Tuesday, 6 December 2022

কুশিয়ারা নদীর ভাঙ্গনে নিঃস্ব কালিজুরী গ্রামের বহু পরিবার

কুশিয়ারা নদীর ভাঙ্গনে নিঃস্ব কালিজুরী গ্রামের বহু পরিবার



গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের কালিজুরী-ছত্রিশ গ্রামে কুশিয়ারা নদীর ভাঙ্গনে নিঃস্ব হয়েছে বেশ কিছু পরিবার। প্রতি বছর নদী ভাঙ্গনের তীব্রতায় ভিটেমাটি হারাচ্ছেন অসহায়-দরিদ্র পরিবারগুলো। ভাঙ্গনের তীব্রতায় ইতোমধ্যে বিলীন হয়েছে বেশকিছু বাড়িঘর, দোকানপাট ও গোরস্থান। নিশ্চিহ্ন হয়েছে নদীপাড়ের প্রধান সড়ক।

সরেজমিনে গিয়ে দেখা যায় সম্প্রতি ভাঙ্গনে নদীগর্ভে তলিয়ে গেছে বেশকিছু ঘরবাড়ি। আরো কিছু বাড়িঘর রয়েছে মারাত্মক ঝুঁকিতে।

বুধবারীবাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা কামরুল হাছান টিপু জানান, চলতি বছরেই নদী ভাঙ্গনে ১০/১৫টি পরিবার নিঃস্ব হয়েছে। বর্তমানে তারা নিজেদের আত্মীয়স্বজন-পাড়াপ্রতিবেশির ঘরে আশ্রয় নিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য সামছুল ইসলাম কয়েছ জানান, এখানকার নদী ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতি বছরের ন্যায় চলতি বছরেও বেশ কিছু পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে। তিনি জানান, অতীতে নদী ভাঙ্গনের ফলে প্রায় ৪০/৫০টি পরিবার নিঃস্ব হয়েছে। বর্তমানে আরোও প্রায় ৩০/৩৫টি পরিবার মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে।

এব্যাপারে বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, আমাদের ইউনিয়নের কয়েকটি গ্রামে কুশিয়ারা নদী ভাঙ্গনের তীব্রতা ব্যাপক। তিনি বলেন, কালিজুরী অংশে নদীগর্ভে প্রতিনিয়ত বিলীন হচ্ছে বাড়িঘর। এতে সহায়সম্বলহীন হয়ে অন্যত্র আশ্রয় খোজছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তিনি জানান, কালিজুরী গ্রামের নদী ভাঙ্গন-সহ ইউনিয়নের বিভিন্ন সমস্যা নিজে এসে অবলোকন করেছেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। গত ২ ডিসেম্বর তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন। আশা রাখি উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে আমাদের ইউনিয়নের সকল সমস্যা দূর হবে।

হবিগঞ্জে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে পুলিশ সদস্যের মৃত্যু

হবিগঞ্জে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে পুলিশ সদস্যের মৃত্যু


হবিগঞ্জে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে রুবেল আহমদ (৩২) নামের ট্রাফিক পুলিশের এক সদস্য মারা গেছেন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোরে পৌর শহরের ২ নম্বর পুল এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। নিহত রুবেল জেলা ট্রাফিক পুলিশ অফিসে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

তিনি সিলেটের জৈন্তাপুরের আসামপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মালেকের ছেলে।

স্থানীয়রা জানান, রুবেল মিয়াসহ কয়েকজন শহরের ২ নম্বর পুল এলাকায় সিরাজ উদ্দিন খান নামের এক ব্যক্তির একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। ভোরে স্থানীয় বাসিন্দারা হঠাৎ ওই ঘরে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তালাবদ্ধ ঘর থেকে আগুনে ঝলসে যাওয়া কনস্টেবল রুবেল মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সাকরিয়া হায়দার।

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অপর একজন জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে গভীর রাত পর্যন্ত বিশ্বকাপ ফুটবল খেলা দেখে তিনি ঘুমিয়েছিলেন।

Wednesday, 30 November 2022

এসএসসি পরীক্ষায় আরিফা জান্নাত মিতা'র জিপিএ-৫ অর্জন

এসএসসি পরীক্ষায় আরিফা জান্নাত মিতা'র জিপিএ-৫ অর্জন


সারাদেশে প্রকাশিত হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল। প্রকাশিত ফলাফলে এ প্লাস (জিপিএ-৫) পেয়েছে গোলাপগঞ্জের চন্দরপুর গ্রামের মেধাবী শিক্ষার্থী আরিফা জান্নাত মিতা। সে চন্দরপুর গ্রামের জেবুল মিয়া এবং জেলি বেগমের কন্যা।

মিতা গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চন্দরপুর আল-এমদাদ উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পাবলিক এ পরীক্ষায় সে জিপিএ-৫ অর্জন করে।

তার এ অর্জনে পরিবারবর্গ ও আত্মীয়স্বজনরা ব্যাপক আনন্দিত। তারা মেধাবী শিক্ষার্থী আরিফা জান্নাত মিতা'র উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের দোয়া কামনা করেন।

Monday, 28 November 2022

এসএসসির ফল প্রকাশ আগামীকালঃ অনলাইন/মেসেজ মাধ্যমে যেভাবে দেখবেন রেজাল্ট

এসএসসির ফল প্রকাশ আগামীকালঃ অনলাইন/মেসেজ মাধ্যমে যেভাবে দেখবেন রেজাল্ট


রাত পোহালেই ঘোষণা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল। সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় পরীক্ষার ফল একযোগে স্ব স্ব কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে প্রকাশ করা হবে। বোর্ডের ওয়েবসাইট, রেজাল্টের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে এসএসসি ও সমমানের ফল জানা যাবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে সব কেন্দ্রসচিব ও প্রতিষ্ঠান প্রধানদের পাঠানো এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।

গত ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। করোনা ও বন্যার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখের বেশি। ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী ছিল প্রায় ১৬ লাখ।

ওয়েবসাইট থেকে ফল জানবেন যেভাবে:

নির্ধারিত রেজাল্টের ওয়েবসাইটে (http://www.educationboardresults.gov.bd) ভিজিট করে ফল জানা যাবে। এ ওয়েবসাইটে গিয়ে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার (Examination) নাম, বোর্ড ও বছর সিলেক্ট (Select) করে সাবমিটি বাটনে (Submit Button) ক্লিক করে ফল জানা যাবে।

আর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের (www.dhakaeducationboard.gov.bd) ‘রেজাল্ট কর্নারে’ ক্লিক করে প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানদের প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করতে হবে।

এ ছাড়া প্রতিষ্ঠান প্রধানরা রেজাল্টের ওয়েবসাইটে (http://www.educationboardresults.gov.bd) রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএনের মাধ্যমে ফল ডাউনলোড করতে পারবেন।

এসএমএসে ফল জানার উপায়:

মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল পাওয়া যাবে। এর জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ স্বরূপ: SSC DHA 123456 2022 লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।  মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ: Dakhil MAD 123456 2022 পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে। 
সিলেটে পূর্ব-পশ্চিম দিকনির্দেশ করে মরদেহ দাফনঃ এলাকা জুড়ে তোলপাড়

সিলেটে পূর্ব-পশ্চিম দিকনির্দেশ করে মরদেহ দাফনঃ এলাকা জুড়ে তোলপাড়


সিলেট নগরীর দক্ষিণ সুরমার মুছারগাঁওয়ে তছন মিয়ার কবর নিয়ে তোলপাড় চলছে। এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে এলাকায়। স্বজনরা জোরপূর্বক পূর্ব-পশ্চিম দিকনির্দেশনা করে মাটি খুঁড়ে কবর দিয়েছেন। বিষয়টি জানার পর এলাকায় তোলপাড় শুরু হয়। ঘটনার চার দিনের মাথায় গতকাল স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এতে হস্তক্ষেপ করেছেন। বিষয়টির সুরাহা করে মুসলিম রীতি অনুযায়ী উত্তর-দক্ষিণ দিকনির্দেশনায় ফের কবর দেয়ার প্রক্রিয়া চালাচ্ছেন। রাতেই বিষয়টির সুরাহা হচ্ছে বলে জানান তারা। মুছারগাঁও সিলেট সিটি করপোরেশনের ২৫ নং ওয়ার্ডে অবস্থিত। ওই গ্রামের তছন মিয়া গত বুধবার মারা যান। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন এলাকার মানুষ।

এক ঘরেই বন্দি থাকতেন তিনি। মারা যাওয়ার পর গ্রামের মানুষকে বিষয়টি জানানো হয়। এবং ওই দিন বাদ আসর স্থানীয় শাহ মঞ্জু জামে মসজিদের পাশের গোরস্থানে কবর দেয়ার প্রক্রিয়া শুরু হয়।

গ্রামের পারভেজ আহমদ জানিয়েছেন, তাদের গ্রামের মুরুব্বি ফরিদ আহমদের নেতৃত্বে এলাকার একদল স্বেচ্ছাসেবক কবর খননের কাজ করে থাকেন। মারা যাওয়া ব্যক্তির কবর খননের জন্য তারা এগিয়ে এলেও তছন মিয়ার স্বজন মাহবুবুর রহমান চৌধুরী তাদের পূর্ব-পশ্চিম দিকনির্দেশনায় কবর খননের নির্দেশ দেন। এতে রাজি হননি গ্রামের ফরিদ মিয়া সহ অন্যরা। কবর না খুঁড়ে তারা চলে যান। পরে মাহবুবুর রহমান সহ স্বজনরা পূর্ব-পশ্চিম দিক করে কবর খুঁড়ে তছন মিয়ার লাশ সমাহিত করেন। এবং লাশের পা পশ্চিম দিকে ছিল। এ সময় গ্রামের কেউ কেউ প্রতিবাদ করলেও স্বজনরা এতে কর্ণপাত করেননি। গ্রামের মানুষের বাধা উপেক্ষা করে জোরপূর্বক লাশ দাফন করা হয়। এদিকে- বিষয়টি জানার পর এলাকায় তোলপাড় শুরু হয়। শুক্রবার বিষয়টি নিয়ে মসজিদে পঞ্চায়েতে আলোচনা হয়। পরে মসজিদের খতিব মাওলানা ফয়েজ আহমদ সহ এলাকার মানুষ সরজমিন কবর দেখতে যান। এ সময় তারা গিয়ে কবরটি পূর্ব-পশ্চিম দিকনির্দেশনায় রয়েছে বলে দেখতে পান। এ সময় মসজিদের খতিব জানিয়েছেন- ‘লাশের আত্মীয়স্বজন অনেকটা জোরপূর্বক এ ঘটনা ঘটিয়েছেন।


আমরা এলাকার মানুষ এ ঘটনার প্রতিবাদ জানাই। তিনি বলেন, ‘এটা ইসলামের বিধানের সঙ্গে মানানসই নয়। যারা এটা ঘটিয়েছে এর প্রতিকার তাদেরকেই করতে হবে বলে জানান তিনি।’ ঘটনার খবর পেয়ে গতকাল শনিবার বিকালে এলাকায় যান স্থানীয় ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর তাকবীরুল ইসলাম পিন্টু। তিনি প্রথমে মসজিদে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। এ সময় এলাকার লোকজন তাকে অবগত করেন; মারা যাওয়া তছনের স্বজন মাহবুবুর রহমান চৌধুরীর নির্দেশে এমন ঘটনা ঘটানো হয়েছে। এরপর থেকে মাহবুবুর রহমান অনেকটা আড়ালে রয়েছেন। তিনি কারও সঙ্গে যোগাযোগ করছেন না। স্থানীয়রা জানিয়েছেন, তছন মিয়া ও তার বড় ভাই বছন মিয়া দীর্ঘদিন ধরে সাবেক সরকারি চাকুরে মাহবুবুর রহমান বাড়িতে বসবাস করছেন। তছনের মা-ও ওই বাড়িতে বসবাস করতেন। এ নিয়ে এলাকায় নানা কথা রটনা থাকলেও বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত কেউ খতিয়ে দেখেননি। এই অবস্থায় প্রায় ২০ বছর আগে তছন মিয়া ও বছন মিয়া স্বজন মাহবুবুর রহমানের কাছে তাদের সম্পত্তির অংশ দাবি করেন। এরপর কৌশলে যক্ষ্মা রোগী সাজিয়ে তছনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে পাগল সাজিয়ে ঘরে বন্দি করে রাখা হয়। বন্দি অবস্থায়ই তছনকে খাবার দেয়া হতো। বুধবার মাহবুবুর রহমান বাড়িতে থাকাকালেই তছন মিয়ার মৃত্যু হয়।


পরে তাকে মসজিদের পাশের গোরস্থানে কবর দেয়া হয় বলে জানান তারা। কিন্তু কবরটি পূর্ব-পশ্চিম দিকনির্দেশনায় কেন?- সেটি নিয়ে নানা কৌতূহল এলাকায়। এ প্রশ্নের উত্তর খুঁজতে গতকাল বিকালে কাউন্সিলর যান মাহবুবুর রহমান চৌধুরীর বাসায়। এ সময় কাউন্সিলরের মোবাইল ফোনে কথা হয় মাহবুবুর রহমান চৌধুরীর সঙ্গে। তিনি মানবজমিনকে জানিয়েছেন- কবরটি কোন দিকনির্দেশনায় দেয়া হয়েছে সেটি তিনি জানেন না। যারা কবর দিয়েছে তারা সেটি বলতে পারবে। তিনি কবর দেয়ার নির্দেশনা দিয়ে বাসায় চলে আসেন। এবং অসুস্থ থাকার কারণে এখনো বাধসাতেই আছেন। তছন মিয়া, তার ভাই বছন মিয়া ও তাদের দুই ভাইয়ের মা তার পিতা আখলাকুল আম্বিয়া চৌধুরীর আশ্রয়ে ছিল। এ কারণে তারা এখনো বসবাস করছে। এদিকে স্থানীয় কাউন্সিলর পিন্টু জানিয়েছেন, যেহেতু বিষয়টি বিতর্কিত। এলাকায় এ নিয়ে ক্ষোভ আছে। মুসলিম শরিয়াহ অনুযায়ী তছনের কবর উত্তর-দক্ষিণে করার ব্যবস্থা করা হচ্ছে। এলাকার সবার সর্বসম্মতিক্রমে সেটি করা হবে। এ নিয়ে আলোচনা চলছে। শনিবার রাতেই সে ব্যবস্থা করা হবে। এ নিয়ে এলাকায় কোনো বিতর্ক রাখতে চান না বলে জানান তিনি।


পাশাপাশি বিষয়টি পুলিশকেও অবগত করা হবে। তাদের মতামতও চাওয়া হবে। এ ঘটনায় এলাকার প্রতিবাদী যুবক নাজমুল হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, ‘আমরা জেনেছি মাহবুবুর রহমান নিজেই এ কাজটি করেছেন। প্রথমে এলাকার স্বেচ্ছাসেবকরা কবর খুঁড়তে গিয়েছিল। তাদেরকে পূর্ব-পশ্চিমে কবর খুঁড়তে বাধ্য করার চেষ্টা করা হলে ওরা চলে আসে। পরে লাশের স্বজনরা নিজেরাই কবর খুঁড়ে লাশ দাফন করেন।’ তিনি দাবি করেন- ‘তছনকে দীর্ঘ ২০ বছর ধরে পাগল সাজিয়ে নির্যাতন করা হচ্ছে। এ ঘটনাটি মর্মান্তিক। এটি হত্যাকাণ্ডও হতে পারে। এ কারণে পুরো ঘটনাটি তদন্তের দাবি রাখে। এ জন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারীর মাধ্যমে বিষয়টি তদন্ত করার দাবি জানান। এ ছাড়া, তছনের বড় ভাই বছন মিয়াকে ‘দাস’ হিসেবে ঘরে রাখা হয়েছে বলে দাবি করেন।’ তবে মাহবুবুর রহমান চৌধুরী সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন- ‘আমি লন্ডন থেকে বাড়ি ফেরার পর অসুস্থ অবস্থায় রয়েছি। বছন ও তছন আমাদের বাড়িতে বসবাস করছে। আমরা কখনো তাদের অন্য চোখে দেখিনি। স্বজনের মতোই আমরা একসঙ্গে বসবাস করছি।’ 

সূত্র : মানবজমিন  

Friday, 18 November 2022

বুধবারীবাজারে বিনামূল্যে সরিষা-সবজি বীজ বিতরণ

বুধবারীবাজারে বিনামূল্যে সরিষা-সবজি বীজ বিতরণ


গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নে অনাবাদি জমিকে চাষের আওতায় আনার লক্ষ্যে উপজেলা পরিষদের অর্থায়নে বিনামূল্যে সরিষা ও সবজি বীজ বিতরণ এবং কৃষক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের কক্ষে এ বিতরণ অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ মাশরেফুল আলমের সভাপতিত্বে ও উপ সহকারী কৃ‌ষি অফিসার মোস্তফা আল কিব‌রিয়া এর প‌রিচালনায় পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।

তিনি তাঁর বক্তব্যে বলেন, আগামী বছর বিশ্বে খাদ্য সংকট দেখা দিতে পারে। বাংলাদেশেও এই খাদ্য সংকটে পড়তে পারে। এজন্য জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে খাদ্যের উৎপাদন বাড়াতে নির্দেশ দিয়েছেন। বাংলাদেশে যাতে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন, সহকারী কৃষি অফিসার বিল্লাল হোসেন, উপ‌জেলা আওয়ামী লী‌গের সাংস্কৃ‌তিক সম্পাদক আবু সু‌ফিয়ান আজম, বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মস্তাকুর রহমান, সাধারণ সম্পাদক আফতার হোসেন।

বক্তব্য রাখেন বুধবারীবাজার ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সহ সভাপ‌তি কামাল উ‌দ্দিন, সি‌লেট জেলা‌ যুবলীগ নেতা শা‌হিন আহমদ, ইউ‌নিয়ন যুবলীগের সভাপ‌তি রাজু আহমদ, ইউ‌নিয়ন ছালত্রলীগ সভাপ‌তি হা‌লিমুর রশীদ রাপু প্রমুখ। 

Sunday, 13 November 2022

বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে'র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে'র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত


সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসীদের সামাজিক সংগঠন বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে'র দ্বি-বার্ষিক নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ নভেম্বর) পূর্ব লন্ডনের একটি অভিজাত হলরুমে এ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

বুধবারীবাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে'র আহবায়ক মকলু মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব এ.কে.এম আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সকল ট্রাস্টিবৃন্দ ও বুধবারীবাজার ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসীগণ।

সাধারণ সভায় সংগঠনের বিগত দিনের সকল কার্যক্রম তুলে ধরেন এ.কে.এম আব্দুল্লাহ।

সভায় বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর আব্দুল শুক্কুর, ফানু মিয়া, মোস্তফা মিয়া, ফজলুল হক ফজলু, মাইজ উদ্দিন আহমেদ, সেলিম আহমেদ খান, আনোয়ার উদ্দিন পংকি, জয়নাল উদ্দিন, আফসার হোসেন এনাম, জহির হোসেন গৌছ, মজির উদ্দিন, আব্দুল কাইয়ুম হান্নান, সামস উদ্দিন খান, শাহ সাইফুল আলম রাজা, বেলাল মাদারী, ফখরুল ইসলাম নজরুল, আব্দুল আহাদ-সহ আরোও অনেকে।

সাধারণ সভায় উপস্থিত সকলেই সংগঠনের কার্যক্রমে সন্তষ প্রকাশ করেন এবং সংগঠনের মূল লক্ষে পৌঁছুতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সভা শেষে ২য় পর্বে অনুষ্ঠিত হয় দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচন পরিচালনা করেন মোস্তফা মিয়া, ফানু মিয়া, ফজলুল হক ও জয়নাল উদ্দিন। এতে সকলের সম্মতিক্রমে মকলু মিয়াকে সভাপতি এবং এ.কে.এম আব্দুল্লাহকে সাধারণ সম্পাদক ও আলম খানকে ট্রেজারার করে আগামী দুই বছরের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট্য একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।

সংগঠনের নের্তৃবৃন্দরা জানান, ইউনিয়নের উন্নয়ন, স্বাস্থ্যসেবা প্রদান ও একটি হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ২০১৮ সালে প্রতিষ্ঠা করা হয় সংগঠনটি। এসময় নবনির্বাচিত সভাপতি মকলু মিয়া জানান, আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে বুধবারীবাজার ইউনিয়্নের দরিদ্র ও অসচ্ছল মানুষজনকে সেবা প্রদান করা। সংগঠনের শুরুতেই একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে জানিয়ে তিনি এ সংগঠনটির জন্য সকলের দোয়া কামনা করেন।