Monday, 16 August 2021

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের শোক দিবস উদযাপন

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের শোক দিবস উদযাপন



জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। 


রবিবার সকাল সাড়ে ১০টায় গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি এড. ইকবাল আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিক আহমদ এর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। 
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগ এর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

দোয়া পরিচালনা করেনে উপজেলা জামে মসজিদের ইমাম ও মওলানা আব্দুল মতিন। 


এসময় আরো উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান, রফিক আহমদ মাখন, মাহমুদ আহমদ চৌধুরী, যুগ্ম সধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর রিংকু, আকবর আলী ফখর, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাছিন আহমদ মিন্টু, আইন সম্পাদক এড নিমার আলী, কৃষি ও সমবায় সম্পাদক বুরহান উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক ফরহাদ আহমদ, দফতর সম্পাদক নাজিমুল হক লস্কর, প্রচার সম্পাদক আলিম উদ্দিন বাবলু, ধর্ম সম্পাদক আবুল লেইছ, যুব ও ক্রিড়া সম্পাদক আব্দুল হানিফ খান, কোষাধক্ষ্য শরিফ উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান আজম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রুমেল সিরাজ, উপজেলা আওয়ামী লীগ এর সহ দফতর সম্পাদক হোসেন আহমদ, সহ প্রচার সম্পাদক মনছুর চৌধুরী, সদস্য আব্দুল মালিক জানু, এম জেড আলম, আবুল কাশেম সেবুল, জাফরান জামিল, ফরিদ উদ্দিন ইরান, অরুণ দে, আজমল হোসেন মনি, কামাল আহমদ, পৌর আওয়ামী লীগ নেতা আরিফ চৌধুরী কফি, উপজেলা যুবলীগের  আহবায়ক ওয়েছুর রহমান ওয়েছ, যুগ্ম আহবায়ক ফয়জুল ইসলাম ফয়ছল, তাহের উদ্দিন তাজ্জুব, পৌর আওয়ামী লীগ নেতা দেলওয়ার হোসেন দিপন, ইসতিয়াক আহমদ সুমন, সুমন আলী, ইউপি আওয়ামী লীগ নেতা শাহরিয়ার লস্কর, জুয়েল আহমদ, ছাত্রলীগ নেতা ফারহান মাসুদ আফছর প্রমুখ। 

শোক দিবসে সিলেটে জনতা ব্যাংকের উপহার সামগ্রী বিতরন

শোক দিবসে সিলেটে জনতা ব্যাংকের উপহার সামগ্রী বিতরন



জাতির জনক  বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেড, সিলেট বিভাগের উদ্যোগে কোভিড পীড়িত  অসহায় দরিদ্রদের মধ্যে  উপহার (খাদ্য) সামগ্রী বিতরন করা হয়েছে।


১৫ আগস্ট রবিবার দুপুরে বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ এর নেতৃত্বে সিলেট নগরীর সাগরদিঘীর পাড়স্হ  ব্যাংকের অফিসার্স কোয়ার্টার প্রাঙনে আয়োজিত উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরিয়া অফিস, সিলেট এর উপমহাব্যবস্থাপক সন্দীপ  কুমার রায়।

 অন্যান্যদের মধো উপস্থিত ছিলেন সিলেট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ সাহাদত হোসেন সরকার,  ফরেন এক্সেঞ্জ কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ মাহবুবুল আলম,   জালালাবাদ  শাখার ব্যবস্থাপক মাধব রাম পাল,বিভাগীয় কার্যালয়ের এসপিও শুভাশীষ চক্রবর্তী, শেখঘাট শাখার ব্যবস্থাপক তানভীর আহমদ শাকিল,স্টেশন    রোড শাখার ব্যবস্থাপক আব্দুল মতিন,তাজপুর শাখার ব্যবস্থাপক দিপংকর দেব,বিভাগীয় কার্যালয়ের এসপিও মো আব্দুর রহমান,পিও রাজিব কুমার মিত্র,এরিয়া অফিসের পিও রাজিব কান্তি পাল,এসও মোঃ মঞ্জুর আল হাসান,বিভাগীয় কার্যালয়ের এসও মোঃ জিয়াউর রহমান,   বঙ্গবন্ধু পরিষদ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক ও সিলেট কর্পোরেট শাখার এসও রুহুল আলম,ফরেন এক্সচেঞ্জ শাখার সিনিয়র অফিসার ফজলুর রহমান,স্বাধীনতা অফিসার্স পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আলম হোসেন,  জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা শামীম রশীদ চৌধূরী ,জনতা ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল ও  ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীগন। 

এ সময় সিলেট ও পার্শ্ববর্তী এলাকার অসহায়,দরিদ্রদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
লালাবাজার ইউনিয়ন পরিষদের জাতীয় শোক দিবস পালন

লালাবাজার ইউনিয়ন পরিষদের জাতীয় শোক দিবস পালন




বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বাষির্কী ও জাতীয় শোক দিবস  উপলক্ষে ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৫ আগস্ট রবিবার দুপুরে পরিষদ কার্য্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল এর সভাপতিত্বে ও সচিব মোঃ খায়রুল হোসেন এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রৌশন আহমদ, দি নিউ ন্যাশন ও দৈনিক আজকালের খবর এর সিলেট ব্যুরো প্রধান এস এ শফি,  ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর উদ্দোক্তা তোফায়েল আহমদ, বিবিদইল আবুদৌলত - শাহ জাকারিয়া মডেল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল কাদির, সমাজসেবী আব্দুল হক, আল আমিন, চুনু মিয়া, সাজিদ আহমদ প্রমুখ।

এসময় সকলে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের প্রত্যেকের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদির।

Sunday, 15 August 2021

মাওলানা কয়েছুজ্জামানের পিতার ইন্তেকালে তালামীযে ইসলামিয়ার শোক

মাওলানা কয়েছুজ্জামানের পিতার ইন্তেকালে তালামীযে ইসলামিয়ার শোক



বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও আনজুমানে আল ইসলাহ ইউকে'র সাংগঠনিক সম্পাদক মাওলানা কয়েছুজ্জামানের পিতা জনাব মো. আব্দুল মুছাব্বির সাহেবের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি দুলাল আহমদ ও সাধারণ সম্পাদক মুজতবা হাসান চৌধুরী নুমান।


নেতৃবৃন্দ এক শোকবার্তায় বলেন, হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর স্নেহধন্য ছিলেন মো. আব্দুল মুছাব্বির সাহেব। তিনি জীবিত অবস্থায় ইসলামের বিভিন্ন খেদমতের সাথে নানাভাবে সম্পৃক্ত ছিলেন। নেতৃবৃন্দ তাঁর রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও আনজুমানে আল ইসলাহ ইউকে'র সাংগঠনিক সম্পাদক মাওলানা কয়েছুজ্জামানের পিতা জনাব মো. আব্দুল মুছাব্বির সাহেব ১৪ আগস্ট, শনিবার, রাত ১০:৩০ ঘটিকায় সিলেটের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। ১৫ আগস্ট, রবিবার, বাদ আছর মরহুমের নিজগ্রাম সিলেট সদর উপজেলার উমাইরগাঁওয়ে জানাযা শেষে তাঁকে দাফন করা হয়।
আফগানিস্তানের ‘প্রেসিডেন্ট হচ্ছেন’ তালেবান নেতা আবদুল গনি বারাদার

আফগানিস্তানের ‘প্রেসিডেন্ট হচ্ছেন’ তালেবান নেতা আবদুল গনি বারাদার



আফগানিস্তানে টানটান উত্তেজনা বিরাজ করছে। তালেবান যোদ্ধারা চতুর্দিক থেকে রাজধানী কাবুল ঘিরে ফেলেছে। এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রেসিডেন্ট আশরাফ গনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তালেবানের সিনিয়র নেতা মোল্লা আব্দুল গনি বারাদার।

সূত্র বলছে, তালেবানের এই নেতা রোববার সকালে আশরাফ গনি এবং আমেরিকার কূটনীতিবিদদের সঙ্গে সমঝোতা করতে প্রেসিডেন্টের বাসভবনে হাজির হন।

এর আগে শনিবার রাতে আফগানিস্তানের উত্তরের মাজার-ই-শরিফ দখলের পর থেকেই কাবুলের পতন ঘণ্টা বাজতে শুরু করে। রোববার সকালে জালালাবাদ দখলের মাধ্যমে বর্তমান আফগান সরকারের চূড়ান্ত পতন শুরু হয়। এর পর তালেবান যোদ্ধারা দলে দলে রাজধানী কাবুলে ঢুকতে শুরু করেন। 

তবে তালেবান যোদ্ধারা সিনিয়র নেতাদের নির্দেশনা মেনে রাজধানীর প্রবেশ পথের গেটে গেটে অবস্থান নেন। তালেবানের নেতৃত্ব ঘোষণা দেন, শক্তি প্রয়োগ করে তারা রাজধানী শহর দখল করতে চান না। 

এর পরেই মার্কিন কূটনীতিবিদ এবং ন্যাটো প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন প্রেসিডেন্ট আশরাফ গনি। এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয় তালেবান নেতৃত্বকে। মোল্লা আবদুল গনি বারাদারের নেতৃত্বে প্রেসিডেন্টের বাসভবনের উদ্দেশে রওনা দেন তালেবানের একটি প্রতিনিধি দল। সেখানে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন আশরাফ গনি।

একটি সূত্র জানিয়েছে, তালেবান নেতা মোল্লা আব্দুল গনি বারাদার আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট মনোনীত হয়েছেন। তবে তালেবান কিংবা আফগান সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় বিষয়টি শতভাগ  নিশ্চিত না।
পালিয়ে কোথায় গেলেন আশরাফ গনি

পালিয়ে কোথায় গেলেন আশরাফ গনি



রাজধানী কাবুলে প্রবেশের খবরে শহরে আতঙ্ক বিরাজ করছে। সরকারি কর্মকর্তা ছাড়াও সাধরণ মানুষ ভয়ে শহর ছেড়ে পালাতে শুরু করেছেন। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি তাজিকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বলে  দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স রোববার জানিয়েছে। 

আশরাফ গনির সাথে দেশটির ভাইস প্রেসিডেন্ট আমানুল্লাহ সালেহও রয়েছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে, প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একটি সূত্র পালানোর দাবি নাকচ করে বলছে, প্রেসিডেন্ট পালিয়ে যাননি। ফাস্ট লেডির সঙ্গে রোববার সারাটা সকাল তিনি প্রেসিডেন্ট প্যালেসের বাগানে কাটিয়েছেন।

তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রোববারই আফগান সরকারের শীর্ষস্থানীয় এই দুজন পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন। যদিও সমর্থিত সূত্র থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা যায়নি।

তালেবানের অগ্রযাত্রা এবং রাজধানীর প্রবেশদ্বারে তাদের অবস্থান নেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর শহরের বাসিন্দারা কাবুল ছেড়ে পালাতে শুরু করেছে।

রাজধানী কাবুলের অনেক মানুষ গাড়িতে করে শহর থেকে পালানোর চেষ্টা করছেন। কোন কোন এলাকা থেকে বিক্ষিপ্তভাবে বন্দুকের আওয়াজ শোনা যাচ্ছে। 
তালেবানদের সাথে যোগ দিয়েছেন সিলেটের যুবক আব্দুর রাজ্জাক

তালেবানদের সাথে যোগ দিয়েছেন সিলেটের যুবক আব্দুর রাজ্জাক



তালেবানদের সাথে যোগ দিয়ে জেহাদ করার লক্ষে আফগানিস্তান গিয়েছেন সিলেটের যুবক আব্দুর রাজ্জাক।

সিলেট নগরীর বাসিন্দা ২০ বছর বয়েসি আব্দুর রাজ্জাক গত মার্চ মাসে হঠাৎ করেই বন্ধুদের সঙ্গে নিখোঁজ হয়ে যান।


পরে খোঁজ নিয়ে পুলিশ জানায়, ‘জেহাদ’ করতে রাজ্জাক আফগানিস্তানে চলে গেছেন।

এঘটনা বিশ্বাস করতে পারছিলেন না তার আত্মীয়-স্বজন। পুলিশ নিশ্চিত করে জানায়, আব্দুর রাজ্জাক এখন আফগানিস্তানে অবস্থান করছেন।

পুলিশের বক্তব্য, কথিত ‘হিজরত’ আর ‘মুসলমানদের রক্ষার’ নামে আব্দুর রাজ্জাকের বাড়িছাড়া হয়েছেন। তার বড় ভাই সালমান খান তার নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন।

সালমান গণমাধ্যমকে জানান, গত ২৪ মার্চ সন্ধ্যা ৭টায় বাসা থেকে বের হন আব্দুর রাজ্জাক। ‘দুদিন বন্ধুর বাসায় থাকব’- এমনটি বলে তিনি সিলেট নগরীর লামাবাজারস্থ বাসা ছাড়েন তিনি। সেখান থেকে রাজ্জাক যান বন্ধু ফরিদের বাসায়। ২৫ মার্চ ফরিদের বাসা থেকে নিজ বাসায় ফেরার কথা থাকলেও আর ফেরেননি তিনি।


সম্প্রতি আব্দুর রাজ্জাকের সন্ধান দিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সংস্থাটি বলছে, ভারত হয়ে রাজ্জাক এখন আফগানিস্তানে অবস্থান করছেন। তিনি একা নন, তার সঙ্গে আরও অনেক বাংলাদেশি যুবক আছেন। সেখানে তালেবানদের সহযোগী হিসেবে তারা কাজ করছেন।

শনিবার (১৪ আগস্ট) রাতে রাজ্জাকের ভাই সালমান খান বলেন, রাজ্জাক লামাবাজারের একটি কলেজের শিক্ষার্থী। ছোটবেলা থেকেই খুব শান্তপ্রকৃতির সে। দ্বিতীয় শ্রেণি থেকে নিয়মিত নামাজ আদায় করে। খুব বেশি নয়, হাতেগোনা কয়েকজন বন্ধুর সঙ্গে ছিল তার চলাফেরা। প্রয়োজন ছাড়া পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলত না রাজ্জাক। এলাকায় তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সে যে আফগানিস্তান যেতে পারে— এটা বিশ্বাস হয় না।


সম্প্রতি পুলিশ দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার হওয়া কয়েকজন জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে সিটিটিসি। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তাদের অনেক বন্ধু কথিত হিজরতের নামে আফগানিস্তান গেছেন। তাদের মধ্যে রাজ্জাকও রয়েছেন। রাজ্জাকের ছবি দেখে তারা বিষয়টি সিটিটিসিকে নিশ্চিত করেন।

রাজ্জাক কীভাবে আফগানিস্তানে গেল— জানতে চাইলে সিটিটিসি জানায়, প্রথমে ভারত, এরপর পাকিস্তান হয়ে তিনি আফগানিস্তান পৌঁছেছেন। হিজরতের নামে তালেবানদের সঙ্গী হয়ে যুদ্ধ করাই তার মূল উদ্দেশ্য। রাজ্জাক শুধু একাই যাননি। তার মতো আরও অনেক যুবক হিজরতের নামে গ্রুপ করে তালেবানদের ডাকে আফগানিস্তানে যাচ্ছেন। তারা তালেবানদের সহযোগী হিসেবে কাজ করতে চান।

শুধু রাজ্জাক নন তার মতো আরও অনেকে বর্তমান আফগান-পরিস্থিতি নিয়ে বেশ উদ্বেলিত। তাদের মধ্যে তালেবান ফ্যান্টাসি কাজ করছে। তালেবানদের সঙ্গে তারাও বিজয়ের সঙ্গী হতে চান। এ কারণে দলে দলে সেখানে (আফগানিস্তান) যাওয়ার চেষ্টা করছেন। অনেকে সফলও হয়েছেন।


নাম প্রকাশে অনিচ্ছুক সিটিটিসি’র অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদমর্যাদার এক কর্মকর্তা বলেন, অনেক আগে থেকেই আমরা রাজ্জাকের বিষয়ে জানতাম। তিনি আফগানিস্তান যেতে পারেন- এমনও সন্দেহ ছিল। সম্প্রতি কয়েকজন জঙ্গিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি যে, তিনি আফগানিস্তান গেছেন।

রাজ্জাকের ভাইয়ের বক্তব্য অনুযায়ী, ছোট বেলা থেকেই তিনি খুবই শান্ত স্বভাবের ছিলেন। একা একা থাকতে পছন্দ করতেন। নিয়মিত নামাজও পড়তেন। কলেজ বন্ধ থাকলে বন্ধুদের সঙ্গে তাবলিগ জামাতে যেতেন। সব সময় কম কথা বলতেন। কাজ ছাড়া অতিরিক্ত কথা বলতেন না। রাজ্জাক বলতেন, ‘অতিরিক্ত কথা বলে যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি তাহলে তো আমি পাপ করে ফেললাম। এ কারণে কম কথা বলাই ভালো।’

বড় ভাই সালমান বলেন, ‘ফোনেও কারও সঙ্গে বেশি কথা বলত না সে। গান-বাজনা পছন্দ করত না। ঘরে কোনো দিন টিভিও কিনতে দেয়নি।’ আমাকে প্রায়ই বলত, ‘মুসলমানদের ওপর অত্যাচার করে সবাই মজা পায়। সবাই শুধু মুসলমানদের ওপর দোষ চাপায়। আমরা (মুসলমানরা) কী এতই খারাপ? পৃথিবীতে আমাদের কি কোনো দাম নেই?’ আমরাও বিষয়টি তেমন গুরুত্ব দেইনি— বলেন সালমান।


ছোট ভাইয়ের নিখোঁজ হওয়ার দিনের বর্ণনা দিয়ে তিনি বলেন, গত ২৪ মার্চ সন্ধ্যায় রাজ্জাক তার বন্ধু ফরিদের বাসায় যায়। সেখানে সে একদিন থাকবে বলে আমাদের জানায়। ফরিদ যেহেতু লামাবাজার এলাকার ভাতলিয়া মসজিদের হুজুর, মসজিদের কোয়াটারেই সে থাকে, এ কারণে বাধা দেইনি। এরপর সে আর ফিরে আসেনি।

তিনি বলেন, অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ১ এপ্রিল কোতোয়ালি থানায় একটি জিডি করি। নিখোঁজ হওয়ার আগের দিন রাজ্জাক আমাকে বলেছিল, ‘আমি ফরিদের বাসায় যাচ্ছি, একদিন থাকব।’ আমি বলেছিলাম, ‘যাওয়ার আগে আমার সঙ্গে দেখা করে যেও।’ কিন্তু সে দেখা না করেই ফরিদের বাসায় যায়। এর আগেও দুদিন সে তার কোন বন্ধুর বাড়িতে গিয়ে থেকে এসেছে। সেই বন্ধুর পরিচয় আমার জানা নেই।

গোয়েন্দা সূত্র জানায়, প্রথমে তারা ভারতে প্রবেশ করছেন। সেখান থেকে একটি গ্রুপ তাদের পাকিস্তানে পার করে দিচ্ছে। পাকিস্তান থেকে আরেকটি গ্রুপ তাদের আফগানিস্তানে তালেবানদের কাছে পৌঁছে দিচ্ছে।