Tuesday, 24 August 2021

শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে যেসব নির্দেশনা দেয়া হয়েছে

শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে যেসব নির্দেশনা দেয়া হয়েছে



সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে আসার আগেই শিক্ষকদের শতভাগ উপস্থিত থাকার নির্দেশনা দেয় মাউশি।

সারাদেশে সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করতে পরিদর্শনে যাবে সহকারি উপজেলা ও থানা শিক্ষা অফিসার। একইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ ডেঙ্গু প্রতিরোধে বিশেষ নজর রাখতে হবে।


প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে- সহকারি উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তাদের এক সপ্তাহের মধ্যে শতভাগ বিদ্যালয় পরিদর্শন, ওয়ার্কশিট বিতরণ শতভাগ নিশ্চিতকরণ ও যাচাই করা, শিখন ঘাটতির অবস্থা ও ফিডব্যাক নেয়া, বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, শিক্ষকদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, হোম ভিজিট যাচাই করা, শিক্ষার্থী প্রোফাইল শতভাগ হয়েছে কি-না তা দেখা, দুর্বল শিক্ষার্থীদের জন্য করণীয় নির্ধারণ করা, স্যাম্পল হিসেবে শিক্ষার্থীদের বাড়ি যাওয়া এবং তাদের যোগাযোগ রেজিস্ট্রার যাচাই করা। এছাড়াও খুলে দেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লক ঠিক করার জন্য দ্রুত নির্দেশনা দেয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম গণমাধ্যমকে বলেন, করোনার কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এখন সব শিক্ষককে বিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশনা দেয়া হয়েছে।


মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও কলেজ) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং বিদ্যালয় খোলার প্রস্তুতি নিশ্চিত করতে আঞ্চলিক পরিচালকদের নির্দেশ দিয়েছি।
অন্যায়ভাবে বদলি, একসঙ্গে ৫ শিক্ষিকার ‘বিষপান’

অন্যায়ভাবে বদলি, একসঙ্গে ৫ শিক্ষিকার ‘বিষপান’



আন্তর্জাতিকঃ ভারতে অন্যায়ভাবে বদলির প্রতিবাদে বিকাশ ভবনের সামনে ৫ শিক্ষিকা বিষপান করেছেন। মঙ্গলবার পশ্চিমবঙ্গের বিধাননগরের এ ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমসের। 


খবরে বলা হয়, অন্যায়ভাবে বদলির প্রতিবাদে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন পাঁচজন এসএসকে এবং এমএসকে শিক্ষিকা। আচমকা তাঁরা ‘বিষ’ পান করেন। প্রাথমিক চিকিৎসার জন্য তাদের বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্তারিত আসছে…

সূত্র: যুগান্তর
হাজার-হাজার মানুষের উপস্থিতিতে মাওলানা রশীদ আহমদের শেষ বিদায়

হাজার-হাজার মানুষের উপস্থিতিতে মাওলানা রশীদ আহমদের শেষ বিদায়



সাপ্তাহিক ‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ’ পত্রিকার সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মাওলানা রশীদ আহমদের জানাযার নামাজ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) বাদ আছর বিকাল সাড়ে ৫টায় গোলাপগঞ্জের এমসি একাডেমি মাঠে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাযার নামাজে ইমামতি করেন মাওলানা রশীদ আহমদের বড় ছেলে তামিম ইয়াহইয়া আহমেদ।


এর আগে বিকাল সাড়ে ৩টায় এমসি একাডেমি মাঠে নেয়া হয় অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদের মরদেহ। জানাযাপূর্ব সময়ে রশিদ আহমদ নিয়ে স্মৃতিচারণ করেন উপস্থিত বক্তারা।

মাওলানা রশিদ আহমদের জানাযার নামাজে দল-মত নির্বিশেষ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

জানাজা শেষে মাওলানা রশীদ আহমদকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

উল্লেখ্য, এডভোকেট মাওলানা রশীদ আহমদ সোমবার সকাল ১১টার দিকে সিলেট নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


তিনি দীর্ঘদিন থেকে জটিল রোগে ভোগছিলেন। গত এক সপ্তাহ ধরে তিনি উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল।

এডভোকেট মাওলানা রশীদ আহমদের বাড়ি গোলাপগঞ্জে। তিনি উপজেলার হাজীপুর এলাকার বাসিন্দা।

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি দু'বার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
বড়লেখায় জনতা ব্যাংকের পরিচালক মেশকাত আহমদ চৌধুরীর খাদ্য সামগ্রী বিতরণ

বড়লেখায় জনতা ব্যাংকের পরিচালক মেশকাত আহমদ চৌধুরীর খাদ্য সামগ্রী বিতরণ

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জনতা ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের পরিচালক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  সাবেক যুগ্মসচিব জনাব মেশকাত আহমেদ চৌধুরীর সৌজন্যে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গাংকুল এলাকার অসহায়, দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।


২২ আগষ্ট রবিবার রাতে বড়লেখার গাংকুল এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মেশকাত আহমদ চৌধূরী ভার্চুয়ালী সংযুক্ত হয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন এবং গাংকুলের জনসাধারণের উদ্যেশে বক্তব্যে রাখেন। 
তিনি তার বক্তব্যে বলেন, অসহায় দরিদ্র মানুষের মুখে হাসি ফুটলে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। তাই আমাদের সকলের উচিত যার যার সাধ্য অনুযায়ী অসহায়দের পাশে দাড়ানো। 


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এরিয়া অফিস, সিলেট এর উপমহাব্যবস্থাপক সনদীপ কুমার রায়,হরিপুর স্কুলের সাবেক প্রধান শিক্ষক জনাব গোলাম মহিব চৌধূরী, এরিয়া অফিস,মৌলভীবজার এর সহকারী মহাব্যবস্থাপক দেবাশ্সি দেব,বড়লেখা শাখার ব্যবস্থাপক পীযুষ কান্তি দাশ প্রমূখ।
গোলাপগঞ্জে স্বামীকে কুপিয়ে হাসপাতালে পাঠালেন স্ত্রী

গোলাপগঞ্জে স্বামীকে কুপিয়ে হাসপাতালে পাঠালেন স্ত্রী




গোলাপগঞ্জে দা দিয়ে কুপিয়ে প্যারালাইসিস রোগে আক্রান্ত স্বামী হাবিবুর রহমান ওরফে তোফায়েল নামে একজনকে হাসপাতালে পাঠিয়েছেন স্ত্রী। এ ঘটনার পরপরই অভিযান চালিয়ে স্ত্রী রুবিনা বেগমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ আগস্ট) দুপুর ১ টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের জালালনগর মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হাবিবুর রহমান ওরফে তোফায়েল বাঘা ইউনিয়নের জালালনগর মাঝপাড়া গ্রামের সুলতান মিয়া ওরফে ময়না মিয়ার ছেলে।

 
এ ঘটনায় আহতের ছোট ভাই মাও অলিউর রহমান (৪০) বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি (মামলা নং- ২৩) দায়ের করেন।
 
পুলিশ সূত্রে জানা যায়, আহত হাবিবুর একজন প্যারালাইসিস আক্রান্ত রোগী। ধারনা করা হচ্ছে তাদের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। রোববার দুপুরে এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী তার স্বামীকে দা দিয়ে আঘাত করেন। এসময় আশংকাজনক অবস্থায় আহত হাবিবুর রহমানকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।

বাঘা ইউনিয়নের চেয়ারম্যান সানা মিয়া বলেন, আমরা আহত হাবিবুর রহমানের স্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম সমস্যা কি নিয়ে। মহিলা জানায়, তার স্বামী নাকি আরেকটি বিয়ে করেছে। বিয়ে করা স্ত্রীকে বাড়িতে নিয়ে আসে। সব সময় স্বামী তার উপর নির্যাতন চালায়। শরীরে বিভিন্ন জায়গায় ইনজেকশন পোষ করে। শরীর থেকে কামড় দিয়ে মাংস তুলে নেয়। চেয়ারম্যান বলেন, মহিলার শরীর থেকে মাংস নেয়ার কোন চিহ্ন আমরা দেখতে পাইনি।

 
গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামি আদালতে প্রেরণ করা হয়েছে। এঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মানবসিঁড়ি তৈরি করে তিনতলা থেকে দুই শিশুকে বাঁচালেন ৬ যুবক (ভিডিও)

মানবসিঁড়ি তৈরি করে তিনতলা থেকে দুই শিশুকে বাঁচালেন ৬ যুবক (ভিডিও)



কথায় আছে একতাই বল। একসঙ্গে কাজ করলে অনেক কঠিন বিষয়ও সহজ হয়ে যায়। অনেক অসাধ্যও সাধন করা যায়। সেই কথাগুলোও যেন ফের প্রমাণ করলেন চীনের ছয় যুবক। মানবসিঁড়ি তৈরি করে তিনতলার একটি অগ্নিদগ্ধ বাসা থেকে দুই শিশুকে উদ্ধার করলেন তারা।

চীনের হুনান প্রদেশে এই ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।


সেখানকার একটি আবাসিক ভবনে আগুন লেগেছিল। ভবনটির তিনতলার একটি বাসা থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। সেখানে দু’টি শিশু আটকে রয়েছে বলে বাসায় সামনের উপস্থিত জনতা দেখতে পান। শিশুদের উদ্ধারে দমকলের অপেক্ষা না করে ছুটে যান ছয় যুবক।

উপস্থিত বুদ্ধির জোরেই শিশুদের উদ্ধার করেন তারা। প্রথমে একজন গ্রিল বেয়ে বাসার কাছে পৌঁছান। তার পাশাপাশি বাকিরাও গ্রিল বেয়ে উঠে পড়েন। তারা এমন দূরত্বে দাঁড়িয়ে পড়েন, যেন যেখান থেকে অনায়াসে তারা মানবসিঁড়ির মাধ্যমে শিশুদের উদ্ধার করে নিচে নামিয়ে আনতে পারেন। 


দমকল বাহিনীর সদস্যরা পৌঁছানোর আগেই তারা ওই দুই শিশুকে নামিয়ে আনেন।

‘ট্রেন্ডিং ইন চায়না’ নামের এক ফেসবুক পেজ থেকে ওই ঘটনার ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে ওই ছয় যুবকের সাহসিকতা আর উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন অনেকেই।



Monday, 23 August 2021

সিলেট জেলা ও মহানগর সেচ্ছাসেবক দলের কমিটিকে যুবদল নেতা জাহেদ'র অভিনন্দন

সিলেট জেলা ও মহানগর সেচ্ছাসেবক দলের কমিটিকে যুবদল নেতা জাহেদ'র অভিনন্দন




সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজের সাবেক সভাপতি, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহেদুর রহমান জাহেদ।



রবিবার (২২ আগষ্ট) এক বিজ্ঞপ্তিতে তিনি নবগঠিত এ আহ্বায়ক কমিটির জেলা শাখার আহ্বায়ক আব্দুল আহাদ খান ও সদস্য সচিব জাকির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক মমিনুল হক রাহি, আব্দুল্লাহ আল মামুন পারভেজ, মহানগরের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ সহ সকল নেতৃবৃন্দগণকে অভিনন্দন জানান। তিনি আরোও বলেন সাবেক তৃণমূল ছাত্রদলের নেতাকর্মীদের দিয়ে এ কমিটি করায় আগামী আন্দোলন সংগ্রামে তারা অগ্রণী ভূমিকা পালন করবে। 



উল্লেখ্য গত (১৭ আগষ্ট) মঙ্গলবার কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে সিলেট জেলা ও মহানগর সেচ্ছাসেবক দলের  এ কমিটি ঘোষণা করা হয়। 

(প্রেস বিজ্ঞপ্তি)