Sunday, 14 November 2021

বুধবারীবাজার ইউনিয়নে শুরু হয়েছে নির্বাচনী আমেজঃ প্রার্থীদের দৌড়ঝাঁপ

বুধবারীবাজার ইউনিয়নে শুরু হয়েছে নির্বাচনী আমেজঃ প্রার্থীদের দৌড়ঝাঁপ


গোলাপগঞ্জের ০৫নং বুধবারীবাজার ইউনিয়নে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। পাড়া-মহল্লা, হাট-বাজার থেকে শুরু করে সর্বত্রই বইছে নির্বাচনের সুর। এবারের নির্বাচনে কে হবেন ইউপি অভিভাবক তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। সমীকরণে কে থাকবেন এগিয়ে তা নিয়েই আপাতত ব্যস্ত সময় কাটাচ্ছেন উৎসাহী জনতা।


এদিকে ইউনিয়নব্যাপী বেশ কিছু প্রার্থীদের সরব অবস্থান লক্ষণীয়। নিজেদের অবস্থান তুলে ধরতে তারাও শুরু করেছেন দৌড়ঝাঁপ। তবে শেষ পর্যন্ত প্রার্থী সংখ্যা আরোও বাড়বে নাকি কমবে তা নিয়েও সমীকরণ মিলাচ্ছেন অনেকে।

এ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীতায় সরব রয়েছেন একাধিক নেতৃবৃন্দ। দলটির একাধিক প্রার্থী নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য স্থানীয় পর্যায় থেকে শুরু করে জেলা-উপজেলায় লবিং চালিয়ে যাচ্ছেন নিয়মিত।

এছাড়াও স্বতন্ত্র প্রার্থীদের অবস্থানও লক্ষণীয়। বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ না করলেও দলটির একাধিক প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিবেন বলেও জানা গেছে। বর্তমানে সকল পর্যায়ের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীগণ ইউনিয়নব্যাপী নিজেদের প্রচারণা চালাতে ব্যস্ত সময় পার করছেন।


অন্যদিকে চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি নিজেদেরও অবস্থান জানান দিচ্ছেন সম্ভাব্য ইউপি সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্য পদের প্রার্থীগণও। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রত্যেকটিতে নিজেদের অবস্থান তুলে ধরতে সরব প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারাও। বর্তমানে চেয়ারম্যান প্রার্থী থেকে শুরু করে ইউপি সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্যগণ সকলের দোয়া ও সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন।

উল্লেখ্য, বুধবারীবাজার ইউনিয়নে চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এ ধাপের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ২৫ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০-২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩-৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে ২৩ ডিসেম্বর।

Saturday, 13 November 2021

বিশ্ববাজারে কমলো তেল-গ্যাসের দাম

বিশ্ববাজারে কমলো তেল-গ্যাসের দাম


দেশে তেল ও গ্যাসের দাম বাড়লেও আন্তর্জাতিক বাজারে দফায় দফায় দাম কমছে। এক সপ্তাহের ব্যবধানে অপরিশোধিত তেল এবং ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমেছে প্রায় ১ শতাংশ, হিটিং অয়েল ২ শতাংশ এবং প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় সাড়ে ১৩ শতাংশ কমেছে।

করোনার কারণে গত বছরের ২০ এপ্রিল বিশ্ববাজারে ইতিহাসের সর্বোচ্চ দরপতনের মধ্যে পড়ে জ্বালানি তেলের দাম। প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ঋণাত্মক ৩৭ ডলারের নিচে নামে। রেকর্ড এই দরপতনের পরই অবশ্যই তেলের দাম বাড়তে থাকে। এতে রেকর্ড দরপতনের ধকল সামলে গত বছরের বেশিরভাগ সময় প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৪০ ডলারের আশপাশে ঘুরপাক খাচ্ছিল।

গত বছরের নভেম্বরে দিকে আবার তেলের দাম বাড়তে শুরু করে। অবশ্য প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৫০ ডলারের নিচে নামে। করোনা সংক্রমণ কমায় চলতি বছরের শুরুতে তেলের দামে ঊর্ধ্বমুখী দেখা যায়। অক্টোবরের শেষ সপ্তাহে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৮৪ ডলার ছাড়িয়ে যায়। এর মাধ্যমে সাত বছরের মধ্যে সর্বোচ্চ দামে উঠে আসে তেলের দাম।

বিশ্ববাজারে তেলের দাম বাড়ার অজুহাতে দেশের বাজারে দাম বাড়িয়ে দেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

তবে গেল এক সপ্তাহে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার প্রবণতা দেখা গেলো। গত সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম দশমিক ৯০ ডলার কমে ৮০ দশমিক ৬৮ ডলারে দাঁড়িয়েছে। এতে সপ্তাহের ব্যবধানে অপরিশোধিত তেলের দাম কমেছে দশমিক ৭৩ শতাংশ। তবে মাসের ব্যবধানে অপরিশোধিত তেলের দাম এখনো দশমিক ৩০ শতাংশ বেশি। আর বছরের ব্যবধানে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এখন ৬৬ দশমিক ২৮ শতাংশ বেশি।

অপরিশোধিত তেলের পাশাপাশি ব্রেন্ট ক্রুড অয়েলের দামও গত সপ্তাহ কিছুটা কমেছে। গেল সপ্তাহের শেষ কার্যদিবসে দশমিক ৭৩ ডলার কমে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম দাঁড়িয়েছে ৮২ দশমিক ১৪ ডলার। এতে গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমেছে দশমিক ৭৩ শতাংশ। আর মাসের ব্যবধানে কমেছে ১ দশমিক ২৫ শতাংশ। তবে বছরের ব্যবধানে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এখনো ৫৮ দশমিক ৫৭ শতাংশ বেশি।

অপরদিকে গত এক সপ্তাহে ২ দশমিক ১১ শতাংশ কমে প্রতি গ্যালন হিটিং অয়েলের দাম ২ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে। এর মাধ্যমে মাসের ব্যবধানে হিটিং অয়েলের দাম কমেছে ৪ দশমকি ৬৬ শতাংশ। তবে বছরের ব্যবধানে হিটিং অয়েলের দাম এখনো ৬১ দশমিক ৯৭ শতাংশ বেশি।

এদিকে জ্বালানি তেলের পাশাপাশি গেল এক সপ্তাহে বিশ্ববাজারে প্রাকৃতিক গ্যাসের দামও কমেছে। গত এক সপ্তাহে প্রাকৃতিক গ্যাসের দাম কমেছে ১৩ দশমিক ৪৫ শতাংশ। এতে মাসের ব্যবধানে প্রকৃতিক গ্যাসের দাম কমেছে ১৪ দশমিক ৬০ শতাংশ। তবে এরপরও বছরের ব্যবধানে প্রাকৃতিক গ্যাসের দাম এখনো ৮৮ দশমিক শূন্য ৩ শতাংশ বেশি।
সিলেটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে দুধ দিয়ে গোসল করলেন বিএনপি নেতা

সিলেটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে দুধ দিয়ে গোসল করলেন বিএনপি নেতা


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনে জয়লাভের পর দুধ দিয়ে গোসল করেছেন এক নবনির্বাচিত চেয়ারম্যান। এমন অভিনব কাণ্ডের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন তিনি। মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়।

দুধ দিয়ে গোসলের ঘটনায় সিলেটসহ কোম্পানীগঞ্জে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের।

আলমগীর আলম পূর্ব ইসলামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তিনি ওই ইউনিয়নের খায়েরগাঁও গ্রামের মৃত ছিদ্দিকুর রহমান ছেলে। এছাড়া তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য।

গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৫২৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৮৭৯ ভোট।

এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, আমার মা ও চাচি পণ করেছিলেন, নির্বাচনে জিতলে দুধ দিয়ে গোসল করাবেন। বৃহস্পতিবার নির্বাচনে বিজয়ের সংবাদ পেয়ে তারা দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তুলেন। পরবর্তীতে দুধ দিয়ে গোসলের ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করলে তা ভাইরাল হয়।
 
কিন্তু দুধ দিয়ে গোসলের ভিডিওটি ইতিমধ্যে ডিলিট করে দিয়েছেন আলমগীর আলম। অন্য আর একটি পোস্টে তিনি জানান, প্রিয় বন্ধুগন আমার আপলোডকৃত দুধ দিয়ে গোসলের ভিডিও নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন এবং আমি অনুধাবন করতে পেরেছি এই ব্যাপারটিকে অনেকেই ইতিবাচকভাবে নিতে পারেননি। যেহেতু আনন্দঘন মুহূর্তে আবেগের বশবর্তী হয়ে ভালো-মন্দ বিচার না করেই নিজের অসাবধানতায় এহেন কাজ করেই ফেলেছি তাই এর পক্ষে আর কোন যুক্তি উপস্থাপন না করেই আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ইতিমধ্যে আমি ভিডিওটি মুছে ফেলেছি।
সিলেটে নামছে বৃষ্টি, শীত নামতে আরোও দেরী

সিলেটে নামছে বৃষ্টি, শীত নামতে আরোও দেরী


সিলেট অঞ্চলে বৃষ্টি হওয়ার পূর্বভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বলা হচ্ছে, এ অঞ্চলে শীত নামতে আরোও কিছুদিন দেরী হবে বলে।

শনিবার (১৩ নভেম্বর) সকাল থেকেই সিলেটের আকাশে বইছে রোদ-মেঘের লুকোচুরি খেলা। মেঘ-বৃষ্টির যে প্রবণতা তা আগামী আরোও তিনদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বর্তমানে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বেশি জানিয়ে আবহাওয়াবিদরা বলেছেন, আপাতত শীত নামার কোনো লক্ষণ নেই।
 
জানা গেছে, শনিবার সকাল থেকেই সিলেটের বিভিন্ন এলাকায় মেঘের আনাগোনা। সকাল থেকে দুপুর পর্যন্ত রোদের দেখা মেলেনি। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমান যে হালকা বৃষ্টি ও মেঘলা অবস্থা রয়েছে সেটি আগামী ১৫/১৬ নভেম্বর পর্যন্ত থাকতে পারে। সঙ্গে বৃষ্টিও থাকতে পারে। সারাদিন ধরে বৃষ্টি হবে এমন নয়, গুঁড়ি গুঁড়ি হওয়ার সম্ভবনা রয়েছে।

এ সময়ে বৃষ্টির কারণ হিসেবে বলা হচ্ছে- পূবালী ও পশ্চিমা বায়ুর সংযোগে এই বৃষ্টি হবে।
 
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আপাতত রাতের তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। দিনে আকাশে মেঘ থাকলে তাপমাত্রা কমে যাবে। শনিবার মেঘ থাকায় তাপমাত্রা অনেকটাই কমে গেছে। রোববার তাপমাত্রা হয়তো একটু বাড়বে। পরশু হয়তো একটু কমবে। সার্বিকভাবে আপাতত রাতের তাপমাত্রা কমবে না। যেহেতু মেঘলা আকাশ, ফলে কোথাও কোথাও রাতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

তবে বৃষ্টির কারণে কিংবা বৃষ্টি চলে যাওয়ার পর শীত জেঁকে বসার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসের মাঝামাঝি সময়ে বৃষ্টি কমে গেলে রাতের তাপমাত্রা হয়তো কিছুটা কমবে। আগামী দু-একদিন রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তাই আপাতত শীত জেঁকে বসার কোন সম্ভাবনা নেই।

দক্ষিণ আন্দামান ও কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি শক্তিশালী হয়ে সর্বোচ্চ নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এটিও ভারতের তামিলনাড়ুর দিকে যেতে পারে। আমাদের এদিকে এর প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই।
বাঘায় নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ

বাঘায় নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ

নিজস্ব প্রতিবেদক : যারা জনপ্রতিনিধি হতে চান, তারা নির্বাচনকে সামনে রেখে অনেক আগ থেকেই নিজ ইউনিয়নে প্রচার-প্রচারণা চালিয়ে গেছেন। চতুর্থ ধাপের তফসিল ঘোষণার পর সেই প্রচারণা যেন পুরো দমে বেড়ে গেল। বসে নেই সম্ভাব্য চেয়ারম্যান- মেম্বার প্রার্থী কেউ। প্রতি বারের মত এবারও নৌকার মনোনয়ন প্রত্যাশীরা বিভিন্ন ভাবে তদবির করছেন। কেন্দ্রীয়-জেলা নেতৃবৃন্দের ধারে ধারে ছুটছেন। 

এদিকে চতুর্থ ধাপের নির্বাচনে গোলাপগঞ্জের ১১ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর। এ উপলক্ষে পুরোপুরি মাঠে নেমেছেন প্রার্থীরা। উপজেলার বাঘা ইউনিয়নে নৌকার মনোনয়ন পেতে ৩-৪ জন প্রার্থী দৌড়ঝাঁপ শুরু করেছেন। 

তন্মধ্যে উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আব্দুস সামাদ ও নৌকার মনোনয়ন পেতে কাজ শুরু করেছেন অনেক আগ থেকেই। তিনি শতভাগ আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নৌকার মনোনয়ন দিবেন। 

জানা যায়, আ.লীগের মনোনয়ন পেতে বেশ কয়েকজন নেতা দৌড়ঝাঁপ শুরু করেছেন। তাদের প্রায় সকলেই দলীয় মনোনয়ন নিতে কেন্দ্রীয় নীতি নির্ধারণী ও তৃণমূল পর্যায়ে লবিং করছেন।

নৌকার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আব্দুস সামাদ বলেন- 'বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন 'গ্রাম হবে শহর' এই প্রতিপাদ্য কে ধারণ করে বাঘা ইউনিয়নের প্রত্যেকটি গ্রামকে শহরে রুপান্তরিত করেতে চাই।' 

তিনি বলেন- বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি। আমার সার্বিক কর্মকান্ড বিবেচনা করে নেত্রী যদি আমাকে মনোনয়ন দেন তবেই আমি নির্বাচন করবো। দলীয় নির্দেশনার বাইরে গিয়ে আমি কখনো নির্বাচনে অংশ নিব না। 

বাঘা ইউনিয়নের অনেক ভোটারদের সাথে কথা হলে জানা যায়, তারা উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদকে নৌকার মনোনয়ন নিয়ে চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তারা বলেন- তিনি যদি আমাদের ইউনিয়নে চেয়ারম্যান দায়িত্ব পান তাহলে আমরা আমাদের আশা-আবদার বলের জায়গা পাবো। আমরা সবাই ঐকবদ্ধ হয়ে তার সাথে আছি এবং থাকে নৌকা নিয়ে জয়ের মিছিল দিব। তাহলে এলাকায় মানুষের ভাগ্য খুলবে, উন্নয়ন হবে।

ক্ষমতাসীন দল বাংলাদেশ আ.লীগের অধিক সংখ্যক নেতা নৌকার প্রতীকের প্রত্যাশী হলেও দলের একাধিক নেতাকর্মীর সঙ্গে আলাপ করে জানা গেছে, কেন্দ্র থেকে নৌকা নিয়ে যে আসবে তার পক্ষেই কাজ করবে সবাই।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মনোনয়নপত্র দাখিল ২৫ নভেম্বর। বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০-২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩-৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে ২৩ ডিসেম্বর।
বিয়ানীবাজার সরকারী হাসপাতালের নার্সের আত্মহত্যা

বিয়ানীবাজার সরকারী হাসপাতালের নার্সের আত্মহত্যা


বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সেবিকা আত্মহত্যা করেছেন। তার নাম নবনীতা দাশ (২৮)। শুক্রবার রাত ৯টার দিকে হাসপাতাল সংলগ্ন একট বাসায় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে বিয়ানীবাজার থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেছে।

হাসপাতালে কর্মরত একজন নার্সের আত্মহত্যার ঘটনায় বিয়ানীবাজারজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। স্বামীর সাথে মান-অভিমান কিংবা পারিবারিক অন্য কোন কলহের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে অনেকের ধারণা।

জানা গেছে, নবনীতা দাস দীর্ঘদিন ধরে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিডওয়াইফ সেবিকা হিসেবে কর্মরত রয়েছেন। তিনি সম্প্রতি প্রেম করে অনার্স পড়ুয়া তার এক সহপাঠীকে বিয়ে করে হাসপাতাল সংলগ্ন একট বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের শাল্লায়। তাদের বিয়েতে দুই পরিবারের অসম্মতি ছিল বলে জানা গেছে। বিয়ের পর স্বামীর বেকারত্ব নিয়ে প্রায়ই তারা ঝগড়াঝাটি করতো। এসব বিষয় নিয়েই মনোমালিন্যের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় ঘটনাটির ব্যাপারে জানান, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। কিভাবে তার মৃত্যু হয়েছে এই প্রশ্নের জবাবে হিল্লোল রায় তার স্বামীর বরাত দিয়ে জানান, বাসার একটি কক্ষে ফ্যানের সাথে ঝুলে তিনি আত্মহত্যা করেছেন। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলেই পুলিশ ধারণা করছে জানিয়ে তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট আসলে সেটা পরিষ্কার হবে।

এদিকে, হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলা হলেও হত্যা কিনা নিশ্চিত হতে জিজ্ঞাসাবাদের জন্য নবনীতা দাসের স্বামীকে আটক করে পুলিশ।
 
অন্যদিকে, হাসপাতালে কর্মরত একজন সেবিকার অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, এমনিতেই হাসপাতালে লোকবল সংকটে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে, তার উপর আমাদের একজন স্টাফ সেবিকার মৃত্যুর সংবাদে আমরা ব্যতীত।

Friday, 12 November 2021

কারাগার থেকে ইউপি চেয়ারম্যান নির্বাচিত

কারাগার থেকে ইউপি চেয়ারম্যান নির্বাচিত


নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলা মামলার আসামি বাহারুল আলম সুমন কারাগার থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোটে বিএনপি নেতা বাহারুল কারগারে থেকে বেগমগঞ্জের আমানউল্যাপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ২১৫ ভোটের ব্যবধানে জয়ী হন। বাহারুল ওই ইউনিয়ন বিএনপির সহসভাপতি।

বেগমগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহাত তানভীর চৌধুরী রাতে বেসরকারিভাবে বাহারুলকে চেয়ারম্যান ঘোষণা করেন।

তিনি জানান, আমানউল্যাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বাহারুল ৩ হাজার ১০৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা পেয়েছেন ২ হাজার ৮৯১ ভোট। নৌকার প্রার্থী আরিফুর রহমান মাহমুদ ১ হাজার ৭০৫ ভোট পেয়ে চতুর্থ হন।