Monday, 16 August 2021

কাবুলের আকাশে উড়ন্ত বিমান থেকে পড়ছে মানুষ (ভিডিও)

কাবুলের আকাশে উড়ন্ত বিমান থেকে পড়ছে মানুষ (ভিডিও)



আফগানিস্তানের আকাশে উড়ন্ত বিমান থেকে পড়ে মৃত্যু হল দুই ব্যক্তিল সোমবার দুপুরে কাবুল বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, প্রাণ বাঁচাতে বিমানের চাকায় আশ্রয় নিয়েছিলেন ওই দুই আফগান নাগরিক। বিমান আকাশে ওড়ার পরেই ছিটকে পড়েন তারা।


সোমবার কাবুল বিমানবন্দরের এই মর্মান্তিক দুর্ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ হয়েছে।

রোববার দুপুরে তালেবান কাবুল দখল করলে আফগানিস্তানের রাজধানীর বিমান বন্দরে ভিড় বাড়তে শুরু করে। সোমবার দেশ ছাড়ার সময় কাবুল বিমানবন্দরে ‘হুড়োহুড়িতে’ অন্তত পাঁচ জন নিহত হয়েছেন।


দেশ ছাড়তে মরিয়া অনেক আফগান: বিমানবন্দরে বিশৃঙ্খলা, গোলাগুলি, হতাহতের খবর (ভিডিও)

দেশ ছাড়তে মরিয়া অনেক আফগান: বিমানবন্দরে বিশৃঙ্খলা, গোলাগুলি, হতাহতের খবর (ভিডিও)



তালেবানর কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর শত শত মানুষ আফগানিস্তান ছাড়ার জন্য হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেছেন।


এতে বিমানবন্দরে প্রচণ্ড বিশৃঙ্খলা দেখা দেয়ার খবর পাওয়া গেছে। এমনকি সেখানে গোলাগুলি ও হতাহতেরও খবর পাওয়া যাচ্ছে।


শহর থেকে কর্মীদের সরিয়ে নিতে থাকা যুক্তরাষ্ট্রের সেনারা বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে। সোমবার সকালের দিকে ভিড় সরাতে তারা আকাশে ফাঁকা গুলি করেছে বলেও খবর পাওয়া যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছেন, কাবুল বিমানবন্দরে গুলিতে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে।


তবে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, হতাহতের সংখ্যা আরও বেশি। একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, তিনি পাঁচজন ব্যক্তির মৃতদেহ একটি গাড়ি করে নিয়ে যেতে দেখেছেন। আরেকজন বলেছেন, হতাহতরা গুলিতে নাকি ভিড়ে পদদলিত হয়ে মারা গেছেন, তা তিনি নিশ্চিত নন।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

২০ বছর আগের সেই নামে ফিরছে আফগানিস্তান

২০ বছর আগের সেই নামে ফিরছে আফগানিস্তান



রাজধানী কাবুল দখলের পর প্রেসিডেন্ট প্রাসাদ থেকে শিগগিরই তালেবানরা তাদের দেশকে আবার ‘ইসলামিক আমিরাত অব আফিগানিস্তান’ ঘোষণা করবে।

রোববার কাবুলে বিনা যুদ্ধে প্রবেশ করে তালেবান প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ নেওয়ার পর দলটির একজন নেতার বরাত দিয়ে কয়েকটি সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।


এদিন আল জাজিরার সম্প্রচারিত ফুটেজে কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে বহু সশস্ত্র যোদ্ধাকে দেখা গেছে, তাদের তালেবান কমান্ডার বলে বর্ণনা করেছে গণমাধ্যমটি। 

তালেবানের রাজনৈতিক দপ্তরের মুখপাত্র মোহাম্মদ নাঈম আল জাজিরা টেলিভিশনকে বলেন, আজ আফগান জনগণ ও মুজাহিদিনদের জন্য একটা মহান দিন। তারা ২০ বছর ধরে তাদের ত্যাগের ও চেষ্টার ফল দেখতে পাচ্ছে।

তিনি জানান, আফগানিস্তানে নতুন সরকার গঠনের বিষয়টি শিগগিরই পরিষ্কার করা হবে। তালেবান বিচ্ছিন্নতার মধ্যে থাকতে চায় না এবং শান্তিপূর্ণ আন্তর্জাতিক সম্পর্কের আহ্বান জানান তিনি।


নাঈম বলেন, আমরা যা চেয়েছিলাম সেখানে পৌঁছেছি, এটি হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা ও জনগণের স্বনির্ভরতা। অন্য কারও ওপর হামলা চালাতে কাউকে আমাদের ভূখণ্ড ব্যবহার করতে দেব না এবং আমরা অন্যের ক্ষতি করতে চাই না।
দেশে পাবজি, ফ্রি-ফায়ারসহ ক্ষতিকর গেমস বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

দেশে পাবজি, ফ্রি-ফায়ারসহ ক্ষতিকর গেমস বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট



বাংলাদেশে সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি, ফ্রি-ফায়ারসহ ক্ষতিকর সব অনলাইন গেমস আগামী তিন মাস বন্ধ থাকার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।


রিটকারী আইনজীবী হুমায়ুন কবির পল্লব বিবিসি বাংলাকে বলেন, হাইকোর্টের নির্দেশনায় অনলাইন গেমসগুলোকে রেগুলার মনিটরিং বা পর্যবেক্ষণ করার জন্য একটি কারিগরি কমিটি গঠন কেন করা হবে না এবং একই সাথে এ সম্পর্কিত একটি গাইডলাইন কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

এছাড়া টিকটক, লাইকি, বিগো লাইভসহ অনলাইন লাইভ স্ট্রিমিং অ্যাপসগুলো কেন বন্ধের নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এর জন্য ১০ দিনের রুল জারি করা হয়েছে।


২০২১ সালের ২৪শে জুন দেশীয় সব অনলাইন প্ল্যাটফর্মে টিকটক, বিগোলাইভ, লাইকি, পাবজি এবং ফ্রি ফায়ারের মতো গেমসগুলো বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ুন কবির পল্লব এবং মোহাম্মদ কাউছার এই রিট আবেদনটি করেন।

ওই রিট আবেদনের শুনানিতেই সোমবার এই নির্দেশ দেয়া হল।

আগামী ১০ দিন পর এ সম্পর্কিত নোটিশের উত্তর পাওয়ার পর আরেকটি শুনানি অনুষ্ঠিত হবে। এর পর সে অনুযায়ী, এসব গেমস ও অ্যাপসগুলো বাংলাদেশে স্থায়ীভাবে বন্ধ করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান সুপ্রিম কোর্টের এই আইনজীবী।

মি. কবির বলেন, পাবজির মতো গেমসগুলোতে তরুণ সমাজ আসক্ত হয়ে পড়ছে। এছাড়া এসব গেমসের মাধ্যমে কিশোরদেরকে সহিংসতার প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তারা অভ্যস্ত হয়ে পড়ছে। যার কারণে তারা অর্থ ব্যয় করে এসব গেমস খেলছে। আর এ কারণেই অনলাইনে এসব গেমসকে ক্ষতিকর হিসেবে মনে করা হচ্ছে।


শোক দিবসে সিলেট জেলা পরিষদের খতমে কুরআন ও দোয়া মাহফিল

শোক দিবসে সিলেট জেলা পরিষদের খতমে কুরআন ও দোয়া মাহফিল



জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট জেলা পরিষদের উদ্দ্যোগে রবিবার জেলা পরিষদ হলরুমে  খতমে কোরান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে পরিষদ প্রাঙ্গনে স্হাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয় ।

 এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ লুৎফুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা, প্যাণেল চেয়ারম্যান আলহাজ শামীম আহমদ, আমাতুজ জাহুরা রওশন জেবিন রুবা, সদস্য মোহাম্মদ শাহানুর, সায়্যিদ আহমদ সুহেদ, মোঃ লোকন মিয়া,সাজনা সুলতানা হক চৌধূরী, তামান্না আক্তার হেনা, সিনিয়র সহকারী প্রকৌশলী, আব্দুল কাদের মোজাহিদ, উপ সহকারী প্রকৌশলী হাসিব আহামেদ, সূর্য সেন রায়, চেয়ারম্যান মহোদয়ের সিএ একেএম কামারুজ্জামান মাসুম, প্রধান সহকারী দেলওয়ার হোসেন জোয়ারদার, হিসার রক্ষক মোঃ নাজিম উদ্দীন, উচ্চমান সহকারী ধীরেন্দ্র কুমার সিংহ, বর্ণালী দাশ, নিম্নমান সহকারী নীলরতন দাস, সার্ভেয়ার মোঃ মফিজুর রহমান প্রমূখ।
শরীফগঞ্জ ইউনিয়নে শুরু হল কুশিয়ারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ফ্রি অক্সিজেন সেবা

শরীফগঞ্জ ইউনিয়নে শুরু হল কুশিয়ারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ফ্রি অক্সিজেন সেবা



গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে কুশিয়ারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ফ্রি অক্সিজেন সেবা কর্মসূচীর।

অনুষ্ঠানে কুশিয়ারা হোয়াটসঅ্যাপ গ্রুপের উপদেষ্টা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আতিকুর রহমান আতিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন গ্রুপের আইন উপদেষ্টা সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট একমাল হোসেন সুমন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রহমান বলেন, মহামারির ক্রান্তিলগ্নে কুশিয়ারা হোয়াটসঅ্যাপ গ্রুপ মানবতার সেবায় এগিয়ে এসেছে। এ অঞ্চলে মানুষের দুর্ভোগের সময় গ্রুপটি ফ্রিতে সেবা প্রদান করার যে প্রত্যয় ব্যক্ত করেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। এসময় তিনি মহতি কাজে এগিয়ে আসায় হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রতিষ্ঠাতা মোঃ জেড রহমান জুনু'র প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে আলোকিত খাটকাই সামাজিক সংগঠনের জাবেদুর রহমান রিপন এর পরিচালনায় উপস্থিত ছিলেন  কুশিয়ারা হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রতিষ্ঠাতা মোঃ জেড রহমান জুনু, গ্রুপের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। 

এছাড়া উপস্থিত ছিলেন গ্রুপ সদস্য জিলাল আহমদ, রুহেল আহমদ,জবরুল, ফরহাদ হোসেইন নাইম-সহ খাটকাই গ্রামের মুরব্বিয়ান ও স্বেচ্ছাসেবকবৃন্দ। 


উল্লেখ্য, গ্রুপটিতে পরামর্শক হিসাবে রয়েছেন ডাক্তার বেলায়ত চৌধুরী, ডাক্তার আব্দুর রউফ এবং ডাক্তার সুহেল আহমদ। 

অনুষ্ঠানে হোয়াটসঅ্যাপ গ্রুপের এ মহতি কাজে অংশ নিতে ৩টি অক্সিজেন সিলিন্ডার দান করেন কানাডা প্রবাসী জয়নাল আবেদীন জামিল, ১টি অক্সিজেন সিলিন্ডার দান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আতিকুর রহমান আতিক, ৩টি অক্স মিটার দান করেন লন্ডন প্রবাসী হাঃ মৌঃ নুরুল ইসলাম দুলু মিয়া। এছাড়া আরেকটি অক্সিজেন সিলিন্ডার দান করার ঘোষনা দেন লন্ডন প্রবাসী আব্দুল মুমিন এবং ৫ হাজার টাকা অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দেন সোদি আরব প্রবাসী মোঃ ফজলু মিয়া।

ফ্রি অক্সিজেন সেবাটি পরিচালনায় থাকবে খাটকাই রাইজিং স্টার, আলোকিত খাটকাই এবং বিশ্ব প্রবাসী শরিফগঞ্জ উন্নয়ন পরিষদ।


জকিগঞ্জে জামায়াত নেতা নুরুল হক গ্রেফতার

জকিগঞ্জে জামায়াত নেতা নুরুল হক গ্রেফতার



প্রতিবেশীর মামলায় জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের জামায়াত নেতা নুরুল হককে (৭২) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুরুল হক কাজলসার ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত সাতির আলী ছেলে। তিনি কাজলসার ইউনিয়ন জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে।


পুলিশ জানায়, গত ১১ আগস্ট নুরুল হকসহ তার ৪ ছেলের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় একটি অভিযোগ দাখিল করেন একই গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুল জব্বার (৫২)। 

অভিযোগে উল্লেখ করা হয়, নুরুল হকসহ তার ৪ ছেলে পাশের বাড়ির বাসিন্দা আব্দুল জব্বারের বাড়ির দেয়াল নির্মাণকে কেন্দ্র করে নির্মাণ কাজে বাধা দিয়ে একপর্যায়ে আব্দুল জব্বারসহ তাদেরকে মারধর করে ঘর থেকে টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করে নেন। পরে পুলিশ ঘটনার তদন্ত করে ১৪ আগস্ট ১৪৩/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোডে মামলা রেকর্ড করে। এ মামলায় রবিবার রাতে নুরুল হককে গ্রেফতার করে পুলিশ।


গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম জানান, পাশের বাড়ির দেয়াল নির্মাণকে কেন্দ্র করে নির্মাণ কাজে বাধা, মারধর, টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগে দায়েরকৃত মামলায় নুরুল হককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার আদালতে পাঠানো হবে। এ মামলার অন্য আসামীদেরকেও গ্রেফতারে অভিযান চলছে।