Thursday, 28 July 2022

বুধবারীবাজার ইউপির নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

বুধবারীবাজার ইউপির নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন


গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য এবং সাধারণ সদস্যগণের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ গ্রহণ করেন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হেলাল উদ্দিন। এসময় শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। 

এদিকে দুপুর ২টায় গোলাপগঞ্জ উপজেলা কনফারেন্স রুমে সংরক্ষিত ওয়ার্ডের সদস্য এবং সাধারণ সদস্যগণের শপথ পাঠ অনুষ্ঠিত হয়। সদস্যগণের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণ একে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। একই সময়ে বৃহত্তর চন্দরপুর যুব সমাজের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান হেলাল উদ্দিনকে ফুলেল তোড়া দিয়ে বরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন, খাইরুল ইসলাম, শিপু ইসলাম, জাবরুল আহমদ, সাইদুল ইসলাম লাল, কালাম উদ্দিন, আলীম উদ্দিন প্রমুখ।


এসময় নবনির্বাচিত চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, আমার পরিষদের জন্য সকলে দোয়া করবেন। আমরা যেন সবাই মিলে ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করতে পারি, আমরা সেই লক্ষেই কাজ করবো। তিনি আরোও বলেন, ইউনিয়নবাসীর আশা-আকাঙ্ক্ষা পূরণের জন্য আমি এবং আমার পরিষদ সর্বদা কাজ করে যাবে। এসময় তিনি সুখী-সমৃদ্ধ ইউনিয়ন গঠনের প্রত্যয় ব্যক্ত করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।


এছাড়া শপথ পাঠের আনুষ্ঠানিকতা শেষে নবনির্বাচিত পরিষদের সকলে মিলে সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিম চৌধুরী এবং নবাগত ইউএনও মৌসুমী মান্নানকে ফুলেল তোড়া দিয়ে বরণ পূর্বক শুভেচ্ছা বিনিময় করেন।




সড়ক দুর্ঘটনায় গোয়াইনঘাটে মা-ছেলে নিহত

সড়ক দুর্ঘটনায় গোয়াইনঘাটে মা-ছেলে নিহত


সিলেটের গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মা ও ছেলে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু জাতীয় মহাসড়কের বহরঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায় যে, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার খাইগ্রামের রইছ মিয়ার স্ত্রী দুলভী বেগম (৪০) ও তার শিশু সন্তান সিদ্দিকুর রহমান সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন মেঘেরগাঁও-এ যাচ্ছিলেন।

রাস্তা পারাপারের সময় পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন।

খবর পেয়ে সালুটিকর তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা গিয়ে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক দুর্ঘটনায় আহত মা-ছেলেকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাদের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। 

এদিকে দুর্ঘটনাকবলিত ঘাতক বাসের চালককে আটক করেছে পুলিশ। তার নাম মোবারক হোসেন (২৫)। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার মৃত মফিজ আলীর ছেলে।

সড়ক দুর্ঘটনায় ২জন নিহতের তথ্য নিশ্চিত করেছেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম খান।

তিনি বলেন খবর পেয়ে সাথে সাথেই আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে  হাসপাতালে প্রেরণ করি, কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন। 

Sunday, 29 May 2022

গোলাপগঞ্জের ধারাবহরে তারেকের প্রবাস যাত্রা উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জের ধারাবহরে তারেকের প্রবাস যাত্রা উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান


গোলাপগঞ্জের ধারাবহর এক মাইল খাদিমুল কোরআন পরিষদের সদস্য তারেক আহমদের প্রবাস যাত্রা উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৭ মে) রাত ৮ টার সময় উপজেলার ধারাবহর একমাইল বাজারে পরিষদের স্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।

ধারাবহর এক মাইল খাদিমুল কোরআন পরিষদের সভাপতি জাবের আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আক্তার হোসেন  পরিচালনায় উপস্থিত ছিলেন সহ সভাপতি কামরুল ইসলাম,  সমাজ সেবা সম্পাদক কবির আহমদ,অফিস সম্পাদক রেজওয়ান আহমদ,  কার্যনির্বাহী সদস্য আব্দুস সালাম।

সংবর্ধিত অতিথি বক্তব্যে তারেক আহমদ বলেন, আমি দীর্ঘদিন থেকে ধারাবহর একমাইল খাদিমুল কোরআন পরিষদের সঙ্গে কাজ করেছি। সবাই আমাকে নিজের পরিবারের মত ভালোবেসেছেন। আজ আমি চলে যাচ্ছি কিন্তু আমার মন এখানেই পড়ে থাকবে। যদিও পেটের তাড়নায় বিদেশ যাচ্ছি কিন্তু সংগঠনের স্বার্থে বিদেশে থেকে এই সংগঠনের হয়ে কাজ করবো,  আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। 

এছাড়াও উপস্থিত ছিলেন পরিষদের সদস্য মাহবুবুর রহমান, বসির আহমদ, আলী হোসেন  প্রমুখ।

Saturday, 28 May 2022

সিলেটে বন্যা দুর্গতদের মাঝে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ

সিলেটে বন্যা দুর্গতদের মাঝে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ


সিলেটে বন্যা দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে শিরিন মেমোরিয়াল ট্রাস্ট ইউকে। গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি ফজলুল হক ফজলুর ব্যবস্থাপনায় এবং দরিদ্র মহিলা উন্নয়ন ও শিশু অধিকার সংস্থার আয়োজনে শুক্রবার (২৭ মে) বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড জালালাবাদ আবাসিক এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য বিতরণী অনুষ্ঠানে দরিদ্র মহিলা উন্নয়ন ও শিশু অধিকার সংস্থার আহবায়ক ফারজানা আক্তার তাহেরার সঞ্চালনায় এবং নজরুল ইসলাম দুদু'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এড. মিসবাহ উদ্দিন সিরাজ।

এসময় বক্তব্য রাখেন, জালালাবাদ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি হাসিদুল ইসলাম পিন্টু, মহানগর আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য সইফুল আলম স্বপন, আওয়ামীলীগ নেতা পুলক কবির চৌধুরী, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা রুহেন আহমদ প্রমুখ।

বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সমগ্রী বিতরণের উদ্যোগ নেয়ায় অনুষ্ঠানের প্রধান অতিথি এড. মিসবাহ উদ্দিন সিরাজ শিরিন মেমোরিয়াল ট্রাস্ট এবং ব্যবস্থাপক ফজলুল হক ফজলুর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় শিরিন ও তার পরিবারবর্গের প্রতি সকলের দোয়া প্রার্থনা করেন তিনি।

Thursday, 26 May 2022

বৃহত্তর চন্দরপুরে বন্যা দুর্গতদের মাঝে চেয়ারম্যান প্রার্থী নুর উদ্দিনের খাদ্য সামগ্রী বিতরণ

বৃহত্তর চন্দরপুরে বন্যা দুর্গতদের মাঝে চেয়ারম্যান প্রার্থী নুর উদ্দিনের খাদ্য সামগ্রী বিতরণ


গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের বৃহত্তর চন্দরপুরে বন্যায় কবলিত মানুষের সাহায্যার্থে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উইমেন্স মেডিকেল কলেজের ডাইরেক্টর এবং ইউপি চেয়ারম্যান প্রার্থী নুর উদ্দিন।

বৃহস্পতিবার (২৬ মে) দিনব্যাপী চন্দরপুর, লামা-চন্দরপুর, বৈঠাখাই, বানিগাজী, কালিডহর এবং বনগ্রামে গিয়ে নিজ হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন তিনি।
এসময় বৃহত্তর চন্দরপুরের ৬ গ্রামের প্রায় সাড়ে ৬'শত পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে চেয়ারম্যান প্রার্থী নুর উদ্দিন বলেন, অকাল বন্যায় গ্রামের মানুষদের কষ্টের কথা চিন্তা করেই তাদের পাশে দাড়িয়েছি। দোয়া করি বন্যায় কবলিত মানুষদের কষ্ট লাঘব হউক। এসময় তিনি নিজের জন্যেও সকলের দোয়া প্রার্থনা করেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, নুরুল ইসলাম, আব্দুস সোবহান মেম্বার, খালিক মিয়া, হেলাল উদ্দিন, বাহার উদ্দিন মেম্বার, নিজাম উদ্দিন, দুলাল আহমদ, এম এ জলিল, তেরাব আলী, নুর উদ্দিন, আবুল কালাম আজাদ, ফারুক উদ্দিন, মুরাকিব আলী, কালন মিয়া এবং মুজিবুর রহমান প্রমুখ।


চন্দরপুরে শিউলী মৃত্যুর রহস্য উন্মোচন: যা আসলো ময়না তদন্তে!

চন্দরপুরে শিউলী মৃত্যুর রহস্য উন্মোচন: যা আসলো ময়না তদন্তে!


গোলাপগঞ্জের চন্দরপুর থেকে গত ২৫ ফেব্রুয়ারি তারিখে দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছিলো গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। নিজ শয়ন কক্ষেই শিউলী বেগমের নিথর দেহ ঝুলছিলো ফ্যানের সাথে। এসময় তার দু'পা বিছানায় লেপ্টে থাকায় সন্দেহের উদ্রেক দেখা দিয়েছিলো। এছাড়া শিউলী বেগমের স্বামী ইকবাল হোসেন ও দেবর রাজন আহমদ ঘটনার সময় বাড়িতে থাকলেও পুলিশের আগমন এবং লাশ উদ্ধারের পূর্বে বাড়ি থেকে পালিয়ে যান। এতে এলাকার লোকজনের মাঝে রহস্য ঘনীভূত হয়েছিলো।

তবে লাশ উদ্ধারের সময় গোলাপগঞ্জ মডেল থানার এসআই মোফাখখারুল ইসলাম লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে জানিয়েছিলেন, লাশের অবস্থা দেখে এটাকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করছেন তিনি। তবে ময়না তদন্ত শেষেই ঘটনার সত্যতা জানা যাবে বলেও জানিয়েছিলেন পুলিশের এ কর্মকর্তা।

এবার প্রায় ৩ মাসের মাথায় এসেছে শিউলী বেগমের ময়না তদন্তের প্রতিবেদন। প্রতিবেদন বলছে শিউলী বেগম আত্মহত্যাই করেছেন। নিজ শয়ন কক্ষে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ২ সন্তানের জননী শিউলী।

ময়না তদন্ত রিপোর্টের সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার এসআই মোফাখখারুল ইসলাম। তিনি জানান, শিউলী বেগম আত্মহত্যা করেছেন বলেই প্রমাণ মিলেছে ময়না তদন্তে।

ময়না তদন্তের এ প্রতিবেদনে এলাকাবাসীর মনের উদ্রেক দূর হয়েছে। সমাধান হয়েছেন রহস্যে ঘেরা ধুম্রজালের।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে শিউলী বেগম নামের ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সে চন্দরপুর গ্রামের আমকোনী বাড়ির ইকবাল হোসেনের স্ত্রী। তাদের দুটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে।

শিউলী বেগমের পিত্রালয়ও একই এলাকায়। সে লামা-চন্দরপুর গ্রামের হারুন মিয়ার মেয়ে।

দুই সন্তানের ওই জননীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনাটি হত্যা? নাকি আত্মহত্যা? এমন প্রশ্ন বহুদিন ধরে ঘুরপাক খাচ্ছিল স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের মনে।

ইকবাল হোসেনের পরিবার ঘটনাটি আত্মহত্যা দাবী করলেও বিপরীত দাবী জানিয়েছিলেন শিউলী বেগমের পরিবার। তাদের দাবী ছিলো পরিকল্পিত হত্যাকাণ্ডের পর ঝুলিয়ে রাখা হয় শিউলী বেগমের নিথর দেহ।

স্থানীয়রা জানিয়েছিলেন শিউলী বেগমের স্বামী ইকবাল হোসেন ও দেবর রাজন আহমদ ঘটনার সময় বাড়িতে থাকলেও পুলিশের আগমন এবং লাশ উদ্ধারের পূর্বে বাড়ি থেকে পালিয়ে যান। এতে এলাকার লোকজনের মাঝে রহস্য ঘনীভূত হয়েছিলো।

এব্যাপারে ইকবাল হোসেনের পরিবারের সদস্যরা জানিয়েছিলেন, ওই সময় লোক সমাগম এবং উত্তেজিত জনতার ভয়েই পালিয়েছিলেন শিউলী বেগমের স্বামী ইকবাল হোসেন ও দেবর রাজন আহমদ।

Wednesday, 25 May 2022

সিলেট এমসি কলেজ হোস্টেলে ছাত্রীর ঝুলন্ত লাশ

সিলেট এমসি কলেজ হোস্টেলে ছাত্রীর ঝুলন্ত লাশ


এমসি কলেজের নতুন হোস্টেলে স্মৃতি রানী দাস (২০) নামের এক ছাত্রীর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। স্মৃতি রানী দাস কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের যুগল কিশোর দাসের মেয়ে।

বুধবার (২৫ মে) সকালে হোস্টেলের চার তলার একটি কক্ষে স্মৃতি নামের ওই ছাত্রীর ঝুলন্ত লাশ পাওয়া যায়।

স্মৃতি এমসি কলেজের ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী।

এমসি কলেজের সহযোগী অধ্যাপক মো. তৌফিক এজদানী চৌধুরী জানান, স্মৃতি নামের ওই ছাত্রী নতুন ছাত্রী হোস্টেলের ৩য় তলায় থাকতো, ৪ তলার একটি খালি রুমে গিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

ধারণা করা হচ্ছে, রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত যেকোনো সময় স্মৃতি আত্মহত্যা করেছে। সকালে অন্যান্য শিক্ষার্থী তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। ওই শিক্ষার্থীর অভিভাবকদের খবর দেয়া হয়েছে।

এব্যাপারে শাহপরাণ (র.) থানা পুলিশের ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য জানান, ওই ছাত্রীর অভিভাবকদের খবর দেয়া হয়েছে। তারা আসার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

তিনি জানান, কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনই বলা যাচ্ছে না। খতিয়ে দেখার পর জানা যাবে।