Sunday, 18 July 2021

সিলেটের দুই হাসপাতালকে করোনার অ্যান্টিজেন টেস্টের অনুমতি প্রদান

সিলেটের দুই হাসপাতালকে করোনার অ্যান্টিজেন টেস্টের অনুমতি প্রদান



সিলেটের ২টি হসপিটাল-সহ সারাদেশের ৭৮টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্তে অ্যান্টিজেন টেস্টের অনুমতি দেয়া হয়েছে।

অ্যান্টিজেন টেস্ট শুরু হলে সময় এবং খরচ বাঁচবে।

আরও পড়ুনঃ সময় ও খরচ বাঁচাতে করোনার অ্যান্টিজেন টেস্টের অনুমোদন।

বোরবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

অনুমতি পাওয়া ৭৮ প্রতিষ্ঠানের মধ্যে সিলেট নগরীর ২টি হচ্ছে সােবহানীঘাটের ওয়েসিস হসপিটাল ও ইবনে সিনা হাসপাতাল।

রোববার জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপযুক্ত বিষয় ও সূত্রের আলােকে নিম্নবর্ণিত বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে (সাতাত্তরটি) নির্ধারিত শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে কোভিড-১৯ রােগ নির্ণয়ের এ অনুমােদন দেওয়া হলাে।


টেস্ট করার ক্ষেত্রে শর্তসমূহ হচ্ছেঃ

১. কোভিড-১৯ এর উপসর্গ/ লক্ষণযুক্ত (সর্দি, কাশি, শ্বাসকষ্ট, মাথা ব্যাথা, নাকে ঘ্রান না পাওয়ায়, মুখে স্বাদ না পাওয়া, ডায়রিয়া ইত্যাদি) ব্যক্তি এবং বিগত ১০ দিনের মধ্যে কোভিড পজিটিভ রােগীর সরাসরি সংস্পর্শে এসেছে তাদের ক্ষেত্রে প্রযােজ্য হবে।

২. এন্টিজেন টেস্টের রিপাের্ট পজিটিভ হলে স্বাস্থ্য অধিদফতরের (DHIS-2) সার্ভারে এন্ট্রি দিতে হবে। লক্ষণযুক্ত ব্যক্তির এন্টিজেন টেস্টের রিপাের্ট নেগেটিভ হলে রিপাের্ট না দিয়ে আরটি-পিসিআর ল্যাব হতে টেস্ট করিয়ে নিশ্চিত হতে হবে এবং ওই রিপাের্ট DHIS -2 এন্ট্রি দিতে হবে।

৩. অনুমােদিত কীটের নামসমূহ: Standard Q COVID-19 Ag Test kits- SD BIOSENSOR (South Korea) ও PANBIO (USA).

৪. পরীক্ষার সর্বোচ্চ মূল্য: ৭০০/- (সাতশত টাকা)। বিশেষক্ষেত্রে বাসা হতে নমুনা সংগ্রহে অতিরিক্ত চার্জ ৫০০/- (পাচঁশত টাকা) রাখা যেতে পারে। একের অধিক সদস্যের নমুনা সংগ্রহের ক্ষেত্রেও চার্জের পরিমাণ ৫০০/- টাকার অধিক হবে না।

আরও পড়ুনঃ সময় ও খরচ বাঁচাতে করোনার অ্যান্টিজেন টেস্টের অনুমোদন।

৫. রিপাের্টিংয়ের ক্ষেত্রে স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখা হতে আইডি, পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। এ ক্ষেত্রে ফোকাল পার্সন (ডা. অনুপম, এমআইএস, মােবাইন নম্বর- ০১৩২১১৭৩৮৬০। ই-মেইল- dr.anupom@mis.dghs.gov.bd) এর সঙ্গে যােগাযােগ করার নির্দেশ দেওয়া হলাে। এসব প্রতিষ্ঠানের একজন ফোকাল পার্সন থাকবে যিনি মেডিকেল অফিসার সমমর্যাদার হবেন।

৬. সব বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রধান (পরিচালক/সিভিল সার্জন/ইউএইচএফপিও) মহােদয়ের সঙ্গে যােগাযােগ করার নির্দেশ দেওয়া হলাে।

সময় ও খরচ বাঁচাতে বেসরকারি ৭৮টি হাসপাতালে করোনার অ্যান্টিজেন টেস্টের অনুমোদন

সময় ও খরচ বাঁচাতে বেসরকারি ৭৮টি হাসপাতালে করোনার অ্যান্টিজেন টেস্টের অনুমোদন



সময় ও খরচ বাঁচাতে বেসরকারি ৭৮টি হাসপাতাল ও ক্লিনিককে করোনার অ্যান্টিজেন টেস্টের অনুমোদন দেয়া হয়েছে।

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুনঃ সিলেটের ২ হাসপাতাল-সহ দেশের ৭৮ প্রতিষ্ঠানকে করোনার অ্যান্টিজেন টেস্টের অনুমতি প্রদান।

সময় বাঁচাতে অ্যান্টিজেন টেস্টঃ
করোনার আরটিপিসিআর টেস্ট করাতে ৫-৬ ঘণ্টা প্রয়োজন হয়। কিন্তু অ্যান্টিজেন পরীক্ষা মাত্র ৫ মিনিটেই করা যায়।

খরচ বাঁচাতে অ্যান্টিজেন টেস্টঃ
বেসরকারি খাতে আরটিপিসিআর টেস্ট করাতে প্রয়োজন হয় ২,৫০০ টাকা। অন্যদিকে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করাতে খরচ হবে ৭০০ টাকা। তবে বিশেষক্ষেত্রে বাসা হতে নমুনা সংগ্রহে অতিরিক্ত চার্জ ৫০০/- (পাচঁশত টাকা) খরচ বাড়বে। একের অধিক সদস্যের নমুনা সংগ্রহের ক্ষেত্রেও চার্জের পরিমাণ ৫০০/- টাকার অধিক হবে না।

রোববার জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপযুক্ত বিষয় ও সূত্রের আলােকে নিম্নবর্ণিত বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে (সাতাত্তরটি) নির্ধারিত শতাবলী প্রতিপালন সাপেক্ষে কোভিড-১৯ রােগ নির্ণয়ের এ অনুমােদন দেওয়া হলাে।

আরও পড়ুনঃ সিলেটের ২ হাসপাতাল-সহ দেশের ৭৮ প্রতিষ্ঠানকে করোনার অ্যান্টিজেন টেস্টের অনুমতি প্রদান।

টেস্ট করার ক্ষেত্রে শর্তসমূহঃ
১. কোভিড-১৯ এর উপসর্গ/ লক্ষণযুক্ত (সর্দি, কাশি, শ্বাসকষ্ট, মাথা ব্যাথা, নাকে ঘ্রান না পাওয়ায়, মুখে স্বাদ না পাওয়া, ডায়রিয়া ইত্যাদি) ব্যক্তি এবং বিগত ১০ দিনের মধ্যে কোভিড পজিটিভ রােগীর সরাসরি সংস্পর্শে এসেছে তাদের ক্ষেত্রে প্রযােজ্য হবে।

২. এন্টিজেন টেস্টের রিপাের্ট পজিটিভ হলে স্বাস্থ্য অধিদফতরের (DHIS-2) সার্ভারে এন্ট্রি দিতে হবে। লক্ষণযুক্ত ব্যক্তির এন্টিজেন টেস্টের রিপাের্ট নেগেটিভ হলে রিপাের্ট না দিয়ে আরটি-পিসিআর ল্যাব হতে টেস্ট করিয়ে নিশ্চিত হতে হবে এবং ওই রিপাের্ট DHIS -2 এন্ট্রি দিতে হবে।

৩. অনুমােদিত কীটের নামসমূহ: Standard Q COVID-19 Ag Test kits- SD BIOSENSOR (South Korea) ও PANBIO (USA).

৪. পরীক্ষার সর্বোচ্চ মূল্য: ৭০০/- (সাতশত টাকা)। বিশেষক্ষেত্রে বাসা হতে নমুনা সংগ্রহে অতিরিক্ত চার্জ ৫০০/- (পাচঁশত টাকা) রাখা যেতে পারে। একের অধিক সদস্যের নমুনা সংগ্রহের ক্ষেত্রেও চার্জের পরিমাণ ৫০০/- টাকার অধিক হবে না।

৫. রিপাের্টিংয়ের ক্ষেত্রে স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখা হতে আইডি, পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। এ ক্ষেত্রে ফোকাল পার্সন (ডা. অনুপম, এমআইএস, মােবাইন নম্বর- ০১৩২১১৭৩৮৬০। ই-মেইল- dr.anupom@mis.dghs.gov.bd) এর সঙ্গে যােগাযােগ করার নির্দেশ দেওয়া হলাে। এসব প্রতিষ্ঠানের একজন ফোকাল পার্সন থাকবে যিনি মেডিকেল অফিসার সমমর্যাদার হবেন।

৬. সব বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রধান (পরিচালক/সিভিল সার্জন/ইউএইচএফপিও) মহােদয়ের সঙ্গে যােগাযােগ করার নির্দেশ দেওয়া হলাে।

গোলাপগঞ্জে মটর মেকানিকদের ত্রাণ বিতরণ করলেন এলিম চৌধুরী

গোলাপগঞ্জে মটর মেকানিকদের ত্রাণ বিতরণ করলেন এলিম চৌধুরী


সিলেটের গোলাপগঞ্জে মটর মেকানিকদের ত্রাণ বিতরণ করলেন জেলা আওয়ামীলী‌গের কার্য নির্বা‌হি কমিটির সদস‌্য, বারাকা প‌তেঙ্গা পাওয়ার লিমিটেডের প‌রিচালক মনজুর সাফি চৌধুরী এলিম।

শনিবার (১৭ জুলাই) দুপুর ১২টায় সময় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে আয়োজিত অনুষ্ঠানে এ ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন ওয়ার্কসপ থেকে আগত ৫০ জন মটর মেকানিকদের মাঝে তার ব‌্যক্তিগত অর্থায়‌নে এ ত্রাণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির সভাপতি বদরুল ইসলাম জামাল, বিশিষ্ট মুরব্বি ও আওয়ামী লীগ নেতা আব্দুস শহীদ খান জিলা, ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সিলেট জেলা মটর মেকানিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বুরহান উদ্দিন , সমাজসেবক আরাফ মহসিন, দৈনিক মিরর গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি ফারহান মাসউদ আফছর, ঢাকাদক্ষিণ মটর মেকানিক শাখার সভাপতি মনির আহমদ, সাংবাদিক মেহেদী হাছান প্রমুখ।

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে মাস্টারমাইন্ড'র আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে মাস্টারমাইন্ড'র আনুষ্ঠানিক কার্যক্রম শুরু


গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে ইংরেজি ভাষা শিক্ষা ও কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার মাস্টারমাইন্ড আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৭ জুলাই) বিকেল ৩টায় সময় উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের পুরাতন সাবরেজিস্টার অফিসের পাশে হাজী মনোহর আলী মার্কেটে দোয়া ও মিলাদের মাধ্যমে এ সেন্টারের উদ্বোধন করা হয়। এ সময় দোয়া মাহফিল পরিচালনা করেন ঢাকাদক্ষিণ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি খায়রুল আমিন মাহমুদী।

বিদেশগামি ছাত্রছাত্রীদের জন্য আইএলটিএস, বিবাহিত  পুরুষ মহিলার জন্য লাইফস্কিল, ইংরেজি ভাষা দক্ষতার জন্য স্পোকেন ইংরেজি সহ গ্রামীণ মানুষকে আন্তর্জাতিক মানের ফ্রিল্যান্সার তৈরি করতে ফ্রিল্যান্সিং বিষয়ের বিভিন্ন কোর্স নিয়ে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে এ প্রতিষ্ঠান।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী দৌলা আহমদ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শাকিল, সাংবাদিক জাবেদ আহমদ, সুলতান আবু নাসের, তরুণ উদ্যোগতা মাস্টারমাইন্ডের প্রশিক্ষক ও এডমিন আরশাদ উদ্দিন, ফাহাদ  আহমদ। 

এছাড়াও উপস্থিত ছিলেন এসময় প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ীরাগণ।

Saturday, 17 July 2021

লালাবাজারে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের খাদ্যসামগ্রী বিতরণ

লালাবাজারে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের খাদ্যসামগ্রী বিতরণ


পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের  অসহায় জনসাধারণের মধ্যে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 

এ উপলক্ষে ১৭ জুলাই শনিবার বেলা ২ টায় লালাবাজার ইউনিয়নের খাজাকালু জামেয়া ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী পরিচালক শাহীন আহমদ এর সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল।  

সাংবাদিক ও রোটারিয়ান এস এ শফি’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাজাকালু জামেয়া ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা’র মুহতামিম শায়খ মাওলানা মর্তুজা আহমদ,  বিশিষ্ট রাজনীতিবিদ লোকমান আহমদ, বিশিষ্ট সমাজসেবী ইঞ্জিনিয়ার সুরমান আলী, জাহেদ আহমদ, ইসলাম উদ্দিন, আব্দুল কাইয়ুম, রাসেল আহমদ, মোঃ রুহুল আমীন, সাহেদ আহমদ প্রমুখ। 

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক লন্ডনপ্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব আব্দুল মজিদ লাল মিয়া ও উনার সহধর্মিণী জয়তুন হস্তশিল্প সেলাই প্রশিক্ষণ একাডেমী, জয়তুন বয়স্ক নারী শিক্ষা কেন্দ্রের চেয়ারপার্সন মহীয়সী নারী রোটারিয়ান রাবেয়া তাহেরা মজিদ এর অর্থায়নে দক্ষিণ সুরমাসহ সিলেটের বিভিন্ন এলাকার ২ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। খাদ্যসামগ্রী হচ্ছে (চাল- ৯ কেজি, ডাল- ২ কেজি, পিয়াজ- ৩ কেজি, লবণ- ১ কেজি, সোয়াবিন তেল- ২ লিটার ও আলু- ৮ কেজি) মোট ২৫ কেজি।

উল্লেখ্য, জয়তুন ওয়েলেফেয়ার ট্রাস্ট" ২০০৯ সাল থেকে যেভাবে মানবতার কল্যানে করে আসছে। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদুল আযহা" উপলক্ষে অসহায় হতদরিদ্র ২ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করছে।

এইচএসসি পরীক্ষা ২০২১ বিষয়ক ৮টি বিকল্প প্রস্তাবনাঃ লেকচারার শরিফুল ইসলাম

এইচএসসি পরীক্ষা ২০২১ বিষয়ক ৮টি বিকল্প প্রস্তাবনাঃ লেকচারার শরিফুল ইসলাম


এইচএসসি পরীক্ষা ২০২১ বিষয়ক ৮টি বিকল্প প্রস্তাবনা কুশিয়ারা নিউজের মুক্তমতে তুলে ধরেছেন ড. মোঃ শরিফুল ইসলাম।

করোনাকালে পরীক্ষা নেওয়া এখন একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাড়িঁয়েছে। সে হিসাবে পরিস্থিতি একটু স্বাভাবিক হলে  পরীক্ষা নেওয়ার কথা রয়েছে। আবার কিছু চিকিৎসা বিশেষজ্ঞ দল বলছেন এ মহামারি আদৌ যাবে কি- না এ নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়। আন্তঃ শিক্ষা বোর্ডের চেয়ারম্যনবৃন্দ এ লক্ষে মিলিত হয়েছেন। নিঃসন্দেহে এ সংবাদ হাজারো শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য আশার আলো।

আবার এই এইচ,এস,সি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা দেশ-বিদেশে মেডিকেল, বুয়েট, ইঞ্জিনিয়ারিং-সহ নানা বিষয় নিয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়বে, তাই এই পরীক্ষা ও মূল্যায়ণ যথেষ্ট গুরুত্ব বহন করে। ১৯৭২ সালের মত শতভাগ পাশের গ্লানি জাতি আর দেখতে চাই না।

তাই এখন দরকার অল্প দিনে পরীক্ষা শেষ করা, অল্প দিনে ফলাফল ও অল্প সময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি। উপরোক্ত ৩টি বিষয় বিবেচনা করলে সকাল বিকাল পরীক্ষা গ্রহন ছাড়া বিকল্প নেই। সে হিসেবে আমি নিম্নোক্ত প্রস্তাবগুলো পেশ করছি।

প্রস্তাব-০১:

পরীক্ষার ১ম দিন- ইংরেজি এই দিন ৩০% শিক্ষার্থী শুধু ১ বিষয়ে দিয়ে থাকে। আবার কিছু শিক্ষার্থীর পরীক্ষা একটু কঠিন হলে রাগে, ক্ষোভে আর পরীক্ষায় অংশগ্রহন করে না। তাই ইংরেজি পরীক্ষা আগে নিলে প্রথম দিনের পর ৩০% শিক্ষার্থী কমে যাবে।

২য় দিন- আই সি টি+ ১ বিষয়ের ব্যবহারিক। এ দিনেও পুরাতন শিক্ষার্থী থাকে। তাহলে ২ দিন পর দেখা যাবে ৪০% শিক্ষার্থী কমে যাবে।

৩য় দিন- বাংলা ৪র্থ দিন- পদার্থ/ হিসাব/ (পৌরণীতি/……). ৫ম দিন- রসায়ন/ ব্যবসা/( সমাজ/……) ৬ষ্ট দিন- জীব/ ফিন্যন্স/ (ইস. ইতি/ যুক্তি/.. ) ৭ম দিন- মানবিকের কেউ কোন বিষয় বাদ পড়লে যেমন ৬ষ্ঠ দিনে ইস. ইতি পরীক্ষা দিতে গিয়ে যুক্তিবিদ্যা বাদ পড়েছে, সেক্ষেত্রে তার যুক্তিবিদ্যা পরীক্ষা আলাদা সেটে নেওয়া যেতে পারে ।

* বিজ্ঞান ও বাকী শিক্ষার্থীদের ২ টি বিষয়ের ব্যবহারিক পরীক্ষা।

[ উচ্চ মাধ্যমিক পর্যায়ে মোট ৬টি শাখা রয়েছে। শুধুমাত্র মানবিকে নৈর্বাচনিক বিষয় রয়েছে ৬টি, ভবিষতে গুচ্ছভিত্তিক ৩ টি বিষয়ে আনা যেতে পারে। বাকী ৫টি শাখার জন্য নির্ধারিত ৩টি নৈর্বাচনিক বিষয় রয়েছে। ]

প্রস্তাব -২: 

একসাথে ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্নপত্র আগে দিয়ে শিক্ষার্থীর পছন্দমত এক পত্রে পরীক্ষা নেওয়া যেতে পারে ।

প্রস্তাব -৩:

১ম পত্রে ৫০% প্রশ্নোত্তর ও ২য় পত্রে ৫০% প্রশ্নোত্তরের ব্যবস্থা করা যেতে পারে ।

প্রস্তাব -৪:

নিরাপদ দূরত্ব বজায় রাখার স্বার্থে লটারী করে অর্ধেক শিক্ষার্থী সকালে ও বাকী শিক্ষার্থী বিকালে আলাদা সেটে পরীক্ষা নেওয়া যেতে পারে ।

প্রস্তাব -৫:

নিরাপদ দূরত্ব বজায় রাখার স্বার্থে আবশ্যিক বিষয়ের পরে মানবিকের শিক্ষার্থী সকালে ও বাকী শিক্ষার্থী বিকালে পরীক্ষা নেওয়া যেতে পারে । এক্ষেত্রে ১/২ টি বিষয়  ছাড়া আলাদা সেটের দরকার নেই।

প্রস্তাব -৬:

৩০% এর মত শিক্ষার্থী পুরাতন। তারা “আদু ভাই” হতে চলেছে। শুধু এদেরকে প্রতি বেঞ্চে ১ জন করে নিরাপদ দূরত্বে বসিয়ে পরীক্ষা নেওয়া যেতে পারে। বাকীদের এভাবে ২ ভাগ করে নেওয়া যেতে পারে।

প্রস্তাব -৭:

রেড জোন চিহ্নিত জায়গার পরীক্ষা পরবতীতে নেওয়া যেতে পারে ।

প্রস্তাব-৮

 যে চাইবে সে নিজ দায়িত্বে স্বাস্থ্য বিধি মেনে পরীক্ষা দিতে পারবে। অন্যথায় পরবর্তীতে বা পরের বছর সুযোগ রাখা যেতে পারে।

ড. মোঃ শরিফুল ইসলাম,
লেকচারার, আইসিটি
দুবাগ স্কুল এন্ড কলেজ
বিয়ানীবাজার, সিলেট।

এখন থেকে সৌদিতে আজান-নামাজের সময় খোলা থাকবে দোকানপাট

এখন থেকে সৌদিতে আজান-নামাজের সময় খোলা থাকবে দোকানপাট



সৌদি আরবে বহুদিনের রেওয়াজ আজান হওয়ার সাথে সাথেই বন্ধ করতে হয় দোকানপাট, এমনকি আজানের পর থেকে নামজ শেষ না হওয়া পর্যন্ত বন্ধ রাখতে হতো। তবে এ রীতিতে এখন পরিবর্তন এসেছে। এখন থেকে আজানের পরও সেখানে খোলা থাকবে দোকান। চলবে বেচা-কেনা।

এবিষয়ে সৌদি আরবের চেম্বারের প্রধান আজলান বিন আবদুল আজিজ আল-আজলান একটি পরিপত্র জারি করেন। গত শুক্রবার এ পরিপত্র জারি করা হয়, খবর আরব নিউজের।

এ পরিপত্রে বলা হয়, সেদেশে এখন থেকে নামাজের সময়েও দোকান খোলা থাকবে।

সৌদি চেম্বারের প্রধান দাবি করেন, এ সিদ্ধান্ত ক্রেতা এবং বিক্রেতাদের শপিংয়ের অভিজ্ঞতা এবং পরিষেবার স্তর উন্নত করার প্রয়াস।

মধ্যপ্রাচ্যের রাজনীতি ও অর্থনীতি বিষয়ের বিশ্লেষক আলী সামীর শিহাবী এক টুইটবার্তায় বলেন, দৈনন্দিন জীবনে ধর্মের প্রভাব কমাতে এটি একটি প্রতীকী এবং ব্যবহারিক পদক্ষেপ। 

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটিতে অর্থনৈতিক এবং সামাজিক সংস্কারের উদ্যোগ নিয়ে।ভিশন-২০৩০ ঘোষণা করেছেন। তিনি সৌদি আরবকে রক্ষণশীল সমাজ থেকে বের করে আনতে চাইছেন।  এজন্য অভিভাবক ছাড়া নারীদের হজের অনুমতি দেওয়া, নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া, সিনেমা হল খুলে দেওয়ার মতো অসংখ্য উদ্যোগ নেওয়া হচ্ছে।