Thursday 19 August 2021

স্বাধীনতা দিবসের সমাবেশে তালেবানের গুলি, হতাহতের আশঙ্কা



আফগানিস্তানে স্বাধীনতা দিবসে সমাবেশে জাতীয় পতাকা দোলানো মানুষের ওপর গুলি চালিয়েছে তালেবান যোদ্ধারা। 

বৃহস্পতিবার দেশটির আসাদাবাদ শহরে তালেবানের গুলিতে বেশ কয়েকজন নিহত হয়েছেন।তাছাড়া পদদলিত হয়েও কয়েকজন মারা গেছেন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আল আরাবিয়া নিউজ এ খবর জানিয়েছে।
তবে এ বিষয়ে তাৎক্ষণিক তালেবান মুখপাত্রের বক্তব্য পাওয়া যায়নি। 


এর আগের দিন দেশটির গুরুত্বপূর্ণ শহর জালালাবাদে জাতীয় পতাকা উড়ানো নিয়ে তালেবানের গুলিতে তিনজন নিহত হয়েছেন।তালেবানরা শহরের একটি গুরুত্বপূর্ণ স্কয়ার থেকে আফগানিস্তানের জাতীয় পতাকা সরিয়ে নিজেদের পতাকা লাগালে স্থানীয়রা বিক্ষোভ করে।সেখান থেকেই সংঘর্ষ ও পরে গুলিতে তিন আফগান নিহত হন। 
১৯১৯ সালের ১৯ আগস্ট ব্রিটিশ নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয় তালেবান। তারা এই দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছে। 

গত রোববার কাবুল দখল করে তালেবান যোদ্ধারা। এর আগের দিন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি পালিয়ে যান।

শেয়ার করুন