Friday, 24 September 2021

বিয়ানীবাজারে কুশিয়ারা নদী থেকে বিদেশী নাগরিকের লাশ উদ্ধার

বিয়ানীবাজারে কুশিয়ারা নদী থেকে বিদেশী নাগরিকের লাশ উদ্ধার


নিউজ ডেস্কঃ বিয়ানীবাজারের কুশিয়ারা নদী থেকে অজ্ঞাত বিদেশী নাগরিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া এলাকার কুশিয়ারা নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।


থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পূর্বে স্থানীয়রা নদীতে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটির অর্ধগলিত দেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এছাড়া মুখের ভেতরের জিহবা বেরিয়ে ছিল। অজ্ঞাত লাশটি উদ্ধারকালে একটি স্মার্ট ফোন ও মানিব্যাগ পেয়েছে পুলিশ। মানিব্যাগের ভিতরে একজন ভারতীয় এডভোকেট, বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ড, একটি সীম কার্ড পাওয়া গেছে। লাশের সাথে পাওয়া কার্ডগুলো দেখে প্রাথমিক ধারণা করা হচ্ছে লাশটি কোনো ভারতীয় হিন্দু ধর্মাবলম্বী নাগরিকের।

বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, কুশিয়ারা নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তায় অর্ধগলিত লাশটি উদ্ধার করে। পরে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।


তিনি বলেন, উদ্ধার করা অজ্ঞাত লাশটি বাংলাদেশী নাগরিক বলে মনে হচ্ছে না। আমরা ধারনা করছি, লাশটি কোন ভারতীয় নাগরিকের।

Thursday, 23 September 2021

লাইভ ও নিউজ প্রকাশের পর চন্দরপুর-সুনামপুর সেতুর এপ্রোচ সড়কের গর্ত ভরাট করলো 'স ও জ'

লাইভ ও নিউজ প্রকাশের পর চন্দরপুর-সুনামপুর সেতুর এপ্রোচ সড়কের গর্ত ভরাট করলো 'স ও জ'


এলাকার কিছু তরুণ সমাজকর্মীদের ফেসবুক লাইভ এবং কুশিয়ারা নিউজে সংবাদ প্রকাশের পর জনগুরুত্বপূর্ণ বিবেচনায় গোলাপগঞ্জের চন্দরপুর-সুনামপুর সেতুর এপ্রোচ সড়কের ভয়ঙ্কর গর্তটি ভরাট করেছে সিলেট সড়ক ও জনপথ অধিদপ্তর।


আজ (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে গর্তটি ভরাট করতে ট্রাকে করে মালামাল ও লোকজন পাঠায় 'স ও জ'। তারা এসে সড়কের পাশে বাশের গার্ড(আপাতত) তৈরি করে গর্তটি ভরাট করে যান। অতি গুরুত্ব দিয়ে গর্তটি ভরাট করায় সিলেট সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন লাইভে আসা তরুণ সমাজকর্মীবৃন্দ-সহ এলাকাবাসী ও বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল।

এর আগে গতকাল (২২ সেপ্টেম্বর) বিকেলে এলাকার তরুণ সমাজকর্মী জুয়েল হোসেন, শিপু ইসলাম, জাবরুল ইসলাম-সহ অনেকেই বিষয়টি ফেসবুক লাইভে তুলে ধরেন। পাশাপাশি কুশিয়ারা নিউজেও সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশ করতে গিয়ে কুশিয়ারা নিউজকে সিলেট সড়ক ও জনপথ অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন। এরপর ২৪ ঘন্টা পেরুবার আগেই গর্তটি ভরাট করার প্রয়োজনীয় ব্যবস্থা নেন তিনি।


তবে গর্তটি ভরাট হলেও এটি স্থায়ী সমাধান নয় বলে দাবী এলাকাবাসীর। এপ্রোচ সড়কটির ভাঙ্গন কবলিত স্থানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন তারা। প্রয়োজনীয় অংশের পার্শ্বে গার্ড ওয়াল তৈরি করলেই এর স্থায়ী সমাধান হবে বলে অভিমত তাদের।

এব্যাপারে কুশিয়ারা নিউজকে মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনা এড়াতে আপাতত গর্তটি ভরাট করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

Wednesday, 22 September 2021

গোপালগঞ্জের কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর করোনাঃ ক্লাস বন্ধ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর করোনাঃ ক্লাস বন্ধ



গোপালগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী করোনা পজিটিভ হওয়ায় ওই শ্রেণির ক্লাস বন্ধ রেখেছে স্কুল কর্তৃপক্ষ। আক্রান্ত শিক্ষার্থী কোটালীপাড়া উপজেলার ৪নং ফেরধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। শুক্রবার ওই শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়।


উপজেলা শিক্ষা কর্মকর্তা অরুণ কুমার ঢালী বলেন, এক ছাত্রী করোনায় আক্রান্ত হওয়ার পর আমরা ওই বিদ্যালয়টির তৃতীয় শ্রেণির পাঠদান দুই সপ্তাহের জন্য স্থগিত করেছি। সার্বক্ষণিক আমরা ওই ছাত্রীর খোঁজখবর নিচ্ছি।

তিনি বলেন, ১২ সেপ্টেম্বর বিদ্যালয় খোলার প্রথমদিন ওই ছাত্রী বিদ্যালয়ে এসেছিল। সেদিন তার মধ্যে করোনার কোনো উপসর্গ লক্ষ্য করা যায়নি। এরপর সে বাড়িতে জ্বরে আক্রান্ত হয়। গত বৃহস্পতিবার তার নমুনা পরীক্ষার জন্য স্বাস্থ্যকেন্দ্রে দেওয়া হলে শুক্রবার রিপোর্ট পজিটিভ আসে। ওই ছাত্রীর মাও করোনায় আক্রান্ত।

তিনি আরও বলেন, আমাদের বিদ্যালয়ের আরও তিন শিক্ষার্থী জ্বরে আক্রান্ত। তারা বাড়িতেই চিকিৎসা নিচ্ছে। তবে আমাদের ওই চার শিক্ষার্থীই বর্তমানে সুস্থ রয়েছে।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য বলেন, আক্রান্ত শিক্ষার্থী বর্তমানে সুস্থ রয়েছে। আমরা তাকে করোনার চিকিৎসা দিয়েছি। বর্তমানে সে হোম আইসোলেশনে আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, প্রতিটি বিদ্যালয়েই প্রতিদিন শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। কোনো শিক্ষার্থীর করোনার উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে তার নমুনা পরীক্ষা করা হবে। রিপোর্ট পজিটিভ এলে আমরা ওই শ্রেণি বা বিদ্যালয় বন্ধ করে দেব।
চন্দরপুর-সুনামপুর সেতুর এপ্রোচ সড়কে ভয়ংকর গর্ত, ঘটছে দুর্ঘটনা (ভিডিও)

চন্দরপুর-সুনামপুর সেতুর এপ্রোচ সড়কে ভয়ংকর গর্ত, ঘটছে দুর্ঘটনা (ভিডিও)



গোলাপগঞ্জের চন্দরপুর-সুনামপুর সেতুর এপ্রোচ সড়কে ভয়ংকর গর্তের সৃষ্টি হয়েছে। আর এতে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা।

সরেজমিন গিয়ে দেখা যায় সেতুর চন্দরপুর অংশের এপ্রোচ সড়কে সৃষ্টি হয়েছে ভয়ঙ্কর গর্ত। সড়কটিজুড়ে ছোট ছোট আরোও কিছু গর্ত প্রতীয়মান রয়েছে। এছাড়া গর্তগুলোর আকার প্রতিনিয়ত বেড়ে ব্যাপক আকার ধারণ করছে। এতে সড়কটি দিয়ে প্রতিদিন চলা সহস্রাধিক যান ও পথচারীরা পড়ছেন দুর্ভোগে। ঘটছে দুর্ঘটনাও। দুর্ঘটনা থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে বিষয়টি তুলে ধরার লক্ষ্যে এলাকার তরুণ সমাজকর্মী জুয়েল হোসেন, শিপু ইসলাম, জাবরুল ইসলাম-সহ অনেকেই বিষয়টি ফেসবুক লাইভে তুলে ধরেছেন।


লাইভে একজন সিএনজি অটোরিক্সা চালক জানান, কিছুদিন ধরে সৃষ্টি হওয়া গর্তে ইতোপূর্বে কয়েকটি সিএনজি ও ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে। গর্তটি ভরাট করে সড়কটি দিয়ে যানমাল চলাচলের পথ সুগম করে দিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।



এব্যাপারে কথা হলে গোলাপগঞ্জ উপজেলা প্রকৌশলী(এল.জি.ই.ডি) মোঃ মাহমুদুল হাসান জানান, সেতু এবং সেতুর দু'পাশের এপ্রোচ রোড দু'টি রয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তরের আওতায়। এব্যাপারে সড়ক ও জনপদে যোগাযোগ করার জন্য বলেন তিনি।


এদিকে সিলেট সড়ক ও জনপদ অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, সেতু ও এপ্রোচ সড়ক দু'টি এল.জি.ই.ডি'র নিকট হস্তান্তরে প্রক্রিয়াধীন রয়েছে। তবে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন।

তবে বিষয়টি মধ্যখানে ঝুলে থাকলেও দমে নেই সড়কটি দিয়ে যান চলাচল। তাই যানমালের নিরাপত্তায় বিষয়টি অতি গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে গর্ত ভরাটে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন বুধবারীবাজার ইউনিয়নের চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল।

ভিডিও-
ছুটি কাটাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বন্ধুসহ অভিনেত্রীর মৃত্যু

ছুটি কাটাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় বন্ধুসহ অভিনেত্রীর মৃত্যু


ভারতের মারাঠি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঈশ্বরী দেশপান্ডে। সম্প্রতি গোয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন দীর্ঘদিনের বন্ধু শুভম। গোয়া থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার শি.কার হয়ে তারা প্রাণ হারান। কিছুদিন আগে ঈশ্বরী ও শুভমের বাগদান হয়েছিল।



ভারতীয় সংবাদমাধ্যম জানায়, গত সোমবার (২০ সেপ্টেম্বর) ভোরে আরপোড়া এবং হাদফাদে গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারায় এই প্রেমিক যুগলের গাড়ি। এরপর ওই গাড়ি খাদে পড়ে যায়। এতে পানিতে ডুবে তাদের মৃ.ত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দীর্ঘ কাজের ক্লান্তি কাটিয়ে উঠতে গত ১৫ সেপ্টেম্বর প্রেমিককে নিয়ে গোয়া যান ওই মা.রাঠি অভিনেত্রী। কিন্তু ফেরার পথে তাদের গাড়িটি উল্টে পানিতে পড়ে যায়। এসময় দরজা বন্ধ থাকায় তারা বের হয়ে আসতে পারেননি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের মরদেহ উদ্ধার করে।


সুনীল চৌথমলের ‘প্রেমাছে সাইড এফেক্ট’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল ঈশ্বরীর। গোয়া যাওয়ার আগে বেশ কিছু হিন্দি ও মারাঠি প্রোজেক্টের শুটিং শেষ করে গেছেন তিনি। পর্যায়ক্রমে এগুলো মুক্তি পাওয়ার কথার রয়েছে।
'সিআইডি' দেখে ওসমানীনগরে ব্যাংকের বুথে ডাকাতি করেন তারা

'সিআইডি' দেখে ওসমানীনগরে ব্যাংকের বুথে ডাকাতি করেন তারা



সিলেটের ওসমানীনগর উপজেলাধীন শেরপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) এটিএম বুথ ভেঙে টাকা লুটের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবি বলছে, ভারতীয় টিভি সিরিজ ‘সিআইডি’ দেখে দুর্ধর্ষ এই ডাকাতির কৌশল শিখেছিলেন তারা। এটিএম বুথ থেকে চুরি করা টাকা জুয়া খেলে খরচ করা হয়েছে।


গ্রেফতারকৃতরা হলেন- নূর মোহাম্মদ, শামীম আহমেদ ও আব্দুল হালিম।

ডিবি জানায়, চক্রটির প্রধান শামীম আহম্মেদ। ওমান প্রবাসী শামীম বেশ কয়েক বছর আগে দেশে ফেরেন। দেশে এসে তিনি তেমন কোনো কাজ করছিলেন না। প্রযুক্তি জ্ঞানসম্পন্ন শামীম নিয়মিত ‘সিআইডি’ দেখতেন। সিআইডি দেখেই অপরাধের পরিকল্পনা করেন তিনি। তার পরিকল্পনা অনুযায়ী এটিএম বুথ থেকে টাকা লুট করা হয়।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান যুগ্ম-কমিশনার হারুন অর রশীদ।

হারুন অর রশীদ বলেন, সিসি ক্যামেরায় কালো রঙ স্প্রে করা, মুখমণ্ডলে কাপড় পেঁচিয়ে শাবল দিয়ে বুথ ভাঙা, সবই ‘সিআইডি’ দেখে উদ্বুদ্ধ হয়ে করা।


আলোচিত এ ঘটনায় সিলেটের ওসমানী নগর থানায় মামলা দায়ের হওয়ার পর থানা থেকে ডিএমপির সাইবার ইউনিটের কাছে সহযোগিতা চাওয়া হয়। সে মোতাবেক কাজ শুরু করে ডিএমপির সাইবার ইউনিট। এরপর ঢাকা থেকে নূর মোহাম্মদ নামে এক দর্জিকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হবিগঞ্জের হাওর এলাকা থেকে শামীম আহম্মেদ ও আব্দুল হালিমকে গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, ঘটনা যদিও ডিএমপির মধ্যে না, তারপরও আমরা কাজ করছি। অপরাধীদের জানাতে চাই, দেশের যেখানেই এ ধরনের কাজ হোক, কেউ পার পাবে না। দেশের কোথাও এ ধরনের ঘটনা ঘটলে আমরা কাউকে ছাড় দেবো না।’

ডিবি বলছে, ১২ সেপ্টেম্বরের ওই ঘটনায় মোট ২৪ লাখ লুট করা হয়। এরমধ্যে ১০ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। টাকার একটি অংশ দিয়ে তারা জুয়া খেলেছে। এ ঘটনায় জড়িত জহির নামে একজন এখনও পলাতক।


সংবাদ সম্মেলনে ডিবির সাইবার ইউনিটের উপপুলিশ কমিশনার (ডিসি) শরীফুল ইসলাম বলেন, লুট করা টাকা দিয়ে তারা জুয়া খেলেছে বলে প্রাথমিকভাবে আমাদের জানিয়েছে। তদন্ত চলছে, সিলেট পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করবে। তারা আরও বিস্তারিত তদন্তে তুলে ধরবেন।
বিয়ানীবাজারে ট্রাক-অটোরিক্সার সংঘর্ষে ৪ কলেজ ছাত্রী আহত

বিয়ানীবাজারে ট্রাক-অটোরিক্সার সংঘর্ষে ৪ কলেজ ছাত্রী আহত


বিয়ানীবাজারে ট্রাক-অটোরিক্সার সংঘর্ষে  ৪ জন কলেজ ছাত্রী আহত হয়েছেন। আজ (২২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিয়ানীবাজার-বারইগ্রাম আঞ্চলিক মহাসড়কের জলঢুপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


এতে অটোরিক্সা যাত্রি ৪ জন কলেজ ছাত্রী আহত হয়েছেন।

এ ঘটনার পর পরই ট্রাক ও অটোরিক্সার চালকরা পারিয়ে যায়। স্থানীয়রা আহত চার ছাত্রীকে উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন। আহত শিক্ষার্থীদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে এবং আহত অপরজনকে সিলেট প্রেরণের জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বশীলরা পরামর্শ দিয়েছেন। সিলেট ‘রেফার্ড’ করা ছাত্রীর পায় ভেঙ্গে গেছে। তার নাম রাশেদা বেগম (১৯)। বাড়ি মোল্লাপুর ইউনিয়নের পাতন এলাকায়।

 
দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায় অটোরিক্সার সামনের অংশ ধুমড়ে মুচড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান বিপরীত দিক থেকে আসা ঘতক ট্রাকটি অটোরিক্সাকে চাপা দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।