Thursday, 26 August 2021

ভারতে তিন তালাকের বিরুদ্ধে জয়ী হওয়া সেই ‌আইনজীবীই ভুয়া!

ভারতে তিন তালাকের বিরুদ্ধে জয়ী হওয়া সেই ‌আইনজীবীই ভুয়া!



ভারতে ব্যাপক আলোচিত-সমালোচিত তিন তালাক প্রথার বিরুদ্ধে আইনি লড়াই করা বিজেপি নেত্রী নাজিয়া এলাহিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ তিনি আইনজীবীই নন!

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, মিথ্যা আইনজীবী পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির থেকে মামলা লড়ার জন্য টাকা নিয়েছেন নাজিয়া। কিন্তু সেই মামলা আর লড়েননি। বৃহস্পতিবার নাজিয়াকে গ্রেফতার করে গিরিশ পার্ক থানার পুলিশ।  


খবরে বলা হয়, নাজিয়া নিজেকে আইনজীবী হিসেবে দাবি করলেও তার কাছে এমন কোনও প্রমাণ মেলেনি। নাজিয়ার যোগদানের সময় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীও হাজির ছিলেন। তবে এই গ্রেফতার নিয়ে আপাতত চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

পুলিশের বরাত দিয়ে আনন্দবাজারের খবরে বলা হয়, সঞ্জীব আগরওয়াল নামে এক ব্যক্তি অভিযোগে জানান, বিবাহ বিচ্ছেদের মামলা লড়ার জন্য তার থেকে ৬ লক্ষ টাকা নিয়েছিলেন নাজিয়া। কিন্তু মামলা লড়েননি। এরপর ২০২০ সালে গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। তদন্তে নেমে বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশনকে চিঠি পাঠায় পুলিশ। সেখান থেকেই পুলিশ নিশ্চিত হয় যে, নাজিয়ার আইনজীবী পরিচয় সঠিক নয়।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন জানায়, তিন তালাক প্রথাকে অবৈধ ঘোষণা করার ভারতজুড়ে আন্দোলনের অন্যতম মুখ ছিলেন ইশরাত জাহান ও তার ‘আইনজীবী’ নাজিয়া এলাহি। তিন তালাক প্রথার বিরুদ্ধে রাজপথে আন্দোলনের পাশাপাশি আইনজীবী হিসেবেও লড়াই করেন নাজিয়া। এক্ষেত্রে তিনি সফলতাও পান। তার পক্ষেই রায় দেয় ভারতীয় আদালত। আদালতের মাধ্যমে ভারতে তিন তালাক অবৈধ ঘোষণা করা হয়। 


পরে ইশরাত ও নাজিয়া দুজনই বিজেপিতে যোগ দেন। বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাদের সঙ্গে বিজেপিতে যোগ দেন আরও দেড়শতাধিক মুসলিম নারী। 


নাজিয়া ইস্যুতে নীরব বিজেপিঃ

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ২০১৮ সালে বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও দেবশ্রী চৌধুরীর হাত ধরে বিজেপিতে যোগ দেন নাজিয়া। কিন্তু নাজিয়া গ্রেফতারের খবরে নীরবতা বজায় রেখেছে বিজেপি।

বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‌অনেকেই বিজেপিতে যোগ দিয়েছেন। সবাইকে আমি চিনি না।'

নাজিয়াকে তিনি না চিনতে পারলেও বিজেপির লিগ্যাল ও মজদুর সেলের নেত্রী হিসাবে পরিচিত নাজিয়া। বিভিন্ন কর্মসূচিতে দলের সদর দফতরে তাকে দেখা গিয়েছে। তার ফেসবুক পেজে একাধিক নেতা-নেত্রীর সঙ্গে ছবি রয়েছে।


যে কারণে তিন তালাক অবৈধ ঘোষণা করা হয়ঃ

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিনের খবরে বলা হয়, ২০১৫ সালে হঠাৎ দুবাই থেকে ফোন করে পনের বছরের বিবাহিত জীবনে ইতি টানেন ইশরাতের স্বামী মোহম্মদ মোর্তাজা আনসারি। ফোনে তিন তালাক বলে জানিয়ে দেন, তিনি অন্য একজনকে বিয়ে করতে চলেছেন। পর পর তিন মেয়ে জন্মানোয় দুবাইয়ে কর্মরত মোর্তাজা আস্তে আস্তে ইশোতের থেকে দূরে সরে যাচ্ছিলেন। ১৫ বছরের দাম্পত্য জীবনে ফাটল বড় হতে শুরু করেছিল। মাঝে মধ্যেই ফোনে ঝগড়া হত। ছেলে জায়েদ জন্মানোর পরেও সে ফাটল জোড়া লাগেনি। মোর্তাজা হুমকি দিতেন ফের বিয়ে করার।

একদিন ফোনে এ রকম ঝগড়ার মাঝেই পর পর তিনবার তালাক বলে ইশরতকে বর্তমান থেকে প্রাক্তন স্ত্রী করে দেন মোর্তাজা। শুধু তিন তালাক বলেই থেমে থাকেননি মোর্তাজা। ইশরাত পরে অভিযোগ করেছিলেন, মোর্তাজা দুবাই থেকে ফিরে তাদের চার সন্তানকে ইশরাতের থেকে কেড়ে নেন। তাদের নিয়ে বিহারের গ্রামে গিয়ে আবার একটা বিয়ে করেন।


এক পর্যায়ে ‘আইনজীবী’ নাজিয়া ইলাহির শরণাপন্ন হন ইশরাত। শুরু হয় আইনি লড়াই।

একদিকে আইনি লড়াই ও অন্যদিকে রাজপথে আন্দোলন দুটো করেছেন তারা সমানতালে। এ সময় বিজেপি তাদের সমর্থন জানায়। এক পর্যায়ে ভারতের আদালতে তিন তালাক অবৈধ ঘোষণা করা হয়। 
কান্দিগাও ইউনিয়নে জনতা ব্যাংকের উপহার সামগ্রী বিতরণ

কান্দিগাও ইউনিয়নে জনতা ব্যাংকের উপহার সামগ্রী বিতরণ



বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বাষির্কী উপলেক্ষে জনতা ব্যাংক লিমিটেড, বিভাগী কার্যালয় ও এরিয়া অফিস, সিলেট এর যৌথ  উদ্যোগে ২৫ আগষ্ট বুধবার সিলেট সদর উপজেলার  কান্দিগাঁও ইউনিয়নের চামাউরা কান্দি গ্রামের অসহায় দরিদ্র পরিবারের মধ্যে  উপহার (খাদ্য) সামগ্রী বিতরণ করা হয়েছে ।
 
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব  আশফাক আহমদ।

 
এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ, এরিয়া অফিস, সিলেট এর উপমহাব্যবস্থাপক সন্দীপ কুমার রায়, কান্দিগাও ইউনিয়ন পরিষদের চেয়াম্যান নিজাম উদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। 

আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ এলাকার অসহায় ও দরিদ্র জনসাধারণের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন।

বিজ্ঞপ্তি
গোলাপগঞ্জ ফাউন্ডেশন কানাডার পক্ষ থেকে অক্সিজেন কনসেনট্রেটর বিতরণ

গোলাপগঞ্জ ফাউন্ডেশন কানাডার পক্ষ থেকে অক্সিজেন কনসেনট্রেটর বিতরণ



গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টো, অন্টারিও কানাডার পক্ষ থেকে দুটি অক্সিজেন কনসেনট্রেটর, ১ শত পিস ফেইসশীট ও ১ টি অক্সিমিটার করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের বিনামূল্যে সেবা দানের জন্য প্রদান করা হয়। বুধবার (২৫ আগষ্ট) বেলা সাড়ে ১১ ঘটিকায় গোলাপগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন  কক্ষে সমাজসেবী ছয়েফ উদ্দিন চৌধুরীর  সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ।


প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রবাসীরা দেশের প্রতিটি সঙ্কটকালীন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। নিজেদের প্রয়োজনকে তুচ্ছ করে বর্তমান করোনা মহামারীর সময় ও তারা দেশের মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন যা প্রশংসার দাবী রাখে। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবীর এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সুদর্শন সেন।  


উল্লেখ্য ইতিমধ্যে গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টো, অন্টারিও কানাডার পক্ষ থেকে পৌর এলাকার রণকেলীতে ঢাকাদক্ষিণের নগর গ্রামে আরো দুটি অক্সিজেন কনসেনট্রেটর ও ২ টি অক্সিমিটার করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের বিনামূল্যে সেবা দানের জন্য প্রদান করা হয়।
গীতিকার ফজলুর রহমান ফলু'র এফ.আর মিউজিক স্টুডিওতে সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত

গীতিকার ফজলুর রহমান ফলু'র এফ.আর মিউজিক স্টুডিওতে সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত



যুক্তরাজ্য প্রবাসী গীতিকার ফজলুর রহমান ফলু-এর ব্যবস্থাপনা ও পরিচালনাধীন এফ.আর মিউজিক স্টুডিওতে সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বাদ সন্ধ্যায় এ সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

এসময় গীতিকার ফজলুর রহমান ফলু'র লেখা গান পরিবেশন করেন সঙ্গীত শিল্পীরা।


অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে সঙ্গীত উপভোগ করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। উপস্থিত ছিলেন গীতিকার ফজলুর রহমান ফলু, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতার সিলেটের সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস, পুলিশের সাব ইন্সপেক্টর রাশেদুল আলম খান প্রমুখ।

এসময় সঙ্গীত পরিবেশন করেন, পূরবী, রাশেদুল আলম খান, প্রিয়া, শিপু ইসলাম, জাবরুল ইসলাম, এমরান হোসেন প্রমুখ।


অনুষ্ঠানে আরোও উপস্থিত থেকে সঙ্গীত উপভোগ করেন, জুনেদ আহমদ লিটন, সোহেল আরিয়ান, সালমান কাদের দিপু, সামাদুল ইসলাম অপু, আরিফুর রহমান, লিটন আহমদ, হোসাইন সারোয়ার, কবির আহমদ প্রমুখ।


উল্লেখ্য, আগামী সেপ্টেম্বর মাসে সিলেট নগরীর উপশহরস্থ এফ.আর মিউজিক স্টুডিওটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এ মিউজিক স্টুডিও'র ব্যবস্থাপক ও পরিচালক যুক্তরাজ্য প্রবাসী জনপ্রিয় গীতিকার ফজলুর রহমান ফলু। দেশ ও ভাষার টানে তিনি যুক্তরাজ্যে বসবাস করেও নিজের জন্মভূমিতে প্রতিষ্ঠা করেছেন অত্যাধুনিক এ মিউজিক স্টুডিওটি। স্টুডিওটি উদ্বোধনের পর এখানেই শিল্পীরা যাতে সঙ্গীত চর্চা করতে পারেন সেই লক্ষ্য নিয়েই তিনি তা প্রতিষ্ঠা করেছেন। 

গীতিকার ফজলুর রহমান ফলু সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলাধীন লামা-চন্দরপুর গ্রামের কৃতি সন্তান। জনপ্রিয় এ গীতিকারের বেশ কয়েকটি এলবাম ইতোপূর্বে বের হয়েছে।

Wednesday, 25 August 2021

সিলেটে সন্ধানী লাইফ  ইন্সুরেন্স কোম্পানীর ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

সিলেটে সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত



সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর সিলেট বিভাগীয় ব্যবসা উন্নয়ন সভা ২৪ আগষ্ট মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। 

সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর  জেনারেল ম্যানেজার মোঃ রাশেদুল ইসলাম এর সভাপতিত্বে ও কোম্পনীর তাকাফুল আদর্শ বীমার ইনচার্জ এম এ ওয়াদুদ আল মামুন এর পরিচালনায় অনুষ্ঠিত  ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর  হাজী ইদ্রিস মিয়া তালুকদার।

 তিনি তার বক্তৃতায় বলেন, ব্যবসা পরিচালনার মুল পুজি হলো আস্হা। আস্হা অর্জনের মাধ্যমে শুধু গ্রাহক নয়, সমাজের সকলের কাছ থেকে সম্মান অর্জন করা সম্ভব। সততা ও নিষ্টার সাথে কাজ করলে সকল ক্ষেত্রে সফলতা লাভ করা যায়। তিনি দেশের বৃহত্তর স্বার্থে সততা ও আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান। 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর ডিভিডি আসুক কুমার দেব, রেজাউল করিম, মোরশেদ আলী ও আরসি রুহুল আমিন সুজাত,আংগুর আলী।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  কর্মকর্তা আসলাম হোসেন, ফারুক আহমেদ, হাবিবুর রহমান, আবুল কাশেম প্রমুখ।
পর্তুগালের সিটি নির্বাচনে ইতিহাস গড়তে যাচ্ছেন দুই বাংলাদেশি

পর্তুগালের সিটি নির্বাচনে ইতিহাস গড়তে যাচ্ছেন দুই বাংলাদেশি



পর্তুগালে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে রাজধানীর লিসবনে রানা তাসলিম উদ্দিন এবং দ্বিতীয় বৃহত্তম শহর বন্দরনগরী পোর্তোতে শাহ আলম কাজল নামে দুই বাংলাদেশি ক্ষমতাসীন সোস্যালিস্ট পার্টির পক্ষে গুরুত্বপূর্ণ পদে প্রার্থী হয়েছেন।

পর্তুগালের রাজধানী লিসবনে রোববার ২২ আগস্ট বিকাল ৬টায় তারা রাজধানীর লিসবনের মিউনিসিপ্যালিটির আসন্ন সিটি নির্বাচনে অ্যাসেমব্লির সদস্য পদে সোশ্যালিস্ট পার্টির পক্ষ থেকে স্থানীয় বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি এবং সাংবাদিকদের উদ্দেশে প্রার্থিতা ঘোষণা করেন।


এ সময় তারা সবার সহযোগিতা কামনা করেন এবং কমিউনিটির সবাইকে পর্তুগিজ মূলধারার রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলোতে যুক্ত হওয়ার আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত কমিউনিটির ব্যক্তিরা রানা তসলিম উদ্দিনকে অভিবাদন জানান এবং তার এ গুরুত্বপূর্ণ অর্জনের বিষয়ে ভূয়সী প্রশংসা করেন।

অপরদিকে পর্তুগালের বন্দরনগরী দ্বিতীয় বৃহত্তম শহর পোর্তোতে বসবাসকারী বাংলাদেশ কমিউনিটি পোর্তোর সভাপতি ও ক্ষমতাসীন সোস্যালিস্ট পার্টির মহানগরের সদস্য শাহ আলম কাজল আসন্ন পোর্তো সিটির নির্বাচনে পোর্তো শহরের বাংলাদেশি অধ্যুষিত ফ্রেগজিয়া বনফিমের অ্যাসেম্বলি সদস্য বা কাউন্সিলর হিসেবে ৩নং পদে সোস্যালিস্ট পার্টির পক্ষে নির্বাচনে প্রার্থী হয়েছেন।

শাহ আলম কাজল এক লিখিত বার্তায় জানান, আমরা এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাচ্ছি; যাতে এই পথ অনুসরণ করে বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারি। তাছাড়া তিনি সেদেশের বাংলাদেশ কমিউনিটির সব ভোটারদের ২৫ সেপ্টেম্বর ২০২১ নির্বাচনে ভোট প্রদান করে তার বিজয়ের মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরার প্রতি আহ্বান জানান।


এই দুই প্রার্থী যদি নির্বাচিত হন তাহলে পর্তুগালের ইতিহাসে দুই শহরে দুজন বাংলাদেশি ইতিহাসের পাতায় নাম লেখাবেন। এ প্রসঙ্গে রানা তসলিম উদ্দিন বলেন, লিসবন মিউনিসিপ্যালিটির যে পদবিতে তিনি প্রার্থী হয়েছেন যা ইতোপূর্বে কোনো বাংলাদেশি প্রার্থী হননি। তার বিজয় পর্তুগালে বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

তারা মনে করেন, পর্তুগালের জাতীয় রাজনীতিতে তাদের অংশগ্রহণে এখানকার বসবাসরত প্রবাসীদের তথা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।

প্র.ডে/ফরিদ আহমেদ পাটোয়ারী/পর্তুগাল
গোলাপগঞ্জে জানাযা থেকে ফেরার পথে বিএনপি নেতা এমরান চৌধুরী গ্রেপ্তার

গোলাপগঞ্জে জানাযা থেকে ফেরার পথে বিএনপি নেতা এমরান চৌধুরী গ্রেপ্তার



নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জে এডভোকেট মাওলানা রশীদ আহমদের জানাযা থেকে ফেরার পথে বিএনপি নেতা এমরান আহমদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। 


মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার পৌর শহরের কদমতলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তিনি গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ পত্রিকার সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য এডভোকেট মাওলানা রশীদ আহমদের জানাযা শেষে ফিরছিলেন। 

পুলিশ জানায়, এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর  বিরুদ্ধে দুইটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। 


গোলাপগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ বলেন, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তবে কোন থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে তাৎক্ষণিক জানাতে পারেন নি পুলিশের এ কর্মকর্তা।

উল্লেখ্য, এডভোকেট এমরান আহমদ চৌধুরী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পদে রয়েছেন।