Sunday 8 May 2022

গোলাপগঞ্জ উপজেলা আ'লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত, দলীয় মনোনয়ন প্রত্যাশী ১০ প্রার্থী


গোলাপগঞ্জ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে প্রার্থী বাঁছাই উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টায় উপজেলা অডিটোরিয়ামে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কেন্দ্র থেকে যাকেই মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে সকলকে কাজ করতে হবে৷ কোন নেতাকর্মী নৌকার বিরুদ্ধে কাজ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ঘাটি। বিগত দিনেও উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী বিপুল ভোটে জয়ী হয়েছেন। এই জয়ের ধারা উপ-নির্বাচনেও অব্যাহত রাখতে হবে। এজন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, কবির উদ্দিন,সাংগঠনিক সম্পাদক রঞ্জিত সরকার, উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন, প্রচার সম্পাদক আব্বাস উদ্দিন, আইন সম্পাদক আজমল আলী, সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, মঞ্জুর শাফি চৌধুরী এলিম, বদরুল ইসলাম, জাকির আহমদ, মনসুর রশিদ, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ।

সভায় সভায় ১০জন প্রার্থী নৌকার মনোনয়ন পেতে আশাবাদ ব্যক্ত করলে জেলা নেতাকর্মীরা তাদের ঐক্যমত হওয়ার জন্য আহবান জানান। এরপর কোন প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাহার না করলে এই ১০জনের নাম জেলা আওয়ামীলীগের মাধ্যমে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। 

দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হুমায়ুন ইসলাম কামাল, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য মঞ্জুর শাফি চৌধুরী এলিম, সৈয়দ মিছবাহ উদ্দিন, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা শাখার সাবেক সহ-সভাপতি আব্দুল ওয়াহাব জোয়ারদার মছুফ।

শেয়ার করুন