Tuesday, 24 August 2021

মানবসিঁড়ি তৈরি করে তিনতলা থেকে দুই শিশুকে বাঁচালেন ৬ যুবক (ভিডিও)

মানবসিঁড়ি তৈরি করে তিনতলা থেকে দুই শিশুকে বাঁচালেন ৬ যুবক (ভিডিও)



কথায় আছে একতাই বল। একসঙ্গে কাজ করলে অনেক কঠিন বিষয়ও সহজ হয়ে যায়। অনেক অসাধ্যও সাধন করা যায়। সেই কথাগুলোও যেন ফের প্রমাণ করলেন চীনের ছয় যুবক। মানবসিঁড়ি তৈরি করে তিনতলার একটি অগ্নিদগ্ধ বাসা থেকে দুই শিশুকে উদ্ধার করলেন তারা।

চীনের হুনান প্রদেশে এই ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।


সেখানকার একটি আবাসিক ভবনে আগুন লেগেছিল। ভবনটির তিনতলার একটি বাসা থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। সেখানে দু’টি শিশু আটকে রয়েছে বলে বাসায় সামনের উপস্থিত জনতা দেখতে পান। শিশুদের উদ্ধারে দমকলের অপেক্ষা না করে ছুটে যান ছয় যুবক।

উপস্থিত বুদ্ধির জোরেই শিশুদের উদ্ধার করেন তারা। প্রথমে একজন গ্রিল বেয়ে বাসার কাছে পৌঁছান। তার পাশাপাশি বাকিরাও গ্রিল বেয়ে উঠে পড়েন। তারা এমন দূরত্বে দাঁড়িয়ে পড়েন, যেন যেখান থেকে অনায়াসে তারা মানবসিঁড়ির মাধ্যমে শিশুদের উদ্ধার করে নিচে নামিয়ে আনতে পারেন। 


দমকল বাহিনীর সদস্যরা পৌঁছানোর আগেই তারা ওই দুই শিশুকে নামিয়ে আনেন।

‘ট্রেন্ডিং ইন চায়না’ নামের এক ফেসবুক পেজ থেকে ওই ঘটনার ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে ওই ছয় যুবকের সাহসিকতা আর উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন অনেকেই।



Monday, 23 August 2021

সিলেট জেলা ও মহানগর সেচ্ছাসেবক দলের কমিটিকে যুবদল নেতা জাহেদ'র অভিনন্দন

সিলেট জেলা ও মহানগর সেচ্ছাসেবক দলের কমিটিকে যুবদল নেতা জাহেদ'র অভিনন্দন




সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজের সাবেক সভাপতি, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহেদুর রহমান জাহেদ।



রবিবার (২২ আগষ্ট) এক বিজ্ঞপ্তিতে তিনি নবগঠিত এ আহ্বায়ক কমিটির জেলা শাখার আহ্বায়ক আব্দুল আহাদ খান ও সদস্য সচিব জাকির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক মমিনুল হক রাহি, আব্দুল্লাহ আল মামুন পারভেজ, মহানগরের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ সহ সকল নেতৃবৃন্দগণকে অভিনন্দন জানান। তিনি আরোও বলেন সাবেক তৃণমূল ছাত্রদলের নেতাকর্মীদের দিয়ে এ কমিটি করায় আগামী আন্দোলন সংগ্রামে তারা অগ্রণী ভূমিকা পালন করবে। 



উল্লেখ্য গত (১৭ আগষ্ট) মঙ্গলবার কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে সিলেট জেলা ও মহানগর সেচ্ছাসেবক দলের  এ কমিটি ঘোষণা করা হয়। 

(প্রেস বিজ্ঞপ্তি)

মাওলানা রশীদ আহমদের মৃত্যুতে গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র শোক

মাওলানা রশীদ আহমদের মৃত্যুতে গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র শোক



গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ পত্রিকার সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ ও শিক্ষাবিদ এডভোকেট মাওলানা রশীদ আহমদ আজ সোমবার সকাল ১১টায় সিলেট নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি  করোনা আক্রান্ত হয়ে গত একসপ্তাহ ধরে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 


সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার হাজিপুর গ্রামের কৃতিসন্তান, ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মাহমুদ হোসেন এর সুযোগ্য সন্তান রশীদ আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র নেতৃবৃন্দ। 

এক শোক বার্তায় সংগঠনের আহ্বায়ক মোঃ শামসুল হক, সদস্য সচিব মোঃ দিলোওয়ার হোসেন, অর্থ সচিব মোঃ আব্দুস শুকুর মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন বলেন, মরহুম মাওলানা রশিদ আহমেদ ছিলেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। লন্ডনে মুসলিম ও বাংলাদেশী কমিউনিটির অধিকার আদায়ে সব সময় কাজ করে গেছেন। তিনি দেশে অসহায় মানুষের কল্যাণে বিশেষ করে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষের কল্যাণে কাজ করার জন্য দীর্ঘ দিন যাবত দেশে অবস্থান করে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসী একজন সত্যিকারের সমাজসেবককে হারিয়েছেন। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


উল্লেখ্য আগামীকাল মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে মাওলানা রশীদ আহমদের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে । পরে পারিবারিক কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হবে।
সিলেট-৩ আসনে ভোটগ্রহণের তারিখ ঘোষণা

সিলেট-৩ আসনে ভোটগ্রহণের তারিখ ঘোষণা



করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের ভোটগ্রহণ ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। প্রচারণা চালানো যাবে ১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত।

সোমবার (২৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ৮৪তম কমিশন বৈঠক শেষে একথা বলেন ইসি সচিব মো. হুমায়ুন কবির খোন্দকার।


তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, পৌরসভা, ইউপি, জেলা পরিষদসহ অন্যান্য নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কমিশন সভায় এ বিষয়ে আলোচনা হবে।

গত ২৮ জুলাই সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে ৫ আগস্ট পর্যন্ত তা স্থগিত করেন হাইকোর্ট।

গত ১১ মার্চ করোনায় আক্রান্ত হয়ে সিলেট-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।


এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার। কেন্দ্র ১৪৯টি। উপনির্বাচনে প্রার্থী চারজন হলেন- আওয়ামী লীগের হাবিবুর রহমান (নৌকা), জাতীয় পার্টির আতিকুর রহমান (লাঙল), নির্বাচনে নেমে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্রপ্রার্থী ও সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি-কার) এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মুহাম্মদ মিয়া (ডাব)। বিএনপি এই নির্বাচন বর্জন করেছে।
ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি সচিব

ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি সচিব



নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবির খোন্দকার বলেছেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপনির্বাচন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন করা হবে।

রাজধানীর নির্বাচন ভবনে ৮৪তম কমিশন বৈঠক শেষে সোমবার (২৩ আগস্ট) তিনি এ কথা জানান।


সচিব বলেন, সাড়ে চার হাজার ইউনিয়নের মধ্যে আমরা মাত্র ২০৪টিতে ভোটগ্রহণের আয়োজন করতে পেরেছি। আজকে কমিশন সভায় আগামী ডিসেম্বরের মধ্যে চার হাজারের মতো ইউনিয়ন পরিষদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, পৌরসভা, কমিল্লা-৭ শূন্য আসনে উপনির্বাচন, জেলা পরিষদসহ অন্যান্য নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কমিশন সভায় কোনটার নির্বাচন কবে দেয়া হবে সেই বিষয়ে আলোচনা করা হবে।

গত ৩ মার্চ প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা করা হয়েছিল। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট হওয়ার কথা ছিল ১১ এপ্রিল। করোনাভাইরাস পরিস্থিতির কারণে ভোট স্থগিত করা হয়। পরে গত ৩ জুন ভোটের তারিখ পুনর্নির্ধারণ করে ২১ জুন করা হয়। সীমান্তবর্তী এলাকায় করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়। তবে ২১ জুন বাকি ২০৪টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


অপরদিকে স্থগিত করে রাখা সিলেট-৩ শূন্য আসনে উপ-নির্বাচনের বিষয়ে সচিব বলেন, আগামী ৪ সেপ্টেম্বর সিলেট-৩ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর যেহেতু ভোটের মাত্র দু’দিন আগে এটি বন্ধ করা হয়েছিল। তাই আগামী ১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২ সেপ্টেম্বর সকাল ৮টার আগ পর্যন্ত একদিন প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন।

উল্লেখ্য, আইন অনুযায়ী আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে এ আসনে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।
সপ্তাহজুড়ে খালি চোখেই দেখা যাবে বৃহস্পতি ও শনি: নাসা

সপ্তাহজুড়ে খালি চোখেই দেখা যাবে বৃহস্পতি ও শনি: নাসা



সৌরজগত নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। চলছে গবেষণাও। এবার সামনে এলো চাঞ্চল্যকর এক তথ্য। 

সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহ বৃহস্পতি এখন পৃথিবীর আকাশে হয়ে উঠেছে উজ্জ্বলতম। কারণ গ্রহটি এসে পড়েছে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি। এমনকি কাছাকাছি এসেছে শনি গ্রহও।


মেঘ না থাকলে আগামী এক সপ্তাহ সন্ধ্যার পর থেকেই আকাশে দেখা যাবে বৃহস্পতিকে। 

নাসা জানিয়েছে, টেলিস্কোপ ছাড়া খালি চোখে উজ্জ্বলতম বৃহস্পতি গ্রহকে এক সপ্তাহ ধরে রাতের আকাশেই দেখা যাবে। শুধু উজ্জ্বলতাই নয়, আকাশে যত তারা দেখা যায়, তাদের মধ্যে বৃহস্পতিই আকারে হয়ে উঠেছে এখন বৃহত্তম।

জ্যোতির পদার্থবিজ্ঞানের পরিভাষায়, সূর্যকে প্রদক্ষিণের পথে গত ১৯ আগস্ট থেকে সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহটি এখন রয়েছে ‘অপজিশন’-এ। যার অর্থ— পৃথিবীর যেদিকে রয়েছে সূর্য, এখন বৃহস্পতি রয়েছে ঠিক তার উল্টো দিকে। আগস্টেই সৌরমণ্ডলের আরও একটি গ্রহ শনিও চলে আসছে অপজিশনে। ফলে এই মাসে পৃথিবীর রাতের আকাশে বৃহস্পতি ও শনি দুটি গ্রহই হয়ে উঠেছে উজ্জ্বলতম।


নাসা জানিয়েছে, ২২ আগস্ট রাতের আকাশে চাঁদের বাঁ দিকে একটু ওপরে দেখা যাবে উজ্জ্বলতম বৃহস্পতিকে। আর শনিকে দেখা যাবে বৃহস্পতির ওপরে একটু ডান দিক ঘেঁষে।
জকিগঞ্জে থেকে দুই লক্ষাধিক টাকার ফেনসিডিল উদ্ধার: আটক-১

জকিগঞ্জে থেকে দুই লক্ষাধিক টাকার ফেনসিডিল উদ্ধার: আটক-১



জকিগঞ্জে বসত ঘর থেকে দুই লক্ষাধিক টাকার ফেনসিডিল-সহ মাদক কারবারী নজরুল ইসলামের স্ত্রীকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।

জানা যায়, জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী গ্রামের মৃত হারিছ আলীর পূত্র মাদক ব্যবসায়ী নজরুল ইসলামের বসতঘর থেকে দুই লক্ষাধিক টাকা মূল্যের ২০১ বোতল ফেনসিডিল উদ্ধার করে থানা পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম ঘরের জানালা ভেঙ্গে পালিয়ে যেতে সক্ষম হলেও তার স্ত্রী পরভীন বেগমকে মাদকসহ হাতেনাতে আটক করে পুলিশ।


জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কাসেম-এর সার্বিক তত্বাবধানে রোববার ২ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার এসআই নুর জামাল-এর নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে মাদক ব্যবসায়ী নজরুল ইসলামের স্ত্রী পারভীন বেগমের দেখানো মতে বসতঘরের দক্ষিন কক্ষের খাটের নীচে পৃথক দু’টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ২০১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে পুলিশ উপস্থিত লোকজনের সামনে মাদকগুলো জব্দ করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী আটক পারভীন বেগম (৪০) কে আসামী করে মামলা দায়ের করেছে।

স্থানীয়রা জানান, মাদক ব্যবসায়ী নজরুল ইসলামের আয় উপার্জনের বৈধ কোন পেশা নেই। সে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে তার স্ত্রীর সহায়তায় দীর্ঘদিন যাবত পুলিশ ও বিজিবি সদস্যের চোঁখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী দেশ ভারত থেকে ফেনসিডিল আমদানী করে স্থানীয়ভাবে বিক্রয় করে আসছে। নজরুল ইসলাম এলাকায় ফেনসিডিল বিক্রয় করায় এলাকার যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। সে আইন শৃংখলা বাহিনীকে ধোকা দিতে প্রায়ই ফেনসিডিল ক্রয় বিক্রয়ের কাজে তার স্ত্রী পারভীন আক্তার ব্যবহার করে আসছে।


বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কাসেম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত আছে। আমরা মাদক ব্যবসায়ী বা মাদকসেবী কাউকে কখনো ছাড় দেবনা। এ ক্ষেত্রে জকিগঞ্জের আপামর জনসাধারণের সহযোগিতা প্রয়োজন। জকিগঞ্জ থানা পুলিশ চায় সীমান্তবর্তী এ অঞ্চল মাদকমুক্ত হোক।

কুশিয়ারা নিউজ/রাজু আহমেদ/জ.গ-২৩/০৮/২০২১