উপসর্গ/ লক্ষণযুক্ত (সর্দি, কাশি, শ্বাসকষ্ট, মাথা ব্যাথা, নাকে ঘ্রান না পাওয়ায়, মুখে স্বাদ না পাওয়া, ডায়রিয়া ইত্যাদি) ব্যক্তি এবং বিগত ১০ দিনের মধ্যে কোভিড পজিটিভ রােগীর সরাসরি সংস্পর্শে এসেছে তাদের ক্ষেত্রে প্রযােজ্য হবে।

২. এন্টিজেন টেস্টের রিপাের্ট পজিটিভ হলে স্বাস্থ্য অধিদফতরের (DHIS-2) সার্ভারে এন্ট্রি দিতে হবে। লক্ষণযুক্ত ব্যক্তির এন্টিজেন টেস্টের রিপাের্ট নেগেটিভ হলে রিপাের্ট না দিয়ে আরটি-পিসিআর ল্যাব হতে টেস্ট করিয়ে নিশ্চিত হতে হবে এবং ওই রিপাের্ট DHIS -2 এন্ট্রি দিতে হবে।

৩. অনুমােদিত কীটের নামসমূহ: Standard Q COVID-19 Ag Test kits- SD BIOSENSOR (South Korea) ও PANBIO (USA).

৪. পরীক্ষার সর্বোচ্চ মূল্য: ৭০০/- (সাতশত টাকা)। বিশেষক্ষেত্রে বাসা হতে নমুনা সংগ্রহে অতিরিক্ত চার্জ ৫০০/- (পাচঁশত টাকা) রাখা যেতে পারে। একের অধিক সদস্যের নমুনা সংগ্রহের ক্ষেত্রেও চার্জের পরিমাণ ৫০০/- টাকার অধিক হবে না।

৫. রিপাের্টিংয়ের ক্ষেত্রে স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখা হতে আইডি, পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। এ ক্ষেত্রে ফোকাল পার্সন (ডা. অনুপম, এমআইএস, মােবাইন নম্বর- ০১৩২১১৭৩৮৬০। ই-মেইল- dr.anupom@mis.dghs.gov.bd) এর সঙ্গে যােগাযােগ করার নির্দেশ দেওয়া হলাে। এসব প্রতিষ্ঠানের একজন ফোকাল পার্সন থাকবে যিনি মেডিকেল অফিসার সমমর্যাদার হবেন।

৬. সব বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রধান (পরিচালক/সিভিল সার্জন/ইউএইচএফপিও) মহােদয়ের সঙ্গে যােগাযােগ করার নির্দেশ দেওয়া হলাে।

গোলাপগঞ্জে মটর মেকানিকদের ত্রাণ বিতরণ করলেন এলিম চৌধুরী

গোলাপগঞ্জে মটর মেকানিকদের ত্রাণ বিতরণ করলেন এলিম চৌধুরী


সিলেটের গোলাপগঞ্জে মটর মেকানিকদের ত্রাণ বিতরণ করলেন জেলা আওয়ামীলী‌গের কার্য নির্বা‌হি কমিটির সদস‌্য, বারাকা প‌তেঙ্গা পাওয়ার লিমিটেডের প‌রিচালক মনজুর সাফি চৌধুরী এলিম।

শনিবার (১৭ জুলাই) দুপুর ১২টায় সময় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে আয়োজিত অনুষ্ঠানে এ ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন ওয়ার্কসপ থেকে আগত ৫০ জন মটর মেকানিকদের মাঝে তার ব‌্যক্তিগত অর্থায়‌নে এ ত্রাণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির সভাপতি বদরুল ইসলাম জামাল, বিশিষ্ট মুরব্বি ও আওয়ামী লীগ নেতা আব্দুস শহীদ খান জিলা, ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সিলেট জেলা মটর মেকানিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বুরহান উদ্দিন , সমাজসেবক আরাফ মহসিন, দৈনিক মিরর গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি ফারহান মাসউদ আফছর, ঢাকাদক্ষিণ মটর মেকানিক শাখার সভাপতি মনির আহমদ, সাংবাদিক মেহেদী হাছান প্রমুখ।

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে মাস্টারমাইন্ড'র আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে মাস্টারমাইন্ড'র আনুষ্ঠানিক কার্যক্রম শুরু


গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে ইংরেজি ভাষা শিক্ষা ও কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার মাস্টারমাইন্ড আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৭ জুলাই) বিকেল ৩টায় সময় উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের পুরাতন সাবরেজিস্টার অফিসের পাশে হাজী মনোহর আলী মার্কেটে দোয়া ও মিলাদের মাধ্যমে এ সেন্টারের উদ্বোধন করা হয়। এ সময় দোয়া মাহফিল পরিচালনা করেন ঢাকাদক্ষিণ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি খায়রুল আমিন মাহমুদী।

বিদেশগামি ছাত্রছাত্রীদের জন্য আইএলটিএস, বিবাহিত  পুরুষ মহিলার জন্য লাইফস্কিল, ইংরেজি ভাষা দক্ষতার জন্য স্পোকেন ইংরেজি সহ গ্রামীণ মানুষকে আন্তর্জাতিক মানের ফ্রিল্যান্সার তৈরি করতে ফ্রিল্যান্সিং বিষয়ের বিভিন্ন কোর্স নিয়ে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে এ প্রতিষ্ঠান।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী দৌলা আহমদ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শাকিল, সাংবাদিক জাবেদ আহমদ, সুলতান আবু নাসের, তরুণ উদ্যোগতা মাস্টারমাইন্ডের প্রশিক্ষক ও এডমিন আরশাদ উদ্দিন, ফাহাদ  আহমদ। 

এছাড়াও উপস্থিত ছিলেন এসময় প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ীরাগণ।