Tuesday, 17 August 2021

ভারতের সঙ্গে ফ্লাইট চালুর অনুমতি

ভারতের সঙ্গে ফ্লাইট চালুর অনুমতি



ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগের অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এছাড়াও বিশ্বের ২৭টি দেশের যাত্রীদের জন্য বাংলাদেশ ভ্রমণে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে সংস্থাটি।

সোমবার (১৬ আগস্ট) এ সংক্রান্ত জারি করা সার্কুলারে বেবিচক জানায়, এসব নির্দেশনা আজ থেকেই কার্যকর করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।


সার্কুলারে আর্জেন্টিনা, বতসোয়ানা, কিউবা, সাইপ্রাস,সোয়াজিল্যান্ড, জর্জিয়া, ইরান, লিবিয়া, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, স্পেনসহ মোট ১১টি দেশের জন্য পৃথক নির্দেশনা দিয়েছে বেবিচক।

বেবিচক জানায়, যারা এ ১১টি দেশ থেকে আসবেন তাদের অবশ্যই যাত্রার তারিখের ১৪ দিন আগে করোনাভাইরাসের প্রতিরোধক টিকার পূর্ণাঙ্গ ডোজ নিতে হবে। এছাড়াও দেশে ফিরে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে কারও মধ্যে যদি করোনার লক্ষণ কিংবা উপসর্গ দেখা দেয়, তাকে নিজ খরচে হোটেল বুকিং করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এসব দেশ থেকে ভ্যাকসিন ছাড়া কোনো নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। এসব দেশে আটকে পড়া বাংলাদেশের নাগরিকরা স্ব স্ব দেশের দূতাবাসের মাধ্যমে বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরতে পারবেন। সেক্ষেত্রে তাদের ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। একই নির্দেশনা এসব দেশ থেকে আসা নাবিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

উল্লেখ্য, করোনার প্রাদুর্ভাব কমাতে গত ৫ জুলাই জারি করা সার্কুলারে ভারতসহ ৮টি দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। দেশগুলো হলো- ভারত, বতসোয়ানা, নেপাল, মঙ্গলিয়া, নামিবিয়া, পানামা, দক্ষিণ আফ্রিকা ও তিউনিশিয়া।
শোক দিবস উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেড, সিলেট বিভাগের বিভিন্ন কর্মসুচী পালন।

শোক দিবস উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেড, সিলেট বিভাগের বিভিন্ন কর্মসুচী পালন।



সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেড সিলেট বিভাগে পক্ষ থেকে সকাল নয়টায় জেলা প্রশাসক কার্য্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে, সকাল দশটায় বিভাগীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোওয়া এবং দুপুর বারটায় জনতা ব্যাংক ষ্টাফ কোয়ার্টারের গবীর দূঃস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতিরণ দুপুর একটায় জনতা ব্যাংকের প্রাঙ্গন পরিষ্কার পরিচন্ন করা হয়েছে। 

এসব কর্মসূচীতে অংশ গ্রহন করেছেন জনতা ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ, উপমহাব্যবস্থাপক ও বঙ্গবন্ধু পরিষদ বিভাগীয় কমিটির সভাপতি সনদীপ কুমার রায়, বিভাগীয় কমিটির সিঃ সহসভাপতি ও সরকারী মহাব্যবস্থাপক শাহাদাৎ হোসেন সরকার, সহকারী মহাব্যবস্থাপক মাহবুবুল আলম, সিনিয়র প্রিন্সিপাল অফিসার শুভাশিস চক্রবর্তী, কাজীটিলা শাখার ম্যানেজার ছয়ফুল আলম চৌধুরী, শেখঘাট শাখার ম্যানেজার তানভীর আহমদ শাকিল, তাজপুর শাখার ময়ানেজার দীপংকর দেব, সিলেট কর্পোরেট শাখার সিঃ প্রিন্সিপাল অফিসার ইমন চন্দ্র দাস,বিয়ানীবাজার শাখার ম্যানেজার অশ্রুজিত পাল লিটু, স্টেশন রোড শাখার ব্যবস্থাপক আব্দুল মতিন,কুমারগাও শাখার ম্যানেজার দীপীকা রহমান,সিনিয়র অফিসার ও বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক রুহুল আলম, বিভাগীয কার্যালয়ের সিনিয়র অফিসার মোঃ জিয়াউর রহমান,জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদ সিলেট অঞ্চলের সাধারন আলম হোসেন, জনতা ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল,বিভাগীয় কার্য্যালয়ের কর্মকর্তা ও সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী প্রমুখ।
নুরপুর স্বাস্থ্য কেন্দ্রে ফজলুর রহমান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নুরপুর স্বাস্থ্য কেন্দ্রে ফজলুর রহমান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল



দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের নুরপুর স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট মোঃ ফজলুর রহমান স্মরণে রাইজিং ষ্টার সমাজ কল্যাণ সংস্থা রাজাপুর নুরপুর এর উদ্যোগে ১৬ আগষ্ট সোমবার দুপুরে স্বাস্থ্য কেন্দ্রে এক শোক সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 

রাইজিং ষ্টার সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মবশ্বির আহমদের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ আরমান আহমদ শিপলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ সমাপন সিনহা, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মুহিদ হোসেন, স্হানীয় ইউপি সদস্য রৌশন আহমদ, বিশিষ্ট মুরব্বী সিরাজ মিয়া,মলিক মিয়া। 


এসময় বক্তব্য রাখেন মরহুম ফজলুর রহমান এর পুত্র জাহিদ হোসেন, সংস্থার উপদেষ্টা শহীদ আলী, সাধারন সম্পাদক শাহ কামরান আহমদ। সাংগঠনিক সম্পাদক রোহেল আহমদ এর পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রিমন আহমদ। 

সভায় বক্তারা মরহুমের কর্মময় জীবনের উপর আলোচনা করেন। তারা বলেন, ফজলুর রহমান ছিলেন অত্র এলাকার সর্বস্তরের মানুষের আপনজন, সব সময় তাদেরকে সেবা দিতে তৎপর থাকতেন। তার এ সেবার কারনে গোটা এলাকার জনগন তাকে আজীবন স্মরণ করবে। নেতৃবৃন্দ  তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন রাজাপুর পুর্বপাড়া জামে মসজিদের ইমাম হাফিজ হোসাইন আহমদ। পরে উপস্থিত সকলের মাঝে শিরনী বিতরন করা হয়।

Monday, 16 August 2021

তিন বছর পর জামিনে মুক্ত ইসহাক সরকার

তিন বছর পর জামিনে মুক্ত ইসহাক সরকার



দীর্ঘ তিন বছর কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। আজ সোমবার রাতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। কারা ফটক থেকে বের হওয়ার পর ছাত্রদলের বর্তমান কমিটি ও সাবেক কমিটির নেতারা তার গলায় ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মামুন খান ইসহাক সরকারের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।


ইসহাক সরকারের মুক্তির পর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘অবশেষে আমাদের প্রিয় সহযোদ্ধা কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার জামিনে মুক্তি পেয়েছে।’

২০১৮ সালের ৮ জুলাই বনানী থেকে ইসহাক সরকারকে গ্রেপ্তার করা হয়। ওই বছরে দায়ের করা রমনা থানার সর্বশেষ মামলায় জামিন পেলে কাশিমপুর কারাগার-২ থেকে আজ রাত সাড়ে ৮টার দিকে তিনি মুক্ত হন।
আফগানদের আশ্রয় দিতে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অনুরোধঃ জবাবে ঢাকার ‘না'

আফগানদের আশ্রয় দিতে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অনুরোধঃ জবাবে ঢাকার ‘না'



আফগানদের আশ্রয় দিতে বাংলাদেশের প্রতি অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে সে অনুরোধ ফিরিয়ে দেয়া হয়েছে।

রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে ‘কষ্টে’ থাকায় সরকার এমন অবস্থান নিয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু দেশ, তারা আমাদের কাছে অনুরোধ করেছিল, আমরা না করেছি।”


সরকারের অবস্থানের বিষয়ে যুক্তি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা বলেছি, রোহিঙ্গাদের নিয়ে অনেক কষ্টের মধ্যে আছি, আমাদের আর ঝামেলার ফেলবেন না।”

কোন মাধ্যমে অনুরোধ এসেছে- এ প্রশ্নে তিনি জানান, ওয়াশিংটন ও ঢাকার কূটনৈতিক মাধ্যমে এই অনুরোধ এসেছে।

দুই দশক পর গোঁড়া ইসলামী দল তালেবান রোববারই আফগানিস্তানের রাজধানীর দখল নিয়েছে। দেশটির অধিকাংশ এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর অভিযানে উৎখাত হওয়া তালেবান আবার ফিরে এসেছে যুক্তরাষ্ট্রের সৈন্যরা আফগানিস্তান ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে।

শরিয়া আইন জারির করে তালেবান আবার নিপীড়ন চালাবে এই আশঙ্কায় আফগানদের অনেকে দেশ ছেড়ে পালাতে চাইছেন।

এমন মানুষের ভিড়ে কাবুল বিমানবন্দর লোকারণ্য হয়ে উঠেছে। আবার পাকিস্তান সীমান্তেও ভিড় জমিয়েছে আফগানরা। 
আইসিইউতে রওশন এরশাদ

আইসিইউতে রওশন এরশাদ



জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

সোমবার তার সহকারী একান্ত সচিব (এপিএস) মামুন হাসান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, সিএমএইচে শনিবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় রওশনের ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাই অক্সাইড পাওয়ায় তাকে ভর্তি করা হয়। আজ (সোমবার) ম্যাডামের শারীরিক পরিস্থিতি আগের চেয়ে অনেক স্থিতিশীল।

বিরোধী দলীয় নেতার দপ্তরের সংবাদ বিজ্ঞিপ্তিতে জানানো হয়, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশনের ছেলে রাহগীর আলমাহি সাদ এরশাদ মায়ের আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
৭৮ বছর বয়সী রওশন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য। তিনি দুই মেয়াদে সংসদের বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করছেন। 
দেশেই উৎপাদন হবে সিনোফার্ম টিকা, চুক্তি স্বাক্ষর

দেশেই উৎপাদন হবে সিনোফার্ম টিকা, চুক্তি স্বাক্ষর



প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে যৌথভাবে ভ্যাকসিন উৎপাদনে চীনের সিনোফার্ম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ভ্যাকসিন উৎপাদনকারী অন্যতম প্রতিষ্ঠান ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ সোমবার (১৬ আগস্ট) বিকালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) মিলনায়তনে এ চুক্তি সম্পন্ন হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।

অনুষ্ঠানে চীনের সিনোফার্ম ভ্যাকসিন বাংলাদেশে যৌথভাবে উৎপাদনের লক্ষ্যে সিনোফার্ম, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইনসেপ্টা ভ্যাকসিনের পক্ষে যথাক্রমে সমঝোতা স্বাক্ষর করেন জাহিদ মালেক, চীনের রাষ্ট্রদূত মি লি জিমিং এবং ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির।


অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এ চুক্তির ফলে চীনের সঙ্গে সম্পর্ক আরও মজবুত এবং শক্তিশালী হবে। 

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন  বলেন, চুক্তিতে বাংলাদেশ, সিনোফার্ম ও দেশীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস স্বাক্ষর করবে। ইনসেপ্টা চীন থেকে টিকার মূল ওষুধ দেশে নিয়ে আসবে এবং দেশে বোতলজাত এবং মোড়কীকরণের কাজ সম্পন্ন করে পরিপূর্ণভাবে প্রস্তুত করবে।