Thursday, 23 March 2023

রাতে তারাবির মাধ্যমে শুরু হবে সংযমের মাস রমজান

রাতে তারাবির মাধ্যমে শুরু হবে সংযমের মাস রমজান



ডেস্ক রিপোর্ট : দেশের কোথাও গতকাল বুধবার (২২ মার্চ) হিজরি ১৪৪৪ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে। আর সংযমের মাস পবিত্র রমজান আগামীকাল শুক্রবার (২৩ মার্চ) থেকে শুরু হলেও আনুষ্ঠানিকতা শুরু হবে আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে তারাবির নামাজ আদায়ের মাধ্যমে। এরপর ভোরের আগে সেহরি খাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। আগামীকাল রাখবেন প্রথম রোজা।

এদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে বুধবার সন্ধ্যায় পবিত্র রমজান মাস শুরু হয়েছে। সেখানে আজ প্রথম রোজা রাখছেন মুসলমানরা।

ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি এবং ত্যাগের মাস। রমজান রহমত (আল্লাহর অনুগ্রহ), মাগফিরাত (ক্ষমা) ও নাজাত (দোজখের আগুন থেকে মুক্তি)— এ তিন অংশে বিভক্ত। এ মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী-সহবাস ও যেকোনো ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করেন মুসলমানরা। এ মাসের শেষ অংশে রয়েছে হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম লাইলাতুল কদরের রাত। ইসলাম ধর্ম অনুযায়ী, রমজান মাসে প্রতিটি নেক আমলের সওয়াব আল্লাহ ৭০ গুণ বাড়িয়ে দেন।

পবিত্র কুরআন খতমের পূর্ণ সওয়াব থেকেও যাতে কেউ বঞ্চিত না হন সেজন্য পবিত্র রমজান মাসে দেশের সব মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবি পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসের প্রথম ছয় দিনে দেড় পারা করে ৯ পারা এবং বাকি ২১ দিনে এক পারা করে ২১ পারা তেলাওয়াত করতে আহ্বান জানানো হয়েছে। এভাবে ২৬ রমজান রাতে অর্থাৎ শবে কদরে পবিত্র কুরআন খতম হবে। রমজান মাস শেষেই আসবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

আগামী ১৮ এপ্রিল রাতে (রমজানের ২৬তম রাত) পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।
আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


আল এমদাদ উচ্চ বিদ্যালয়ে ২০২৩ সনের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে পরীক্ষার্থীদের বিদায় ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুক্তার হোসেনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সাইফুল ইসলাম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ বদরুদ্দোজা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশেষ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন আজীবন দাতা সদস্য মোঃ সমছুল ইসলাম। শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নিজাম উদ্দিন। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ সাইকুল ইসলাম, মোহাম্মদ আব্দুল হামিদ, মোঃ কামরুল ইসলাম। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ ফখরুল ইসলাম। 

বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নাদিয়া ও তাবাসসুম জান্নাত। 

পরে পরীক্ষার্থীদের ভালো ফলাফল করার উপায়, উৎসাহ  ও গুরুত্বপূর্ণ সুপরামর্শ প্রদান করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুক্তার হোসেন। 


এদিকে, বিদায়লগ্নে এস.এস.সি পরীক্ষার্থীরা বিদ্যালয়ে একটি স্মার্ট নোটিশ বোর্ড এবং ১০টি শ্রেণি কক্ষে ১০টি দেওয়াল ঘড়ি স্মৃতি স্বরূপ উপহার করে যান। 

বিদায়ীদের উদ্দেশ্য দোয়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ বদরুদ্দোজা । 

সবশেষে প্রধান অতিথির পক্ষ থেকে বিদায়ীদের শিক্ষা সামগ্রী উপহার ও শিরনী বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। 

Wednesday, 22 March 2023

সিলেট বিএনপির কমিটিতে ‘নিখোঁজ’ ইলিয়াস আলী

সিলেট বিএনপির কমিটিতে ‘নিখোঁজ’ ইলিয়াস আলী



ডেস্ক রিপোর্ট : বিএনপির সিলেট জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনের এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে রাখা হয়েছে এম ইলিয়াস আলীকে, যিনি ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানী এলাকা থেকে ‘নিখোঁজ’ হয়েছেন। সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হওয়ার সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

রোববার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটির অনুমোদন দেন।

কমিটিতে বিভিন্ন পদে ১৫১ জন এবং উপদেষ্টা করা হয়েছে ৯১ জনকে। সহ-সভাপতি ২০ জন, যুগ্ম সম্পাদক ১২ জন, সাংগঠনিক সম্পাদক ৫ জন এবং বিভিন্ন সম্পাদকীয় পদে রয়েছেন ৩১ জন।

কমিটিতে ইলিয়াস আলীকে প্রথম সদস্য, তার স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা দ্বিতীয় সদস্য এবং তাদের ছেলে আবরার ইলিয়াসকে ১১তম সদস্য করা হয়েছে।

এক যুগ ধরে নিখোঁজ থাকা ইলিয়াস আলীকে কমিটিতে রাখার বিষয়ে সিলেট বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমরা বিশ্বাস করি, এম ইলিয়াস আলী বেঁচে আছেন এবং সরকার তাকে জোর করে গুম করে রেখেছে। এই বাস্তবতা বিবেচনা করে আমরা সিলেটের এই জনপ্রিয় নেতাকে কমিটিতে সম্মানিত পদে রেখেছি।’

উল্লেখ্য, গত বছরের ২৯ মার্চ বিএনপির সিলেট জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন হয়। এতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল শাখাটি।

Tuesday, 21 March 2023

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মাসিক বোর্ড সভা অনুষ্ঠিত

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মাসিক বোর্ড সভা অনুষ্ঠিত



নিজস্ব প্রতিবেদক : সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ৪০৭ তম মাসিক বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সিলেট গোটাটিকরস্থ সদর দপ্তরে সমিতির বোর্ডের সভাপতি সাংবাদিক আব্দুল আহাদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

এতে আলোচনায় অংশ গ্রহণ করেন সমিতির জিএম মোহাম্মদ আক্তারুজ্জামান লস্কর, আরইবির নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম, সমিতি বোর্ডের সহ-সভাপতি নজরুল হক তাপাদার, সচিব আব্দুল হাই নন্না, কোষাধ্যক্ষ শহিদুল হাসান, মনোনীত পরিচালক প্রিন্সিপাল রেজাউল আমিন, মোহাম্মদ মেন্দি মিয়া, দক্ষিণ সুরমা এলাকা পরিচালক মাহবুব আহমদ, বিশ্বনাথ এলাকা পরিচালক রমা কান্ত দে, মহিলা পরিচালক ফজিলাতুন কদর চৌধুরী, মনি কাঞ্চন চৌধুরী, বর্ণালী ব্রর্ম্মপ্রমুখ। এসময় 
গোলাপগঞ্জ, বিয়ানী বাজার, জকিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, ওসমানী নগর ও বিশ^নাথ উপজেলা অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ নিজ নিজ এলাকার প্রতিবেদন ও কার্যক্রম তুলে ধরেন।

বোর্ড সভায় আগামী রমজান মাসে বিদ্যুৎ সেবা নিশ্চিত করণে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এছাড়া বিভিন্ন এলাকায় গ্রাহক সেবা উন্নত করণের লক্ষ্যে নিজ নিজ অফিসের কর্মকর্তাদের নির্দেশ প্রদান 
করা হয়।
গোলাপগঞ্জে গৃহদান  উপলক্ষে ইউএনওর প্রেস ব্রিফিং

গোলাপগঞ্জে গৃহদান উপলক্ষে ইউএনওর প্রেস ব্রিফিং


গোলাপগঞ্জ প্রতিনিধি  : প্রধানমন্ত্রীর দেয়া উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর সংক্রান্তবিষয়ে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রেস ব্রিফিং করা হয়েছে। 

মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের সামনে এ বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নান। তিনি বলেন প্রধান মন্ত্রীর নির্দেশনায় সারা দেশের ন্যায় গোলাপগঞ্জে ৩৭০টি ভূমিহীন, গৃহহীন পরিবারকে ঘর উপহার দেয়ার জন্য উপজেলা প্রশাসন ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করে। এরই আলোকে ইতিমধ্যে ২৫০টি ঘর নির্মাণ করে বিভিন্ন পরিবারকে বসবাসের সুযোগ করে দেয়া হয়েছে। বাকী ১২০টি ঘর নির্মাণের কাজ চলমান আছে। বিভিন্ন দফায় কাজ সম্পন্ন করতে ভূমি প্রাপ্তির বিষয়টি জটিলতার সৃষ্টি করেছিলে বলে তিনি জানালেন। সরকারি খাস জমি উদ্ধার করতে দেরী হওয়ায় গৃহ নির্মাণেও বিলম্ব হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন ফুলবাড়ী ইউনিয়নের মাইজভাগ মৌজায় ৩ একর সরকারী খাস জমি উদ্ধার করে গৃহ নির্মাণের প্রস্তুতি নেয়া হয়েছে। এখানে ৮২টি ঘর নির্মাণ করা হবে বলে জানালেন। 

এছাড়া গোলাপগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান কর্তৃক মঞ্জুরাবাদে দানকৃত জমিতে ২২ টি ঘর নির্মাণের প্র¯দতি চলছে। নির্মাণাধীন আশ্রয়ন প্রকল্পে পানি, বিদ্যুৎ ও স্যানিটেশনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে মর্মে তিনি উল্লেখ করেন। 

বুধবার সারাদেশে ৩৫ হাজার ঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন, গৃহহীনদের দান করবেন, এর মধ্যে গোলাপগঞ্জের ৩২ টি ঘর রয়েছে। 

এ ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও সকল মহলের সহযোগীতা চাইলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ মোহাম্মদ লুটন।

Monday, 20 March 2023

সরকার শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত করে তুলতে কাজ ক‌রে যা‌চ্ছেঃ উপ‌জেলা চেয়ারম্যান

সরকার শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত করে তুলতে কাজ ক‌রে যা‌চ্ছেঃ উপ‌জেলা চেয়ারম্যান


শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করার আহবান জা‌নি‌য়ে‌ছেন গোলাপগঞ্জ উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান মঞ্জুর কা‌দির চৌধুরী শা‌ফি এ‌লিম। তিনি ব‌লেন, খেলাধুলার মধ্য দিয়ে তাদের পড়ালেখা শেখাতে হবে। তবেই সেটা ফলপ্রসূ হবে। শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা প্রদানের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত করে তুলতে কাজ ক‌রে যা‌চ্ছে। যাতে তারা পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মেলাতে পারে। এ কথা মাথায় রেখেই সরকার শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষাকে আরো আধুনিক, উন্নত ও বিজ্ঞানসম্মত করতে শুধু সাধারণ শিক্ষা নয়, কারিগরি শিক্ষাকেও গুরুত্ব দিতে হ‌বে। যাতে একজন ছেলে-মেয়ে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেরা কিছু করতে পারে।’

তি‌নি শিক্ষক ও অ‌ভিভাবক‌দের উ‌দ্দে‌শ্যে ব‌লেন, ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের পাঠে আ‌রো বে‌শি মনোনিবেশ কর‌তে হ‌বে। ভবিষ্যতে যেন শিক্ষার্থীদের ফলাফল আরো ভালো হয়, সেজন্য শিক্ষক ও অ‌ভিভাবক‌দের আ‌রো স‌চেতন হ‌ওয়ার আহবান জানান তি‌নি। 

সোমবার বেলা ২ টায় গোলাপগঞ্জ উপ‌জেলার ধারাবহর মাশা ম‌ডেল টাউনস্থ আ‌নোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যো‌গিতার পুরস্কার বিতরণ ও বিদায়ী শিক্ষক‌দের সংবর্ধনা অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এ কথাগু‌লো ব‌লেন।

বিদ‌্যাল‌য় প‌রিচালনা ক‌মি‌টির সভাপ‌তি আ‌নোয়ার হুমায়ুনের সভাপ‌তি‌ত্বে ও প্রাক্তর শিক্ষক সাংবা‌দিক ইমরান আহম‌দের প‌রিচালনায় অনুষ্ঠা‌নে বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য দেন গোলাপগঞ্জ উপ‌জেলা শিক্ষা অ‌ফিসার দেওয়ান নাজমুল আলম, ৯ নং প‌শ্চিম আমুড়া ইউ‌পি চেয়ারম‌্যান সৈয়দ হা‌সিন আহমদ মিন্টু।

প্রাক্তন শিক্ষার্থী সাহান আহম‌দের কোরআন তেলাওয়া‌তের মাধ‌্যমে শুরুতে স্বাগত বক্তব‌্য দেন সহকা‌রি শিক্ষক মেহ‌দি হাসান।

বক্তব‌্য দেন যুব নেতা ও শিক্ষানুরাগী আবু সু‌ফিয়ান আজম, সমাজ‌সেবী হোসাইন আহমদ আক্তার, এলাকাবাসীর প‌ক্ষে মাহতাবুর রহমান, বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক মিন্টু কা‌ন্তি দেব, অ‌ভিভাবক‌দের প‌ক্ষে যুব‌নেতা সুলতান মাহমুদ শুভ ও বিদায়ী শিক্ষক‌দের পক্ষ থে‌কে আহবাব হোসেন।

অন‌্যা‌ন্যের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন, সমাজসেবী সিমু চৌধুরী, এলাকার মুর‌ব্বি আফতাব আলী, সাহাব উ‌দ্দিন, বিদায়ী শিক্ষক শাহ‌রিয়ার হোসাইন, সহকা‌রি শি‌ক্ষিকা সিমা বেগম, মাহমুদা আক্তার রুমা, অ‌ভিভাবক জিয়া উ‌দ্দিন, শ‌্যামল দাস প্রমুখ।

অনুষ্ঠান শে‌ষে কোমলম‌তি শিক্ষার্থী‌দের হা‌তে পুরস্কার ও বিদায়ী শিক্ষক‌দের হা‌তে স্মারক তু‌লে দেন অ‌তি‌থিবৃন্দ। 
গোলাপগঞ্জে যানজট নিরসনে পুলিশ প্রশাসনের উদ্যোগে মতবিনিময়

গোলাপগঞ্জে যানজট নিরসনে পুলিশ প্রশাসনের উদ্যোগে মতবিনিময়


গোলাপগঞ্জে যানজট নিরসনে পুলিশ প্রশাসনের উদ্যোগে মতবিনিময়গোলাপগঞ্জ চৌমূহনী ও উপজেলা সদরের যানজট নিরসনের লক্ষে বিভিন্ন পেশার মানুষের সঙ্গে পুলিশ প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গোলাপগঞ্জ পৌরসভা মিলনায়তনে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, সদর ট্রাফিকের ইন্সপেক্টর শামসুদ্দোহা, সিলেট পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, সিলেটঢাকা বাস চালক সমিতির সভাপতি ইব্রাহীম আলী, গোলাপগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, গোলাপগঞ্জ মাইক্রোবাস চালক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম লিলু, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সদস্য কাওছার আহমদ, সিএনজি অটোরিক্সা চালক সমিতির প্রতিনিধি আফছর আহমদ, আওয়ামীলীগ নেতা পারভেজ আহমদ, পরিবহন শ্রমিক ইউনিয়নের রাজন আহমদ প্রমুখ। 

অনুষ্ঠান পরিচালনা করেন গোলাপগঞ্জ মডেল থানার এসআই মোহাম্মদ নুর মিয়া। পরে সিলেট-জকিগঞ্জ সড়কে বিভিন্ন রুটের যাত্রীবাহী বাসের স্টপিজের স্থান নির্ধারণ করে দেয়া হয়।