Saturday, 11 September 2021
দ্বাদশ নির্বাচন ঘিরে দলীয় নেতাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা
‘এটি আপত্তিকর ভিডিও নয়, রিহার্সাল করেছি’ (ভিডিও)
Thursday, 9 September 2021
আমানতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির দায়িত্ব হস্তান্তর
সিলেট সদর উপজেলার মোগলগাও ইউনিয়নের আমানতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান গত ৬ সেপ্টেম্বর সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট মুরব্বী হাজী জহুর আলীর সভাপতিত্বে ও রফিক আহমদের পরিচালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দরগাহবাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের মাহবুব, মাষ্টার আজাদ মিয়া,বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুল হান্নান, সমাজসেবী মখলিছ আলী, আব্দুল মালিক,মাওলানা আব্দুর রউফ, জসিম উদ্দিন, হাবিবুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম, নতুন কমিটির সভাপতি মাওলানা আব্দুল মুকিত, সহসভাপতি রাকিবুল হাসান,অভিভাবক সদস্য আব্দুল্লাহ কাছামিয়া প্রমুখ।
সভায় প্রাক্তন কমিটির নেতৃবৃন্দ নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
অনুমোদিত নতুন কমিটির ১১ সদস্য হলেন সভাপতি মাওলানা আব্দুল মুকিত, সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিয়া বেগম, সহ সভাপতি রাকিবুল হাসান,দাতা সদস্য মনসুর আলম, অভিভাবক সদস্য আব্দুলাহ কাছা মিয়া,জমির উদ্দিন,সুজিয়া বেগম,ইয়াসমিন বেগম, ওয়ার্ড মেম্বার মুক্তার আলী,বিদ্যুৎসাহী সদস্য নাছিমা বেগম, শিক্ষক প্রতিনিধি তানিয়া কবির।
সভাপতির সমাপনী বক্তব্যের পর মাওলানা আব্দুর রউফ মোনাজাত পরিচালনা করেন।
বিজ্ঞপ্তি
মঙ্গলগ্রহে জমি কিনলেন বাংলাদেশি প্রকৌশলী!
পৃথিবীর বাসিন্দারা মঙ্গলগ্রহে জমি কিনতে পারবেন এমন খবর বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছিল। তবে সেই মঙ্গলগ্রহে মাত্র ৫০ ডলার দিয়ে জমি কেনার কথা জানালেন বাংলাদেশি এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার নাম এলাহান উদ্দিন। বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুরে।
তিনি জানান, ‘প্রযুক্তি থেমে নেই। ইতোমধ্যে মঙ্গলগ্রহে সফলভাবে অবতরণ করেছে নাসা। পৃথিবীতে বসেই মঙ্গলে বাসস্থান গড়ার জন্য কাজ করে যাচ্ছে একদল বিজ্ঞানী। তবে তার জমি কিনে নেয়ার মাধ্যমে বিজ্ঞানীদের ওই কাজেও বাংলাদেশ সাক্ষী হয়ে থাকবে বলে মন্তব্য তার।
তিনি জানিয়েছেন, এ প্রতিষ্ঠানের মাধ্যমে মঙ্গলগ্রহে পূর্বে জমির মালিক হচ্ছেন ডেনিস হোপ। আর সেই প্রতিষ্ঠানটির মাধ্যমে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশ, জিমি কার্টার ও রোনাল্ড রিগ্যানও জমি কিনেছেন বলে দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিনের।
১১ আগস্ট তিনি অনলাইনে ওই জমি কেনার ডলার পরিশোধ করেন। তবে এর কোনো কাগজপত্র না পাওয়ায় প্রথমে বিশ্বাস হচ্ছিল না তার। কিন্তু মঙ্গলবার আন্তর্জাতিক ইউএসসি কুরিয়ারের মাধ্যমে জমি কেনার দলিল হাতে পেয়েছেন বলে জানান এলাহান উদ্দিন। আর ওই দলিল হাতে পেয়ে খুশির শেষ নেই তার। বলেন, ‘আমরা পিছিয়ে থাকতে চাই না। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মতো, মঙ্গল গ্রহেও পা রাখবে বাংলাদেশিরা। যদি কোনোদিন বাংলাদেশি বিজ্ঞানীরা মঙ্গলগ্রহে পা রাখতে পারেন, তাহলে তাদের গবেষণার কাজে তার ক্রয় করা জমি উৎসর্গ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।