Sunday, 5 September 2021

হিরো আলমের কণ্ঠে ‘মানিকে মাগে হিথে’ (ভিডিও)

হিরো আলমের কণ্ঠে ‘মানিকে মাগে হিথে’ (ভিডিও)



সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয়তা পেয়েছে ‘মানিকে মাগে হিথে’ গানটি। ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবে আজকাল স্ক্রল করলেই নজরে পড়ছে অচেনা ভাষার একটি গান। একটি শব্দের অর্থও জানা নেই। তবুও গানের সুরে বুঁদ হয়ে আছেন সবাই। গানের কথা নয়, শুধু সুরই যে সংগীতপ্রেমীদের মোহাচ্ছন্ন করে ফেলে, তার প্রমাণ আবারও পাওয়া গেল। আর তাই ভাষা না বুঝে, মানে না জেনেও শেয়ার হচ্ছে ঝড়ের গতিতে।

গত কয়েক দিন ধরে নেটদুনিয়ায় ভাইরাল গানটি ঘিরে সোশ্যাল মিডিয়ায় আগ্রহের কমতি নেই। নেট দুনিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে, মিষ্টি চেহারার এক তরুণী মাইক্রোফোনের সামনে গান গাইছেন। গভীর চাহনি আর প্রাণ উজাড় করা হাসিতে কোটি কোটি মানুষকে মুগ্ধ করেছেন তিনি। ইতোমধ্যে সিংহলী ভাষার এই গানের তামিল, মালয় ও বাংলা সংস্করণ বের হয়েছে।

এবার ভাইরাল হওয়া গানটি গেয়েছেন সোশ্যাল মিডিয়া খ্যাত তারকা হিরো আলম।


শনিবার (৪ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন তিনি। ‘মানিকে মাগে হিথে’ হিরো আলম ভার্সন শিরোনামের গানটি ইতিমধ্যে শুনেছেন ১০ হাজারের বেশি মানুষ। আর গানটিতে মন্তব্য করেছেন প্রায় ৩ হাজার।

মন্তব্যের ঘরে একজন লিখেছেন, এই গান শুনলে অসুস্থ রোগীরা ও সুস্থ হইয়া যাইবে। কেউ আবার লিখেছেন আমি মরে যেতে চাই ছিলাম। কিন্তু গানটি শুনার জন্য এখনো বেচে আছি। আমাদের হিরো মলম ভাই ভাষা উচ্চারণ করতে গিয়ে একদম ছেড়াবেড়া পাকিয়ে ফেলেছে বলেও মন্তব্য করেছে একজন।

উল্লেখ্য, আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়ার একজন কেবল ব্যবসায়ী। নিজের বানানো মিউজিক ভিডিওর মডেল হয়ে আলোচনায় এসেছিলেন হিরো আলম। এরপর তিনি কাজ করেছেন চলচ্চিত্রেও। একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। নানা কারণে তিনি আলোচনায় রয়েই যাচ্ছেন। সম্প্রতি তিনি গায়ক হিসেবে আত্মপ্রকাশ করে একের পর এক গান গেয়ে যাচ্ছেন। এ নিয়ে তীব্র সমালোচনা হলেও তিনি থেমে নেই।


ভিডিওঃ


নভেম্বর থেকে ৪৩টি মডেলের স্মার্টফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

নভেম্বর থেকে ৪৩টি মডেলের স্মার্টফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ



১ নভেম্বর থেকে  ৪৩টি মডেলের স্মার্টফোনে কাজ করবে না হোয়াটসঅ্যাপ। পুরোনো অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনে জনপ্রিয় এই ম্যাসেজিং অ্যাপ বন্ধ হয়ে যাবে। হোয়াটসঅ্যাপের তরফ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।


হোয়াটসঅ্যাপের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, অ্যান্ড্রয়েড ৪.০.৪ বা তার আগের অপারেটিং সিস্টেমে থাকা ফোন এবং আইওএস ৯ বা তার থেকে আগের অপারেটিং সিস্টেম থাকা ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ। এসব ফোন প্রস্তুতকারণ সংস্থাও এই তথ্য নিশ্চিত করেছে।

স্যামসং গ্যালাক্সি এসথ্রি মিনি, ট্রেন্ড টু, ট্রেন্ড লাইট, কোর, এস টু, এলজি অপটিমাস এফ সেভেন, এফ ফাইভ, এলথ্রি টু ডুয়েল, এফ সেভেন টু, এফ ফাইভ টু, সনি এক্সপিরিয়া, হুয়েই অ্যাসেন্ড মেট, অ্যাসেন্ড ডি টু, অ্যাপল আইফোন এসই, সিক্সএস এবং সিক্স এস প্লাসে হোয়াটসঅ্যাপ কাজ করবে না বলে জানা গেছে।


গত বছর থেকে হোয়্যাটসঅ্যাপের নিরাপত্তা নিয়ে নানারকম জটিলতা শুরু হয়েছে। এর ফলে জনপ্রিয় এই ম্যাসেজিং অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা কমেছে বলে জানা গেছে। তবে অ্যাপে নিরাপত্তার কোনো অভাব নেই বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপস। এখানে দেওয়া বার্তা ও ছবি সব সময়েই নিরাপদ বলে দাবি করে আসছে তারা।
নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবকে সিলেট জেলা আওয়ামীলীগের অভিনন্দন

নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবকে সিলেট জেলা আওয়ামীলীগের অভিনন্দন



সিলেট-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবকে অভিনন্দন জানিয়েছেন সিলেট আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এক অভিনন্দন বার্তায় সিলেট জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমদ বলেন, সিলেট ৩ আসনের ভোটার প্রমাণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি তাঁদের আস্থা রয়েছে।


তিনি বলেন, মানুষের এখন উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। মানুষ বুঝতে পেরেছেন যে- শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই।

তিনি আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে বিজয়ী করায় সিলেট ৩ আসনের ভোটারদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

Saturday, 4 September 2021

সিলেটে বিজ্ঞানভিত্তিক হোমিওপ্যাথিক ওয়ার্কশপ অনুষ্ঠিত

সিলেটে বিজ্ঞানভিত্তিক হোমিওপ্যাথিক ওয়ার্কশপ অনুষ্ঠিত



বাংলাদেশ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি এসোসিয়েশন এর উদ্যাগে ৩ সেপ্টেম্বর শুক্রবার দিনব্যাপী রেপার্টরি ও কেইসটেকিং বিষয়ক বিজ্ঞানভিত্তিক হোমিওপ্যাথিক ওয়ার্কশপ সিলেট নগরীর মির্জাজাংগালস্হ জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

জালালাবাদ হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতালের প্রভাষক ও জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন সভাপতি ডা. মোঃ আবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে ও বাংলাদেশ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক এসোসিয়েশন  সভাপতি ডা. মোহাম্মদ গিয়াস উদ্দিন এর পরিচালনায়  ওয়ার্কশপে  প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন HSRF এর প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব ডা. আহাম্মদ হোসেন ফারুকী।


তিনি তার বক্তৃতায় বলেন, পেশাগত মানবৃদ্ধিতে চিকিৎসকদের আন্তরিকতার সহিত কাজ করতে হবে। এতে ব্যক্তিগত সুবিধার পাশাপাশি  প্রাতিষ্ঠানিক সুবিধা লাভ করা যায়। 

প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষন প্রদান করেন ডা. আব্দুল হালিম ঋপন, ডা. আব্দুল আলিম,  ডা. সামিউল আতিক, ডা. নিজাম উদ্দিন, ডা. মোহাম্মদ আব্দুল্লাহ।  

বক্তব্য রাখেন বাংলাদেশ ক্লাসিক্যাল হোমিওপ্যাথি এসোসিয়েশন এর সহসভাপতি ডা. মো: মুঈন উদ্দীন মুনীর, জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন সাংগঠনিক সম্পাদক  কামাল খান।


দিনব্যাপী ওয়ার্কশপে উপস্থিত ছিলেন ডা. মুহিব আলী, মুহাম্মদ আব্দুশ শাকুর, ডা. আবুল হোসেন, ডা. রুহুল আমীন, ডা. হালিমা বেগম, ডা. আয়েশা বেগম, ডা. বুশরাতুত তানিয়া, নিখিল মালাকার, ডাঃমফিকুর রহমান প্রমূখ।

প্রশিক্ষণ কর্মশালায় সিলেটের  ৫০ জন হোমিওপ্যাথিক চিকিৎসক উপস্থিত ছিলেন।


জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় হোমিওপ্যাথিক চিকিৎসার বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।
মানুষের ভালোবাসার প্রতিদান দিতে চান হাবিব

মানুষের ভালোবাসার প্রতিদান দিতে চান হাবিব


সিলেট-৩ আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে ৯০ হাজার ৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব।  শনিবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হওয়া সিলেট-৩ শূন্য আসনের উপনির্বাচনে বিজয়ী হন তিনি।

অধরা স্বপ্নটি হাতের মুঠোয় চলে আসায় ভীষণ উচ্ছ্বসিত দেখা গেছে তাকে। বিজয়ের বার্তা শুনার পর আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। প্রতিশ্রুতি দেন- সিলেট-৩ আসনের মানুষের ভালোবাসার প্রতিদান দেবেন তিনি।

ফলাফল ঘোষণার পর সিলেট-৩ আসনের নবনির্বাচিত এমপি হাবিবুর রহমান হাবিব তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, ‘এলাকার মানুষ যে সম্মান ও ভালোবাসা দেখিয়ে আমাকে বিজয়ী করেছেন, আমি নিশ্চয়ই এর প্রতিদান দেবো। যেসব নির্বাচনী প্রতিশ্রুতি আমি দিয়েছি, তা আমার মেয়াদকালেই সম্পন্ন করার আপ্রাণ চেষ্টা করবো। আমি সবার সহযোগিতা চাই।’

সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত এ প্রার্থী (নৌকা) পেয়েছেন ৯০ হাজার ৬৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আতিকুর রহমান (লাঙ্গল) পেয়েছেন ২৪ হাজার ৭৫২ ভোট। আতিকের চেয়ে হাবিব ৬৫ হাজার ৩১২ ভোট বেশি পেয়েছেন।


রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, অপর দুই প্রার্থীর মধ্যে শফি আহমদ চৌধুরী পেয়েছেন ৫ হাজার ১৩৫ ভোট, আর বাংলাদেশ কংগ্রেস পার্টির জুনায়েদ মুহাম্মদ মিয়া পেয়েছেন ৬৪০ ভোট।

জেলার দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ নিয়ে গঠিত সিলেট-৩ আসন। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এ আসনে। এরপর সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ফলাফল ঘোষণা করা হয়। রাত পৌনে নয়টায় রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বিজয়ী হিসেবে হাবিবুর রহমানের নাম ঘোষণা করেন।

এ সময় রিটার্নিং কর্মকর্তা বলেন, উপনির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, রাজনৈতিক দল, ভোটার ও নির্বাচনসংশ্লিষ্ট সবার সহায়তায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সিলেট সম্প্রীতির অঞ্চল হিসেবে সারা দেশে সুপরিচিত। এই উপনির্বাচনে এটা পুনরায় প্রমাণ হলো। নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


উল্লেখ্য, চলতি বছরের গত ১১ মার্চ এ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের মৃত্যুতে আসনটি শূন্য হয়। এরপর করোনা পরিস্থিতিতে দুই দফা তারিখ পিছিয়ে আজ ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোটকেন্দ্র ছিল ১৪৯টি। সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হয়েছে। তবে নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল খুব কম। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৯ হাজার ৮৭৩ জন। মোট ভোট পড়েছে ১ লাখ ২০ হাজার ৫৯১টি, অর্থাৎ ৩৪ দশমিক ৪৬ শতাংশ।
নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের অভিনন্দন

নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের অভিনন্দন



সিলেট -৩ আসনের উপ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী  হাবিবুর রহমান হাবিবকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক শিক্ষামন্ত্রী জননেতা নুরুল ইসলাম নাহিদ এমপি।


এক অভিনন্দন বার্তায় সাবেক শিক্ষামন্ত্রী বলেন-জনাব হাবিবুর রহমান রহমান হাবিবের নেতৃত্বে সিলেট -৩ আসনের মানুষের সকল প্রত্যাশার প্রতিফলন ঘটবে হলে আমার দৃঢ় বিশ্বাস। তিনি নব নির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের সর্বাত্নক সফলতা কামনা করেন।

বিশাল ব্যবধানের জয়ে সিলেট-৩ আসনের এমপি হলেন হাবিব

বিশাল ব্যবধানের জয়ে সিলেট-৩ আসনের এমপি হলেন হাবিব


সিলেট-৩ আসনে শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী- আসনের ৪টি থানার (দক্ষিণ সুরমা, মোগলাবাজার, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) সবগুলো কেন্দ্রে বিজয় লাভ করেছেন নৌকা মার্কার প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী- দক্ষিণ সুরমায় নৌকা পেয়েছে ২২ হাজার ৪৬৪ ও লাঙ্গল ৩ হাজার ১২৩, ফেঞ্চুগঞ্জে নৌকা ২২ হাজার ২২৪ ও লাঙ্গল ৪ হাজার ৫৫৬, বালাগঞ্জে নৌকা ২৪ হাজার ২৭৩ ও লাঙ্গল ৩ হাজার ৩৩৭ এবং মোগলাবাজারে নৌকা ২০ হাজার ৭৭৪ ও লাঙ্গল ১৩ হাজার ৫৮৮টি ভোট পেয়েছে।

৪টি থানার সকল ভোটকেন্দ্রে মোট ভোট পড়েছে ১ লাখ ১৪ হাজার ৩০৯টি। এর মধ্যে নৌকা প্রতীক পেয়েছে ৮৯ হাজার ৭০৫টি ও লাঙ্গল প্রতীক পেয়েছে ২৪ হাজার ৬০৪ টি ভোট। প্রধান প্রতিদ্বন্দ্বী এই দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবহার ৬৫ হাজার ১০১টি।


প্রাপ্ত ফলাফল অনুযায়ী বেসরকরিভাবে ৬৫ হাজার বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান হাবিব (নৌকা), জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক (লাঙ্গল), বিএনপির বহিষ্কৃত প্রার্থী শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী জুনায়েদ মোহাম্মদ মিয়া (ডাব)।