Tuesday, 14 September 2021

কানাইঘাটে প্রবাসীর মাকে যৌন হেনস্তা করে দুর্বৃত্তরা ভিডিও ছড়িয়ে দিল ফেসবুকে

কানাইঘাটে প্রবাসীর মাকে যৌন হেনস্তা করে দুর্বৃত্তরা ভিডিও ছড়িয়ে দিল ফেসবুকে


প্রবাসে থাকা দুই সন্তানের কাছ থেকে চাঁদা আদায়ের জন্য তাদের মাকে যৌন হেনস্তা করে সেই ভিডিও ছেড়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এমন ঘটনা ঘটেছে সিলেটের কানাইঘাট উপজেলায়।


হেনস্তার সাথে জড়িত চার ব্যক্তিকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে জানিয়ে পুলিশ বলছে, তাদের আটকে অভিযান চলছে।

সোমবার বিকেলের দিকে ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। বেনামি একাধিক আইডি থেকে সাড়ে ৪ মিনিটের ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।

এতে দেখা যায়, চারজন যুবক একজন মধ্যবয়স্কা নারীকে টানাহেঁচড়া করছেন। কখনো তার শাড়ির আঁল ধরে টানাটানি করছেন। এসময় নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ওই নারীকে কাকুতি মিনতি করতে দেখা যায়।

ওই নারীর আত্মীয়দের দাবি, এমন ভিডিও করে ওই নারীর প্রবাসী ছেলেদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা।


ওই নারীর এক আত্মীয় জানান, গত ২৮ আগস্ট দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে। নারীর বয়স পঞ্চাশোর্ধ্ব। তার স্বামী নেই। চার মেয়ে ও দুই ছেলে। মেয়েদের বিয়ে দেওয়া হয়েছে। দুই ছেলে দুবাইপ্রবাসী। বাড়িতে তিনি একাই থাকতেন। ২৯ আগস্ট বাড়িটি তালাবদ্ধ করে তিনি হঠাৎ প্রতিবেশী কাউকে না জানিয়ে পাশের গ্রামে তার বাবার বাড়িতে চলে যান। হঠাৎ বাবার বাড়িতে চলে যাওয়ার কারণ জানতে গিয়ে আত্মীয়রা ওই নারীর মুখে ঘটনাটি শোনেন। এরপর প্রবাস থেকে তার দুই ছেলে তাঁদের জানিয়েছেন, ভিডিওটি তাঁদের দুই ভাইয়ের কাছে পাঠিয়ে পাঁচ লাখ টাকা চেয়েছেন এক ব্যক্তি।

নারীর এক আত্মীয় বলেন, প্রবাসে থাকা দুই ছেলে উদ্বিগ্ন হয়ে জানিয়েছেন, ভিডিও ধারণকারীদের সঙ্গে যোগাযোগ করে কিছু টাকাপয়সা দিয়ে সম্পূর্ণ ভিডিও উদ্ধার করার জন্য। এরপর আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও তারা জানিয়েছেন। এ বিষয়ে গত বুধবার রাতে একটি সালিস বৈঠক হয়। ওই বৈঠকে ভিডিও ধারণকারীদের চার লাখ টাকা দেওয়ার ফয়সালা করে অগ্রিম এক লাখ টাকা দেওয়া হয়। গত শনিবার এ টাকা দেওয়ার কথা ছিল। টাকা না দেওয়ার এক দিন পর ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার খবর পান তারা।


এ ব্যাপারে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এ রকম ভিডিও পেয়ে আমরা সংগ্রহ করে দেখেছি। যে চার ব্যক্তি ওই নারীকে হেনস্তা করেছেন, তাদেরও শনাক্ত করা হয়েছে। তাদের আটক করতে অভিযান চলছে।


সূত্র: প্রথম আলো
দক্ষিন সুরমার শ্রমিকনেতা শাহ শফিক আহমদ আর নেই

দক্ষিন সুরমার শ্রমিকনেতা শাহ শফিক আহমদ আর নেই



দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের হাজিপুর (মাঝের গাও)নিবাসী নরওয়ে প্রবাসী সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সাবেক সদস্য, মৌলভীবাজার -জালালপুর - গহরপুর স্ট্যান্ড এর সাবেক সম্পাদক, সিলাম ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি বিশিষ্ট শ্রমিকনেতা শাহ শফিক আহমদ আর নেই। 


১৩ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩ টায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। 

মৃত্যুকালে তিনি ৪ ছেলে ২ মেয়ে, নাতি-নাতনী আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

মরহুমের জানাযার নামাজ পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন মরহুমের ভাতিজা শাহ মুজিবুর রহমান মিন্টু। 


উল্লেখ্য, শাহ শফিক আহমদ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের প্রথম নির্বাচনে চেয়ারম্যান পদে  প্রতিদ্বন্দ্বিতাকারী  বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী নরওয়ে প্রবাসী শাহ রফিক আহমদের মেজোভাই।

Monday, 13 September 2021

‘ম্যাগনেট পিলার’ খোঁজার বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব

‘ম্যাগনেট পিলার’ খোঁজার বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব



সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জে ‘ম্যাগনেট পিলার’ খোঁজার বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। রবিবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে কমলগঞ্জের ভানুগাছ বাজারের কলেজ রোড থেকে এগুলো উদ্ধার করা হয়।


সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে র‍্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন খবরের ভিত্তিতে রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে র‍্যাব-৯ এর সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প)-এর একটি দল অভিযান চালিয়ে কমলগঞ্জের ভানুগাছ বাজারের কলেজ রোডের একটি মিলের সামনে থেকে ২ টি বিদেশি ডিটেকক্টর মেশিনের বক্স উদ্ধার করে। এগুলোর মধ্যে ছিলো বিদেশি প্রফেশনাল গোল্ড মেটাল ডিটেক্টর ফাইন্ডার, স্ক্যানার আন্ডার গ্রাউন্ড লং রেঞ্জ, গোল্ড ডিটেক্টর ডিগার, ডায়মন্ড-সিলভার-কপার, এনআরজি ৪৩টি, কসটেপ ৫টি এবং এগুলো ব্যবহারের ইউজার ম্যানুয়েল বই।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৯ এর এএসপি মো. লুৎফর রহমান।


এ বিষয়ে অপারেশন কমান্ডারের বরাত দিয়ে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান সোমবার রাতে সিলেটভিউ-কে বলেন, ধারণা করা হচ্ছে- এগুলো কোনো চক্র ফেলে গেছে। এসব সরঞ্জাম ‘ম্যাগনেট পিলার’ খোঁজার কাজে ব্যবহার করা হয়।

তিনি জানান, এ চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে র‍্যাব-৯।

উদ্ধারের পর এসব সরঞ্জাম সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিশাল শোডাউনে মান্নান-মাহবুব পরিষদের মনোনয়ন পত্র জমা

বিশাল শোডাউনে মান্নান-মাহবুব পরিষদের মনোনয়ন পত্র জমা


যুক্তরাষ্ট্রস্হ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন পত্র জমা দিয়েছে মান্নান-মাহবুব পরিষদ।

এ নির্বাচনে অংশ নিতে রোববার (১২ সেপ্টেম্বর) বিশাল শোডাউনের মাধ্যমে পরিষদের ১৯ জন প্রার্থী  বিভিন্ন পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। 


মনোনয়ন পত্র জমাদানের আগে জ্যামাইকা, জ্যাকসন, হাইটস, এস্টোরিয়া ও ব্রস্কস থেকে বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক মান্নান- মাহবুব পরিষদের প্রধান নির্বাচনী কার্যালয় ওজন পার্কে জমায়েত হন।


এরপর  মান্নান-মাহবুব পরিষদের ১৯ জন প্রার্থী  সর্মথকগণদের নিয়ে বিশাল শোডাউনের মাধ্যমে Direct health home care service অবস্থিত নিবার্চন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।


উল্লেখ্য, আগামী ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রস্হ বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনক - এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অন্যতম প্রতিদ্বন্দ্বী প্যানেল হচ্ছে মান্নান-মাহবুব পরিষদ।
এক নারীকে ভালোবেসে একসঙ্গেই থাকছেন দুই বন্ধু!

এক নারীকে ভালোবেসে একসঙ্গেই থাকছেন দুই বন্ধু!



বিশ্বে মাঝে মধ্যে এমন কিছু বিচিত্র ঘটনা ঘটে যা অবাক করে দেওয়ার মতো। তেমনই একটা ঘটনা ঘটেছে ফ্রান্সে।

দিনো ডি’সুজা এবং সাওলো গোমসে ফ্রান্সের বাসিন্দা। এক নারীকেই মন দিয়েছেন এই দুই বন্ধু। শুধু তাই নয় ২৭ বছর বয়সী ওলগার সঙ্গে গত দেড় বছর ধরে একসঙ্গে বাস করছেন তারা। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।


আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ২০১৯ সালে বার্সেলোনায় বেড়াতে গিয়েছিলেন ৪০ বছরের দিনো এবং ৩০ বছরের সাওলো। স্থানীয় এক পানশালায় সুন্দরী ওলগার সাক্ষাত পান দু’জনে। প্রথম দর্শনেই ওলগার প্রেমে পড়ে যান দুই বন্ধু। কিন্তু সাক্ষাতে যাওয়ার প্রস্তাব কে দেবেন আর কেই-বা আত্মত্যাগ করবেন, এ নিয়ে দ্বিধায় পড়ে যান দুই জনেই।

অল্পক্ষণেই অবশ্য সেই দ্বিধা দূর হয়ে যায়। ঠিক করেন দুই জনে একসঙ্গে সুন্দরীর সঙ্গে সময় কাটাবেন। কারণ দুই জনেই যে ওলগার ভীষণ পছন্দ হয়। আর সেই থেকেই একসঙ্গে রয়েছেন তারা।


প্রথম দিকে পরিবার ও বন্ধুদের বোঝাতে অনেক ঝামেলা হলেও পরবর্তীতে ঠিকই মানিয়ে নেন তারা। একসঙ্গে থাকছেন, ঘুরছেন এভাবেই বেশ আনন্দে দিন পার করছেন তারা।
২০২৩ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত নতুন শিক্ষাক্রম

২০২৩ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত নতুন শিক্ষাক্রম


শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, আগামী ২০২৩ সাল থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত নতুন শিক্ষাক্রম চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ সময়ে এইচএসসি পরীক্ষার নাম ও ধরনেও পরিবর্তন আসবে।

আগামী বছর থেকে নতুন শিক্ষাক্রমের পাইলটিং শুরু হবে। এক্ষেত্রে প্রাথমিকে প্রথম শ্রেণি এবং মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ শ্রেণিতে পাইলটিং শুরু হবে। আর প্রয়োগ শুরু হবে আগামী ২০২৩ সাল থেকে। ২০২৫ সালের মধ্যে পর্যযাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম বাস্তায়ন করা হবে। নতুন শিক্ষাক্রমে যেসব পরিবর্তন আসবে


শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, আগামীতে একাদশ ও দ্বাদশের চূড়ান্ত পরীক্ষার ফল মিলিয়ে এইচএসসির ফল প্রকাশ করা হবে। এখন থেকে তিনটি পাবলিক পরীক্ষা হবে। দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণি শেষে পরীক্ষায় বসবে শিক্ষার্থীরা। দশম শ্রেণির সমাপনী পরীক্ষা এসএসসি এবং একাদশ ও দ্বাদশ সমাপনী পরীক্ষার ফলাফল মিলিয়ে প্রকাশ করা হবে এইচএসসির ফল।

উঠে যাচ্ছে পিইসি ও জেএসসি পরীক্ষা

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, আগামী ২০২৩ সাল থেকে শুরু হতে যাওয়া নতুন কারিকুলামে যে শিক্ষা কার্যক্রম চলবে, তাতে থাকবে না পিইসি ও জেএসসি পরীক্ষা।বার্ষিক পরীক্ষা থাকছে না তৃতীয় শ্রেণি পর্যন্ত

আগামীতে যে নতুন শিক্ষা কার্যক্রম শুরু হবে তাতে তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো বার্ষিক পরীক্ষা হবে না।

কারিগরি শিক্ষায় প্রাধান্য

শিক্ষামন্ত্রী ড. দীপু মনি জানিয়েছেন, নতুন শিক্ষাক্রমে কারিগরি শিক্ষাকে আরও বেশি প্রাধান্য দেওয়া হবে।


দশম শ্রেণি পর্যন্ত থাকছে না বিভাজন

নতুন শিক্ষাক্রমে দশম শ্রেণি পর্যন্ত আর কোনো গ্রুপ বিভাজন অর্থাৎ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখা থাকছে না। একাদশ শ্রেণিতে গিয়ে এই বিভাজন শুরু হবে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাক্রমের খসড়ায় অনুমোদন দিয়েছেন। আগামী বছর থেকেই পরিমার্জিত শিক্ষাক্রমের পাইলটিং চলবে। এদিন সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মোগলাবাজারে ১০ টাকায় চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন

মোগলাবাজারে ১০ টাকায় চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন



প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘খাদ্যবান্ধব’ কর্মসূচির আওতায় দেশের ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজিতে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন মোগলাবাজার ইউনিয়ন পরিষদের মেম্বার, সিলেট জেলা, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ আইয়ুব হোসেন।

১৩ সেপ্টেম্বর সোমবার সকালে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের খালোমুখ বাজারে ‘খাদ্যবান্ধব চালের ডিলার মেসার্স টুনু মিয়া এর দোকানে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এসময় তিনি বলেন, শেখ হাসিনা “বাংলাদেশে কোনো মানুষ যেন দরিদ্র না থাকে বাংলাদেশ উন্নত হবে,সমৃদ্ধ হবে- সে লক্ষ্যে এই কর্মসূচি চালু করেছেন।”


‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই- স্লোগানে খাদ্যবান্ধব কর্মসূচিতে হতদরিদ্রদের মাঝে বছরে সাড়ে সাত লাখ টন চাল বিতরণ করা হচ্ছে।

হতদরিদ্র ৫০ লাখ পরিবার মার্চ, এপ্রিল এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর- এই পাঁচ মাস এই সুবিধা পাচ্ছেন। ১০ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি পর্যন্ত চাল কিনতে পারবে তারা। নারী, বিধবা ও প্রতিবন্ধী নারী প্রধান পরিবারকেই প্রাধান্য দেওয়া হচ্ছে এ কর্মসূচিতে।

এ কর্মসূচি বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সংশ্লিষ্ট কমিটি প্রতি ৫০০ পরিবারের জন্য একজন করে ডিলার নিয়োগ দিয়েছেন। আর সুবিধাভোগী প্রত‌্যেক পরিবারকে দেওয়া হয়েছে একটি করে কার্ড। সেই কার্ড তুলে দিয়েই কর্মসূচির সূচনা করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী,বঙ্গকন্যা শেখ হাসিনা। 

অনুষ্ঠানে মোগলাবাজার ইউনিয়ন ২-৩-৫-৬ নং ওয়ার্ডের উপকারভোগিদের হাতে কার্ড ও ৩০ কেজি চালের বস্তা তুলে দেন তিনি।