Thursday 21 October 2021

এবার প্রকাশ হলো মসজিদ থেকে কোরআন নিয়ে ইকবালের বের হওয়ার ভিডিও



কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনার আরও একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে। নতুন ওই ভিডিওতে দেখা যায়, পুলিশের দাবি করা ইকবাল নামের ওই ব্যক্তি কীভাবে মসজিদ থেকে কোরআন সংগ্রহ করেন এবং এরপর কীভাবে মন্দিরের দিকে বের হয়ে যান।

বৃহস্পতিবার রাতে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, ঘটনার আগের দিন রাত সাড়ে ১০টার দিকে মসজিদে প্রবেশ করেন হাফেজ হুমায়ুন ও খেদমতকারী ফয়সাল এবং রাত ১১ দিকে প্রবেশ করেন ইকবাল। এরপর তাদেরকে পরামর্শ করতে দেখা যায়। রাত সোয়া ২টার দিকে কোরআন হাতে নিয়ে মসজিদের মেঝেতে রেখে বের হন ইকবাল। এর কিছুক্ষণ পর মেঝে থেকে কোরআন হাতে তুলে নিয়ে বের হন তিনি। এরপর পূজামণ্ডপের যাওয়ার পথের সিসিটিভি ফুটেজে তাকে কোরআন হাতে দেখতে পাওয়া যায়।

আগে প্রকাশ পাওয়া অপর ফুটেজে দেখে গেছে, কোরআন সদৃশ গ্রন্থটি নিয়ে পূজা মণ্ডপে প্রবেশ করে হনুমানের হাতে থাকা গদাটি নিয়ে অন্যদিকে চলে যান। পুলিশের দাবি, ইকবাল নামের ওই ব্যক্তিই মণ্ডপে কোরআন রেখে আসেন।

এর আগে কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, ওই যুবকের নাম ইকবাল হোসেন বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন