Sunday 11 February 2024

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্ট'র মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্ট ১ম মেধাবৃত্তি পরীক্ষা-২০২৩ ইংরেজি এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে মেধা বাচাই প্রক্রিয়ায় ১০জন ট্যালেন্টপুল গ্রেডের শিক্ষার্থীকে নগদ ৩হাজার টাকা, একটি উন্নতমানের স্কুল ব্যাগ, ক্রেস্ট, সনদ এবং ১১জন সাধারণ গ্রেডের শিক্ষার্থীকে নগদ ২ হাজার টাকা, একটি উন্নতমানের স্কুল ব্যাগ, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

শনিবার সকাল সাড়ে ১১টায় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। 

শিরিন মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুদুর সভাপতিত্বে ও আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হামিদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিজাম উদ্দিন, শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ১ম মেধাবৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ শফিক উদ্দিন, মছলম উদ্দিন খান একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুল হক, মাটিজুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাল উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী ফারুক মিয়া, আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য গণি মিয়া, আব্দুল গফুর, আলী হোসেন, শিক্ষানুরাগী সদস্য আব্দুস ছালাম ছুনু, দ্বীন মোহাম্মদ একাডেমির প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, ইউপি সদস্য এনাম উদ্দিন, হেলাল উদ্দিন খান, আবুল কাশেম, জাহেদুর রহমান মৌলা।

নবম শ্রেণীর শিক্ষার্থী সাদিকুল ইসলাম শাওনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিরিন মেমোরিয়াল ট্রাস্ট ১ম মেধাবৃত্তি পরীক্ষার সদস্য সচিব জাহেদুল ইসলাম শিপু, কো অর্ডিনেটর ইউপি সদস্য সালমান কাদের দিপু।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক সাইকুল ইসলাম, আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য ইমাম উদ্দিন, ফারুক মিয়া, সমাজসেবী ডা. আব্দুল মতলিব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমাজসেবী আব্দুস সোবহান, মানিক মিয়া, নজরুল ইসলাম, মাস্টার এমরান আহমদ, কাওছার আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের শেষে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৪ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

শেয়ার করুন