Tuesday, 21 March 2023

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মাসিক বোর্ড সভা অনুষ্ঠিত

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মাসিক বোর্ড সভা অনুষ্ঠিত



নিজস্ব প্রতিবেদক : সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ৪০৭ তম মাসিক বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সিলেট গোটাটিকরস্থ সদর দপ্তরে সমিতির বোর্ডের সভাপতি সাংবাদিক আব্দুল আহাদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে আলোচনায় অংশ গ্রহণ করেন সমিতির জিএম মোহাম্মদ আক্তারুজ্জামান লস্কর, আরইবির নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম, সমিতি বোর্ডের সহ-সভাপতি নজরুল হক তাপাদার, সচিব আব্দুল হাই নন্না, কোষাধ্যক্ষ শহিদুল হাসান, মনোনীত পরিচালক প্রিন্সিপাল রেজাউল আমিন, মোহাম্মদ মেন্দি মিয়া, দক্ষিণ সুরমা এলাকা পরিচালক মাহবুব আহমদ, বিশ্বনাথ এলাকা পরিচালক রমা কান্ত দে, মহিলা পরিচালক ফজিলাতুন কদর চৌধুরী, মনি কাঞ্চন চৌধুরী, বর্ণালী ব্রর্ম্মপ্রমুখ। এসময় 
গোলাপগঞ্জ, বিয়ানী বাজার, জকিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, ওসমানী নগর ও বিশ^নাথ উপজেলা অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ নিজ নিজ এলাকার প্রতিবেদন ও কার্যক্রম তুলে ধরেন।

বোর্ড সভায় আগামী রমজান মাসে বিদ্যুৎ সেবা নিশ্চিত করণে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এছাড়া বিভিন্ন এলাকায় গ্রাহক সেবা উন্নত করণের লক্ষ্যে নিজ নিজ অফিসের কর্মকর্তাদের নির্দেশ প্রদান 
করা হয়।
গোলাপগঞ্জে গৃহদান  উপলক্ষে ইউএনওর প্রেস ব্রিফিং

গোলাপগঞ্জে গৃহদান উপলক্ষে ইউএনওর প্রেস ব্রিফিং


গোলাপগঞ্জ প্রতিনিধি  : প্রধানমন্ত্রীর দেয়া উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর সংক্রান্তবিষয়ে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রেস ব্রিফিং করা হয়েছে। 

মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের সামনে এ বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নান। তিনি বলেন প্রধান মন্ত্রীর নির্দেশনায় সারা দেশের ন্যায় গোলাপগঞ্জে ৩৭০টি ভূমিহীন, গৃহহীন পরিবারকে ঘর উপহার দেয়ার জন্য উপজেলা প্রশাসন ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করে। এরই আলোকে ইতিমধ্যে ২৫০টি ঘর নির্মাণ করে বিভিন্ন পরিবারকে বসবাসের সুযোগ করে দেয়া হয়েছে। বাকী ১২০টি ঘর নির্মাণের কাজ চলমান আছে। বিভিন্ন দফায় কাজ সম্পন্ন করতে ভূমি প্রাপ্তির বিষয়টি জটিলতার সৃষ্টি করেছিলে বলে তিনি জানালেন। সরকারি খাস জমি উদ্ধার করতে দেরী হওয়ায় গৃহ নির্মাণেও বিলম্ব হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন ফুলবাড়ী ইউনিয়নের মাইজভাগ মৌজায় ৩ একর সরকারী খাস জমি উদ্ধার করে গৃহ নির্মাণের প্রস্তুতি নেয়া হয়েছে। এখানে ৮২টি ঘর নির্মাণ করা হবে বলে জানালেন। 

এছাড়া গোলাপগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান কর্তৃক মঞ্জুরাবাদে দানকৃত জমিতে ২২ টি ঘর নির্মাণের প্র¯দতি চলছে। নির্মাণাধীন আশ্রয়ন প্রকল্পে পানি, বিদ্যুৎ ও স্যানিটেশনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে মর্মে তিনি উল্লেখ করেন। 

বুধবার সারাদেশে ৩৫ হাজার ঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন, গৃহহীনদের দান করবেন, এর মধ্যে গোলাপগঞ্জের ৩২ টি ঘর রয়েছে। 

এ ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও সকল মহলের সহযোগীতা চাইলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ মোহাম্মদ লুটন।

Monday, 20 March 2023

সরকার শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত করে তুলতে কাজ ক‌রে যা‌চ্ছেঃ উপ‌জেলা চেয়ারম্যান

সরকার শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত করে তুলতে কাজ ক‌রে যা‌চ্ছেঃ উপ‌জেলা চেয়ারম্যান


শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করার আহবান জা‌নি‌য়ে‌ছেন গোলাপগঞ্জ উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান মঞ্জুর কা‌দির চৌধুরী শা‌ফি এ‌লিম। তিনি ব‌লেন, খেলাধুলার মধ্য দিয়ে তাদের পড়ালেখা শেখাতে হবে। তবেই সেটা ফলপ্রসূ হবে। শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা প্রদানের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত করে তুলতে কাজ ক‌রে যা‌চ্ছে। যাতে তারা পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মেলাতে পারে। এ কথা মাথায় রেখেই সরকার শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষাকে আরো আধুনিক, উন্নত ও বিজ্ঞানসম্মত করতে শুধু সাধারণ শিক্ষা নয়, কারিগরি শিক্ষাকেও গুরুত্ব দিতে হ‌বে। যাতে একজন ছেলে-মেয়ে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেরা কিছু করতে পারে।’

তি‌নি শিক্ষক ও অ‌ভিভাবক‌দের উ‌দ্দে‌শ্যে ব‌লেন, ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের পাঠে আ‌রো বে‌শি মনোনিবেশ কর‌তে হ‌বে। ভবিষ্যতে যেন শিক্ষার্থীদের ফলাফল আরো ভালো হয়, সেজন্য শিক্ষক ও অ‌ভিভাবক‌দের আ‌রো স‌চেতন হ‌ওয়ার আহবান জানান তি‌নি। 

সোমবার বেলা ২ টায় গোলাপগঞ্জ উপ‌জেলার ধারাবহর মাশা ম‌ডেল টাউনস্থ আ‌নোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যো‌গিতার পুরস্কার বিতরণ ও বিদায়ী শিক্ষক‌দের সংবর্ধনা অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এ কথাগু‌লো ব‌লেন।

বিদ‌্যাল‌য় প‌রিচালনা ক‌মি‌টির সভাপ‌তি আ‌নোয়ার হুমায়ুনের সভাপ‌তি‌ত্বে ও প্রাক্তর শিক্ষক সাংবা‌দিক ইমরান আহম‌দের প‌রিচালনায় অনুষ্ঠা‌নে বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য দেন গোলাপগঞ্জ উপ‌জেলা শিক্ষা অ‌ফিসার দেওয়ান নাজমুল আলম, ৯ নং প‌শ্চিম আমুড়া ইউ‌পি চেয়ারম‌্যান সৈয়দ হা‌সিন আহমদ মিন্টু।

প্রাক্তন শিক্ষার্থী সাহান আহম‌দের কোরআন তেলাওয়া‌তের মাধ‌্যমে শুরুতে স্বাগত বক্তব‌্য দেন সহকা‌রি শিক্ষক মেহ‌দি হাসান।

বক্তব‌্য দেন যুব নেতা ও শিক্ষানুরাগী আবু সু‌ফিয়ান আজম, সমাজ‌সেবী হোসাইন আহমদ আক্তার, এলাকাবাসীর প‌ক্ষে মাহতাবুর রহমান, বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক মিন্টু কা‌ন্তি দেব, অ‌ভিভাবক‌দের প‌ক্ষে যুব‌নেতা সুলতান মাহমুদ শুভ ও বিদায়ী শিক্ষক‌দের পক্ষ থে‌কে আহবাব হোসেন।

অন‌্যা‌ন্যের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন, সমাজসেবী সিমু চৌধুরী, এলাকার মুর‌ব্বি আফতাব আলী, সাহাব উ‌দ্দিন, বিদায়ী শিক্ষক শাহ‌রিয়ার হোসাইন, সহকা‌রি শি‌ক্ষিকা সিমা বেগম, মাহমুদা আক্তার রুমা, অ‌ভিভাবক জিয়া উ‌দ্দিন, শ‌্যামল দাস প্রমুখ।

অনুষ্ঠান শে‌ষে কোমলম‌তি শিক্ষার্থী‌দের হা‌তে পুরস্কার ও বিদায়ী শিক্ষক‌দের হা‌তে স্মারক তু‌লে দেন অ‌তি‌থিবৃন্দ। 
গোলাপগঞ্জে যানজট নিরসনে পুলিশ প্রশাসনের উদ্যোগে মতবিনিময়

গোলাপগঞ্জে যানজট নিরসনে পুলিশ প্রশাসনের উদ্যোগে মতবিনিময়


গোলাপগঞ্জে যানজট নিরসনে পুলিশ প্রশাসনের উদ্যোগে মতবিনিময়গোলাপগঞ্জ চৌমূহনী ও উপজেলা সদরের যানজট নিরসনের লক্ষে বিভিন্ন পেশার মানুষের সঙ্গে পুলিশ প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গোলাপগঞ্জ পৌরসভা মিলনায়তনে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, সদর ট্রাফিকের ইন্সপেক্টর শামসুদ্দোহা, সিলেট পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, সিলেটঢাকা বাস চালক সমিতির সভাপতি ইব্রাহীম আলী, গোলাপগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, গোলাপগঞ্জ মাইক্রোবাস চালক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম লিলু, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সদস্য কাওছার আহমদ, সিএনজি অটোরিক্সা চালক সমিতির প্রতিনিধি আফছর আহমদ, আওয়ামীলীগ নেতা পারভেজ আহমদ, পরিবহন শ্রমিক ইউনিয়নের রাজন আহমদ প্রমুখ। 

অনুষ্ঠান পরিচালনা করেন গোলাপগঞ্জ মডেল থানার এসআই মোহাম্মদ নুর মিয়া। পরে সিলেট-জকিগঞ্জ সড়কে বিভিন্ন রুটের যাত্রীবাহী বাসের স্টপিজের স্থান নির্ধারণ করে দেয়া হয়।  
দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে গোলাপগঞ্জে পুলিশ প্রশাসনের মত বিনিময়

দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে গোলাপগঞ্জে পুলিশ প্রশাসনের মত বিনিময়


নিজস্ব প্রতিবেদক : আসন্ন মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে গোলাপগঞ্জ পুলিশ প্রশাসনের উদ্যোগে ব্যবসায়ীদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গোলাপগঞ্জ উত্তর বাজারে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম। গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আহাদের পরিচালনায় অনুষ্টিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ফজলুল আলম, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রুহিন আহমদ খাঁন, প্রবীন আওয়ামীলীগ নেতা ছাদেক আহমদ, উপজেলা মৎসজীবি সমিতির সভাপতি নুরুল ইসলাম, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক, গোলাপগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম লিলু, সবজি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সেবুল আহমদ, মৎস আড়ৎ ব্যবসায়ী ওলিউর রহমান, গোলাপগঞ্জ ঔষধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সালিক আহমদ, গোলাপগঞ্জ মৎস ব্যবসায়ী সমিতির সভাপতি ইজ্জাদ আলী, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সদস্য কাওছার আহমদ প্রমুখ।
গোলাপগঞ্জে আছিয়া কুতুব ফাউন্ডেশনে'র কৃতি শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত

গোলাপগঞ্জে আছিয়া কুতুব ফাউন্ডেশনে'র কৃতি শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত



নিজস্ব প্রতিবেদক : কৃতি শিক্ষার্থীরাই আলোকিত বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগীতার মনোভাব সৃষ্টি করতে বৃত্তি মূলক পদক্ষেপ নেয়া প্রয়োজন। মেধাবী শিক্ষার্থীরা জাতির সম্পদ, তাদের মধ্য থেকেই নের্তৃত্ববেরিয়ে আসবে। দেশ পরিচালনায় তারা যোগ্যতার স্বাক্ষর রাখবে ইহা আমি বিশ্বাস করি।

গোলাপগঞ্জে আছিয়া কুতুব ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও গুনিজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচাপতি ওবায়দুল হাসান উপরোক্ত কথা গুলো বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থী ও গুনিজনের হাতে ফাউন্ডেশন কর্তৃক দেয়া ক্রেস্ট তুলে ধরে বলেন সম্মানীকে সম্মান দেয়া আমাদের নৈতিক দায়িত্ব। সম্মানী ব্যক্তিকে সম্মান প্রদর্শন করলে আমাদের সমাজ উপকৃত হবে। আছিয়া-কুতুব ফাউন্ডেশন ঐ সব বিষয়ে গুরু দায়িত্ব পালন করে আলোকিত সমাজ গঠনে পথ পদর্শকের কাজ করছে। তিনি বলেন, আমাদের পবিত্র ধর্ম ইসলামে শিক্ষার বিষয়ে সবচেয়ে গুরুত্ব দেয়া হয়েছে। একজন মানুষ পরিপূর্ণ মানুষ হতে হলে অবশ্যই তাকে শিক্ষা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে নৈতিক শিক্ষাকে প্রাধ্যান্য দেয়ার জন্য
তিনি শিক্ষক শিক্ষার্থী সহ সবার প্রতি আহবান জানিয়েছেন।

গোলাপগঞ্জ তথা সিলেটের স্বনামধন্য সেচ্ছাসেবী, শিক্ষামূলক সংগঠন আছিয়া-কুতুব  ফাউন্ডেশনের উদ্যোগে বিগত ১০ বছর ধরে শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষে ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন বিভাগের গুনীজনদের সম্মান প্রদর্শন করা হয়।  

সোমবার সকাল ১১ টায় গোলাপগঞ্জের বারকোটস্থফাউন্ডেশন ভবন প্রাঙ্গণে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনার আয়োজন করা হয়। এতে বাংলাদেশ সুপ্রীম কোর্টের এ্যাটর্নী জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন প্রধান আলোচকের বক্তব্যে বলেছেন  আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব হচ্ছে সমাজের উপকারের জন্য কিছু করা। আমাদের সমাজে অনেক অনাথ, অসহায়, দরিদ্র মানুষ রয়েছে যাদের জন্য আমরা  নিজ নিজ অবস্থান থেকে সহায়তা করতে পারি। আছিয়া-কুতুব ফাউন্ডেশন শিক্ষা উন্নয়নের পাশাপাশি সমাজের সুবিধা বঞ্চিত ও অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে যে  ভূমিকা পালন করে যাচ্ছে তা প্রসংশার দাবী রাখে। 

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও  সাধারণ সম্পাদক বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবি এডভোকেট মোস্তাক  আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন  বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবি ব্যারিষ্টার আশরাফুল হাদী। প্রখ্যাত  চিকিৎসক ফজলে রাব্বি চৌধুরী, শিক্ষাবিদ আবুল হালিম মোহাম্মদ শফি, বিশিষ্ট  ব্যবসায়ী আফজাল রশিদ চৌধুরী, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি  সাংবাদিক আব্দুল আহাদ, গোলাপগঞ্জ ব্রিটিশ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের  প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল মালিক লাল মিয়া, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর পিতা মোহাম্মদ 
শাহজাহান, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সাফওয়ান আরিফিন ছাদিক, গোলাপগঞ্জ চ্যারিটি  ক্লাবের সভাপতি হুমায়ুন কবির রুবেল প্রমুখ। 

Sunday, 19 March 2023

গোলাপগঞ্জে ৩০ বছর পর পৈতৃক সম্পত্তি ফিরে পেলেন ছেলে

গোলাপগঞ্জে ৩০ বছর পর পৈতৃক সম্পত্তি ফিরে পেলেন ছেলে


নিজস্ব প্রতিবেদক : প্রায় ৩০ বছর পর পৈতৃক সম্পত্তি ফিরে পেলেন গোলাপগঞ্জ উপজেলা ভাদেশ্বর ইউনিয়নের এক পরিবার।

জানা যায়, দীর্ঘ দিন ধরে ভাদেশ্বর ইউনিয়নের খমিয়া শিতেশ্বর গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে সমসু উদ্দিন গং পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত ছিলেন।

১৯৯৩ সালে পৈতৃক সম্পত্তি ভাগাভাগির জের ধরে ইন্তাজ আলী বাদী হয়ে বাটোয়ারা মামলা করেন আফতাব আলী গং এর উপর। অতঃপর দীর্ঘ ৩০ বছর পর গত ১৩ মার্চ সহকারী জজ আদালত জৈন্তাপুর এর নির্দেশে সিলেটের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট এন এম ইশফাকুল কবীরের নেতৃত্বে মঙ্গলবার ১৪ মার্চ দখলদেহী কার্যক্রম অনুষ্ঠিত হয়। দখলদেহী কার্যক্রম শেষে মৃত ইন্তাজ আলীর ছেলে সমস উদ্দিন গং ফিরে পান নিজ সম্পত্তি।

বর্তমান বিচার ব্যবস্হা ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মৃত ইন্তাজ আলীর ছেলে সমসু উদ্দিন গং বলেন - 'দেশে ন্যায়বিচার আছে, আমি আইনকে শ্রদ্ধা করি। দীর্ঘদিন আমাদের সম্পত্তি অবৈধ ভাবে দখলে ছিলো। আমরা মামলা করে সেই জায়গা আইনের মাধ্যমে বুঝে পেয়েছি।’

এ সময় কোনোরুপ বিশৃঙ্খলা ছাড়াই সিলেট জেলা ও গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশের সহযোগিতার মাধ্যমে জমি বুজিয়ে দেয়া হয়।