Friday, 23 June 2023

বিদেশ যাবেন, কিভাবে কি করবেনঃ এমরান মুর্শেদ দোলন

বিদেশ যাবেন, কিভাবে কি করবেনঃ এমরান মুর্শেদ দোলন


বিদেশ যাবেন, কিভাবে কি করবেন? 
এমরান মুর্শেদ দোলন

বিদেশের মাটিতে অনেক বিদেশী আন্তরিক ভাবে আমাদের পরিবার, দেশ, সংস্কৃতি সম্পর্কে জানতে চায়। কেউ কেউ জানতে চায় পরিবার ছেড়ে কেন আমরা একাকি বিদেশে পড়ে আছি? আমাদের যখন কেউ বলে, বাংলাদেশ কি গরীব? অনেক কারণ জানি কিন্তু কোনো বিদেশীকে বলার মত যোগ্য মনে করিনা।  সহজ ভাবে জেতার জন্য সংক্ষেপে আমার বিশ্বাসে একটি সত্য কথা বলি, আয়তনের তুলনায় মানুষ বেশি। কর্মসংস্থান কম। 

ইউরোপের দশের অধিক দেশ হবে যাদের জনসংখ্যা পাঁচ থেকে চল্লিশ লাখের মধ্যে। পর্তুগালের আয়তন বাংলাদেশের হিসেবে অর্ধেক হলেও জনসংখ্যা এক কোটির কম। দ্বিগুণ আয়তনের ভূখন্ড নিয়ে আটারো গুন জনসংখ্যার ভার বহন করছে আমাদের প্রিয় স্বদেশ। তার মানে বর্তমান জনসংখ্যার অর্ধেক হলেও আমি মনে করি আমাদের মোট জনসংখ্যার দশ শতাংশও দারিদ্র্য সীমার নিচে থাকতো না। করোনার পর ফ্লাইট চালু হলে ২০২০ সালের অক্টোবরের ১ তারিখ পর্তুগাল ফিরি। এপোয়েন্টমেন্ট নিয়ে দুই তিন মাসের মধ্যে ভ্যাক্সিন নিতে যাই বৃহৎ আকারের স্থানীয় স্পোর্টস সেন্টারে। এক কোটি জনসংখ্যার দেশে মানুষ ভীড় করে ভ্যাক্সিন নিচ্ছে। আর সেই তারিখেই বাংলাদেশ এক কোটির উপর টিকাদান সম্পন্ন করেছে। আমাদের সামর্থ্যের একটি উদাহরণ মাত্র।

আমাদের দেশের রপ্তানি যোগ্য প্রধান সম্পদ আমাদের দেশের জনশক্তি বলেই আমি মনে করি। এতে আমাদের লাভ দুই দিক থেকে। এক যারা বাইরের দেশে গেল তারা দেশের জন্য রেমিট্যান্স অর্জন করবে। দুই দেশের মধ্যে যারা চাকুরির প্রতিযোগিতায় থাকবে তাদের মধ্যে বেকারত্বের হার কমবে।

এখন আসা যাক বিদেশে যাওয়ার বিষয়। আমি সরাসরি শ্রমশক্তির কথা বলছি। 

পৃথিবীটা হচ্ছে তেলা মাথায় তেল দেয়ার মতো সব জায়গায় একই অবস্থা। আমাদের মতো দেশগুলো থেকে লোক নিতে আগ্রহী উন্নত বিশ্বের দেশগুলো। আমাদের দেশের মেধা পাচার হচ্ছে প্রকাশ্যে, আমরাও সাধুবাদ জানাচ্ছি। ফ্রি উচ্চতর শিক্ষা, স্কলারশিপ দিয়ে নিচ্ছে। অনেকে নিজস্ব অর্থায়নে বিদেশে যাচ্ছেন জ্ঞান বিজ্ঞানে উন্নত হওয়ার জন্য। পরিক্ষীত মেধাদের তারা চাকরি ও অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে রেখে দিতে সক্ষম হচ্ছে। কিন্তু আমাদের আপামর শ্রম বাজারের পথ তারা কতটা উন্মুক্ত রেখেছে প্রবেশের জন্য? প্রায় বন্ধ। যাও চাচ্ছে বা নিচ্ছে দাবি দক্ষ কর্মীর। অদক্ষ কর্মী বেশিরভাগ যাচ্ছেন ব্যক্তি উদ্যোগে মাধ্যম ধরে বেশি টাকা দিয়ে। বেশির ভাগ ক্ষেত্রে প্রতারিত হচ্ছেন বা ন্যায্য মজুরি পাচ্ছেন না। দিন বদলের আশায় বছরের পর বছর শ্রম দিয়ে যাচ্ছেন। এদের ক্ষুদ্র একটি অংশ দীর্ঘ সময় কাজ করে দক্ষতা লাভ করে বা ভাগ্যগুণে সুযোগ পেয়ে এক‌টি অবস্থানে পৌঁছান। 

আমরা যারাই বিদেশে যাওয়ার কথা ভাবি প্রথম ভাবি কত টাকা লাগবে, কিভাবে যোগাড় করবো? আমাদের ভাবা উচিত আমি কোন কাজ জানি, এই কাজের সঠিক মূল্যায়ন, উপযুক্ত মজুরি কোথায় পাবো? যদি কোনো কাজে আমার দক্ষতা না থাকে আমার জানার চেষ্টা করা উচিত, আমি যে দেশে যাওয়ার পরিকল্পনা করছি সেদেশে কোন কাজের চাহিদা আছে, আর কোথা থেকে প্রশিক্ষণ নিয়ে আমি সে কাজে দক্ষতা অর্জন করতে পারবো। আমার পছন্দের দেশে বা আমার অভিজ্ঞতা লব্ধ সেক্টরে সরকারি উদ্যোগে যাওয়ার কোনো পথ আছে কিনা? 

আমাদের সরকার ক্রমাগত বিভিন্ন দেশে জনশক্তি পাঠানোর চেষ্টায় আছে। পাশাপাশি আছে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি। বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান সরকারের বিভিন্ন এজেন্সির মাধ্যমে সার্কুলার দিয়ে প্রার্থী যাচাই করে নিয়োগ দিয়ে নিচ্ছে। এই সব জায়গায় প্রথমে যাচাই হবে আপনার কাজের দক্ষতা। কিছু দেশে ভাষা জ্ঞানের ও প্রমাণ চায়। আপনার প্রথম এসব জায়গায় সুযোগ খোঁজা উচিত হবে। আপনার দক্ষতা প্রমাণ হবে আপনার দায়িত্ব, নির্বাচিত হলে আপনার সুযোগ সুবিধার দেন দরবার করবে সরকার। 

এই পন্থা অবলম্বন করে ব্যর্থ হলে আপনার দালাল ধরার পথ সব সময় খোলা। কিন্তু আপনি পরিকল্পনা মাফিক দুই বছর চলে দেখুন, আপনি সফল হবেন।

দুনিয়া এখন হাতের মুঠোয়। আপনার বয়স আটারো বছরের বেশি হলে আপনার যদি মধ্যপ্রাচ্য বা সমগোত্রীয় দেশে যাওয়ার জন্য দুই থেকে পাঁচ লক্ষ টাকা বাজেট হয় প্লিজ প্রচলিত রাস্তায় যাওয়ার আগে একটু সরকারের একটি প্রচেষ্টা পরীক্ষা করে দেখুন।

আপনার মোবাইলের এপ স্টোর থেকে "আমি প্রবাসী" (https://play.google.com/store/apps/details?id=com.thane.amiprobashi) এপটি ডাউনলোড করুন। আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করুন। ধাপে ধাপে আপনার ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণের বিবরণ, প্রয়োজনীয় ফাইল আপলোড করুন।

আপনার প্রোফাইলে সম্পূর্ণ তথ্য আপলোড হলে জব সার্চ অপশনে যান। আপনার জ্ঞান ও দক্ষতার সাথে যেসব চাকুরি মিলে সেসব জবে আবেদন করুন।

এই এপে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ জব অফার আছে। সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি এইসব বিজ্ঞাপন প্রকাশ করে। তবে নিয়োগ ক্ষেত্রে দূর্নীতি, স্বজনপ্রীতি ও প্রতারণামূলক তৎপরতা রোধে সরকারের সজাগ দৃষ্টি আছে বলেই মনে করছি। খরচও সরকার নির্ধারিত।।  ইউরোপ আমেরিকার নেই, তবে জেনে রাখুন সরকারি মাধ্যমে যদি কোনো সুযোগ আসে সেটাও এখানেই পাবেন। আর আমার বিশ্বাস তার জন্য ও বেশি সময় অপেক্ষা করা লাগবে না।  তাই যত তাড়াতাড়ি পারেন এই এপের সব গুলো ধাপ সম্পন্ন করুন। নির্ধারিত ফি প্রদান করে সকল প্রক্রিয়া অনুসরণ করে BMET কার্ড ম্যানেজ করে রাখুন।

এরমধ্যে একটি কাজে দক্ষ হয়ে উঠুন, প্রয়োজনে কোনো প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিন। পবাসে অবস্থানরত বন্ধু পরিজনদের থেকে জানুন কোন ক্ষেত্রে আপনার প্রশিক্ষণ আপনাকে বাড়তি সুবিধা দেবে।  প্রশিক্ষণ পরেও প্রবাস গমণের আগ পর্যন্ত রিলেভেন্ট কাজে ব্যস্ত থাকুন। আর যে কাজই জানুন পাশাপাশি ড্রাইভিং পাস লোকের সব কাজে অগ্রাধিকার পাবে বিদেশের মাটিতে, সাথে অতিরিক্ত সুবিধা। 

আপনার চেষ্টা অব্যাহত রাখুন, ভাগ্য আপনার প্রতি সুপ্রসন্ন হোক, আপনার সফলতা কামনা করি।

Sunday, 18 June 2023

সাংবাদিক চেরাগ আলীর মৃত্যুতে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি শোক

সাংবাদিক চেরাগ আলীর মৃত্যুতে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি শোক


গোলাপগঞ্জ উপজেলার অন্যতম জ্যেষ্ঠ সাংবাদিক  দৈনিক মানবজমিন পত্রিকার গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি চেরাগ আলী আর নেই। ইন্নালিল্লাহি...রাজিউন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি নেতৃবৃন্দ। 

 শনিবার (১৭জুন) সকাল ১০  টা ৩০ মিনিটের সময় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিনিয়র এই সাংবাদিক ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে  শয্যাশায়ী ছিলেন।  মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও ৩ পুত্র সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। 

সাংবাদিক চেরাগ আলীর মৃত্যুতে গভীর শোক এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মোঃ খন্দকার বদরুল আলম, সহ-সভাপতি আব্দুল মুমিত রনি, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফখরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ জাবেদ মাহবুব, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহ আলম, দপ্তর সম্পদক আব্দুল আজিজ বাবর, প্রচার সম্পাদক অলিউর রহমান তামিম, নির্বাহী সদস্য আফসার আহমদ, জাকারিয়া মোহাম্মদ, ডিএইচ মান্না। তারা এক শোক বার্তায় শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

Thursday, 8 June 2023

হাজী মোঃ তজম্মুল আলী এন্ড ব্রাদার্স মেমোরিয়াল ট্রাস্টের নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত

হাজী মোঃ তজম্মুল আলী এন্ড ব্রাদার্স মেমোরিয়াল ট্রাস্টের নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত


গোলাপগঞ্জের বানিগাজী গ্রামে হাজী মোঃ তজম্মুল আলী এন্ড ব্রাদার্স মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (৭ জুন) সকালে বানিগাজী গ্রাম-সহ আশপাশের অসহায় ১০০টি পরিবারের হাতে নগদ এ অর্থ সহায়তা তুলে দেয়া হয়।

অর্থ বিতরণী অনুষ্ঠানের পূর্বে মরহুম হাজী মোঃ তজম্মুল আলী এবং তার ভাইদের স্মরণে এবং পরিবারবর্গের মঙ্গলকামনায় দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

হাজী মোঃ তজম্মুল আলী এন্ড ব্রাদার্স মেমোরিয়াল ট্রাস্টের অন্যতম ট্রাস্টী যুক্তরাজ্যে অবস্থানরত আলহাজ্ব হাছান উদ্দিনের সার্বিক সহযোগিতায় এবং দেশে অবস্থানরত অন্যতম ট্রাস্টী মিডল্যান্ডস আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেলাল-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবী হাজী মোঃ কামাল উদ্দিন আমান। মোঃ ইমাদ উদ্দিন দুলু'র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুধবারীবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল, আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিজাম উদ্দিন, ইউপি সদস্য উস্তার আলী ও সালমান কাদের দিপু।


বক্তারা আর্তমানবতার সেবায় নিয়োজিত হাজী মোঃ তজম্মুল আলী এন্ড ব্রাদার্স মেমোরিয়াল ট্রাস্টের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, অসহায়দের সহায়তায় এ ট্রাস্ট সর্বদা হাত প্রসারিত রেখেছে। প্রতি রমজান মাসে ও করোনাকালীন সময়ে এ ট্রাস্টের মাধ্যমে অসংখ্য অসহায় পরিবারের হাতে অর্থ সহায়তা পৌছিয়ে দেয়া হয়েছে। বক্তারা আরোও বলেন, অসহায় অসুস্থ মানুষদের সহযোগিতায়ও এ ট্রাস্টের হাত সর্বদা প্রসারিত থাকে। আগামীতেও আরোও সমৃদ্ধির সাথে এ ট্রাস্ট অসহায়দের সহযোগিতায় কাজ করে যাবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় তারা মরহুম হাজী তজম্মুল আলী ও তার পরিবারের কবরবাসীদের আত্মার শান্তি কামনা করেন এবং দেশ ও প্রবাসে অবস্থানরত প্রত্যেক সদস্যের আরোও সমৃদ্ধি ও মঙ্গলকামনা করেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আলী হোসেন। মোনাজাত করেন বানিগাজী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক সাহেদ আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমাজসেবী আব্দুল গফুর, ছাইদুল ইসলাম কর্ণেল, মোঃ আছাদুর রহমান, জাকির হোসেন, আব্দুল কাইয়ুম, মিছবাহ উদ্দিন, আব্দুল শুক্কুর, জাহেদুর রহমান, আলী হোসেন, রুমেল আহমদ,ছাদিকুর রহমান, মোঃ পংকি মিয়া, ময়নুল হক, মোঃ নিজাম উদ্দিন প্রমুখ।

Wednesday, 7 June 2023

কবিতাস্বজন ইউকে'র আয়োজনে অনুষ্ঠিত হল ‘সাহিত্য আড্ডা’

কবিতাস্বজন ইউকে'র আয়োজনে অনুষ্ঠিত হল ‘সাহিত্য আড্ডা’


কবিতাস্বজন ইউকে-এর আয়োজনে অনুষ্ঠিত হল এক প্রাণবন্ত ‘সাহিত্ আড্ডা’। ৫ই জুন ২০২৩, সোমবার ইস্টলন্ডনে অবস্থিত লন্ডনবাংলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সাহিত্য আড্ডায় অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত কবি ও ছড়াকার জিন্নাহ চৌধুরী। 

কবি আতাউর রহমান মিলাদের সভাপতিত্বে ও এ কে এম আব্দুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত সাহিত্য আড্ডায় কবিতাপাঠ ও আলোচনায় অংশগ্রহণ করেন- কবি গল্পকার হামিদ মোহাম্মদ, কবি গল্পকার ময়নূর রহমান বাবুল,কবি গোলাম কবির, গবেষক ফারুক আহমদ, কবি কাবেরি মুখার্জি, কবি ফারুক আহমেদ রনি, কবি মাশূক ইবনে আনিস, কবি ইকবাল হোসেন বুলবুল, কবি মজিবুল হক মনি, সাংস্কৃতিক কর্মী আশরাফ নেসওয়ার, কবি মোহাম্মদ ইকবাল, কবি শাহ শামিম, কবি মোসাইদ খান, কবি শামীম আহমদ, টিভি উপস্থাপক  ও সাংস্কৃতিক কর্মী হেনা বেগম, কবি মরিয়ম চৌধুরী, কবি শাহ সোহেল, কবি মোহম্মদ মুহিদ, ছড়াকার সৈয়দ হিলাল সাইফ সহ অনেকে। 

কবিতাস্বজনের পক্ষ থেকে অতিথিকে ফুল দিয়ে স্বাগত জানান মোসাইদ খান, হেনা বেগম ও মরিয়ম চৌধুরী।

আড্ডা শেষে কবি জিন্নাহ চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রাণবন্ত কথা, কবিতা আর ছড়া আড্ডায় উপস্থিত সকলকে কবিতাস্বজনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। 

Tuesday, 23 May 2023

বুধবারীবাজার ইউনিয়িন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে'র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বুধবারীবাজার ইউনিয়িন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে'র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত


সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসীদের সামাজিক সংগঠন বুধবারীবাজার ইউনিয়িন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে'র ঈদ পুনর্মিলনী ও ডিনার পার্টি অনুষ্ঠিত হয়েছে। ২১মে রবিবার পূর্ব লন্ডনের চিলড্রেন সেন্টারে সংগঠনটির সভাপতি মকলু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ.কে.এম আব্দুল্লাহর সঞ্চালনায় এবং আব্দুল কুদ্দুছের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী ও ডিনার পার্টি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিলেতে বসবাসকারী বুধবারীবাজার ইউনিয়নের বিপুল লোকসমাগম ঘটে।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে বুধবারীবাজার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে প্রসব সেবা কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়, এসময় উপস্থিত সকলে এ প্রজেক্ট নিয়মিত চালিয়ে যাওয়ার জন্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মস্তফা মিয়া, ফজলুল হক ফজলু, আব্দুল শুক্কুর, সেলিম আহমদ খান, শাহ সোহেল আমীন, তারেক খান, আব্দুল হাই, আফছর হোসেন এনাম, জালাল উদ্দিন, আব্দুল কাইয়ূম হান্নান, মাইজ উদ্দিন আহমদ, শামছুল হক, ফুল মিয়া, শাহ আলম রাজা, আকলাছুর রহমান কমর, ছরকুম আলী, ফলিক উদ্দিন, ফারুক মিয়া প্রমুখ।

উল্লেখ্য, ট্রাস্টের অর্থায়নে বুধবারীবাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিনামূল্যে প্রসূতি চিকিৎসাসেবা প্রদান করে আসছে বুধবারীবাজার ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসীদের এ সংগঠনটি। 

Saturday, 29 April 2023

ফেঞ্চুগঞ্জে চুরি হওয়া মালামালসহ আটক ৬

ফেঞ্চুগঞ্জে চুরি হওয়া মালামালসহ আটক ৬



নিজস্ব প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জ উপজেলার বিজনেস ম্যানেজমেন্ট কলেজের চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের একটি দল। এ ঘটনায় ৬জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রথমে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন - ফেঞ্চুগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের মো: হারিস আলীর পুত্র মোঃ ইমন আলী (২২) ও সুনামগঞ্জ জেলার ছাতক থানার মহদি গ্রামের সুভাস দেবনাথের পুত্র শুভ দেবনাথ (২৮)। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফেঞ্চুগঞ্জ ইলাশপুর গ্রামের এলাইস মিয়ার পুত্র রায়হান আহম্মদ (২১), নুরপুর গ্রামের সুরুক মিয়ার পুত্র মামুনুর রশীদ (২৬) ও নোয়াগাও গ্রামের আব্দুল খালিকের পুত্র আলী আহমদ (৩০) ও সিলেট শাহপরান থানার কল্যানপুরের আজির উদ্দিনের পুত্র মোঃ নাইম আহম্মেদ জুবের (২৯) নামের চারজনকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১০টি কম্পিউটার মনিটর, ১টি পিসি ও ১টি স্ক্যানার ।

অভিযানে নেতৃত্বদানকারী ফেঞ্চুগঞ্জ থানার এসআই আশরাফুল আলম সিলেটভিউকে জানান, গত ১৮-২০এপ্রিলের ভিতরে কোন এক সময় কলেজের অফিস থেকে মালামালগুলো চুরি হয়।এ বিষয়ে ২৯শে এপ্রিল কলেজের অধ্যক্ষ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ উপজেলার ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত দুইজনকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ধৃত ইমনের বাড়ি থেকে স্ক্যানার উদ্ধার করা হয়। এ সময় ধৃতরা অন্যান্য জড়িতদের ব্যাপারে পুলিশকে তথ্যদিলে অভিযান অব্যাহত রাখে পুলিশ।

শনিবার (২৯ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া (ফোকাল পয়েন্ট) অফিসার শ্যামল বণিক। তিনি বলেন - আজ সিলেটের করিমউল্লাহ মার্কেটে অভিযান চালিয়ে চুরি যাওয়া অন্যান্য মালামাল উদ্ধার এবং চুরির ঘটায় জড়িত আরও ৪জনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ফেঞ্চুগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। মামলা নং- ০৭, তারিখ ২৯/০৪/২৩। গ্রেফতারকৃতরা এলাকায় পেশাদার চোর ও মাদকের সাথে জড়িত এবং রবিবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Saturday, 22 April 2023

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কুশিয়ারা নিউজের উপদেষ্টা ফজলুল হক

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কুশিয়ারা নিউজের উপদেষ্টা ফজলুল হক


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি ও কুশিয়ারা নিউজের উপদেষ্টা ফজলুল হক ফজলু।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাহে রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি আর ঐক্যের বন্ধন। ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যাতে ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে, সেজন্য সকলকে আন্তরিক হতে হবে।

যে যার অবস্থান থেকে ঈদুল ফিতরের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহবান জানিয়ে তিনি সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং সবার মঙ্গল কামনা করেন।