Monday, 16 May 2022

ফের কমলো টাকার মান: ডলারের দাম ৮৭ টাকা ৫০ পয়সা

ফের কমলো টাকার মান: ডলারের দাম ৮৭ টাকা ৫০ পয়সা


প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য ৮০ পয়সা বাড়িয়ে ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৬ মে) গত ২০ দিনের মধ্যে মার্কিন ডলারের বিপরীতে টাকার মান তৃতীয়বারের মতো কমানো হলো।

সংশ্লিষ্টরা বলছেন, দেশে রপ্তানি আয় ও প্রবাসী আয়ের তুলনায় আমদানি ব্যয় বেশি হওয়ায় মার্কিন ডলারের ওপর চাপ বেড়েছে। বাজারে ঘাটতি মেটাতে চাহিদার পরিপ্রেক্ষিতে মার্কিন ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে। তবুও ডলারের বিপরীতে টাকার মান প্রতিনিয়ত কমছে।

এর আগে, জানুয়ারি মাসের শুরুতে প্রতি ডলারে বিনিময় মূল্য ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা, ২৩ মার্চে ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ২০ পয়সা, ২৭ এপ্রিল ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৪৫ পয়সা এবং সর্বশেষ ৯ মে ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রপ্তানি আয়ের তুলনায় আমদানি বেশি। বাজার পরিস্থিতি বিবেচনা করে প্রতি মার্কিন ডলারের দাম ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

রপ্তানি আয় বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, ঈদ ও রমজান উপলক্ষে ২০০ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। খুব শিগগিরই বাজার স্থি‌তিশীল হ‌য়ে যা‌বে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও বলেন, ব্যাংকগু‌লোর চা‌হিদার পরিপ্রেক্ষিতে ৫ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নিত্যপ্র‌য়োজনীয় খাদ্যপণ্য ছাড়া অন্যান্য পণ্য আমদানিতে গড় মা‌র্জিনসহ বিভিন্ন বিধিনিষেধ দেওয়া হয়েছে। 
সিলেটে যৌতুকের জন্য নববধূকে বিষ খাওয়ালেন স্বামী, ১৮ দিন পর মৃত্যু

সিলেটে যৌতুকের জন্য নববধূকে বিষ খাওয়ালেন স্বামী, ১৮ দিন পর মৃত্যু

ফাইল ছবি
মেহেদির রঙ মুছেনি। বিয়ের মাত্র একমাসের মাথায় স্বামীর হাতে ‘বিষ’ খেয়ে লাশ হতে হয়েছে নববধূ লনি বেগমকে (২৪)। 

সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার (১৬ মে) সকাল পৌণে ৯টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

লনি সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার সাহেবের বাজার এলাকার বাজারতল গ্রামের মৃত আতাব খানের মেয়ে।

ময়না তদন্ত শেষে সোমবার বিকাল ৪টার দিকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বামীর মারধর ও বিষ খাওয়ানোর ফলে তার মৃত্যুর অভিযোগ উঠেছে। 

নববধূ লনির অভিযুক্ত স্বামী জামাল উদ্দিন (৪২) এয়ারপোর্ট থানার খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মহালদিক গ্রামের মৃত টিকই মিয়ার ছেলে। 

শুক্রবার রাতে জামালকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানাপুলিশ। পরদিন তাকে আদালতের নির্দেশে কারগারে পাঠানো হয়। 

লনির ভাই অ্যাডভোকেট ইমাম উদ্দিন খান জানান, গত রমজানের আগের দিন জামাল উদ্দিনের সঙ্গে পরিবারিকভাবে লনির বিয়ে হয়। লনির বাবার বাড়ি থেকে কোনো ফার্নিচার দেয়া হয়নি। কথা ছিলো রমজানের পর তা দেয়া হবে। কিন্তু রমজানের মধ্যবর্তী সময়ে জামাল উদ্দিন ফার্নিচার নয়, নগদ ৩ লাখ টাকা দিতে লনিকে চাপ দিতে থাকেন।

বিষয়টি নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। ঈদের পরপরই বাবার বাড়ি থেকে টাকা নিয়ে যেতে ২৭ রমজান রাতে ফের চাপ দিতে থাকেন জামাল। লনি অসম্মতি জানালে শারীরিক নির্যাতন করতে থাকেন।

এক পর্যায়ে লনি গুরুতর আহত হয়ে পড়লে তাকে ওষুধ খাওয়ানোর কথা বলে বিষ খাইয়ে দেন স্বামী জামাল উদ্দিন। সেই থেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন নববধূ লনি।

বিষয়টি ঈদের দিন জানতে পারেন তার বাবার বাড়ির লোকজন। ওই দিনই তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করেন তারা। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে এবং লনিকে আইসিইউতে নেয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়। লাইফ সাপোর্টে দু'দিন থাকার পর সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে লনি চলে যান না ফেরার দেশে। 

এদিকে, লনি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত শুক্রবার রাতে এয়ারপোর্ট থানায় তার বড় ভাই নিজাম উদ্দিন খান বাদি হয়ে জামালকে আসামি করে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

ওইদিন রাতেই জামালকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে আদালতে প্রেরণ করলে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।  
বিয়ানীবাজার পৌর নির্বাচনঃ ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোয়ন জমা দিলেন নজমুল হোসেন

বিয়ানীবাজার পৌর নির্বাচনঃ ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোয়ন জমা দিলেন নজমুল হোসেন


আগামী ১৫জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ওয়ার্ডের (শ্রীধরা) কৃতি সন্তান সমাজসেবী নজমুল হোসেন।

সোমবার (১৬ মে) দুপুরে তিনি ওয়ার্ডবাসীর দোয়া এবং মুররুব্বিয়ান ও যুবসমাজের একাংশ নিয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কমিশনার সৈয়দ কামাল হোসেনের কাছে মনোনয়নপত্র জমা করেন।


কাউন্সিলর প্রার্থী নজমুল হোসেন জানান,  ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন আর ভালোবাসা নিয়েই আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। সকলের দোয়া আর ভালোবাসার সফল প্রতিফলন ঘটবে বলে আশা রাখি।

নির্বাচনে জয়ী হলে ওয়ার্ডের সকলধরণের সমস্যা নিরসনে ওয়ার্ডবাসীকে সাথে নিয়েই কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি জানান, একটি আধুনিক ওয়ার্ড গঠনের লক্ষ্য নিয়েই আমি কাউন্সিলর পদে নির্বাচন করছি। ওয়ার্ডবাসীর সমর্থন আর ভালোবাসা থাকায় তিনি সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি আরোও বলেন, আশা রাখছি এবারের নির্বাচনে সকলের সুচিন্তার প্রতিফলনে সকল ভোটারদের জয় হবে।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ১৭ মে, মনোনয়নপত্র বাছাই ১৯ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ২০ থেকে ২২ মে পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ২৩ থেকে ২৫ মে।

এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে
১৫ জুন।
লাইভ ও সংবাদ প্রকাশের পর চন্দরপুর-সুনামপুর সেতুর ভাঙ্গা অংশ সংস্কার

লাইভ ও সংবাদ প্রকাশের পর চন্দরপুর-সুনামপুর সেতুর ভাঙ্গা অংশ সংস্কার


গোলাপগঞ্জের চন্দরপুর-সুনামপুর সেতুর দু'পাড়ের এপ্রোচ সড়কের ভাঙ্গা অংশ সংস্কার করেছে সিলেটের সড়ক ও জনপথ অধিদপ্তর। সওজ এর কর্মকর্তারা আজ সোমবার(১৬ মে) সরেজমিন এসে স্থায়ী সংস্কারের জন্যও জরিপকার্য পরিচালনা করেছেন। তবে স্থায়ী সংস্কারের পূর্বে যাতে কোনো ধরণের দুর্ঘটনা না ঘটে এর জন্য আপাতত বালু, বাঁশ এবং বস্তা দিয়ে ভাঙ্গা অংশ মেরামত করা হয়েছে।
মেরামতের আগের চিত্র
এর আগে গত শনিবার (১৪ মে) ভাঙ্গা অংশ দুটিকে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এবং কুশিয়ারা নিউজে তুলে ধরেছিলেন কুশিয়ারা নিউজের সম্পাদক সাংবাদিক সালমান কাদের দিপু। এসময় মুঠোফোনে কথা হলে সিলেট সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বিষয়টি গুরুত্বের সহিত নিয়ে দ্রুত সময়ে সংস্কারের আশা প্রদান করেন।

এরই নিমিত্তে স্থায়ী সংস্কারের লক্ষে আজ সোমবার সড়ক ও জনপথের ইঞ্জিনিয়ারগণ এসে জরিপকার্য পরিচালনা করেন এবং ধসে যাওয়ার হাত থেকে সড়কটিকে রক্ষায় ও দুর্ঘটনারোধে আপাতত মেরামত কাজ করিয়ে দেন। 

এদিকে দ্রুত সময়ে সংস্কার কাজে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় সিলেট সড়ক ও জনপথ অধিদপ্তরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন চন্দরপুর ও সুনামপুর এলাকাবাসী।

এছাড়া কুশিয়ারা নিউজের সম্পাদক সালমান কাদের দিপু সিলেট সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন যখনই সেতু সংক্রান্ত কোনো সমস্যা দেখা দেয় তখন মোস্তাফিজুর রহমান সাহেবকে জানালে তিনি অত্যন্ত দ্রুতগতিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকেন। ইতোপূর্বে আরও দুইবার রাস্তা ধসে যাওয়ার ব্যাপারে অবহিত করলে তিনি ২৪ঘন্টার মধ্যেই ব্যবস্থা নিয়েছিলেন। প্রতিটা সেক্টরে মোস্তাফিজুর রহমান সাহেবের মতো কর্মকর্তা থাকলে সত্যিই দেশের আমূল পরিবর্তন সম্ভব হতো। এসময় তিনি মোস্তাফিজুর রহমানের প্রতি অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Sunday, 15 May 2022

জৈন্তাপুরে বন্যা পরিস্থিতির অবনতি

জৈন্তাপুরে বন্যা পরিস্থিতির অবনতি


শাহজাহান কবির খান, জৈন্তাপুর: জৈন্তাপুরে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারন করেছে। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে বিভিন্ন নদ-নদী দিয়ে পানি প্রবেশ অব্যাহত থাকায় নদ-নদীর পানি দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে, বৃষ্টি থামলে নদীর পানি একটু কমলেও বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে পানি আবারও বৃদ্বি পায়। পানির নিচে তলিয়ে আছে শত শত একর ফসলি জমি। উপজেলা সদরের সাথে বিভিন্ন গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, জরুরী প্রয়োজন মেটাতে নৌকা দিয়ে হাঁট বাজারে যাতায়াত করছে নিম্নাঞ্চলের মানুষ। নদী ভাঙনে হুমকীর মুখে গ্রামের কাচাঁ রাস্তা ও নদী তীরবর্তী এলাকার বসতবাড়ী। সারী নদীর পানি স্বাভাবিকের চেয়ে .০৫ সেঃ মিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

গত বুধবার রাত থেকে টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট এবং জৈন্তাপুর ইউনিয়নের গ্রামের হাজার হাজার মানুষ এখন পানিবন্দি রয়েছেন। বেশির ভাগ কাচাঁ রাস্তা পানির নিচে তলিয়ে যাওয়ায় বিভিন্ন গ্রাম-সহ উপজেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষজন। ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সারী নদীর পানি বিপদসীমা.০৫ সেঃ মিঃ উপর দিয়ে অতিত্রুম করছে। তবে শনিবার সকাল থেকে নদীর পানি কিছুটা কমতে দেখা গেলেও রোববার ভোর থেকে পূনরায় দ্রুতগতিতে নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে বর্তমানে নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে পাহাড় ও নদীর তীরবর্তি লোকজনকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে যেতে বলা হয়েছে। ভারী বর্ষণ অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরো অবনতির আশংকা করছেন আবহাওয়াবিদরা। 

এদিকে রোববার নদ-নদীর পানি কিছুটা কমলেও হাওরের পানি বৃদ্বি অব্যাহত রয়েছে। এবারের বন্যায় উপজেরার মধ্যে সবচেয়ে বেশী ক্ষতিগ্রাস্থ হয়েছে নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়নের কৃষি পরিবারের মানুষজন। খামারিরা গবাদি পশুর খাদ্য নিয়ে চরম সংকটে পড়েছেন। পানিবন্দি মানুষের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাড়ে ১৬ মেঃ টন চাল বরাদ্ধ দেওয়া হলেও  আবহাওয়া অনুকুলে না থাকায় বন্যায় ক্ষতিগ্রস্থদের কাছে পৌছানো সম্ভব হচ্ছেনা।। রবিবার ভোর থেকে বন্যা প্লাবিত এলাকায় পরিদর্শণ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন, অফিসার ইনর্চাজ গোলাম দস্তগীর আহমদ, নিজপাট ইউ/পি চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউ/পি চেয়ারম্যান ফখরুল ইসলাম-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম বলেছেন আবহাওয়ার তথ্য মতে এখনো প্রচুর বৃষ্টি হওয়ার আশংকা রয়েছে, নদ-নদীর পানি কিছুটা কমলেও বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার আশঙ্কা করা যাচ্ছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নদীর তীরবর্তী মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে বলা হয়েছে। তারপরও উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন-সহ সংশ্লিষ্টরা  সার্বক্ষনিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাচ্ছেন। পানিবন্দি অসহায় মানুষের জন্য যতেষ্ট  ত্রাণ সামগ্রী বরাদ্ধ রয়েছে।

Saturday, 14 May 2022

চন্দরপুর-সুনামপুর সেতুর এপ্রোচ সড়ক দু'টিতে মারাত্মক ধস: দুর্ঘটনার আশঙ্কা

চন্দরপুর-সুনামপুর সেতুর এপ্রোচ সড়ক দু'টিতে মারাত্মক ধস: দুর্ঘটনার আশঙ্কা


গোলাপগঞ্জের চন্দরপুর-সুনামপুর সেতুর দুই পাড়ের এপ্রোচ সড়ক দুটিতে বিশাল ধস নেমেছে। সেতুর চন্দরপুর ও সুনামপুর পাড়ের সড়ক দুটিতে বিরাট ফাটলের পাশাপাশি ধসে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যেকোনো সময় সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হওয়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও দেখা দিয়েছে।


সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুর চন্দরপুর পাড়ে গার্ডার সাইটে বিরাট ফাটল দেখা দিয়েছে। আর এদিকে চলমান অতিবৃষ্টির পানি এই ফাটল দিয়ে ঢুকে রোডের নিচের মাটি সরে যাওয়ায় বিরাট ধসের সৃষ্টি করেছে। আর তাতে এখানে বড়ধরণের দুর্ঘটনার আশঙ্কাও দেখা দিয়েছে। এ অংশে কিছুদিন পূর্বেও গার্ডার সাইটের ব্লকগুলো ধসে পড়ে সেখানে বিরাট গর্তের সৃষ্টি করেছিলো। ওই সময় সৃষ্ট গর্তে সড়ক ও জনপদ অধিদপ্তর বস্তা ফেলে ধস আটকানোর চেষ্টাও করেছিলো। কিন্তু এতোকিছুর পরও এখানকার ধস কোনোভাবেই আটকানো সম্ভব হচ্ছে না। তাই এখানে দ্রুত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া না গেলে পুরো রোডটিই ধসে পড়বে। 

চন্দরপুর পাড়ে বিরাট ফাটল। বৃষ্টিতে যা বড় ধরণের ধস নামার আশঙ্কা রয়েছে।


সুনামপুর পাড়ে গিয়ে দেখা যায় সেখানে বিরাট ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। চলমান অতিবৃষ্টির ফলে এখানকার রোডের নিচের মাটি সরে গিয়ে ব্যাপক ঝুঁকির মধ্যে পড়েছে সড়কটি। সড়কের ভাঙ্গনের অংশে প্রায় মাঝ বরারবর পর্যন্ত মাটি ধসে পড়েছে, ফলে এ অংশের রোডটি প্রায় শূন্যে ঠিকে রয়েছে। আর তাতে মৃত্যুকূপে পরিণত হয়েছে এ অংশটি। যেকোনো সময় এখানে মারাত্মক দুর্ঘটনার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

সুনামপুর পাড়ে বিরাট গর্তের সৃষ্টি। সড়কের নিচের মাটি সরে গিয়ে ব্যাপক ঝুঁকি তৈরি করেছে। 

শাহজান আহমদ নামের একজন পথচারী বলেন, সেতুর দুই পাড়ের এপ্রোচ সড়ক দুটিতে মারাত্মক ধরণের দুটি ধস নেমেছে। যেকোনো সময় এ সড়ক দুটি ভেঙ্গে পড়তে পারে। তাই দ্রুত সময়ে তা সংস্কার করা না হলে বড় ধরণের দুর্ঘটনার পাশাপাশি যাতায়াত ব্যবস্থা একদম বন্ধ হয়ে যেতে পারে বলেও জানান তিনি।

এ ব্যাপারে মুঠোফোনে সিলেট সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের সাথে কথা হলে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দ্রুত সংস্কার কাজের আশ্বাস প্রদান করেন।

চন্দরপুর-সুনামপুর সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ শহর ও উপজেলা সদরে যাতায়াত করে থাকেন। এ সেতু দিয়ে গোলাপগঞ্জ উপজেলার কুশিয়ারা পূর্বাঞ্চলের মানুষজন-সহ পূর্ব সিলেটের বিয়ানীবাজার, বড়লেখা তথা মৌলভীবাজারের বৃহৎ অঞ্চলের মানুষজন সহজেই বিভাগীয় শহরে যাওয়া-আসা করেন। ফলে এ সেতু ও সড়কটি দিয়ে যাতায়াতের চাপ ব্যাপক। তাই এপ্রোচ সড়ক দুটির গর্তগুলো দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা না হলে সড়কটি ভেঙ্গে গিয়ে দুর্ঘটনার পাশাপাশি যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এমতাবস্থায় সড়কটি ধসে যাওয়ার হাত থেকে দ্রুত রক্ষা করা না হলে জনদুর্ভোগ চরমে গিয়ে পৌঁছবে।
দক্ষিণ সুরমা প্রেসক্লাবে ভারপ্রাপ্ত মেয়র’কে সংবর্ধনা

দক্ষিণ সুরমা প্রেসক্লাবে ভারপ্রাপ্ত মেয়র’কে সংবর্ধনা


আজকের এই সম্মাননাকে আমি
মাথার মনি করে রাখবো....তৌফিক বক্স লিপন

সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের আজীবন সদস্য মোহাম্মদ তৌফিক বক্স লিপন বলেছেন, সিলেটের সাংবাদিকরা আমার আত্মার আত্মীয়। আমি একজন আপাদমস্তক সাংবাদিক প্রেমিক মানুষ। সাংবাদিকদের সুখে-দুঃখে পাশে থাকতে পারলে নিজেকে গর্বিত মনে করি। কারণ সাংবাদিকরা সমাজের সকল অসঙ্গতি জীবনের ঝুঁকি নিয়ে তুলে ধরেন। যা সমাজ ব্যবস্থা ও রাষ্ট্রীয় পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

তিনি বলেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রত্যাকটি সদস্য আমার প্রাণের চেয়েও প্রিয়। কারণ তারা তাদের সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতায় আমার হৃদয়ে শেষ স্থান করে নিয়েছে। দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দেওয়া আজকের সংবর্ধনা আমাকে অভিভূত করেছে। আপনাদের এই সম্মাননা আমি আজীবন মাথার মনি করে রাখবো।

শনিবার (১৪ মে) বিকেলে দক্ষিণ সুরমা প্রেসক্লাব আয়োজিত ষ্টেশন রোডস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে ক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সাধারণ সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হক শিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রফিকুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আফতাব উদ্দিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী, প্রতিষ্ঠাতা সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ। ক্লাবের সহ-সাধারণ সম্পাদক আব্দুল খালিকের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি শিপন আহমদ। 

কার্যনির্বাহী কমিটির সদস্য আজমল আহমদ রোমনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব কোষাধ্যক্ষ শরিফ আহমদ, দপ্তর ও পাঠাগার সম্পাদক খায়রুল আমিন রাফসান, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, কার্যনির্বাহী সদস্য এম সারওয়ার হোসেন সৌরভ, সদস্য ফয়ছল আহমদ রানা, মোঃ রফিক আহমদ, আবুল বশর প্রমুখ। 

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সিসিকের ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ তৌফিক বক্স লিপন’কে সম্মানা স্মারক প্রদান করেন দক্ষিণ সুরমা প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি