Thursday, 19 August 2021

হেফাজতের ভারপ্রাপ্ত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী

হেফাজতের ভারপ্রাপ্ত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী



আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে শূন্য হওয়া পদে ভারপ্রাপ্ত আমীর হিসেবে দায়িত্ব পালন করবেন সংগঠনটির প্রধান উপদেষ্টা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি প্রয়াত জুনায়েদ বাবুনগরীর মামা। 

বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় এক বিশেষ বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।


হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

২০২০ সালে হেফাজতের আমির হন জুনায়েদ বাবুনগরী। আমৃত্যু তিনি এই পদে ছিলেন। এর আগে তিনি এ সংগঠনের মহাসচিব পদে ছিলেন। তখন আমির ছিলেন প্রয়াত আল্লামা আহমদ শফী। 
 
আজ দুপুর সাড়ে ১২টার দিকে জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেন। বৃহস্পতিবার রাত ১১টায় চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত হবে।

এর আগে তার দাফন গ্রামের বাড়িতে নাকি হাটহাজারী মাদ্রাসা সংলগ্ন এলাকায় দাফন তার হবে—তা নিয়ে আলোচনা চলছিল।পরে বৈঠক করে গ্রামের বাড়িতে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।


যদিও এর আগে দাফনের কথা ছিল মাদ্রাসা প্রাঙ্গণে। ওই সময়ে হেফাজতের নায়েবে আমির সালাউদ্দিন নানুপুরী জানিয়েছিলেন, হেফাজতের সাবেক আমির প্রয়াত আল্লামা শফিকে যে কবরস্থানে দাফন করা হয়েছিল সেখানেই দাফন করা হবে বাবুনগরীকে। 

প্রথমে সিদ্ধান্ত ছিল লাশ দাফন করা হবে ফটিকছড়ির বাবুনগর গ্রামে বাবুনগরীর পারিবারিক কবরস্থানে।  পরে সিদ্ধান্ত হয় হাটহাজারী মাদ্রাসা কবরস্থানে বাবুনগরীকে শায়িত করা হবে।এ নিয়ে কয়েক দফা সিদ্ধান্ত বদল হয়। সর্বশেষ সিদ্ধান্ত হয়েছে জুনায়েদ বাবুনগরীর দাফন হবে ফটিকছড়ির বাবুনগর গ্রামে।
আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজা সম্পন্ন, লাখো মানুষের ঢল

আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজা সম্পন্ন, লাখো মানুষের ঢল



হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। এতে ইমামতি করেছেন তার মামা আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। 

বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটের পর হাটহাজারীতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে দেশের শীর্ষস্থানীয় আলেমরা উপস্থিত ছিলেন।  


মাদ্রাসার ভেতরে জায়গা সংকুলান না হওয়ায় ভীড়ের কারণে মরদেহ বহনকারী কফিন মাদ্রাসা মাঠ থেকে স্থানীয় ডাকবাংলোতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই নামাজে জানাজা পরিচালিত হয়।

এর আগে তার দাফন গ্রামের বাড়িতে নাকি হাটহাজারী মাদ্রাসা সংলগ্ন এলাকায় দাফন তার হবে—তা নিয়ে আলোচনা চলছিল।পরে বৈঠক করে গ্রামের বাড়িতে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।

যদিও এর আগে দাফনের কথা ছিল মাদ্রাসা প্রাঙ্গণে। ওই সময়ে হেফাজতের নায়েবে আমির সালাউদ্দিন নানুপুরী জানিয়েছিলেন, হেফাজতের সাবেক আমির প্রয়াত আল্লামা শফিকে যে কবরস্থানে দাফন করা হয়েছিল সেখানেই দাফন করা হবে বাবুনগরীকে। 

প্রথমে সিদ্ধান্ত ছিল লাশ দাফন করা হবে ফটিকছড়ির বাবুনগর গ্রামে বাবুনগরীর পারিবারিক কবরস্থানে। পরে সিদ্ধান্ত হয় হাটহাজারী মাদ্রাসা কবরস্থানে বাবুনগরীকে শায়িত করা হবে।এ নিয়ে কয়েক দফা সিদ্ধান্ত বদল হয়। সর্বশেষ সিদ্ধান্ত হয়েছে জুনায়েদ বাবুনগরীর দাফন হবে ফটিকছড়ির বাবুনগর গ্রামে।


৬৭ বছর বয়সি দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

২০২০ সালে হেফাজতের আমির হন জুনায়েদ বাবুনগরী। আমৃত্যু তিনি এই পদে ছিলেন। এর আগে তিনি এ সংগঠনের মহাসচিব পদে ছিলেন। তখন আমির ছিলেন প্রয়াত আল্লামা আহমদ শফী।  

বাবুনগরী হেফাজত আমিরের পাশাপাশি চট্টগ্রামের মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক পদেও ছিলেন।

তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি, চট্টগ্রাম নুরানি তালিমুল কুরআন বোর্ডের চেয়ারম্যান এবং মাসিক মুঈনুল ইসলামের প্রধান সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি নাজিরহাট বড় মাদ্রাসার মুতাওয়াল্লি, মাসিক দাওয়াতুল হকের পৃষ্ঠপোষক, ইনসাফ২৪.কম ও কওমিভিশন.কমের প্রধান উপদেষ্টাসহ কয়েকটি সংস্থা ও প্রতিষ্ঠানের নেতৃস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন।  
আল-এমদাদ স্কুলের প্রতিষ্ঠাকালীন শিক্ষক আব্দুল মছব্বিরের মৃত্যুতে ব্যাংকার মাহবুবুল হকের শোক ও স্মৃতিচারণ

আল-এমদাদ স্কুলের প্রতিষ্ঠাকালীন শিক্ষক আব্দুল মছব্বিরের মৃত্যুতে ব্যাংকার মাহবুবুল হকের শোক ও স্মৃতিচারণ



১৯৫৫ সালে প্রতিষ্ঠিত চন্দরপুর আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক আব্দুল মছব্বিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যমুনা ব্যাংক লিমিটেডের সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবী মোঃ মাহবুবুল হক।



তিনি এক শোক বার্তায় আব্দুল মছব্বিরের স্মৃতিচারণ করে বলেন, আব্দুল মছব্বির স্যারের গ্রামের বাড়ি দেবারাই গ্রামে। তিনি ১৯৫৫ সালে আল-এমদাদ জুনিয়র স্কুলের একজন শিক্ষক ছিলেন। আমি তখন চতুর্থ শ্রেণীতে তাঁর ছাত্র ছিলাম। তিনি একজন নিবেদিত প্রাণ ও অত্যন্ত জনপ্রিয় শিক্ষক ছিলেন।  সেদিন তাঁর মত শিক্ষকগণের ঐকান্তিক প্রচেষ্টায় আল-এমদাদ স্কুল হাটি হাটি পা পা  করে এগিয়ে গিয়েছিল। আমি আমার প্রাণ প্রিয় শিক্ষকের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করছি। 

তিনি আরোও বলেন, আব্দুল মছব্বির স্যারকে হারিয়ে আমরা সুন্দর ও মহৎ  হৃদয়ের  অধিকারী একজন মানুষকে হারালাম। প্রার্থনা করছি মহান আল্লাহ সুবহান তায়ালা তাঁকে মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমীন। 


স্মৃতিচারণে মাহবুবুল হক তৎকালীন (১৯৫৫) সময়ের অন্যান্য শিক্ষকগণের কথাও স্মরণ করেন। তিনি বলেন ১৯৫৫ সালে আল এমদাদ জুনিয়র স্কুলে প্রধান শিক্ষক হিসেবে ছিলেন চন্দরপুর গ্রামের কোবাদ আলী বি.এ. বি.টি, এরপরে একই দায়িত্বে যোগ দিয়েছিলেন খাটকাই গ্রামের আব্বাস আলী। এছাড়া শিক্ষক হিসেবে আরোও ছিলেন, পুরুষপাল গ্রামের হারুনুর রশিদ, তাঁর ভাই মামুনুর রশিদ, একই গ্রামের ছমির উদ্দিন, বর্তমান প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জ্যোৎস্নাময় আচার্যের পিতা রায়গড় গ্রামের গণেন্দ্র আচার্য এবং বাগিরঘাট গ্রামের মৌলভী আব্দুল ওয়াহিদ।

এসময় তিনি প্রত্যেক গুরুজনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে মরহুম সকলের মাগফেরাত কামনা করেন এবং জীবিত হারুনুর রশিদ স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন

উল্লেখ্য, আব্দুল মছব্বির গত ১৫ আগস্ট( রবিবার)  সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটের সময় সিলেট নুরজাহান ক্লিনিকে মৃত্যুবরণ করেন। তাঁর বাড়ি বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের দেবারাই গ্রামে।

মরহুম আব্দুল মছব্বির ৩ মেয়ে ও ৫ পুত্রের জনক ছিলেন। 

তিনি বিয়ানীবাজারের তাবলীগের বিশিষ্ট দাঈ এবং শত শত উস্তাদের উস্তাদ হিসেবেই পরিচিত রয়েছেন।


তিনি ডাঃ একেএম জাকারিয়া ও আমেরিকা প্রবাসী এটিএম তালহার পিতা  ও সিলেটের ডাঃ ফাইজা আক্তারের দাদা ছিলেন।

মৃত্যুকালে তিনি  সন্তান-সন্ততি, নাতি- নাতনী ও আত্মীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান।

তাঁর মৃত্যুতে এলাকাবাসী-সহ সর্বস্থরের লোকজন শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেন।

আমরা সকলেই তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা  করি।

বিএনপি নেতা মাওলানা রশীদ ও লায়েক আহমদের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

বিএনপি নেতা মাওলানা রশীদ ও লায়েক আহমদের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল



সিলেটের গোলাপগঞ্জে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাওলানা রশিদ আহমদ ও  গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য লায়েক আহমেদ-সহ সারাবিশ্বের অসুস্থ মানুষের রোগ মুক্তির কামনায় গোলাপগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

আজ (বৃহস্পতিবার) বিকেলে বাদ আছর গোলাপগঞ্জ চৌমূহনী জামে মসজিদে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । দোয়া পরিচালনা করেন গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের ইমাম মাওলানা ওয়ারিছ উদ্দিন। 


দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,  উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মামুন আহদ রিপন,  পৌর আহবায়ক এনাম আহমদ,  গোলাম আজম শাইস্তা,  আতাউল রহমান আতা,  দুলাল আহমদ,  নজরুল ইসলাম,  মছরুর আহমদ,  সুফিয়ান আহমদ খান, শাহনুর আহমদ, এম মামুনুর রশীদ,  আব্দুল আজিজ মুন্না, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ চৌধুরী, আব্দুর রহমান, বেলাল আহমদ,  তমজীদ আলী,  সিরাজুল ইসলাম সিরাজ,  সেবুল আহমদ,  ফজল আহমদ, আব্দুর রহমান,  শাহজাহান আহমদ-সহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সিলেটের কয়েকটি স্থানে টানা ৪ দিন নির্দিষ্ট সময়ে থাকবে না বিদ্যুৎ

সিলেটের কয়েকটি স্থানে টানা ৪ দিন নির্দিষ্ট সময়ে থাকবে না বিদ্যুৎ




সিলেটের কয়েকটি স্থানে টানা ৪ দিন নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ  থাকবে না বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট

উন্নয়নমূলক ও গাছ-পালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য সিলেট মহানগরীর বেশ কয়েকটি এলাকায় ২১, ২২, ২৩ ও ২৬ আগস্ট সকাল থেকে বিকাল পর্যন্ত নির্দিষ্ট কয়েক ঘণ্টা করে চার দিন বিদ্যুৎ থাকবে না।


বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিতরণ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ আগস্ট (শনিবার) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই ৮ ঘণ্টা সিলেট মহানগরীর শাহজালাল উপশহর ব্লক-এ, বি, সি, ডি, জে, এবিসি পয়েন্ট, তেররতন, ভ্যাট অফিস, সৈয়দানীবাগ, সোনারপাড়া, সাদারপাড়া এবং আশ-পাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

একই দিন সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই ৩ ঘণ্টা সিলেটের বোরহান উদ্দিন মাজার, কুশিঘাট, নয়াবস্তি, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর বাইপাস, টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ রোড নং-১/২/৩, পূর্ব শাপলাবাগ, শাহপরান থানা ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
 
২২ আগস্ট (রোববার) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই ৮ ঘণ্টা সিলেট মহানগরীর শাহজালাল উপশহর ব্লক -এ, বি, সি, ডি, জে, এবিসি পয়েন্ট, তেররতন, ভ্যাট অফিস , সৈয়দানীবাগ, সোনারপাড়া, সাদারপাড়া এবং আশ-পাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


২৩ আগস্ট (সোমবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ৮ ঘণ্টা সিলেট মহানগরীর টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ রোড নং-১/২/৩, পূর্ব শাপলাবাগ ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সর্বশেষ ২৬ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই ৫ ঘণ্টা সিলেট মহানগরীর বোরহান উদ্দিন মাজার, কুশিঘাট, নয়াবস্তি, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর বাইপাস, টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ রোড নং-১/২/৩, পূর্ব শাপলাবাগ, শাহপরান থানা ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
 
নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছেন বিউবো সিলেট বিতরণ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন।
স্বাধীনতা দিবসের সমাবেশে তালেবানের গুলি, হতাহতের আশঙ্কা

স্বাধীনতা দিবসের সমাবেশে তালেবানের গুলি, হতাহতের আশঙ্কা



আফগানিস্তানে স্বাধীনতা দিবসে সমাবেশে জাতীয় পতাকা দোলানো মানুষের ওপর গুলি চালিয়েছে তালেবান যোদ্ধারা। 

বৃহস্পতিবার দেশটির আসাদাবাদ শহরে তালেবানের গুলিতে বেশ কয়েকজন নিহত হয়েছেন।তাছাড়া পদদলিত হয়েও কয়েকজন মারা গেছেন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আল আরাবিয়া নিউজ এ খবর জানিয়েছে।
তবে এ বিষয়ে তাৎক্ষণিক তালেবান মুখপাত্রের বক্তব্য পাওয়া যায়নি। 


এর আগের দিন দেশটির গুরুত্বপূর্ণ শহর জালালাবাদে জাতীয় পতাকা উড়ানো নিয়ে তালেবানের গুলিতে তিনজন নিহত হয়েছেন।তালেবানরা শহরের একটি গুরুত্বপূর্ণ স্কয়ার থেকে আফগানিস্তানের জাতীয় পতাকা সরিয়ে নিজেদের পতাকা লাগালে স্থানীয়রা বিক্ষোভ করে।সেখান থেকেই সংঘর্ষ ও পরে গুলিতে তিন আফগান নিহত হন। 
১৯১৯ সালের ১৯ আগস্ট ব্রিটিশ নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয় তালেবান। তারা এই দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছে। 

গত রোববার কাবুল দখল করে তালেবান যোদ্ধারা। এর আগের দিন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি পালিয়ে যান।
নিউজিল্যান্ডের বিপক্ষে তামিমকে বাদ দিয়ে ১৯ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা

নিউজিল্যান্ডের বিপক্ষে তামিমকে বাদ দিয়ে ১৯ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা



স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ১৯ জন সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলে যোগ দিয়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। জিম্বাবুয়ে সফরের স্কোয়াডে থাকা অলরাউন্ডার আমিনুল ইসলাম বিপ্লবও আছেন দলে।


তবে হাঁটুর ইনজুরি সেভাবে সেরে না ওঠাও এ সিরিজেও বিশ্রাম নিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। ১৯ সদস্যের স্কোয়াডে ঠাঁই হয়নি মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনেরও। ফর্ম না থাকায় সুযোগ হারিয়েছেন তিনি। এছাড়া অস্ট্রেলিয়া সিরিজের খেলা বিজয়ী দলের সবাই রয়েছেন স্কোয়াডে। 

বাংলাদেশ স্কোয়াড:

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মাহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ।