Sunday 18 July 2021

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে মাস্টারমাইন্ড'র আনুষ্ঠানিক কার্যক্রম শুরু


গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে ইংরেজি ভাষা শিক্ষা ও কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার মাস্টারমাইন্ড আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৭ জুলাই) বিকেল ৩টায় সময় উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের পুরাতন সাবরেজিস্টার অফিসের পাশে হাজী মনোহর আলী মার্কেটে দোয়া ও মিলাদের মাধ্যমে এ সেন্টারের উদ্বোধন করা হয়। এ সময় দোয়া মাহফিল পরিচালনা করেন ঢাকাদক্ষিণ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি খায়রুল আমিন মাহমুদী।

বিদেশগামি ছাত্রছাত্রীদের জন্য আইএলটিএস, বিবাহিত  পুরুষ মহিলার জন্য লাইফস্কিল, ইংরেজি ভাষা দক্ষতার জন্য স্পোকেন ইংরেজি সহ গ্রামীণ মানুষকে আন্তর্জাতিক মানের ফ্রিল্যান্সার তৈরি করতে ফ্রিল্যান্সিং বিষয়ের বিভিন্ন কোর্স নিয়ে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে এ প্রতিষ্ঠান।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী দৌলা আহমদ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শাকিল, সাংবাদিক জাবেদ আহমদ, সুলতান আবু নাসের, তরুণ উদ্যোগতা মাস্টারমাইন্ডের প্রশিক্ষক ও এডমিন আরশাদ উদ্দিন, ফাহাদ  আহমদ। 

এছাড়াও উপস্থিত ছিলেন এসময় প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ীরাগণ।


শেয়ার করুন