Monday, 9 May 2022

‘অশনি’ মোকাবিলায় ৬২৯ আশ্রয় কেন্দ্র ও ৮৪৪০ স্বেচ্ছাসেবক প্রস্তুত

‘অশনি’ মোকাবিলায় ৬২৯ আশ্রয় কেন্দ্র ও ৮৪৪০ স্বেচ্ছাসেবক প্রস্তুত


বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘অশনি’ মোকাবিলায় ৬২৯টি আশ্রয় কেন্দ্র ও ৮ হাজার ৪৪০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে।

সোমবার (৯ মে) বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, ঘূর্ণিঝড় ‘অশনি’ মোকাবিলায় আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। সংকেত বাড়লই জরুরি সভা ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।ইতোমধ্যে জেলায় মোট ৬২৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির বরগুনার টিম লিডার জাকির হোসেন মিরাজ জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় ৮ হাজার ৪৪০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন। ৪ নম্বর সতর্কসংকেত জারি হলেই তারা কার্যক্রম শুরু করবেন।

জানা গেছে, ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে বৈরী আবহাওয়া বিরাজ করছে বরগুনায়। সকাল থেকেই শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কোথাও কোথাও বইছে দমকা হাওয়া। অশনির প্রভাবে টানা বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

বরগুনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) উপপরিচালক আবদুল লতিফ জানিয়েছেন, সর্বশেষ তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় অশনি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

সোমবার (৯ মে) সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯৯৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল ঘূর্ণিঝড় ‘অশনি’। ধীরে ধীরে এটি উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘অশনি’ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। 
শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে ঘূর্ণিঝড় ‘অশনি’

শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে ঘূর্ণিঝড় ‘অশনি’


দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অশনি’ শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে এগিয়ে আসছে।

সোমবার (৯ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, চিন্তার কোনো কারণ নেই। সর্বশেষ তথ্যানুযায়ী যেভাবে ছিল এখনও সেভাবেই আছে ঘূর্ণিঝড় অশনি। তবে বাংলাদেশের শঙ্কা কাটছে। ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে দুর্বল হয়ে ভারতের উড়িষ্যার দিকে যাচ্ছে।

তিনি বলেন, ঘূর্ণিঝড়টির অবস্থান হয়তো আজও তেমন পরিবর্তন হবে না। যেভাবে আছে, সেভাবেই থেকবে। বরং এটি আস্তে আস্তে দুর্বল হতে পারে। আজ পর্যন্ত এটা শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই থাকবে। ওই রকম কোনো পরিবর্তন হবে না। আজকের পর অশনি আস্তে আস্তে দুর্বল হবে।

শাহীনুল ইসলাম বলেন, দেশে আজ বৃষ্টি, বাতাস থাকতে পারে। তবে আপাতত বাংলাদেশ শঙ্কামুক্ত থাকবে। এখন পর্যন্ত হিসাব অনুযায়ী, এটি ভারতের উড়িষ্যার দিকে যাচ্ছে। তবে উপকূলে ধেয়ে আসার সঙ্গে সঙ্গে এর গতি কমে যাবে। যার ফলে বাংলাদেশে এর সেভাবে প্রভাব পড়বে না।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন-৭ অনুযায়ী, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, এখন পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

এদিকে অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে সোমবার (৯ মে) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে।

অন্যদিকে মাদারীপুর, রাঙ্গামাটি, কুমিল্লা, মাইজদীকোর্ট, ফেনী, খুলনা ও যশোর জেলাসহ সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
গোলাপগঞ্জ থেকে নতুন করে জাতীয় গ্রিডে যাচ্ছে ১ কোটি ৯০ লাখ ঘনফুট গ্যাস

গোলাপগঞ্জ থেকে নতুন করে জাতীয় গ্রিডে যাচ্ছে ১ কোটি ৯০ লাখ ঘনফুট গ্যাস


গোলাপগঞ্জের কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের ৭নং কূপ থেকে ওয়ার্ক ওভারের মাধ্যমে জাতীয় গ্রিডে আরও ১৯ মিলিয়ন ( ১ কোটি ৯০ লাখ) ঘনফুট গ্যাস যুক্ত হল। এখন থেকে এ গ্যাস ফিল্ডে দৈনিক ১৯ মিলিয়ন ঘনফুট গ্যাস বেশি উত্তোলন হবে।

শনিবার (৭ মে) রাত ৯টা থেকে কৈলাশটিলার এ কূপ থেকে সফলভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, ঈদের আগে গ্যাস নিয়ে সু-সংবাদ দিয়েছিলাম আপনাদের। জাতীয় গ্রিডে নতুন করে গ্যাস যুক্ত হওয়ার কথা ছিল এ মাসের ১০ তারিখে। আমরা সময়ের আগেই দ্রুত কাজ শেষ করেছি। 

শনিবার রাত ৮টা ৪৫ মিনিট থেকে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের কৈলাশটিলা-৭নং কূপ বাপেক্সের বিজয়-১১ রিগ দ্বারা সফলভাবে ওয়ার্ক ওভারের মাধ্যমে দৈনিক ১৯ এমএমসিএফ (মিলিয়ন ঘনফুট) গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করা হয়েছে।

এদিকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৭ মে) রাত ৮টা ৪৫ মিনিট থেকে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের কৈলাশটিলা-৭নং কূপ হতে দৈনিক ১৯ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করা হয়েছে।সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল)-কৈলাশটিলা গ্যাস ফিল্ডে এখন পর্যন্ত ৭টি কূপ খনন করা হয়েছে। এর মধ্যে চলমান দু’টি কূপ থেকে দৈনিক ২ কোটি ৯০ লাখ ঘনফুট গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের ৭ নম্বর কূপের খনন কাজ শুরু হয় ২০১৪ সালের ১৭ অক্টোবর। এর আগের বছর ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর সিলেট সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কূপটির খননকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।২০১৬ সালের দিকে কৈলাশটিলা ৭ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন বন্ধ হয়ে যায়। 

চলতি বছরের ফেব্রুয়ারিতে সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষের হয়ে কূপটিতে ওয়ার্ক-ওভার শুরু করে রাষ্ট্রীয় তেল, গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বাপেক্স। গত এপ্রিল মাসে ওয়ার্ক-ওভার কাজ শেষ হয়। 

এরপরই নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে শনিবার রাতে এ কূপ থেকে জাতীয় গ্রিডে এ গ্যাস সরবরাহ শুরু হয়।বর্তমানে দেশের ২২টি গ্যাসক্ষেত্র থেকে প্রায় ২৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হয়। তবে বিদেশ থেকে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসসহ (এলএনজি) দেশের মোট সরবরাহ প্রায় তিন হাজার মিলিয়ন ঘনফুট। 

Sunday, 8 May 2022

চন্দরপুর-সুনামপুর সেতুতে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ হস্তান্তর করলেন হাফিজ আব্দুল কাদির

চন্দরপুর-সুনামপুর সেতুতে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ হস্তান্তর করলেন হাফিজ আব্দুল কাদির


চন্দরপুর-সুনামপুর সেতুতে কুড়িয়ে পাওয়া মানিব্যাগটি এর মালিকের হাতে তুলে দিয়েছেন হাফিজ আব্দুল কাদির নামের যুবক। রবিবার (০৮ মে) দুপুরে বাগিরঘাট গ্রামে হাফিজ আব্দুল কাদিরের বাড়ি থেকে মানিব্যাগটি গ্রহণ করেন এর মালিক সৈয়দ দেলোয়ার হোসেন দিদার।

সৈয়দ দেলোয়ার হোসেন দিদার গোলাপগঞ্জের মার্ভেলাস টাওয়ারের পোলো কোম্পানিতে চাকুরীরত রয়েছেন। ফেসবুকে তার মানিব্যাগটি কুড়িয়ে পাওয়ার সংবাদ দেখে তিনি হাফিজ আব্দুল কাদিরের ফোন নাম্বারে যোগাযোগ করে তার বাড়ি থেকেই মানিব্যাগটি গ্রহণ করেন।

এর আগে শনিবার (০৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে এ মানিব্যাগটি কুড়িয়ে পেয়েছিলেন হাফিজ আব্দুল কাদির। পরে তিনি প্রকৃত মালিকের সন্ধান কামনায় মানিব্যাগে পাওয়া ছবি দিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট করেন। তিনি প্রকৃত মালিকের সন্ধান পেতে পোস্টটি শেয়ার করে সকলের সহযোগিতাও কামনা করেন।

কুড়িয়ে পাওয়া মানিব্যাগটিতে নগদ ৪,৮০০ টাকা, ব্যাংকের পিন এবং আরোও কিছু প্রয়োজনীয় কাগজপত্র ছিলো। এতদসত্ত্বেও মানিব্যাগটি কুড়িয়ে পেয়ে মালিকের সন্ধান করা এবং সবশেষে প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করায় প্রশংসায় ভাসছেন বাগিরঘাট গ্রামের তরুণ শিক্ষার্থী হাফিজ আব্দুল কাদির। মানবিকভাবে মহৎ এ কাজ করায় সকলেই তাকে ধন্যবাদ জ্ঞাপন করছেন।

মানিব্যাগটির মালিক সৈয়দ দেলোয়ার হোসেন দিদারও মানিব্যাগটি ফিরে পেয়ে দারুণ খুশি হয়েছেন। তিনি হাফিজ আব্দুল কাদিরকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।


গোলাপগঞ্জের আলোচিত ডাবল মার্ডারের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মতবিনিময়

গোলাপগঞ্জের আলোচিত ডাবল মার্ডারের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মতবিনিময়


গোলাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে আলোচিত ডাবল মার্ডারের ঘটনায় জড়িত আসামীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শনিবার স্থানীয় এলাকার একটি হলরুমে বৃহত্তর রণকেলী এলাকাবাসীর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল এবং রাহি আহমদের যৌথ পরিচালনায় 
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ পৌর সভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু। 

আরো বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, আকবর আলী ফখর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাছিন আহমদ মিন্টু, গোলাপগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর এম ফজলুল আলম, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর রুহিন আহমদ খাঁন, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক, সিলেট জেলা পরিবহন শ্রমীক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিত, পরিবেশবাদী আব্দুল লতিফ সরকার।

এলাকারবাসীর পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি আব্দুল মুহিত, নিহত তারিফ রহমানের পিতা তখলিছ আলী, আবু সুফিয়ানের পিতা তছন আলী, তারিফ রহমানের চাচাতো ভাই গোলজার আহমদ।

এসময় বক্তারা বলেন, এতদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত আবু সুফিয়ান ও তারিফ রহমান হত্যার মূল আসামীদের কেন গ্রেপ্তার করা হয়নি তা কারো জানা নেই। বক্তারা আলোচিত ডাবল মার্ডারে জড়িত মূল আসামীদের গ্রেপ্তার ও  দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। 
গোলাপগঞ্জ উপজেলা আ'লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত, দলীয় মনোনয়ন প্রত্যাশী ১০ প্রার্থী

গোলাপগঞ্জ উপজেলা আ'লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত, দলীয় মনোনয়ন প্রত্যাশী ১০ প্রার্থী


গোলাপগঞ্জ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে প্রার্থী বাঁছাই উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টায় উপজেলা অডিটোরিয়ামে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কেন্দ্র থেকে যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে সকলকে কাজ করতে হবে৷ কোন নেতাকর্মী নৌকার বিরুদ্ধে কাজ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ঘাটি। বিগত দিনেও উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী বিপুল ভোটে জয়ী হয়েছেন। এই জয়ের ধারা উপ-নির্বাচনেও অব্যাহত রাখতে হবে। এজন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, কবির উদ্দিন,সাংগঠনিক সম্পাদক রঞ্জিত সরকার, উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন, প্রচার সম্পাদক আব্বাস উদ্দিন, আইন সম্পাদক আজমল আলী, সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, মঞ্জুর শাফি চৌধুরী এলিম, বদরুল ইসলাম, জাকির আহমদ, মনসুর রশিদ, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ।

সভায় সভায় ১০জন প্রার্থী নৌকার মনোনয়ন পেতে আশাবাদ ব্যক্ত করলে জেলা নেতাকর্মীরা তাদের ঐক্যমত হওয়ার জন্য আহবান জানান। এরপর কোন প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাহার না করলে এই ১০জনের নাম জেলা আওয়ামীলীগের মাধ্যমে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। 

দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হুমায়ুন ইসলাম কামাল, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য মঞ্জুর শাফি চৌধুরী এলিম, সৈয়দ মিছবাহ উদ্দিন, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা শাখার সাবেক সহ-সভাপতি আব্দুল ওয়াহাব জোয়ারদার মছুফ।
লিবিয়া থেকে ইতালী যাওয়ার পথে বিয়ানীবাজারের দুইজন সাগরে সলিল সমাধি

লিবিয়া থেকে ইতালী যাওয়ার পথে বিয়ানীবাজারের দুইজন সাগরে সলিল সমাধি


তরুণদের প্রবাস যাত্রা এক স্বপ্নের নাম, প্রতিনিয়ত তরুণরা এ যাত্রা করে এক স্বপ্ন নিয়ে সেই স্বপ্ন সব সময় সফলতা বয়ে আনে না, কিছু সময় সেই স্বপ্ন বিষাদে পরিনয় হয়। আকাশচুম্বী স্বপ্ন বিভোরে থাকা তরুণরা ভূমধ্যসাগরে সলিল সামাধি হচ্ছেন। এই স্বপ্নকে বাস্তবিকরূপ দিতে তারা কখনো মৃত্যুর ভয় করে না। ইউরোপ যাওয়ার পথে বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার এলাকার দুইজন সলিল সমাধি হয়েছে। একি নৌকায় ৭ জন মারা যান।

জানা যায়, গত ২৭ এপ্রিল লিবিয়ার বেনগাজী থেকে সাগর পথে ইতালীর উদ্দ্যেশ্যে নৌকা দিয়ে রওয়ানা হন ২৬ জন। নৌকা পথ ভুল করে সাগরে তারা কয়েকদিন অবস্থান করছিলেন। নৌকায় থাকা তৈল ও খাদ্য ফুরিয়ে গেলে ঠান্ডায় নৌকার মধ্যে ৭ জন মারা যান। অবশিষ্ট ১৯ জনকে তুরস্কের সাগর সীমানা দেখতে পান কোস্টগার্ড, কোস্টগার্ডরা তাদের উদ্ধার করে নিয়ে যায়। সেখানে তারা সবাই সুস্থ আছেন। মৃত ৭ জনের মধ্যে বৈরাগীবাজার এলাকার দুইজন রয়েছেন তারা হচ্ছেন। খশিরবন্দ হাতিটিল্লাহ গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ৩য় ছেলে নুরুল আমীন (৪০) ও খশির চাতল গ্রামের মৃত নিজাম উদ্দিনের এক মাত্র ছেলে মোঃ সাইদুর রহমান (সাইদী) (২৪) বাকী ৫ জনের পরিচয় পাওয়া যায় নি। নুরুল আমীন বিবাহিত তার দুই টি সন্তান রয়েছে। সাইদুর রহমান অবিবাহিত।

নিহত নুরুল আমীনের বড় ভাই বৈরাগীবাজার সিনিয়র মাদ্রাসার শিক্ষক জয়নাল আবেদীন মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন আমরা খবর পেয়েছি খশির আব্দুল্লাহপুর গ্রামের শাহআলমের ছেলে সাজু আহমদ তুরস্ক থেকে জানিয়েছেন আমার ছোট ভাই নুরুল আমীন ও সাইদুর রহমান নৌকায় খাদ্য শেষে হওয়ায় এবং ঠান্ডায় মারা গেছে। একি কথা জানান নিহত মোঃ সাইদুর রহমানের চাচাতো ভাই মোঃ মানিক মিয়া।

এদিগে নিহত নরুল আমীন ও সাইদুর রহমান মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন।