Monday 13 September 2021

‘ম্যাগনেট পিলার’ খোঁজার বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব



সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জে ‘ম্যাগনেট পিলার’ খোঁজার বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। রবিবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে কমলগঞ্জের ভানুগাছ বাজারের কলেজ রোড থেকে এগুলো উদ্ধার করা হয়।


সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে র‍্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন খবরের ভিত্তিতে রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে র‍্যাব-৯ এর সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প)-এর একটি দল অভিযান চালিয়ে কমলগঞ্জের ভানুগাছ বাজারের কলেজ রোডের একটি মিলের সামনে থেকে ২ টি বিদেশি ডিটেকক্টর মেশিনের বক্স উদ্ধার করে। এগুলোর মধ্যে ছিলো বিদেশি প্রফেশনাল গোল্ড মেটাল ডিটেক্টর ফাইন্ডার, স্ক্যানার আন্ডার গ্রাউন্ড লং রেঞ্জ, গোল্ড ডিটেক্টর ডিগার, ডায়মন্ড-সিলভার-কপার, এনআরজি ৪৩টি, কসটেপ ৫টি এবং এগুলো ব্যবহারের ইউজার ম্যানুয়েল বই।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৯ এর এএসপি মো. লুৎফর রহমান।


এ বিষয়ে অপারেশন কমান্ডারের বরাত দিয়ে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান সোমবার রাতে সিলেটভিউ-কে বলেন, ধারণা করা হচ্ছে- এগুলো কোনো চক্র ফেলে গেছে। এসব সরঞ্জাম ‘ম্যাগনেট পিলার’ খোঁজার কাজে ব্যবহার করা হয়।

তিনি জানান, এ চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে র‍্যাব-৯।

উদ্ধারের পর এসব সরঞ্জাম সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন