Monday, 23 August 2021

সপ্তাহজুড়ে খালি চোখেই দেখা যাবে বৃহস্পতি ও শনি: নাসা

সপ্তাহজুড়ে খালি চোখেই দেখা যাবে বৃহস্পতি ও শনি: নাসা



সৌরজগত নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। চলছে গবেষণাও। এবার সামনে এলো চাঞ্চল্যকর এক তথ্য। 

সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহ বৃহস্পতি এখন পৃথিবীর আকাশে হয়ে উঠেছে উজ্জ্বলতম। কারণ গ্রহটি এসে পড়েছে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি। এমনকি কাছাকাছি এসেছে শনি গ্রহও।


মেঘ না থাকলে আগামী এক সপ্তাহ সন্ধ্যার পর থেকেই আকাশে দেখা যাবে বৃহস্পতিকে। 

নাসা জানিয়েছে, টেলিস্কোপ ছাড়া খালি চোখে উজ্জ্বলতম বৃহস্পতি গ্রহকে এক সপ্তাহ ধরে রাতের আকাশেই দেখা যাবে। শুধু উজ্জ্বলতাই নয়, আকাশে যত তারা দেখা যায়, তাদের মধ্যে বৃহস্পতিই আকারে হয়ে উঠেছে এখন বৃহত্তম।

জ্যোতির পদার্থবিজ্ঞানের পরিভাষায়, সূর্যকে প্রদক্ষিণের পথে গত ১৯ আগস্ট থেকে সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহটি এখন রয়েছে ‘অপজিশন’-এ। যার অর্থ— পৃথিবীর যেদিকে রয়েছে সূর্য, এখন বৃহস্পতি রয়েছে ঠিক তার উল্টো দিকে। আগস্টেই সৌরমণ্ডলের আরও একটি গ্রহ শনিও চলে আসছে অপজিশনে। ফলে এই মাসে পৃথিবীর রাতের আকাশে বৃহস্পতি ও শনি দুটি গ্রহই হয়ে উঠেছে উজ্জ্বলতম।


নাসা জানিয়েছে, ২২ আগস্ট রাতের আকাশে চাঁদের বাঁ দিকে একটু ওপরে দেখা যাবে উজ্জ্বলতম বৃহস্পতিকে। আর শনিকে দেখা যাবে বৃহস্পতির ওপরে একটু ডান দিক ঘেঁষে।
জকিগঞ্জে থেকে দুই লক্ষাধিক টাকার ফেনসিডিল উদ্ধার: আটক-১

জকিগঞ্জে থেকে দুই লক্ষাধিক টাকার ফেনসিডিল উদ্ধার: আটক-১



জকিগঞ্জে বসত ঘর থেকে দুই লক্ষাধিক টাকার ফেনসিডিল-সহ মাদক কারবারী নজরুল ইসলামের স্ত্রীকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।

জানা যায়, জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী গ্রামের মৃত হারিছ আলীর পূত্র মাদক ব্যবসায়ী নজরুল ইসলামের বসতঘর থেকে দুই লক্ষাধিক টাকা মূল্যের ২০১ বোতল ফেনসিডিল উদ্ধার করে থানা পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম ঘরের জানালা ভেঙ্গে পালিয়ে যেতে সক্ষম হলেও তার স্ত্রী পরভীন বেগমকে মাদকসহ হাতেনাতে আটক করে পুলিশ।


জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কাসেম-এর সার্বিক তত্বাবধানে রোববার ২ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার এসআই নুর জামাল-এর নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে মাদক ব্যবসায়ী নজরুল ইসলামের স্ত্রী পারভীন বেগমের দেখানো মতে বসতঘরের দক্ষিন কক্ষের খাটের নীচে পৃথক দু’টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ২০১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে পুলিশ উপস্থিত লোকজনের সামনে মাদকগুলো জব্দ করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী আটক পারভীন বেগম (৪০) কে আসামী করে মামলা দায়ের করেছে।

স্থানীয়রা জানান, মাদক ব্যবসায়ী নজরুল ইসলামের আয় উপার্জনের বৈধ কোন পেশা নেই। সে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে তার স্ত্রীর সহায়তায় দীর্ঘদিন যাবত পুলিশ ও বিজিবি সদস্যের চোঁখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী দেশ ভারত থেকে ফেনসিডিল আমদানী করে স্থানীয়ভাবে বিক্রয় করে আসছে। নজরুল ইসলাম এলাকায় ফেনসিডিল বিক্রয় করায় এলাকার যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। সে আইন শৃংখলা বাহিনীকে ধোকা দিতে প্রায়ই ফেনসিডিল ক্রয় বিক্রয়ের কাজে তার স্ত্রী পারভীন আক্তার ব্যবহার করে আসছে।


বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কাসেম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত আছে। আমরা মাদক ব্যবসায়ী বা মাদকসেবী কাউকে কখনো ছাড় দেবনা। এ ক্ষেত্রে জকিগঞ্জের আপামর জনসাধারণের সহযোগিতা প্রয়োজন। জকিগঞ্জ থানা পুলিশ চায় সীমান্তবর্তী এ অঞ্চল মাদকমুক্ত হোক।

কুশিয়ারা নিউজ/রাজু আহমেদ/জ.গ-২৩/০৮/২০২১
সিলেট থেকে ফেরার পথে নৌকা ডুবিতে স্বামী-স্ত্রী নিহত, সন্তান নিখোঁজ

সিলেট থেকে ফেরার পথে নৌকা ডুবিতে স্বামী-স্ত্রী নিহত, সন্তান নিখোঁজ



ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের শিশু সন্তান নিখোঁজ রয়েছে।


আজ সোমবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার উরখুলিয়া ও ভৈরবনগর গ্রামের মাঝামাঝি স্থানে তিতাস নদে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নবীনগর উপজেলার কাইতলা গ্রামের দুলাল মিয়ার ছেলে রিয়াদ (৩০) ও তার স্ত্রী লিজা আক্তার (২৫)। এ ঘটনায় রিয়াদ ও লিজা দম্পতির এক শিশু সন্তান মারিয়া (৮) নিখোঁজ রয়েছে। রিয়াদ তার স্ত্রী-সন্তানকে নিয়ে সিলেটে বসবাস করতেন।

জানা যায়,  ছোট নৌকা করে তাঁরা বাড়ি ফিরছিলেন। এসময় বড় ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এতে স্বামী-স্ত্রী ও তাদের সন্তান পানিতে ডুবে নিহত হয়েছে। পরে স্থানীয়রা স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করতে পারলেও সন্তানের লাশ এখনও নিখোঁজ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। 


নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নদী থেকে রিয়াদ ও তার স্ত্রী লিজার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের শিশু সন্তান মারিয়া নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের জন্য চেষ্টা চলছে।


কুশিয়ারা নিউজ/রাজু আহমেদ-জুনাইদ খলিফা/২৩/০৮/২০২১
বিয়ানীবাজারের চারখাইয়ে ফ্রি অক্সিজেন সেবা চালু

বিয়ানীবাজারের চারখাইয়ে ফ্রি অক্সিজেন সেবা চালু



বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নে করোনা আক্রান্ত রোগিদের জন্য ফ্রি অক্সিজেন সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। তরুণ সমাজসেবক জামিল আহমদের সার্বিক সহযোগিতায় এবং নাম প্রকাশে অনিচ্ছুক প্রবাসীদের  অর্থায়নে  প্রতিশ্রুতি করোনা লাশ দাফন-কাফনের উদ্যােগে এ সেবার উদ্বোধন করা হয়।


গত ২২ আগস্ট রোববার বিকেলে স্থানীয় একটি হোটেলের হল রুমে বিনামূল্যে এ অক্সিজেন সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ডাক্তার এনায়েত চৌধুরী সভাপতিত্বে প্রতিশ্রুতি করোনা লাশ দাফন কাফনের সদস্য এস.এ রুমেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুত দাইয়ান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক হুসেন মুরাদ চৌধুরী, কুশিয়ারা হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জেড রহমান জুনু, বিশিষ্ট সমাজসেবক সাইদুল আলম, জামিল আহমদ।


অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, প্রতিশ্রুতি করোনা লাশ দাফন-কাফনের প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ খালেদ আহমদ ও তায়েফ আহমদ চৌধুরী-সহ আরো অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মানব সেবামূলক এ ধরনের কার্যক্রমের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা জানান। এছাড়া এ ধরনের মানব সেবা মুলক কার্যক্রমে প্রবাসী ও বৃত্তবান-সহ সুশীল নাগরিকবৃন্দদেরকে এগিয়ে আসার আহ্বান জানান।


উদ্বোধনী অনুষ্ঠানে নাম প্রকাশে অনিচ্ছুক প্রবাসীদের পক্ষ থেকে জামিল আহমদ উপস্থিত অতিথিবৃন্দদেরকে নিয়ে প্রতিশ্রুতি করোনা লাশ দাফন-কাফনের সদস্যদের হাতে পাঁচটি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন।
মাওলানা রশীদ আহমদের জানাজার স্থান ও সময়

মাওলানা রশীদ আহমদের জানাজার স্থান ও সময়



সাপ্তাহিক ‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ’ পত্রিকার সম্পাদক, জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি এডভোকেট মাওলানা রশীদ আহমদ (৭০) আর নেই। তিনি সিলেট নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)।

তিনি দীর্ঘদিন থেকে জটিল রোগে ভোগছিলেন। গত এক সপ্তাহ ধরে তিনি সিলেট নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।


জানাজার স্থান ও সময়ঃ
আগামীকাল মঙ্গলবার  (২৪ আগস্ট)  বাদ আসর গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে বলে জানা গেছে।

এডভোকেট মাওলানা রশীদ আহমদের বাড়ি গোলাপগঞ্জে। তিনি উপজেলার হাজীপুর এলাকার বাসিন্দা।


গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি দু'বার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
মাওলানা রশীদ আহমদের মৃত্যুতে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির শোক

মাওলানা রশীদ আহমদের মৃত্যুতে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির শোক


সাপ্তাহিক গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ রাজনৈতিক ব্যক্তিত্ব এডভোকেট  মাওলানা মাওলানা রশীদ আহমদ মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার  সকাল ১১ টা ১০ মিনিটের সময় তিনি চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আগামীকাল মঙ্গলবার  (২৪ আগস্ট)  বাদ আসর গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে মরহুমের  জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ সমাহিত করা হবে।


এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ জাবেদ মাহমুদ-সহ সংগঠনের নেতৃবৃন্দ। 

তারা এক শোক বার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। 
(বিজ্ঞপ্তি)
সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক, রাজনীতিক এড. মাও. রশীদ আহমদ আর নেইঃ কুশিয়ারা নিউজ পরিবারের শোক

সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক, রাজনীতিক এড. মাও. রশীদ আহমদ আর নেইঃ কুশিয়ারা নিউজ পরিবারের শোক



সাপ্তাহিক ‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ’ পত্রিকার সম্পাদক, জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি এডভোকেট মাওলানা রশীদ আহমদ (৭০) আর নেই। তিনি সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)।

তিনি দীর্ঘদিন থেকে জটিল রোগে ভোগছিলেন। গত এক সপ্তাহ ধরে তিনি সিলেট নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।
 
সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি জুনেদ আহমদ চৌধুরী জানান, হাসপাতালেই আজ সকালে মারা যান মাওলানা রশিদ আহমদ। তার জানাজার নামাজের সময় এখনও নির্ধারণ করা হয়নি।

এডভোকেট মাওলানা রশীদ আহমদের বাড়ি গোলাপগঞ্জে। তিনি উপজেলার হাজীপুর এলাকার বাসিন্দা।

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি দু'বার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

'গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ' পত্রিকার সম্পাদকের মৃত্যুতে আমরা কুশিয়ারা নিউজ পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ মরহুমকে জান্নাতের সর্বোচ্চ স্থানে আসীন করুক, আমীন।