Sunday, 22 August 2021

গোলাপগঞ্জে ৮দিন ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন তরুণী, সন্ধান কামনা

গোলাপগঞ্জে ৮দিন ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন তরুণী, সন্ধান কামনা


গোলাপগঞ্জে ফরিদা বেগম (২২) নামের মানসিক ভারসাম্যহীন এক তরুণী ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় সম্ভাব্য সকল স্থানে খোঁজ করলেও তার সন্ধান পায়নি পরিবার। কোথাও খোঁজ না পেয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে (ডায়েরী নং-৮৭৮, তাং-১৭.০৮.২১)।

নিখোঁজ ফরিদা বেগম পৌর এলাকার ৪নং ওয়ার্ডের কৃষক আব্দুল মানিকের কন্যা।

 
সাধারণ ডায়েরী ও পরিবার সূত্রে জানা যায়, ফরিদা বেগম দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীনতায় ভোগছেন। পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসাও চলছে। গত ১১ আগস্ট শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সকলের অগোচরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ঐদিনই পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করলেও তার কোন সন্ধান পাননি। এরপর পরিবার পক্ষ থেকে গোলাপগঞ্জ মডেল থানায় নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরী করা হয়। ফরিদা বেগম সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে থাকেন। তার গায়ের রং ফর্সা, হালকা গড়ন ও গোলাকার মুখ।

নিখোঁজ ফরিদা বেগমের বাবা সমাজের সকলের কাছে তার মেয়ের সন্ধানের জন্য আকুতি জানিয়েছেন। যদি কেউ ফরিদা বেগমের সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৪০৪-২১৬৪৭৭/০১৭৮০-৬৩১৪৮৮ এই নাম্বারগুলোতে অথবা গোলাপগঞ্জ মডেল থানায় যোগাযোগের জন্য অনুরোধ করেছেন তিনি।
কাবুল থেকে পালানোর সময় হুড়োহুড়ি, নিহত ৭

কাবুল থেকে পালানোর সময় হুড়োহুড়ি, নিহত ৭



আন্তর্জাতিকঃ আফগানিস্তানের রাজধানী কাবুলের প্রধান বিমানবন্দরের কাছে হুড়োহুড়িতে সাতজন নিহত হয়েছেন। 

ব্রিটিশ সেনাবাহিনী বলছে, বিমানবন্দরের কাছে হুড়োহুড়িতে সাতজন নিহত হয়েছেন, যেখানে হাজার হাজার আফগান পালানোর চেষ্টা করছে। খবর আলজাজিরা।


তবে তারা কখন মারা গেছে সে বিষয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিস্তারিত জানায়নি।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, দেশ ছাড়তে আফগানরা বিমানবন্দরে জড়ো হওয়ার পর সৃষ্ট বিশৃঙ্খলার কারণে সাতজন নিহত হয়েছেন বলে স্বীকার করেছে ব্রিটিশ সামরিক বাহিনী।

আফগান নাগরিকরা জড়ো হওয়ার পর তাদেরকে সরাতে ফাঁকা গুলিবর্ষণ করে তালেবান যোদ্ধারা। এতে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং পদদলিত হয়ে সাতজন নিহত হয়।


এর আগে গত সোমবার দেশ থেকে পালানোর সময় মার্কিন বিমানে উঠার সময় হুড়োহুড়িতে ছয় আফগান নিহত হন। এছাড়া ওই বিমানের চাকা থেকে পড়ে ‍দুজন নিহত এবং চাকা থেকে একজনের দেহাবশেষ উদ্ধার করা হয়।
কাবুলে মার্কিন নারীকে বেত্রাঘাত তালেবানের!

কাবুলে মার্কিন নারীকে বেত্রাঘাত তালেবানের!



আন্তর্জাতিকঃ আফগানিস্তানের কাবুলে অবস্থানরত এক মার্কিন নারী দাবি করেছেন, তালেবানরা তাকে বেত্রাঘাত করেছে। এমনকি তার সামনে আরও এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। 


কাবুলে আটকে থাকা মার্কিন নাগরিকদের উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে আবেদন জানিয়েছেন ওই নারী।

ওই নারীর দাবি, যখন তালেবানরা বুঝতে পারে আমি পালানোর চেষ্টা করছি, তখনই আমাকে বেত্রাঘাত শুরু হয়। আমার মতোই আরও এক ব্যক্তি পরিবার নিয়ে পালানোর চেষ্টা করছিলেন। তার স্ত্রী এবং মেয়ের সামনেই তাকে গুলি করে হত্যা করে তারা। 


তিনি আরও বলেন, যে কোনো সময় তালেবান যোদ্ধাদের হাতে মারা পড়তে পারি। বাড়িতে ছোট ছোট ছেলেমেয়ে, তাদের দেখতে পাব কিনা কে জানে। 

তার কথায়, কাবুল বিমানবন্দরে যাওয়ার কোনো উপায় নেই। বাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তার ২০ জায়গায় চোকপোস্ট বসিয়ে পাহারা দিচ্ছে তালেবান। সূত্র: ইন্ডিয়া টুডে, আনন্দবাজার।

Saturday, 21 August 2021

বঙ্গবন্ধুর ম্যুরাল ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙলেন কাউন্সিলর!

বঙ্গবন্ধুর ম্যুরাল ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙলেন কাউন্সিলর!



বরগুনার পাথরঘাটা পৌরসভার ৬নং ওয়ার্ডের তালতলা বাসস্ট্যান্ড চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলরের বিরুদ্ধে।


স্থানীয় সূত্রে জানা গেছে, এক বছর আগে পাথরঘাটা উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান সোহেল নিজ উদ্যোগে ব্যক্তিগত অর্থায়নে ত্রিভুজ আকৃতির সম্মুখভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি স্থাপন করেছিলেন। 

৩-৪ দিন আগে রাতের আঁধারে হাতুড়ি দিয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ও প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে ফেলেছেন বর্তমান কাউন্সিলর মঞ্জুর রশিদ সুমন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর সাংবাদিকদের নজরে আসে। 

এরপর স্থানীয় লোকজনদের জিজ্ঞাসা করলে তারা জানান, স্থানীয় বর্তমান কাউন্সিলরের হুকুমে এ কাজ করা হয়েছে।


বর্তমান কাউন্সিলর মঞ্জুর রশিদ জানান, নতুন করে সংস্কার করার জন্য বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভেঙে ফেলা হয়েছে। উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি সোহেলের ছবি ও নামফলকে হাতুড়িপেটার বিষয়ে জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন।

পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি‌। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সূত্রঃ যুগান্তর
সিলেট কেমিস্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতির মানবিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন

সিলেট কেমিস্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতির মানবিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন



সিলেটঃ করোনাকালীন সময়ে অসহায় মানুষের সাহায্যার্তে কেমিস্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতি সিলেট শাখার উদ্যোগে মানবিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 


২১শে আগস্ট শনিবার দুপুরে সিলেট নগরীর মীরবক্সটুলাস্থ সমিতির কার্যালয়ে মানবিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট কেমিস্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতির সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী। 

উদ্বোধনী বক্তব্যে ময়নুল হক চৌধুরী বলেন, দেশের এই সংকটময় মুহুর্তে অসহায় মানুষের পাশে দাড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সিলেট কেমিস্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতি সবসময় মানুষের কল্যাণে কাজ করে থাকে। প্রতিটি দূর্যোগকালীন সময়ে মানবতার কল্যাণে কাজ করে আসছে। তারই অংশ হিসাবে খাদ্য সহায়তা,করোনা রোগীদের অক্সিজেন ব্যাংক ও ঔষুধ সহায়তা প্রদান করা হচ্ছে।


অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে খাদ্য, অক্সিজেন ব্যাংক ও ঔষুধ সহায়তা প্রদান করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, সমিতির সিনিয়র সহ-সভাপতি মোশাহিদ উদ্দিন, সহ-সভাপতি এমএ আজিজ,আলহাজ্ব আব্দুল মতিন,সদস্য এম এ মালিক হুমায়ুন,মো: মুবিন হোসেন চৌধুরী, মো: আফছারুজ্জামান,মো: আব্দুল করিম বড়ভূইয়া,মো: মুবিন আহমদ, শেখ আশরাফুল আলম, সৈয়দ নাজিম হোসেন, হাবিব আহমদ চৌধুরী, এম এ হাসিম, জহিরুল ইসলাম, ফারুক আহমদ প্রমুখ। অনুষ্টানে ২শ জন অসহায়কে খাদ্য সহায়তা, ১০জনকে ঔষধ সহায়তা এবং ১২জন করোনা রোগীকে অক্সিজেন ব্যাংক প্রদান করা হয়।
৬ সেপ্টেম্বর ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগেই আর্জেন্টিনা দলে দুঃসংবাদ

৬ সেপ্টেম্বর ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগেই আর্জেন্টিনা দলে দুঃসংবাদ



করোনার কারণে স্থগিত ছিল লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের সকল খেলা। তবে আগামী সেপ্টেম্বর থেকে তা শুরু হতে যাচ্ছে। 

কাতার বিশ্বকাপে জায়গা করে নিতে আগামী ৩, ৬ ও ১০ সেপ্টেম্বর যথাক্রমে ভেনেজুয়েলা, ব্রাজিল ও বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।


অর্থাৎ হাতে সময় দুই সপ্তাহও নেই। আর এরইমধ্যে একের পর এক  দুঃসংবাদ ভেসে আসছে আর্জেন্টাইন শিবিরে। ইনজুরির কবলে পড়ছেন একের পর এক স্ট্রাইকার। 

কোপা আমেরিকা জয়ের পর মাঠে ফিরেই ইনজুরিতে আক্রান্ত হয়েছেন সের্হিও আগুয়েরো, লাওতারো মার্তিনেজ ও পাওলো দিবালা। 

এবার এই তালিকায় নতুন সদস্য হিসেবে যোগ দিলেন আলবিসেলেস্তেদের গোলরক্ষক অগুস্তিন মার্চেসিন। কোপা আমেরিকার ফাইনালের নায়ক গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের প্রথম বিকল্প হিসেবে তাকে মানা হয়।

তাই মার্চেসিনের ইনজুরি কোচ লিওনেল স্কালানির কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে নিশ্চিত। 


জানা গেছে, মার্চেসিনের হাঁটুর ইনজুরিটি বেশ গভীর। যে কারণে অস্ত্রোপচার করা হয়েছে তার। অর্থাৎ আগামী মাসে ব্রাজিলের ম্যাচসহ বাকি দুই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দেখা যাবে না এফসি পোর্তোর এই গোলরক্ষককে।

মার্চেসিন ছিটকে পড়ারয় স্কোয়াডে গোলরক্ষক হিসেবে অ্যাস্টন ভিলার মার্তিনেজ, আতালান্তার হুয়ান মুসো, রিভার প্লেটের ফ্রাঙ্কো আরমানি, কাদিজের জেরেমিয়াস লেদেসমার মধ্যে যেকোনো তিনজনকে নেবেন স্কালোনি। 

ওদিকে একাধিক স্ট্রাইকারের ইনজুরির কারণে এবার স্কোয়াডে ঢুকে পড়তে পারেন পিএসজির তারকা মাউরো ইকার্দি। দু-একদিনের মধ্যেই বিশ্বকাপ বাছাইপর্বের স্কোয়াড ঘোষণা করবেন স্কালোনি।
তালেবানের ভয়ে কাঁটাতারের ওপর দিয়েই শিশু ছুড়ে দিচ্ছেন আফগানরা (ভিডিও)

তালেবানের ভয়ে কাঁটাতারের ওপর দিয়েই শিশু ছুড়ে দিচ্ছেন আফগানরা (ভিডিও)



দীর্ঘ দুই দশক পর ফের তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর মরিয়া হয়ে দেশ ছাড়ার চেষ্টা করছে সাধারণ নাগরিকরা। যেকোনো ভাবে আফগানিস্তান ছাড়তে কাবুলের আন্তর্জাতিক বিমান বন্দরে ভীড় জমিয়েছে অসংখ্য মানুষ।


হামিদ কারজাই আন্তর্জাতিক বিমান বন্দরে এক মেয়ে শিশুকে কাঁটাতারের ওপর দিয়ে মার্কিন সেনাদের কাছে ছুড়ে দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে বলে শুক্রবার গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

এক ব্রিটিশ সেনা কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছে, তালেবানের ভয়ে আফগানরা মরিয়া হয়ে উঠেছে।তারা অনেকেই আমার বাচ্চাকে বাঁচান বলে চিৎকার করছে আর আমাদের কাছে বাচ্চাদের ছুড়ে দিচ্ছে। কয়েকটি শিশু কাঁটাতারের ওপর পড়েও গেছে। 

তিনি আরও বলেন, যা ঘটছে তা ভীষণ হৃদয় বিদারক। শেষ পর্যন্ত আমরা কেউই চোখের পানি ধরে রাখতে পারিনি।


এদিকে, ন্যাটো জোট ও আফগান সরকারকে সাহায্য করা নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে খুঁজছে তালেবান যোদ্ধারা। জাতিসংঘের এক নথিতে এ সতর্কতার কথা জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, তালেবানরা তাদের টার্গেট করা মানুষজনকে বাড়ি বাড়ি গিয়ে খুঁজছে এবং তাদের পরিবারের সদস্যদের হুমকি দিয়ে আসছে।

কট্টর ইসলামপন্থী এই গোষ্ঠীটি ক্ষমতা দখলের পর থেকে আফগানদের আশ্বস্ত করার চেষ্টা করেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে তারা "প্রতিশোধ নেবে না"।

কিন্তু আশঙ্কার বিষয় হল, ১৯৯০ এর দশকের নৃশংসতার পর তালেবান খুব সামান্যই বদলেছে। 

জাতিসংঘকে যারা গোয়েন্দা তথ্য সরবরাহ করতেন, তালেবান তাদেরকে টার্গেট করছে বলে এক গোপন নথিতে সতর্ক করা হয়েছে।


অন্যদিকে, সাধারণ ক্ষমা ঘোষণার পরও বাদগিস প্রদেশের পুলিশ প্রধান জেনারেল হাজি মোল্লা আচাকজাইকে গুলি করে হত্যা করা হয় বলে শুক্রবার আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। ওই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।