Sunday, 8 January 2023

কুলাউড়া ট্রাজেডি : ‘অন্তিম শয়নে তারা’

কুলাউড়া ট্রাজেডি : ‘অন্তিম শয়নে তারা’



দীর্ঘদিন পর দেশে ফিরছেন মালয়েশিয়া প্রবাসী রাজু মিয়া। তাকে অভ্যর্থনা জানিয়ে আনতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন বোন-ভাই-ভাগ্নিসহ পরিবা রের বেশ কয়েকজন। হাস্যজ্জ্বল চেহারা নিয়ে উৎফুল্ল মনে বাড়ি ফিরছিলেন তারা।

কিন্তু পথিমধ্যে থমকে যায় সকল স্বপ্ন। হাসিমুখ মলিন হয়ে নিমিষেই ঘটে যায় এক ট্রাজেডি। ট্রাক,মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে সেখানে প্রাণ হারান শিশুসহ ৫ ব্যক্তি। বলছিলাম ঢাকা- সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের অলিপুর নামক স্থানে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা।

হৃদয়বিদারক মর্মান্তিক দূর্ঘটনার পর সিলেটজুড়ে নেমেছে বিষাদ। উপজেলাজুড়ে বইছে শোকের মাতম। স্বজনদের আর্তনাদে নিঃস্তব্ধ হয়ে যায় গোটা এলাকা।

এদিকে শনিবার (৭ জানুয়ারি) বাদ আসর অশ্রুসিক্ত নয়নে জানাজা শেষে কুলাউড়া ও কমলগঞ্জে নিহতদের বাড়িতে তাদের দাফন করা হয়। অন্তিম শয়নে শেষ বিদায় জানাতে জানাযায় দুর-দুরান্ত থেকে হাজারো মানুষ উপস্থিত হন। এসময় শোকে স্তব্ধ দেখা যায় স্বজনদের।

জানা যায়, কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের মাদানগর গ্রামে প্রবাসী রাজুর ছোটভাই সিহাবের (১৩) জানাজা শেষে তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। একই উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গাড়িচালক সাদি রের (৩২) লাশও তার এলাকায় জানা জা শেষে দাফন করা হয়। বাকি তিনটি লা শ কমলগঞ্জের ভেড়ারচর গ্রামে দাফন করা হয়। তাদের মধ্যে রয়েছেন ওই এলাকার বাসিন্দা আব্দুস সালাম (৩২), তার স্ত্রী সাদিয়া (২১) ও তাদের শিশুসন্তান হাবিবা (২)। তারা প্রবাসী রাজুর ভগ্নীপতি, বোন ও ভাগ্নি।

এরআগে শনিবার (৭ জানুয়ারি) গভীর রাত আনুমানিক ২টায় ঢাকা- সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের অলিপুর নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায় কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের মাদানগর গ্রামের ক্বারী নুরুল হকের ছেলে মালয়েশিয়া প্রবাসী রাজু মিয়াকে আনতে পরিবারের ৮ সদস্য মাইক্রোবাসে করে শুক্রবার বিকেলে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। 

Saturday, 7 January 2023

গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরেন্টো, অন্টারিও, কানাডার মনোমুগ্ধকর অভিষেক সম্পন্ন

গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরেন্টো, অন্টারিও, কানাডার মনোমুগ্ধকর অভিষেক সম্পন্ন



গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরেন্টো, অন্টারিও, কানাডার ২০২২-২০২৫-ইংরেজি বর্ষের মনোমুগ্ধকর অভিষেক সম্পন্নঃ


গোলাপগন্জ ফাউন্ডেশন অব টরেন্টো, ওন্টারিও, কানাডার ত্রিবার্ষিক কার্যকরী কমিটির আনুষ্ঠানিক অভিষেক গত ২রা জানুয়ারী সোমবার সন্ধ্যা ৬ টায় 9 Dawes এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই  কনভেনিং কমিটির সদস্য কামরুল হাসান সাহানের চমৎকার উপস্থাপনায় পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করেন গোলাপগঞ্জের কৃতি সন্তান হাফিজ হুসাম আমীন ।

বাংলাদেশ এবং কানাডার জাতীয় সংগীতের পর স্বাগত বক্তব্য রাখেন অভিষেক কমিটির আহবায়ক রিয়েলেটর সাব্বির চৌধুরী লিটন । 

অতঃপর স্লাইডশোর মাধ্যমে বিদায়ী সাধারণ সম্পাদক তাহার মনোমুগ্ধকর সেক্রেটারীয়াল রিপোর্ট উপস্হাপন করেন ।

পরবর্তী পর্বে সাব্বির চৌধুরী লিটনের সঞ্চালনার মাধ্যমে GFTO কন্টিবিউশন এ্যাওয়ার্ড প্রধান করা হয়। এ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন, সদ্য বিদায়ী কার্যকরী কমিটির সদস্য ও সংগঠনের প্রতিষ্ঠাতাদের অন্যতম জনাব মঈন চৌধুরী ও জনাব আকনুর আলী ।

আউটস্ট্যান্ডিং কমিউনিটি সার্ভিস এ্যাওয়ার্ড প্রধান করা হয় জনসেবায় এম পি পি ডলি বেগম, স্কুল ট্রাষ্টি মালিহা গউস, কমিউনিটি সার্ভিসে মোস্তাক আহমদ,মিডিয়া সার্ভিসে নজরুল ইসলাম মিন্টু, কোভিড -১৯ কালীন সিবিআই ফিউনারেল সার্ভিসের প্রধান খছরুজ্জামান চৌধুরী দুলু ।

এ্যাওয়ার্ড প্রাপ্ত ব্যক্তিদের বিমোহিতকর বক্তব্যে বক্তারা গোলাপগন্জ ফাউন্ডেশন এর বিগত দিনের কার্যক্রমের প্রশংসা করে বলেন - আপনাদের এই চমৎকার অনুষ্ঠান টরেন্টোতে যেনো একটি সুন্দর দিক নির্দেশনা করে দিচ্ছে ।গুনিজনদের সম্মাননা সবসময়ই প্রশংসনীয় এবং সেটা যদি হয় হলভর্তি কমিউনিটির সম্মুখে তাহলে গর্বে বুক ভরে উঠে এবং নতুনভাবে নব উদ্যোমে কাজ করার অনুপ্রেরণাও পাওয়া যায়। 

সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যন ও কার্যকরী পরিষদের সদস্য  মিছবাহুল কাদির ফাহিম। জালালাবাদ অ্যাসোসিয়েশন এর সাবেক সভাপতি ও কার্যকরী পরিষদের সদস্য ছাদ চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমান ও কমিউনিটির সমাজকর্মী সরওয়ার হোসেন।

অতিথি বক্তা টরেন্টো স্কুল ট্রাষ্টি বোর্ডের নব নির্বাচিত সদস্য মালিহা গউস তার বক্তব্যে তরুন সমাজকে তাদের পুর্বসুরীদের অনুস্মরন করে সমাজকর্মে আরো এগিয়ে আসতে উৎসাহিত করেন । পরবর্তীতে সংগঠনের সভাপতি
২০২২-২০২৫-ইংরেজি সালের জন্য ইয়থ ফোরাম গঠন করেন। 

এরপর  নবনির্বাচিত কমিটিকে পরিচয় করিয়ে দেন অভিষেক কনভেনর সাব্বির চৌধুরী লিটন। 

নতুন কমিটিতে (২০২২- ২০২৫) নির্বাচিতরা হলেন, সভাপতি নেওয়াজ চৌধরী সাজু , সহ সভাপতি রিফাত চৌধুরী, সাধারন সম্পাদক ছাবির আহমদ শাহীন, যুগ্ন সম্পাদক রেহান উদ্দীন , অর্থ সম্পাদক মোক্তার হোসেন বাহার, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম জাহেদ, সমাজ কল্যান সম্পাদক আলী হোসেন, ক্রীড়া ও যুব সম্পাদক সেলিম আহমদ । 

কার্যকরী কমিটির সদস্য মিছবাহুল কাদীর ফাহিম, আনই মিয়া, জমশেদ মিশকাত চৌধুরী,সাব্বির চৌধুরী লিটন, হেলাল উদ্দীন, মাহবুব চৌধুরী রনি, কামরুল হাসান সাহান, মিজানুর রহমান , মন্জুর আহমদ. আবু জাহির সাকিব, জবরুল ইসলাম , সামিল ছাদেক চৌধুরী, ইউনুছুর রহমান ,ছাদ চৌধুরী ।

পরবর্তীতে মঞ্চে  আরোহণ করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমান,মঈন চৌধুরী, লায়েক চৌধুরী । প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমান কার্যকরী কমিটিকে শপথ পাঠ করান । 

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছাবির আহমদ শাহীন ২০২২-২০২৫-ইংরেজি সালের উপদেষ্টা মন্ডলীর সদস্যদের পরিচয় করিয়ে দেন । যথাক্রমে আব্দুর রহমান, মঈন চৌধুরী, লায়েক চৌধুরী, জানু মিয়া, জালাল চৌধুরী, আব্দুর রহীম,সালেহ আহমদ,আব্দুল মন্নান, নুর ঊদ্দীন,সাইদুন ফয়ছল, শামীম চৌধুরী,নেহাল চৌধুরী,গোলাম মস্তফা বাবুল, মহি উদ্দীন আহমদ,রাহাদ হোসেন চৌধুরী। 

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছাবির আহমদ শাহীন এর সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম পি পি ডলি বেগম বলেন- টরেন্টোতে গোলাপগন্জ ফাউন্ডেশন এর কার্যক্রম সত্যিকার অর্থেই প্রশংসনীয় । সবসময়ই আমি এই সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানে যুক্ত হতে পারি বলে আনন্দিত। তিনি নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে অতীতের ন্যায় ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। 

নতুন বছরকে স্বাগত জানিয়ে নব নির্বাচিত সাধারন সম্পাদক তার বক্তব্যে বলেন, ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য আহ্বান জানান। এবং সংগঠনের প্রথম পদক্ষেপ Create a job & Save a family সম্পর্কে অবহিত করে প্রজেক্ট বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

এছাড়া বক্তব্য রাখেন নব নির্বাচিত  সহ সভাপতি রিফাত চৌধুরী । তার বক্তব্যে উপস্থিত সকল অতিথিবৃন্দকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে নেওয়াজ চৌধুরী সাজু অনুষ্ঠানে উপস্থিত অথিতিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বিগত দিনের বিভিন্ন কার্যক্রম কে সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তাছাড়া সংগঠনের প্রথম উদ্যোগ Create a job & Save a family প্রজেক্টে সকলের সহযোগিতা কামনা করেন । 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ইন্জিনিয়ার এ্যাসোসিয়েশন এর সাবেক সভাপতি রেজাউর রহমান, সাবেক আইজি প্রিজন ইফতেখার হোসেন,জালালাবাদ অ্যাসোসিয়েশন এর সাবেক সভাপতি যথাক্রমে জনাব রেশাদ চৌধুরী, জনাব আহাদ খন্দকার , তমাল দে , ফয়জুল চৌধুরী, সুনামগঞ্জ সমিতির সভাপতি প্রফেসর আতাউর রহমান, প্রফেসর মোহাম্মদ মাসুক মিয়া, কামিল হোসেন, মৌলভীবাজার এসোসিয়েশন এর সভাপতি জনাব লায়েকুল চৌধুরী ,  সহ সভাপতি শংকর দে,সৈয়দ মাহবুব, সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুক্তা,হবিগঞ্জ এসোসিয়েশন এর সাবেক সাধারণ সম্পাদক এবাদ চৌধুরী,বিয়ানীবাজার সমিতি ইংক এর সভাপতি আব্দুল মুমিত প্রমুখ।

Friday, 6 January 2023

শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী


সরকারের বর্তমান মেয়াদের চতুর্থ বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ভাষণ দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন।


প্রধানমন্ত্রীর ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনে সম্প্রচার করা হবে।

উল্লেখ্য, আওয়ামী লীগ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর সাধারণ নির্বাচনের নিরঙ্কুশ বিজয় লাভ করার পর ২০১৯ সালের ৭ জানুয়ারি শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

সূত্র : বাসস 
তারেক-জোবায়দার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

তারেক-জোবায়দার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলার ভিত্তিতে ঢাকা মহানগর দায়রা জজ মো: আছাদুজ্জামানের আদালত এ আদেশ দেন

বিচারক ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আগামী ১৯ জানুয়ারির মধ্যে সম্পত্তি ক্রোক করার অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ গ্রহণ করে গত বছরের ১ নভেম্বর একই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে গত বছরের ২৬ জুন তারেক ও জোবায়দাকে 'পলাতক' ঘোষণা করেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা নিয়ে পৃথক তিনটি রিট আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। একই সঙ্গে তারেক-জোবায়দাকে 'পলাতক' ঘোষণা করা হয়। এই দম্পতি ২০০৮ সাল থেকে লন্ডনে অবস্থান করছেন।

ওই দিন হাইকোর্টের রায়ে বলা হয়, তারেক রহমান ও জোবায়দা রহমান পলাতক থাকায় তাদের রিট গ্রহণযোগ্য নয়। তাদের পক্ষে কোনো আইনজীবী এ মামলা পরিচালনা করতে পারবে না। একই সঙ্গে এ মামলার যাবতীয় নথিপত্র ঢাকার বিচারিক আদালতে পাঠাতে বলেছেন। পাশাপাশি মামলা দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেন হাইকোর্ট।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। সেখানে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার সম্পদের তথ্য গোপন এবং মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়। পরে একই বছর তারেক রহমান ও জোবায়দা রহমান মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক রিট আবেদন করেন। এরমধ্যে ২০০৮ সালের ৩১ মার্চ এ মামলায় অভিযোগপত্র দেয় দুদক। আসামিরা মামলা বাতিলের আবেদন করলে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। 
ইউক্রেনের সঙ্গে ৩৬ ঘণ্টা যুদ্ধ বিরতির ঘোষণা দিলেন পুতিন

ইউক্রেনের সঙ্গে ৩৬ ঘণ্টা যুদ্ধ বিরতির ঘোষণা দিলেন পুতিন


ইউক্রেনের সঙ্গে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়কে তিনি এ নির্দেশনা প্রদান করেন। খবর বিবিসি।

এ নির্দেশনা অনুযায়ী শুক্র ও শনিবার (৬ ও ৭ জানুয়ারি) রুশ সেনারা যুদ্ধ থেকে বিরত থাকবেন। সেই সঙ্গে ইউক্রেনকেও যুদ্ধবিরতি পালনের আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান অর্থোডক্স চার্চের প্রধান মস্কোর প্যাট্রিয়ার্ক কিরিল বৃহস্পতিবার উভয়পক্ষকে ক্রিসমাস যুদ্ধবিরতি পালনের আহ্বান জানান। তবে পুতিনের যুদ্ধবিরতি পালনের নির্দেশকে একটি ফাঁদ হিসেবে উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে কিয়েভ।


পুতিন তার আদেশে বলেন, পরম পবিত্র প্যাট্রিয়ার্ক কিরিলের আবেদন বিবেচনা করে, আমি রাশিয়ান ফেডারেশনের প্রতিরক্ষামন্ত্রীকে আগামী ৬ জানুয়ারি থেকে ৩৬ ঘণ্টা যুদ্ধবিরতি ব্যবস্থা চালুর নির্দেশ দিচ্ছি।

এর আগে রুশ অর্থোডক্স গির্জার প্রধান কিরিল শুক্রবার দুপুর থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত ইউক্রেন ও রাশিয়ার প্রতি যুদ্ধবিরতি পালনের আহ্বান জানিয়েছিলেন। প্রাচীন জুলিয়ান বর্ষপঞ্জি অনুসারে, রাশিয়া ও ইউক্রেনে বসবাসকারীসহ অনেক অর্থোডক্স খ্রিস্টানরা আগামী ৬-৭ জানুয়ারি বড় দিন পালন করবেন। এছাড়া রাশিয়ার অর্থোডক্স গির্জা প্রতি বছরের ৭ জানুয়ারি বড় দিন উৎসব পালন করে। 
বৈশ্বিক জিডিপির ৩৫তম স্থানে বাংলাদেশ, ৪২-এ পাকিস্তান

বৈশ্বিক জিডিপির ৩৫তম স্থানে বাংলাদেশ, ৪২-এ পাকিস্তান



বিদায়ী ২০২২ সালে বিশ্ব অর্থনীতির আকার ১০০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। বিশ্ব অর্থনীতির একটা বড় অংশজুড়ে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, জার্মানি ও ভারত রয়েছে। বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অর্ধেকই এই পাঁচ দেশের। এ বৈশ্বিক জিডিপির তালিকায় ৩৫তম স্থানে রয়েছে বাংলাদেশ। আর পাকিস্তানের অবস্থান ৪২তম। 

সম্প্রতি কানাডাভিত্তিক গবেষণা সংস্থা ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। 

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্য-উপাত্তের সাহায্য নিয়ে তৈরি প্রতিবেদনটিতে বলা হয়, গত বছরে বিশ্বে দুটি বড় ঘটনা ঘটেছে। এক. বিশ্ব অর্থনীতির আকার ১০০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। দুই. বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটি পার হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, বিশ্ব অর্থনীতির একটা বড় অংশজুড়ে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, জার্মানি ও ভারত রয়েছে। বিশ্বের মোট জিডিপির অর্ধেকই পাঁচটি দেশের। গত বছর যুক্তরাজ্যকে টপকে ভারত পঞ্চম স্থান দখল করে নিয়েছে। আরও পাঁচটি দেশকে এর সঙ্গে যুক্ত করা হলে ১০টি দেশের মিলিত জিডিপি হবে বৈশ্বিক জিডিপির ৬৬ শতাংশ। আর বৈশ্বিক জিডিপির ৮৪ ভাগের অংশীদার বিশ্বের ২৫টি দেশ। বিশ্বের বাকি ১৬৭টি দেশের জিডিপির পরিমাণ খুবই কম- মাত্র ১৬ শতাংশ। 

এ হিসাবে বৈশ্বিক জিডিপির তালিকা অনুযায়ী বাংলাদেশের অর্থনীতির অবস্থান ৩৫তম। বাংলাদেশের জিডিপির আকার ৪৬০ বিলিয়ন ডলার বা ৪৬ হাজার কোটি ডলার। বাংলাদেশের ঠিক আগেই রয়েছে সংযুক্ত আরব আমিরাত, মিসর ও অস্ট্রিয়ার মতো দেশ। আর ঠিক পরেই আছে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভিয়েতনাম। আর পাকিস্তানের অবস্থান ৪২তম। নিম্ন জিডিপির দেশগুলোর বেশিরভাগই ওশেনিয়া অঞ্চলের দ্বীপদেশ। 

প্রতিবেদনটিতে সংশ্লিষ্ট দেশগুলোর জিডিপি নিরিখেই হিসাব করা হয়েছে। এতে ১০০ ট্রিলিয়ন ডলারের বিশ্ব অর্থনীতিতে ছোট-বড় সব দেশের জিডিপির হিসাব যুক্ত হয়েছে। এতে কোন দেশের হিস্যা কত সেসব তুলে ধরা হয়েছে।

অর্থনীতির এক ঘোর অনিশ্চয়তা নিয়ে ২০২৩ শুরু হয়েছে। করোনার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতিতে নাকাল বিভিন্ন দেশের মানুষ। অনেক বিশেষজ্ঞ স্বল্প আকারে মন্দা সৃষ্টি হওয়ার কথা বলছেন। তবে এটা স্বল্প না দীর্ঘস্থায়ী হবে- তা নিয়ে বিতর্ক আছে। এরই মধ্যে আইএমএফ বলেছে, বিশ্বের অন্তত এক-তৃতীয়াংশ দেশ মন্দার কবলে পড়বে। 

অনেক বিশেষজ্ঞ বলছেন, অর্থনীতির নিম্নগামী প্রবণতাকে চীন রুখতে পারবে। আর এ পূর্বাভাস ঠিক হলে বিশ্ব জিডিপির হিস্যায় চীনের অংশ আরও বাড়বে। 
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নতুন বোর্ড গঠন: সভাপতি সাংবাদিক আহাদ, সচিব আব্দুল হাই

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নতুন বোর্ড গঠন: সভাপতি সাংবাদিক আহাদ, সচিব আব্দুল হাই


গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সমিতি বোর্ডের ২৯তম বোর্ড সভার প্রথম অধিবেশন সিলেট গোটাটিকরস্থ সদর দপ্তরে হানিফ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উপজেলার গ্রাহকদের নিয়ে অনুষ্ঠিত বার্ষিক এ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।

এসময় তিনি বলেন, বিদ্যুৎ ছাড়া আমাদের জীবন যাত্রা স্বাভাবিক রাখা খুবই কঠিন। নবায়ন যোগ্য জ্বালানীর বিষয়ে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এতে আমাদের সবার সহযোগিতা থাকা দরকার। এসময় বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ।

অনুষ্ঠানে ওসমানীনগর জোনাল অফিসের ডিজিএম নাঈমুল হাসানের উপস্থাপনায় বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর জিএম প্রকৌশলী দিলীপ চন্দ্র চৌধুরী, আরইবির প্রতিনিধি উপ পরিচালক মোহাম্মদ হালিমুজ্জামান, সমিতির বিদায়ী সচিব মোহাম্মদ মেন্দি মিয়া, বিদায়ী কোষাধ্যক্ষ এমদাদুর রহমান।

দ্বিতীয় অধিবেশনে আরইবির প্রতিনিধিদের পরিচালনায় বিভিন্ন এলাকার নির্বাচিত পরিচালকদের ভোটে নতুন বোর্ড গঠন করা হয়। এতে সাংবাদিক আব্দুল আহাদ (গোলাপগঞ্জ) কে সভাপতি, নজরুল হক তাপাদার (জকিগঞ্জ ও বিয়ানীবাজার) কে সহ সভাপতি, মোহাম্মদ আব্দুল হাই (ফেঞ্চুগঞ্জ) কে সচিব ও সহিদুল হাসান (জকিগঞ্জ) কে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত করা হয়।

এদিকে নব নির্বাচিত সমিতি বোর্ডের নের্তৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সাবেক সভাপতি হানিফ আহমদ, সাবেক সচিব মোহাম্মদ মেন্দি মিয়া সহ বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত পরিচালকবৃন্দ।